ভারত সরকার নির্বাচনে PR System-এর পরিবর্তে FPTP System গ্রহণ করেছে কেন
ভারত সরকার কর্তৃক FPTP System গ্রহণের কারণ
ভারত সরকার স্বাধীনতা লাভের পর সাধারণ নির্বাচনে PR System-এর পরিবর্তে FPTP System গ্রহণ করেছে। ভারতের সাধারণ নির্বাচনের জন্য কোন্ পদ্ধতি গ্রহণ করা হবে তা নিয়ে ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদে (Constituent Assembly) দীর্ঘ বিতর্ক হয়। অনেকে ব্রিটিশদের সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP-র বদলে ‘সমানুপাতিক প্রতিনিধিত্ব’ (Proportional Representation) পদ্ধতি গ্রহণের কথা বলেন। তাঁদের যুক্তি ছিল সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP গৃহীত হলে তা হবে ‘সংখ্যাগরিষ্ঠের অত্যাচার’ (“Tyranny of the majority’) এবং ‘সংখ্যালঘিষ্ঠদের দমন’ (‘Repression and suppression of minority’)। অবশ্য বিতর্কের শেষে ভারতের লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP-কে বেছে নেওয়া হয়। গণপরিষদের অধিকাংশ সদস্য ভারতের বহুজাতিভিত্তিক বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে তাকিয়ে, বিশেষ করে ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের মানুষের দারিদ্র্য ও নিরক্ষরতার দিকে তাকিয়ে, সাধারণ নির্বাচনের জন্য সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিকেই উপযুক্ত বলে রায় দিয়েছিলেন। স্বাধীন ভারতের সংবিধানে 325 নং ধারায় লোকসভা ও রাজ্যবিধান- সভাগুলির নির্বাচনে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP গৃহীত হয়েছে। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সময় (1952) থেকে লোকসভা ও রাজ্যবিধানসভাগুলির ভোট এই পদ্ধতির সাহায্যে পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর