মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ প্রশ্ন ও উত্তর | XI 2nd Semester (Marks 2)
1. ভারতীয় সংবিধানের 22 নং ধারাটি কোন্ অবস্থায় নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী বিপজ্জনক কাজে 14 বছরের কম বয়সি শিশুদের নিয়োগ বন্ধ করা হয়েছে?
▶ নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার হলে ভারতীয় সংবিধানের 22 নং ধারাটি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
▶ ভারতীয় সংবিধানের 24 নং ধারা অনুযায়ী বিপজ্জনক কাজে 14 বছরের কম বয়সি শিশুদের নিয়োগ বন্ধ করা হয়েছে।
2. ভারতীয় সংবিধানে ‘হিন্দু’ শব্দটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে? রাষ্ট্র কর্তৃক পরিচালিত অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কীসের ভিত্তিতে আসন সংরক্ষিত রাখা যাবে না?
▶ ভারতীয় সংবিধানে ‘হিন্দু’ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে।
▶ রাষ্ট্র কর্তৃক পরিচালিত অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের ভিত্তিতে আসন সংরক্ষিত রাখা যাবে না।
3. ‘বন্দি প্রত্যক্ষীকরণ’ কথাটির অর্থ কী? ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে?
▶ ‘বন্দি প্রত্যক্ষীকরণ’ কথাটির অর্থ হল বন্দিকে আদালতে সশরীরে হাজির করা।
▶ ভারতীয় সংবিধানের 51(ক) নং ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে।
4. ভারতে নির্দেশমূলক নীতিগুলিকে কীরূপ সমাজ গঠনের পদক্ষেপ বলে মনে করা হয়? ভারতীয় সংবিধানের কত থেকে কত নং ধারায় মৌলিক অধিকারসমূহের বর্ণনা আছে?
▶ ভারতে নির্দেশমূলক নীতিগুলিকে সমাজতান্ত্রিক সমাজ গঠনের পদক্ষেপ বলে মনে করা হয়।
▶ ভারতীয় সংবিধানের 12-35নং ধারায় মৌলিক অধিকারসমূহের বর্ণনা আছে।
5. ভারতীয় সংবিধানের কত থেকে কত নং ধারায় নির্দেশমূলক নীতিসমূহ বর্ণিত আছে? বিদেশি পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগ (এফ ডি আই) আইন কবে প্রণীত হয়?
▶ ভারতীয় সংবিধানের 36-51 নং ধারায় নির্দেশমূলক নীতিসমূহ বর্ণিত আছে।
▶ বিদেশি পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগ (এফ ডি আই) আইন প্রণীত হয় 2012 খ্রিস্টাব্দে।
6. ভারতে নির্দেশমূলক নীতিগুলির কীরূপ তাৎপর্য নেই বলে মনে করা হয়? ভারতে নির্দেশমূলক নীতির কীরূপ মূল্যকে অস্বীকার করা যায় না?
▶ ভারতে নির্দেশমূলক নীতিগুলির আইনগত তাৎপর্য নেই বলে মনে করা হয়।
▶ ভারতে নির্দেশমূলক নীতির শিক্ষাগত মূল্যকে অস্বীকার করা যায় না।
7. মৌলিক অধিকার রাষ্ট্রের ওপর কী আরোপ করে? মৌলিক অধিকার বিরোধী আইনকে কে বাতিল করতে পারে?
▶ মৌলিক অধিকার রাষ্ট্রের ওপর বাধানিষেধ আরোপ করে।
▶ মৌলিক অধিকার বিরোধী আইনকে আদালত বাতিল করতে পারে।
৪. নির্দেশমূলক নীতি বিরোধী আইন কি বাতিল করা যায়? মৌলিক অধিকারের উদ্দেশ্য কী?
► না, নির্দেশমূলক নীতি বিরোধী আইন বাতিল করা যায় না।
▶ অনেকের মতে, মৌলিক অধিকারের উদ্দেশ্য হল গণতান্ত্রিক সমাজ গঠন।
9. নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য কী? মৌলিক অধিকারগুলির মাধ্যমে কোন্ ধরনের সাম্য প্রতিষ্ঠার ওপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে?
▶ নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হল জনকল্যাণকামী সমাজব্যবস্থার প্রবর্তন।
▶ মৌলিক অধিকারগুলির মাধ্যমে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার ওপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে।
10. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনী নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধিতে সাহায্য করেছে? নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের কোন্ অংশের অন্তর্ভুক্ত হয়েছে?
▶ ভারতীয় সংবিধানের 25তম সংশোধনী নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধিতে সাহায্য করেছে।
▶ নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের চতুর্থ অংশের অন্তর্ভুক্ত হয়েছে।
11. রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য কত দিনের নোটিশ দিতে হয়? আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝায়?
▶ রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য 2 মাসের নোটিশ দিতে হয়।
▶ আইনের দৃষ্টিতে সমতা বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান।
12. ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী সংসদ আইনের মাধ্যমে প্রশাসনিক আদালত গঠন করতে পারে? সংসদ ও রাজ্য আইনসভার সদস্য কীরূপ অধিকার ভোগ করেন?
▶ ভারতীয় সংবিধানের 44তম সংশোধনী অনুযায়ী সংসদ আইনের মাধ্যমে প্রশাসনিক আদালত গঠন করতে পারে।
▶ সংসদ ও রাজ্য আইনসভার সদস্য বিশেষাধিকার ভোগ করেন।
13. ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কত? ভারতীয় সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরিতে সমানাধিকারের কথা বলা হয়েছে?
▶ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি।
▶ ভারতীয় সংবিধানের 16নং ধারায় সরকারি চাকরিতে সমানাধিকারের কথা বলা হয়েছে।
14. ভারতীয় সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে? ভারতীয় সংবিধানের ষোড়শ সংশোধনী আইন কত খ্রিস্টাব্দে পাস হয়?
▶ ভারতীয় সংবিধানের 17নং ধারায় অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে।
▶ ভারতীয় সংবিধানের ষোড়শ সংশোধনী আইন 1963 খ্রিস্টাব্দে পাস হয়।
15. 6-14 বছর বয়সি শিশুদের জন্য শিক্ষার অধিকারকে কত খ্রিস্টাব্দে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয়? কোন্ বছর সংসদ কর্তৃক শিক্ষার অধিকার আইন প্রণীত হয়?
▶ 2002 খ্রিস্টাব্দে 6-14 বছর বয়সি শিশুদের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তালিকাভুক্ত করা হয়।
▶ 2010 খ্রিস্টাব্দে সংসদ কর্তৃক শিক্ষার অধিকার আইন প্রণীত হয়।
16. ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ধর্মের জন্য কর প্রদানে বাধ্য করা যায় না?
▶ ধর্মনিরপেক্ষতা বলতে সব ধর্মকে সমান মর্যাদা প্রদান করাকে বোঝায়।
▶ ভারতীয় সংবিধানের 27 নং ধারা অনুযায়ী ধর্মের জন্য কর প্রদানে বাধ্য করা যায় না।
17. ড. আম্বেদকর কোন্ মৌলিক অধিকারকে সংবিধানের প্রাণ বলে বর্ণনা করেছেন? ভারতের কোন্ পদাধিকারীর বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না?
▶ ড. আম্বেদকর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের প্রাণ বলে বর্ণনা করেছেন।
▶ ভারতের রাষ্ট্রপতির ও রাজ্যপালের বিরুদ্ধে পরমাদেশ জারি করা যায় না।
18. ভারতে জরুরি অবস্থা জারি হলে সংবিধানে উল্লিখিত কোন্ মৌলিক অধিকার অকার্যকর হতে পারে? ভারতীয় সংবিধানের কোন্ অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে?
▶ ভারতে জরুরি অবস্থা জারি হলে সংবিধানের 19নং ধারায় বর্ণিত মৌলিক অধিকার অকার্যকর হতে পারে।
▶ ভারতীয় সংবিধানের চতুর্থ (ক) অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে।
19. কর্তব্য কী?
▶ সাধারণভাবে কর্তব্য হল সচেতন নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের প্রতি কয়েকটি দায়দায়িত্ব পালন। প্রকৃতি অনুসারে কর্তব্যকে দু-ভাগে ভাগ করা হয়েছে। যেমন-① নৈতিক কর্তব্য, ② আইনগত কর্তব্য।
20. ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কত খ্রিস্টাব্দে সংবিধানের অন্তর্ভুক্ত হয়? 1976 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের কততম সংশোধন হয়?
▶ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য 1976 খ্রিস্টাব্দে সংবিধানের অন্তর্ভুক্ত হয়।
▶ 1976 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের 42তম সংশোধন হয়।
21. প্রতি বছর কোন্ দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? সংবিধান অনুযায়ী রাজ্যগুলির শাসনকার্য পরিচালিত হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকার সংবিধানের কত নং ধারা অনুযায়ী নজর রাখে?
▶ প্রতি বছর 10 ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়।
▶ সংবিধান অনুযায়ী রাজ্যগুলির শাসনকার্য পরিচালিত হচ্ছে কি না, তা কেন্দ্রীয় সরকার সংবিধানের 355 নং ধারা অনুযায়ী সেদিকে নজর রাখে।
22. নির্দেশমূলক নীতির দুটি উৎস লেখো।
▶ নির্দেশমূলক নীতির দুটি উৎস হল-① ফেবিয়ান সমাজতন্ত্রের আদর্শ, ② 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন।
23. মৌলিক অধিকারগুলি স্থিতিশীল না গতিশীল? ভারতের কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ না মানলে রাষ্ট্রপতি কত নং ধারা অনুযায়ী অবাধ্য রাজ্যকে শাস্তি দিতে পারে?
▶ মৌলিক অধিকারগুলি স্থিতিশীল।
▶ ভারতের কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ না মানলে রাষ্ট্রপতি 365 নং ধারা অনুযায়ী অবাধ্য রাজ্যকে শাস্তি দিতে পারে।
24. নির্দেশমূলক নীতিগুলিকে ক-টি ভাগে ভাগ করা যায়?
▶ নির্দেশমূলক নীতিসমূহকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা- ① আর্থসামাজিক, ② প্রশাসনিক, ও উন্নত রাষ্ট্রব্যবস্থা সম্পর্কিত এবং ④ আন্তর্জাতিক আদর্শ-সংবলিত নির্দেশমূলক নীতিসমূহ।
25. নির্দেশমূলক নীতি বলতে কী বোঝ?
▶ প্রকৃত জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেসব নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন, সেগুলি যাতে সরকার অনুসরণ করে সেজন্য প্রদত্ত নির্দেশসমূহকে রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি বলা হয়। ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে।
26. কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়? ইতিবাচক মৌলিক অধিকার কাকে বলে?
▶ কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট রাজ্যের বিরুদ্ধে 365 নং ধারা প্রয়োগ করা যায়।
▶ যে অধিকারগুলির মাধ্যমে নাগরিকদের সুস্পষ্টভাবে কয়েকটি সুযোগসুবিধা দেওয়া হয়েছে সেগুলি ইতিবাচক মৌলিক অধিকার। যেমন-মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি।
27. নেতিবাচক মৌলিক অধিকার কাকে বলে?
▶ যে অধিকারগুলি রাষ্ট্রের ওপর বাধানিষেধ আরোপের মাধ্যমে নাগরিকদের স্বাধীনতা ভোগে সাহায্য করে তাদের নেতিবাচক অধিকার বলা হয়। যেমন-রাষ্ট্র কোনোভাবেই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কেড়ে নিতে পারে না।
28. নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের প্রতি কী নির্দেশ দান করে? সংবিধানের কত নং ধারা অনুযায়ী মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল হয়ে যায়?
▶ নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রকে ইতিবাচক নির্দেশ দেয়।
▶ সংবিধানের 13নং ধারা অনুযায়ী মৌলিক অধিকার বিরোধী আইন বাতিল হয়ে যায়।
29. সুপ্রিমকোর্ট কত খ্রিস্টাব্দে প্রণীত নিবর্তনমূলক আটক আইনের একটি অংশকে মৌলিক অধিকার বিরোধী বলে বাতিল করে দিয়েছিল? 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42 তম সংশোধনের ফলে কটি নতুন নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয়?
▶ 1950 খ্রিস্টাব্দে প্রণীত নিবর্তনমূলক আটক আইনের একটি অংশকে সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার বিরোধী বলে বাতিল করে দিয়েছিল।
▶ 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42 তম সংশোধনের ফলে 4টি নতুন নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয়।
30. নির্দেশমূলক নীতিগুলি স্থিতিশীল না গতিশীল? ভারতীয় সংবিধানে কিছু অধিকারকে কেন মৌলিক বলা হয়?
▶ নির্দেশমূলক নীতিগুলি গতিশীল।
▶ ভারতীয় সংবিধানে কিছু অধিকারকে মৌলিক বলা হয়, কারণ এগুলি শাসন ও আইন বিভাগের কর্তৃত্বের বাইরে।
31. সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য কী জারি করতে পারে? ভারতীয় নাগরিকদের শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন্ কোন্ ধারায় স্বীকৃতি পেয়েছে?
▶ সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ জারি করতে পারে।
▶ ভারতীয় নাগরিকদের শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের 23 ও 24 নং ধারায় স্বীকৃতি পেয়েছে।
32. ভারতীয় নাগরিকদের সংস্কৃতি ও শিক্ষা-বিষয়ক অধিকার সংবিধানের কোন্ কোন্ ধারায় লিপিবদ্ধ রয়েছে? ভারতীয় নাগরিকদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন্ কোন্ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে?
▶ ভারতীয় নাগরিকদের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের 29 ও 30নং ধারায় লিপিবদ্ধ রয়েছে।
▶ ভারতীয় নাগরিকদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের 32 ও 226 নং ধারায় লিপিবদ্ধ করা হয়েছে।
33. ভারতীয় সংবিধানের 14নং ধারায় নাগরিকদের কোন্ কোন্ অধিকার প্রদান করা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী ‘নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য’ দিতে বাধ্য করা যায় না?
▶ ভারতীয় সংবিধানের 14নং ধারায় নাগরিকদের আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার প্রদান করা হয়েছে।
▶ ভারতীয় সংবিধানের 20 (3) নং ধারা অনুযায়ী ‘নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য’ দিতে বাধ্য করা যায় না।
34. ভারতীয় সংসদ কি সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকার পরিবর্তন করতে পারে?
▶ হ্যাঁ, 24 তম সংবিধান সংশোধনী অনুযায়ী ভারতীয় সংসদ সংবিধানের তৃতীয় অধ্যায়ে উল্লেখিত মৌলিক অধিকার-সহ সংবিধানের যে- কোনো অংশের পরিবর্তন করতে সক্ষম। তবে সংসদকে সংবিধানের মৌল কাঠামো পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়নি।
35. পৌর অধিকার কাকে বলে? ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী 3-14 বছর বয়স পর্যন্ত বালকবালিকাদের শিক্ষা প্রদান করা বাধ্যতামূলক?
▶ যেসব সুযোগসুবিধা ছাড়া মানুষ সভ্য ও সামাজিক জীবনযাপন করতে পারে না, সেই সব সুযোগসুবিধাকে পৌর অধিকার বলে।
▶ ভারতীয় সংবিধানের 21(ক) ধারা অনুযায়ী 6-14 বছর বয়স পর্যন্ত বালকবালিকাদের শিক্ষা প্রদান করা বাধ্যতামূলক।
36. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের কোন্ কোন্ ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? 39 (খ) ও 39(গ) ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকার-সংক্রান্ত কোন্ কোন্ ধারার ওপর প্রাধান্য লাভ করেছে?
▶ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের 20নং ও 21 নং ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না।
▶ 39(খ) ও 39(গ) ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকার সংক্রান্ত 14নং ও 19 নং ধারার ওপর প্রাধান্য লাভ করেছে।
37. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে বিচারপতি পাতগুলি শাস্ত্রী কী অভিমত ব্যক্ত করেছিলেন? বিচারপতি পি বি গজেন্দ্রগাদকার মৌলিক অধিকারগুলিকে কী বলে চিহ্নিত করেছেন?
▶ পাতঞ্জলি শাস্ত্রী ব্যক্ত করেছিলেন যে, মৌলিক অধিকারগুলি হল মৌলিক।
▶ বিচারপতি পি বি গজেন্দ্রগাদকার মৌলিক অধিকারগুলিকে গণতান্ত্রিক জীবনধারার যথার্থ ভিত্তি এবং অত্যন্ত প্রয়োজনীয় অংশ বলে চিহ্নিত করেছেন।
38. ভারতীয় সংবিধানের 21 নং ধারায় বর্ণিত ‘আইন-নির্দিষ্ট পদ্ধতি’ বলতে কী বোঝায়?
▶ ভারতীয় সংবিধানের 21 নং ধারায় বলা হয়েছে যে, ‘আইন-নির্দিষ্ট পদ্ধতি’ ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আইন-নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কোনো আইন ন্যায়নীতিবিরোধী কি না আদালত তা বিচার করতে পারে না, শুধু যে আইন অনুযায়ী ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটি বিধিসম্মতভাবে আইনসভা কর্তৃক প্রণীত কি না তা বিচারের ক্ষমতা আদালতের রয়েছে।
39. ভারতের সংবিধান-প্রণেতাগণ কোন্ কোন্ সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছিলেন? মূল ভারতীয় সংবিধানে নাগরিকদের ক-টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল?
▶ মার্কিন, আইরিশ ও ফরাসি সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করেছিলেন।
▶ মূল ভারতীয় সংবিধানে নাগরিকদের 7 টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল।
40. কবে এবং কীভাবে মৌলিক কর্তব্যগুলিকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়?
▶ 1949 খ্রিস্টাব্দের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত ভারতের মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না।
1976 খ্রিস্টাব্দের 42 তম এবং 2002 খ্রিস্টাব্দে 86 তম সংশোধনের মাধ্যমে সংবিধানে কয়েকটি মৌলিক কর্তব্যের উল্লেখ করা হয়েছে। এই উদ্দেশ্যে চতুর্থ অধ্যায় (ক) নামে একটি নতুন অধ্যায় এবং 51(ক) নামে একটি নতুন ধারা সংযোজন করা হয়। এই ধারায় ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে।
41. ভারতে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের স্বপদে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে বা পরে সম্পাদিত কাজের জন্য তাঁদের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য কত দিনের নোটিশ দিতে হয়? ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুসারে সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত যাবতীয় বিরোধের মীমাংসা করার জন্য প্রশাসনিক আদালত গঠন করা যেতে পারে?
▶ ভারতে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের স্বপদে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে বা পরে সম্পাদিত কাজের জন্য তাঁদের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য 2 মাসের নোটিশ দিতে হয়।
▶ 1978 খ্রিস্টাব্দের 44তম সংবিধান সংশোধনী আইন অনুসারে সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত যাবতীয় বিরোধের মীমাংসা করার জন্য প্রশাসনিক আদালত গঠন করা যেতে পারে।
42. মূল ভারতীয় সংবিধানের কত নং ধারায় ইঙ্গ-ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা ছিল? কবে থেকে ইঙ্গ- ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বাতিল করা হয়েছে?
▶ মূল ভারতীয় সংবিধানের 336নং ধারায় ইঙ্গ-ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা ছিল।
▶ 1960 খ্রিস্টাব্দের 25 শে জানুয়ারি থেকে ইঙ্গ-ভারতীয়দের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা বাতিল করা হয়েছে।
43. ভারতে কত খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা (অপরাধ) আইন প্রণীত হয়? কত খ্রিস্টাব্দে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়?
▶ ভারতে 1955 খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা (অপরাধ) আইন প্রণীত হয়।
▶ 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
44. ভারতীয় সংবিধানের 19(1) নং ধারায় নাগরিকদের ক-টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে? ‘আইন-নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না’- ভারতীয় সংবিধানের কত নং ধারায় এটির উল্লেখ আছে?
▶ ভারতীয় সংবিধানের 19(1) নং ধারায় নাগরিকদের 6টি মৌলিক অধিকার প্রদান করা হয়েছে।
▶ ‘আইন-নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না’- ভারতীয় সংবিধানের 21 নং ধারায় এটির উল্লেখ আছে।
45. ভারতীয় সংবিধানের কত নং ধারায় 6-14 বছর বয়স পর্যন্ত বালক-বালিকাদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? ভারতীয় সংবিধানের 32নং ধারায় কোন্ আদালতের ওপর ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে?
▶ ভারতীয় সংবিধানের 21(1) নং ধারায় 6-14 বছর বয়স পর্যন্ত বালক-বালিকাদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
▶ ভারতীয় সংবিধানের 32 নং ধারায় সুপ্রিমকোর্টের ওপর ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
46. মিসা কী?
▶ নিবর্তনমূলক আটক আইনের পরিবর্তে 1971 খ্রিস্টাব্দে পার্লামেন্টে ‘অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন’ বা ‘মিসা’ (Maintenance of Internal Security Act) প্রণয়ন করা হয়। এই আইনে আটক ব্যক্তি তার গ্রেফতারের বিরুদ্ধে আদালতে অভিযোগ করতে পারে না। 1978 খ্রিস্টাব্দে এই আইন প্রত্যাহার করে নেওয়া হয়।
47. ভারতে ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়?
▶ ভারতীয় সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায়, রাষ্ট্র ব্যক্তিগত ও গোষ্ঠীগত ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, সেই সঙ্গে ধর্ম ছাড়াও ব্যক্তির বিবেকের স্বাধীনতা স্বীকার করে। রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে না অথবা কোনো ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে না। ধর্মবিশ্বাস পুরোপুরি নাগরিকদের ব্যক্তিগত বিষয় বলে এক্ষেত্রে মনে করা হয়।
48. ভারতীয় সংবিধানের 226 নং ধারায় কোন্ আদালতের ওপর ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে? ‘পরমাদেশ’ কথাটির অর্থ কী?
▶ ভারতীয় সংবিধানের 226 নং ধারায় হাইকোর্টের ওপর ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
▶ ‘পরমাদেশ’ কথাটির অর্থ হল ‘আমরা আদেশ দিচ্ছি’।
49. ‘প্রতিষেধ’ কথাটির অর্থ কী? ‘অধিকার পৃচ্ছা’ কথাটির অর্থ কী?
▶ ‘প্রতিষেধ’ কথাটির অর্থ হল ‘নিষেধ করা’।
▶ ‘অধিকার পৃচ্ছা’ কথাটির অর্থ হল ‘কোন্ অধিকারে’।
50. ‘উৎপ্রেষণ’ কথাটির অর্থ কী? ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনী বা জনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত কর্মীরা কতখানি মৌলিক অধিকার ভোগ করবে তা সংসদ আইন প্রণয়ন করে স্থির করে দিতে পারে?
▶ ‘উৎপ্রেষণ’ কথাটির অর্থ হল ‘বিশেষভাবে জ্ঞাত হওয়া’।
▶ ভারতীয় সংবিধানের 33(ক) (খ) নং ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনী বা জনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত কর্মীরা কতখানি মৌলিক অধিকার ভোগ করবে তা সংসদ আইন প্রণয়ন করে স্থির করে দিতে পারে।
51. ‘দণ্ড নিষ্কৃতি আইন’ কাকে বলে? আইভর জেনিংস ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্তির বিষয়ে কী মন্তব্য করেছেন?
▶ ভারতের কোনো অঞ্চলে সামরিক শাসন চালু থাকলে কোনো সরকারি কর্মচারী বা অন্য কেউ শৃঙ্খলা রক্ষার জন্য কোনো অবৈধ কাজ করলে তা বৈধ করার জন্য সংসদ যে আইন প্রণয়ন করে তাকে ‘দণ্ড নিষ্কৃতি আইন’ বলে।
▶ আইভর জেনিংসের মতে, ফেবিয়ান সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়।
52. দুর্গাদাস বসুর মতে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিগুলি কোন্ সংবিধানের অনুকরণে সংযোজিত হয়েছে? কে সি হোয়ার নির্দেশমূলক নীতিগুলিকে কী বলে অভিহিত করেছেন?
► দুর্গাদাস বসুর মতে, আয়ার্ল্যান্ডের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিগুলি সংযোজিত হয়েছে।
▶ কে সি হোয়ার নির্দেশমূলক নীতিগুলিকে ‘নৈতিক উপদেশ’ ও ‘রাজনৈতিক ইস্তেহার’ বলে বর্ণনা করেছেন।
53. কে টি শাহ্ নির্দেশমূলক নীতিগুলিকে কী বলে অভিহিত করেছেন? পাইলির মতে নির্দেশমূলক নীতিগুলি কী?
▶ কে টি শাহ্ নির্দেশমূলক নীতিগুলিকে ‘সদিচ্ছার প্রকাশ’ বলে অভিহিত করেছেন।
▶ পাইলির মতে, নির্দেশমূলক নীতিগুলি হল ভারতীয় জনগণের ন্যূনতম আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
54. জওহরলাল নেহরু নির্দেশমূলক নীতিগুলিকে কী বলেছিলেন? গ্রেনভিল অস্টিন নির্দেশমূলক নীতিগুলিকে কী বলেছিলেন?
▶ জওহরলাল নেহরু নির্দেশমূলক নীতিগুলিকে ‘গতিশীল পদক্ষেপ’ বলেছিলেন।
▶ গ্রেনভিল অস্টিন নির্দেশমূলক নীতিগুলিকে ‘সামাজিক বিপ্লবের অধিকতর স্পষ্ট বিকৃতি’ বলেছেন।
55. জরুরি অবস্থা ঘোষিত হলে ভারতীয় নাগরিকরা কি মৌলিক অধিকার ভোগ করতে পারেন?
▶ না, সংবিধানের 352 নং ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষিত হলে 19নং ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারগুলির ওপর যে-কোনো বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে। এ ছাড়া 359 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি জনগণের মৌলিক অধিকার বলবৎকরণের উদ্দেশ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি স্থগিত রাখার আদেশ দিতে পারেন।
56. সাম্প্রতিককালে (86তম সংবিধান সংশোধনী, 2002) সংযোজিত 11 নং মৌলিক কর্তব্যটি কী?
▶ 2002 খ্রিস্টাব্দে 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে সংযোজিত 11 নং মৌলিক কর্তব্যটি হল প্রত্যেক পিতা- মাতা কর্তৃক 6 থেকে 14 বছর বয়সি সন্তানের এবং অভিভাবক কর্তৃক নাবালকের শিক্ষাদানের ব্যবস্থা করা।
57. ভারতের সংবিধানের সম্পত্তির অধিকারের সাংবিধানিক মর্যাদা কী?
▶ 1978 খ্রিস্টাব্দের 44তম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের কৌলীন্য হারালেও তা বিধিবদ্ধ সাংবিধানিক আইনের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়।
58. মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন?
▶ মৌলিক অধিকারগুলি স্থিতিশীল। মূল সংবিধানে মৌলিক অধিকারগুলি যেভাবে লিপিবদ্ধ হয়েছিল তা এখনও সেভাবেই রয়েছে। কোনো নতুন মৌলিক অধিকার আজ পর্যন্ত সংযোজিত হয়নি। কিন্তু নির্দেশমূলক নীতিগুলি পরিস্থিতির তাগিদে পরিবর্তিত ও সংযোজিত হয়।
আরও পড়ুন – রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ ২ নম্বরের প্রশ্ন ও উত্তর