রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

অথবা, রবীন্দ্র-উত্তর কবিদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতার ধারা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

সত্যেন্দ্রনাথ, মোহিতলাল, যতীন্দ্রনাথ, নজরুল: বিশ্বকবি রবীন্দ্রনাথের জীবনের অন্তিম পর্যায়েই বাংলা কবিতায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। সত্যেন্দ্রনাথ দত্ত, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নজরুল ইসলামের মতো কবিরা রবীন্দ্রপ্রভাব থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র পথে হাঁটতে প্রয়াসী হন। কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে আবির্ভূত হয়েছিলেন বিদ্রোহের কেতন উড়িয়ে। সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কবিতায় ছন্দের জাদু সঞ্চারিত করেন। মোহিতলাল মজুমদার ভোগবাদ ও যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদের বিশিষ্টতায় বাংলা কবিতাকে সমৃদ্ধ করেন।

জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু: পরবর্তীকালে বাংলা কাব্যাঙ্গনে আধুনিকতার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্প্রসারিত করেছিলেন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে প্রমুখ কবিরা। এই সময়পর্বের অপর দুই উল্লেখযোগ্য কবি হলেন প্রেমেন্দ্র মিত্র ও অজিত দত্ত।

অন্যান্য কবিবৃন্দ: রবীন্দ্র পরবর্তী কাব্যধারায় সাম্যবাদী ধারণায় বিশ্বাস রেখে এবং জনসচেতনতা বৃদ্ধিতে রাজনৈতিক কাব্যধারার সূচনা ঘটল। এই সময়পর্বের উল্লেখযোগ্য কবিব্যক্তিত্ব হলেন ‘পদাতিক’ কাব্যের কবি সুভাষ মুখোপাধ্যায়। এ ছাড়াও সমর সেন, সুকান্ত ভট্টাচার্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ হলেন এই সময়ের উল্লেখযোগ্য কবিগণ। আধুনিক কবি শঙ্খ ঘোষও ব্যক্তিগত উপলব্ধি এবং বিবেককে কেন্দ্র করে স্মিতভাষ্যে কবিতা রচনা করলেন। আধুনিক কালস্রোতে অপর যে কবিরা আবির্ভূত হয়ে বাংলা কাব্যকে আধুনিকতার সাবালকত্বের স্তরে উন্নীত করলেন তাঁরা হলেন বিনয় মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসু প্রমুখ কবিগণ। এভাবেই রবীন্দ্র পরবর্তীকাল থেকে বর্তমান কাল পর্যন্ত বাংলা কাব্যধারা অবিরাম গতিতে এগিয়ে চলেছে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment