যামিনীর মায়ের চরিত্র সংক্ষেপে পর্যালোচনা করো
ভূমিকা
প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে যামিনীর মায়ের চরিত্রটির গল্পের বিন্যাস ও সামগ্রিক বিষয়বস্তুর গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে গভীর ও সক্রিয় ভূমিকা রয়েছে। অন্ধ ও চলচ্ছক্তিহীন এই নারীচরিত্রটির কয়েকটি বিশেষ দিক ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের চোখে পড়ে।
সচেতন
তিনি দৃষ্টিহীন অশীতিপর হলেও চেতনার দিক থেকে অত্যন্ত সজাগ। নিরঞ্জন যে তার মেয়েকে বিবাহ করবে, এই বিশ্বাসে অটল থেকে তিনি কথকের ছদ্ম-নিরঞ্জন পরিচয়কে সন্দেহ না করে তার সঙ্গে যথাযথ ব্যবহার করেছেন।
দায়িত্ববোধসম্পন্ন
তিনি পঙ্গু হলেও অনূঢ়া কন্যার প্রতি বাৎসল্য ও দায়িত্ববোধে অবিচল। যামিনীকে পাত্রস্থ করে তিনি নিশ্চিন্ত হতে চান। দীর্ঘস্থায়ী ব্যাধি ও পঙ্গুতা তার দায়িত্ববোধকে মলিন করেনি।
আত্মমর্যাদা বোধসম্পন্ন
প্রগাঢ় আভিজাত্যবোধ যামিনীর মায়ের ব্যক্তিত্বে ধরা পড়ে। কথককে নিরঞ্জন ভেবে তার সঙ্গে কথোপকথনের সময় তার এতটুকু মানসিক দৈন্য ধরা পড়েনি, আত্মমর্যাদাবোধ বজায় রেখে তিনি কথা বলেছেন।
সরল
পরিশেষে বলা যায়, অকপট বিশ্বাস ও সরলতা তার চরিত্রের সম্পদ। মানুষ কথা দিলে কথা রাখে-এই বিশ্বাস বা মনুষ্যত্বের প্রতি আস্থা তাঁর রয়েছে।
আরও পড়ুন – আগুন নাটকের বড়ো প্রশ্ন উত্তর