মূল্যবোধের অবক্ষয় – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- সূচনা
- সামাজিক অবক্ষয়ের কারণ
- যুবসমাজের গঠন
- করণীয় ধর্ম
- উপসংহার
সূচনা
‘নৈতিক’ কথাটি এসেছে ‘নীতি ব্লিক’ থেকে, যার অর্থ নীতিসম্পর্কিত বিষয়। অর্থাৎ ‘নীতি’ বলতে বোঝায় যা কিছু ন্যায়সঙ্গত এবং বিচারসিদ্ধ যা সমাজের পক্ষে কল্যাণকর। ব্যক্তিকে নিয়ে তৈরি হয় সমষ্টি। তাই ব্যক্তি তথা সমষ্টির কল্যাণই হল নৈতিকতার মানদণ্ড। যেহেতু যুবসমাজই হল সমাজের ধারক ও বাহক, তাই যুবশক্তিকে নৈতিক মূল্যবোধে বলীয়ান করে তোলাটাই নৈতিকশিক্ষার চরম লক্ষ্য হওয়া উচিত।
সামাজিক অবক্ষয়ের কারণ
আজ যুবশক্তির সামনে আদর্শের বড়ই অভাব। রাজনীতির স্তর থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, চিকিৎসাক্ষেত্র অথবা যে-কোনো কর্মক্ষেত্রে মানুষ নানা ধরনের দুর্নীতির শিকার। আর এই অনৈতিকতার শিকার সমাজের যুবশক্তি, ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতির মধ্যে বেড়ে উঠতে উঠতে তারা চরম দ্বিধা-দ্বন্দ্বের সম্মুখীন। কোন্টা ঠিক কোন্টা ভুল এটা বিচার করতে তারা অসহায়। শুধু তাই নয়, গণমাধ্যমগুলিও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের একটা বড়ো কারণ। সংবাদপত্র, টেলিভিশন, সিনেমা বিভিন্ন কুরুচিকর বিষয় পরিবেশনের মাধ্যমে সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। বর্তমানে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া। তার প্রভাবও যথেষ্ট। আজকের যুবসমাজ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়ছে। ফলে আদর্শহীন ভোগবাদী বস্তুসর্বস্ব সমাজচক্রে যুবসমাজ কিছুটা আদর্শভ্রষ্ট দিশাহীন।
যুবসমাজের গঠন
সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে হলে যুবসমাজকে গড়ে তুলতে হবে যথাযথভাবে। তারুণ্যশক্তিতে পরিপূর্ণ ছাত্রসমাজ ও যুবসমাজকে সঠিক পথ দেখাতে পারেন আমাদের ঋষি-মহাপুরুষের বাণী, তাঁদের জীবনী। লেখক-লেখিকা বা বিভিন্ন কবির কাব্যে খুঁজে পাবে তাদের আদর্শ। যেমন-স্বামী বিবেকানন্দ, রামকৃয়, নেতাজী সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী প্রমুখ নেতৃত্ব হয়ে উঠতে পারেন তাদের পথপ্রদর্শক। রবীন্দ্রনাথের সবুজের অভিযান, সুকান্তের আঠারো বছর বয়স ইত্যাদি কবিতায় রয়েছে যুবশক্তির বেড়ে ওঠার মন্ত্র। তাই দিগভ্রষ্ট ছাত্রসমাজ যাতে কোনোভাবে বিপথে চালিত না হয়, সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, গড়ে তুলতে হবে তাদের নৈতিক মূল্যবোধ।
করণীয় ধর্ম
'ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে'।
আজকের শৈশবই আগামী দিনের যুবশক্তি। এই নৈতিক মূল্যবোধে সমাজকে গড়ে তুলতে হলে শৈশবকাল থেকে তাদের নীতিশিক্ষা দিতে হবে। সর্বপ্রথম শারীরশিক্ষার মাধ্যমে তাদের স্বাস্থ্য গড়ে তুলতে হবে। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই স্বাস্থ্যনীতি যা নৈতিক শিক্ষার অন্তর্ভুক্ত। ধর্মশিক্ষা, পারিবারিক শিক্ষা ইত্যাদির মাধ্যমে শিশুদের নৈতিক দিকটির বিকাশ ঘটাতে হবে। আদর-ভালোবাসা স্নেহ-যত্নের মাধ্যমে তাদের মধ্যে গড়ে তুলতে হবে মানবিক মূল্যবোধ, যাতে তারা গুরুজনদের সম্মান করতে পারে, ছোটোদের ভ্রাতৃসম স্নেহ দিতে পারে। বর্তমানে স্কুলশিক্ষা স্তরে এই নৈতিক শিক্ষার বিষয়টিকে নিয়েও ভাবা হচ্ছে। এটি কার্যকর করা গেলে সমাজ নানাভাবে উপকৃত হবে।
তবে অত্যধিক জনসংখ্যা ও বেকারত্বের চাপে যুবসমাজ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তারা মূল্যবোধহীনতার শিকার হয়। সেজন্য জননিয়ন্ত্রণ যেমন প্রয়োজন তেমনি ভবিষ্যৎ দিশার আলো তাদের সামনে তুলে ধরতে হবে। গুণীকে পুরস্কার প্রদান আর দোষীকে শাস্তিবিধানের নমুনা তাদের মূল্যবোধ গড়ে তুলতে একান্ত প্রয়োজন। যথাযথ নৈতিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমেই যুবশক্তির নৈতিক মূল্যবোধ যেমন গড়ে তোলা সম্ভব, তেমন সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ করা সম্ভব।
উপসংহার
সুতরাং মানবজাতিকে বিবেকসম্পন্ন করে তোলার মধ্য দিয়েই নৈতিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। মূল্যবোধের অবক্ষয় রোধ করে শুভদিনের প্রত্যাশায় আমরা দিন গুনি। আশা করি, আমাদের সেই প্রার্থনা সফল হবে।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৬। বইপড়া – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৭। শিশুরাই সমাজের ভবিষ্যৎ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৮। করোনা ভাইরাস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৯। অনলাইন পড়াশোনা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৩০। সাহিত্যপাঠ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৩১। প্রতিবন্ধী ও আমরা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা