রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ 1st Sem একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র?

সিকিম

ভুটান

পশ্চিমবঙ্গ

বিহার

রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল-

সরকার

রাজনৈতিক দল

স্বার্থগোষ্ঠী

সংঘ বা প্রতিষ্ঠান

একজন ব্যক্তি একইসঙ্গে সদস্য হতে পারেন একাধিক-

রাষ্ট্রের

সরকারের

সংগঠনের

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের

সম্মিলিত জাতিপুঞ্জ হল-

একাধিক রাষ্ট্রের সমষ্টি

রাষ্ট

রাষ্ট্রীয় সংঘ

সরকারি প্রতিষ্ঠান

একজন ব্যক্তি একইসঙ্গে ক-টি রাষ্ট্রের সদস্য হতে পারেন?

দুটি

একটি

তিনটি

চারটি

রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল-

সরকার

সার্বভৌমত্ব

স্থায়িত্ব

অখণ্ডতা

রাষ্ট্রের সার্বভৌমিকতা কীরূপ?

অভ্যন্তরীণ

বাহ্যিক

বাহ্যিক ও অভ্যন্তরীণ

আন্তর্জাতিক

রাষ্ট্র শ্রেণিশোষণের একটি যন্ত্রমাত্র।” কথাটি বলেছেন-

বুশো

মার্কস

হেগেল

ব্যোম

একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক কোনটি?

সংঘের সদস্যপদ

রাষ্ট্রের সদস্যপদ

রাজনৈতিক দলের সদস্যপদ

প্রতিষ্ঠানের সদস্যপদ

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন-

কান্ট

অ্যারিস্টট্ল

হেগেল

1947 খ্রিস্টাব্দের 15 আগস্টের পূর্বে ভারত ছিল-

আধা-রাষ্ট্র

রাজ্য

উপনিবেশ

রাষ্ট্র

আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র।”-এ কথা বলেছেন-

বোঁদা

ল্যাস্কি

মিল

ব্র্যাডলি

রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল-

ভৌগোলিক অবস্থান

জনগণ

সার্বভৌমত্ব

রাজনৈতিক দল

প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র?

সম্মিলিত জাতিপুঞ্জ

পশ্চিমবঙ্গ

ওডিশা

বাংলাদেশ

রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল-

সরকার

সার্বভৌমত্ব

জনসমষ্টি

নির্দিষ্ট ভূখণ্ড

“রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা, যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গলসাধন”-এ কথা মনে করেন-

রুশো

অ্যারিস্টট্ল

প্লেটো

অস্টিন

প্রদত্ত কোনটি সার্বভৌম রাষ্ট্র?

পশ্চিমবঙ্গ

বাংলাদেশ

বিহার

হিমাচল প্রদেশ

“রাষ্ট্র হল পৃথিবীতে ভগবানের পদক্ষেপ।”-কথাটি বলেছেন

কান্ট

হেগেল

রাসেল

 

রাষ্ট্রের প্রাণস্বরূপ হল-

সরকার

জনসমষ্টি

সার্বভৌমিকতা

ভূখণ্ড

রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন-

উইলসন

ল্যাস্কি

গার্নার

বার্জেস

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয়।”-এ কথা বলেছেন-

সিলি

প্লেটো

কোঁত

হবস

রাষ্ট্রের উপাদান সংক্রান্ত সংজ্ঞা দিয়েছেন-

গার্নার

গেটেল

লিকক

রাষ্ট্রের বাহু হল-

জনগণ

সরকার

ভূখণ্ড

সার্বভৌমিকতা

রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কী?

সার্বভৌমিকতা

সরকারি ক্ষমতা

আইনের ক্ষমতা

বিচারের ক্ষমতা

‘রাষ্ট্র’ শব্দটির প্রয়োগ সর্বপ্রথম কার রচনায় লক্ষ করা যায়?

প্লেটোর

অ্যারিস্টরে

গার্নারের

ম্যাকিয়াভেলির

রাষ্ট্রের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা প্রদান করেছেন-

অধ্যাপক গার্নার

আর্নেস্ট বার্কার

ম্যাকাইভার ও পেজ

হ্যারল্ড ল্যাস্কি

মেটিক কাদের বলা হত?

যারা রাজনৈতিক জীবনের সাথে যুক্ত থাকত

যারা ব্যাবসাবাণিজ্যের সূত্রে বসবাস করত

যারা পরাধীন ছিল

যারা অন্য রাষ্ট্রের সদস্য ছিল

সরকার বলতে কী বোঝায়?

আইন বিভাগকে

বিচার বিভাগকে

শাসন বিভাগকে

আইন, শাসন ও বিচার বিভাগকে

অধ্যাপক গেটেল সার্বভৌমিকতাকে বলেছেন-

রাষ্ট্রের মস্তিষ্ক

চরম কর্তৃত্ব

চূড়ান্ত ক্ষমতা

আধুনিক রাষ্ট্রের ভিত্তি

রাষ্ট্রের সার্বভৌমিকতা অভ্যন্তরীণ ক্ষেত্রে কীসের দ্বারা সীমাবদ্ধ?

প্রথা, রীতিনীতি, জনমত প্রভৃতির দ্বারা

আইন বিভাগের দ্বারা

শাসন বিভাগের দ্বারা

বিচার বিভাগের দ্বারা

রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ক্ষেত্রে কীসের দ্বারা সীমাবদ্ধ?

বিদেশি রাষ্ট্রের আইনের দ্বারা

সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা

আন্তর্জাতিক বিচারালয়ের দ্বারা

আন্তর্জাতিক আইন, সন্ধি, চুক্তি ইত্যাদি দ্বারা

রাষ্ট্রের প্রায় কতগুলি সংজ্ঞা রয়েছে?

140 টি

50 টি

145 টি

160 টি

গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ক-টি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়?

4 টি

6 টি

5 টি

7 টি

আচরণবাদীরা ‘রাষ্ট্র’ শব্দটির পরিবর্তে কোন্ কথাটি প্রয়োগ করার পক্ষপাতী?

তত্ত্বগত রাজনীতি

ব্যাবহারিক রাজনীতি

রাজনৈতিক ব্যবস্থা

রাষ্ট্রদর্শন

মার্কসবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন?

শ্রেণিশোষণের যন্ত্র

আদর্শ প্রতিষ্ঠান

জনকল্যাণকর প্রতিষ্ঠান

শ্রেণিসমন্বয়কারী প্রতিষ্ঠান

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত কী কী ভাগে ভাগ করা হয়?

মেটিক

আবাসিক

দাস

নাগরিক, বিদেশি ও প্রজা

প্লেটো, অ্যারিস্টট্ল প্রমুখের মতে কত জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট?

20000-25000

15000-20000

 

বর্তমানে রাষ্ট্রের উপরিস্থিত আকাশের কত কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয়?

110-120

120-130

115-125

 

সরকারকে রাষ্ট্রের কী বলে অভিহিত করা হয়?

হাত

দেহ

মাথা

চোখ

কোনটি রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?

সার্বভৌমিকতা

জনসমষ্টি

ভূখণ্ড

সরকার

রাষ্ট্রের বিমূর্ত ধারণা কীসের মধ্য দিয়ে বাস্তব রূপ নেয়?

বিচার বিভাগের

আইন বিভাগের

সরকারের

রাষ্ট্র ও সরকারের মধ্যে কে কোনো পার্থক্য করেননি?

হবস

লক

মিল

রুশো

কে বলেছিলেন-“ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়”?

প্লেটো

লক

সিলি

রুশো

সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা হলেন-

হবস

রুশো

লক

বেত্থাম

রাষ্ট্রে অবলুপ্তির তত্ত্বে বিশ্বাসী ছিলেন-

মার্কস

হেগেল

গ্রিন

হবহাউস

মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক, তেমন রাষ্ট্রের পরিচালক কে?

সরকার

জনগণ

সার্বভৌমিকতা

আমলাতন্ত্র

সার্বভৌমত্ব হল রাষ্ট্রের-

মস্তিষ্ক

দেহ

চেতনা

প্রাণ

রাষ্ট্রের বাস্তব রূপ হল-

সংগঠন

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান

ক্লাব

সরকার

রাষ্ট্রে বসবাস করলেও কোন্ জনসমষ্টির রাজনৈতিক অধিকার নেই?

নাগরিক

বিদেশি

প্রজা

অধিবাসী

ভারত একটি-

গণতান্ত্রিক রাষ্ট্র

সামরিক রাষ্ট্র

একনায়কতান্ত্রিক রাষ্ট্র

সমাজতান্ত্রিক রাষ্ট্র

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

কোন্ শক্তিতে একটি স্বাধীন রাষ্ট্র বিদেশি রাষ্ট্রের নির্দেশে পরিচালিত হয় না-

সার্বভৌমত্ব

অর্থনৈতিক

জনসম্পদ

“রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল”-কে বলেছেন?

মার্কস

রুশো

হেগেল

রাষ্ট্রের বাহু কাকে বলা হয়?

সরকারকে

ভূখণ্ডকে

জনগণকে

সার্বভৌমত্বকে

“পেনসিল কাটার পক্ষে কুঠার যেমন অনুপযোগী, ব্যক্তির অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির উন্নয়নে রাষ্ট্রও তেমন অনুপযোগী” বলেছেন-

বুশো

গ্রিন

মিল

ম্যাকাইভার

রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কাকে বলে?

সরকারকে

ভূখণ্ডকে

জনসমষ্টিকে

সার্বভৌমত্বকে

“রাষ্ট্র হল পরিবার ও তার ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন, যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত” কথাটি বলেছেন-

মিল

বুশো

বেত্থাম

বোঁদা

“কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিই হল রাষ্ট্র” বলেছেন-

মিল

সিলি

উড্রো উইলসন

হেগেল

রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল

সরকার

ভূখণ্ড

সার্বভৌমত্ব

রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়-

সরকারকে

সার্বভৌমত্বকে

ভূখণ্ডকে

জনগণকে

মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে-

সংঘ

রাষ্ট্র

প্রতিষ্ঠান

ক্লাব

‘রাষ্ট্র’ শব্দটির প্রথম প্রয়োগ করেন-

প্লেটো

হবস

অ্যারিস্টট্ল

ম্যাকিয়াভেলি

“আমিই রাষ্ট্র”- কথাটি বলেছিলেন-

মুসোলিনি

নেপোলিয়ান

হিটলার

চতুর্দশ লুই

আরও পড়ুন – তোমার জীবনের লক্ষ্য রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

2 thoughts on “রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ 1st Sem একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়”

  1. প্লেটো অ্যারিস্টল প্রমুখের মতে কত জনসংখ্যা একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট

    Reply

Leave a Comment