মৌলানা আবুল কালাম আজাদ-এর স্বাধীনতা সম্পর্কিত ধারণার অনুপ্রেরণাসমূহ আলোচনা করো
মৌলানার স্বাধীনতা সম্পর্কিত ধারণার অনুপ্রেরণাসমূহ
মৌলানা আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর স্বাধীনতা সম্পর্কিত ধারণা গড়ে ওঠার পশ্চাতে বিবিধ কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেগুলিকে তাঁর স্বাধীনতার ধারণার উৎস হিসেবে চিহ্নিত করা যায়। উৎসগুলি হল-
[1] সাংবাদিকতা এবং লেখনী: আজাদ প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘আল হিলাল’ (১৯১২ খ্রিস্টাব্দে)-এর মাধ্যমে, তিনি নিজের স্বাধীনতার বিষয়ে ধ্যানধারণাগুলি প্রকাশ করেছিলেন। তিনি ব্রিটিশ শাসনের তীব্র বিরোধী ছিলেন। তাই তিনি তাঁর লেখনীর মাধ্যমে ভারতীয়দের নিজের অধিকারের জন্য এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিলাভের জন্য লড়াই করতে উৎসাহ দিয়েছিলেন।
[2] ইসলামীয় শিক্ষা: আজাদ প্রাথমিকভাবে ইসলামীয় শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, যা স্বাধীনতা ও ন্যায়বিচার সম্পর্কে তাঁর মতামতকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এ ছাড়াও ধ্রুপদী ইসলামীয় গ্রন্থের অধ্যয়ন বিশ্বদর্শনকে গঠন করতে সহায়তা করেছিল। তিনি বিশ্বাস করতেন যে, প্রকৃত স্বাধীনতা কেবলমাত্র নৈতিক ও আধ্যাত্মিক মুক্তির মাধ্যমে অর্জিত হতে পারে, যা ইসলামীয় শিক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ।
[3] ভারতীয় জাতীয়তাবাদ: আজাদ ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের একজন কট্টর সমর্থক। এক্ষেত্রে তিনি হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য স্থাপনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল। মৌলানা আজাদ মুসলমানদের স্ব-আরোপিত রাজনৈতিক উদাসীনতা থেকে বেরিয়ে এসে দেশকে বিদেশি শাসন থেকে শৃঙ্খলমুক্ত করতে হিন্দুদের সঙ্গে সহযোগিতা করার কথা বলেন। তিনি অনুভব করেন সমগ্র মুসলমান জাতির উন্নতি এবং সমৃদ্ধির জন্য ভারতের স্বাধীনতা প্রয়োজন। তিনি স্বাধীনতা বলতে কেবল ব্রিটিশ শাসন থেকে মুক্তিকে বোঝাননি, বরং এক অসাম্প্রদায়িক, অখণ্ড স্বাধীন ভারত গঠনকে বুঝিয়েছিলেন।
[4] কংগ্রেস নেতৃত্বের প্রভাব: ভারতের জাতীয় কংগ্রেসে আজাদ-এর অংশগ্রহণ এবং মহাত্মা গান্ধি ও জওহরলাল নেহরু-র মতো নেতৃত্বের সঙ্গে তার পরিচয় স্বাধীনতার বিষয়ে তার চিন্তা- ভাবনাকে সুস্পষ্ট রূপ প্রদান করেছিল। অহিংস- অসহযোগ আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক কারাবরণ, অহিংস প্রতিরোধ, ও আইন অমান্যের মাধ্যমে স্বাধীনতা অর্জনের বিষয়গুলি তাঁর সংকল্পকে আরও দৃঢ় করে তোলে।
উক্ত উপাদানগুলি সম্মিলিতভাবে স্বাধীনতার বিষয়ে মৌলানা আজাদ- এর চিন্তাধারার ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়েছিল এবং তাঁর জাতীয় ঐক্যের ধারণাকে সুস্পষ্ট রূপ প্রদান করেছিল।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর