ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার
ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

১। ভারত ভাষার অরণ্য-এর পাশাপাশি বলা হয় ভারত

(ক) দুই ভাষাবংশের দেশ

(খ) তিন ভাষাবংশের দেশ

(গ) চার ভাষাবংশের দেশ

(ঘ) ছয় ভাষাবংশের দেশ।

২। ভারত যে ভাষার অরণ্য, একথা উঠে এসেছিল-

(ক) বিশ শতকের একেবারে প্রথম দিকে

(খ) উনিশ শতকের একেবারে শেষের দিকে

(গ) অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে

(ঘ) কোনোটিই নয়।

৩। Linguistic Servey of India 1903-1928-এর মূল সম্পাদক ছিলেন-

(ক) জর্জ উলিসন

(খ) ড. সুকুমার সেন

(গ) জর্জ গ্রিয়ার্সন

(ঘ) ড. মহম্মদ শহীদুল্লাহ।

৪। ‘ভাষা সমীক্ষা (Linguistic Survey of India 1903-1928) অনুসারে ভারতে প্রচিলিত ভাষার সংখ্যা-

(ক) ১৭৯টি

(খ) ২৭৯টি

(গ) ৭৯টি

(ঘ) ১৮২টি।

৫। Linguistic Survey of India (1903-1928) অনুসারে ভারতে কয়টি উপভাষা প্রচলিত ছিল-

(ক) ৩৪৪টি

(খ) ৪৭২টি

(গ) ৬১০টি

(ঘ) ৫৪৪টি।

৬। ১৯৬১ খ্রিস্টাব্দের জনসমীক্ষাতে দেখা যায় ভারতে মাতৃভাষার সংখ্যা-

(ক) ১৬২৫টি

(খ) ১৬৫২টি

(গ) ১২৫৬টি

(ঘ) ১২৬৫টি।

৭। ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা কটি?

(ক) ২৫০টি

(খ) ৫৩০টি

(গ) ১০৩টি

(ঘ) ২০১টি।

৮। ভারতে অভারতীয় ভাষার সংখ্যা কটি?

(ক) ১০৩টি

(খ) ২০৩টি

(গ) ৩০৩টি

(ঘ) ৪০৩টি।

৯। ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট-

(ক) চারটি পরিবারে ভাগ করা যায়

(খ) পাঁচটি পরিবারে ভাগ করা যায়

(গ) ছয়টি পরিবারে ভাগ করা যায়

(ঘ) সাতটি পরিবারে ভাগ করা যায়।

১০। ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি?

(ক) নেগ্রিটো

(খ) নাগা

(গ) মুন্ডা

(ঘ) চিনা।

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

১১। পূর্বভারতে যাদের মধ্যে নেগ্রিটোর সন্ধান মেলে-

(ক) মুন্ডা

(খ) অঙ্গামি নাগা

(গ) চিনা

(ঘ) জারোয়া।

১২। গোপাল হালদারের ‘ভারতের ভাষা’ অনুযায়ী যে শব্দটিতে পন্ডিতেরা নেগ্রিটো ভাষার চিহ্ন খোঁজার চেষ্টা করেছেন-

(ক) প্যাঁচা

(খ) ইঁদুর

(গ) বাদুড়

(ঘ) মাছি।

১৩। ভারতে কোন জনগোষ্ঠীর হদিশ পাওয়া গেলেও ভাষার দিক থেকে কাত কোনো চিহ্ন পাওয়া যায়নি?-

(ক) অস্ট্রিক

(খ) নেগ্রিটো

(গ) দ্রাবিড়

(ঘ) মধ্যদেশীয়।

১৪। বর্তমানে ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষাবংশজাত?-

(ক) ৬০টি

(খ) ৬৫টি

(গ) ৬৬টি

(ঘ) ৬৮টি।

১৫। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল

(ক) দ্রাবিড়

(খ) ইন্দো-ইউরোপীয়

(গ) ভোটচিনীয়

(ঘ) অস্ট্রিক।

১৬। প্রত্ন-অস্ত্রালদের ভাষা ছিল- 

(ক) দ্রাবিড়

(খ) অস্ট্রিক

(গ) ইন্দো-ইউরোপীয়

(ঘ) ভোটচিনা।

১৭। অস্ট্রিক ভাষাবংশের মূলত-

(ক) পাঁচটি ভাগ

(খ) দুটি ভাগ

(গ) ছয়টি ভাগ

(ঘ) তিনটি ভাগ।

১৮। অস্ট্রিক ভাষা ভারতের বাইরে আর কোথায় বিস্তারলাভ করছে-

(ক) পাকিস্তানে

(খ) আরবে

(গ) ইউরোপে

(ঘ) ইন্দোনেশিয়ায়।

১৯। অস্ট্রোনেশীয় শাখাটির উদাহরণ হল-

(ক) মালয় ভাষা

(খ) টুলু ভাষা

(গ) খাসি ভাষা

(ঘ) হো ভাষা।

২০। মেলানেশীয় ভাষাগোষ্ঠী দেখা যায়-

(ক) আন্দামান দ্বীপে

(খ) মালদ্বীপে

(গ) ফিজিদ্বীপে

(ঘ) কোনোটিই নয়।

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

২১। ক্যারোলাইন দ্বীপপুঞ্জের ভাষাগুলি যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত-

(ক) মেলানেশীয়

(খ) অস্ট্রোনেশীয়

(গ) মাইক্রোনেশিয়ান

(ঘ) ইন্দোনেশীয়।

২২। হাওয়াই দ্বীপের আদিবাসীদের ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?-

(ক) মেলানেশীয়

(খ) মাইক্রোনেশিয়ান

(গ) পলিনেশীয়

(ঘ) অস্ট্রোনেশীয়।

২৩। ভারতের প্রচলিত অস্ট্রিক শাখাটি হল-

(ক) মেলানেশীয়

(খ) অস্ট্রো-এশিয়াটিক

(গ) মেলানেশীয়

(ঘ) পলিনেশীয়।

২৪। অস্ট্রোনেশীয় শাখার সঙ্গে অস্ট্রো-এশিয়াটিক শাখার ভাষাগুলির মধ্যে প্রথম সাদৃশ্য তুলে ধরেন-

(ক) Chomsky

(খ) Ferdinand de Saussure

(গ) Eather W. Sehmidt

(ঘ) Zamenhof |

২৫। অস্ট্রো-এশিয়াটিকের বৃহত্তম ধারাটি হল-

(ক) পূর্বী

(খ) পশ্চিমা

(গ) মধ্যপশ্চিমা

(ঘ) মধ্যপূর্বা।

২৬। অস্ট্রো-এশিয়াটিকের পশ্চিমা ধারাটিতে

(ক) প্রায় ৫৫টি ভাষা আছে

(খ) প্রায় ৫৬টি ভাষা আছে

(গ) প্রায় ৫৭টি ভাষা আছে

(ঘ) প্রায় ৫৮টি ভাষা আছে।

২৭। অস্ট্রো-এশিয়াটিকের কোন ধারার অন্তর্ভুক্ত সাঁওতালি-

(ক) মধ্যদেশীয়

(খ) পশ্চিমা

(গ) পূর্বী

(ঘ) দক্ষিণা।

২৮। সাঁওতালি ভাষার ভাষা বৈচিত্র্যের সংখ্যা প্রায়-

(ক) আটরকম

(খ) দশরকম

(গ) তিনরকম

(ঘ) ছয়রকম।

২৯। সাঁওতালি ভাষা লেখা হত-

(ক) বাংলা অথবা রোমক লিপিতে

(খ) সুতনুক প্রত্নলিপিতে

(গ) দ্রাবিড়ীয় লিপিতে

(ঘ) কোনোটিই নয়।

৩০। সাঁওতালি ভাষার লিপির নাম-

(ক) রাভা

(খ) অলচিকি

(গ) কুটিল

(ঘ) খরোষ্ঠী।

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

৩১। অলচিকি লিপির উদ্ভাবক কে?-

(ক) ফাদার হফম্যান

(খ) রঘুনাথ মুর্মু

(গ) রঘুনাথ রায়

(ঘ) রঘুনাথ মাহাতো।

৩২। ফাদার হফম্যানের সম্পাদনায় কোন্ গ্রন্থটি সংকলিত হয়েছে?

(ক) সাঁওতালি এনসাইক্লোপিডিয়া

(খ) ওড়িয়া এনসাইক্লোপিডিয়া

(গ) মুন্ডারি এনসাইক্লোপিডিয়া

(ঘ) কোরকু এনসাইক্লোপিডিয়া।

৩৩। ফাদার হফম্যানের সম্পাদনায় সম্পাদিত মুন্ডারি এনসাই- ক্লোপিডিয়া-

(ক) ১০টি খন্ডে সংকলিত

(গ) ১২টি খন্ডে সংকলিত

(খ) ১১টি খন্ডে সংকলিত

(ঘ) ১৩টি খন্ডে সংকলিত।

৩৪। অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে যে শব্দগুলি সংস্কৃত ভাষায় এসে যায়-

(ক) মুন্ডা শব্দ

(খ) সাঁওতালি শব্দ

(গ) খাসি শব্দ

(ঘ) ভোট-বর্মী শব্দ।

৩৫। ‘রত্ন’ শব্দের ক্ষেত্রে মূলে যে প্রভাব রয়েছে-

(ক) ভোট-বর্মী প্রভাব

(গ) মুন্ডা প্রভাব

(খ) সাঁওতালি প্রভাব

(ঘ) নিকোবরি প্রভাব।

৩৬। মোন্ খমের মধ্যে-

(ক) ৬টি ভাষা অন্তর্ভুক্ত

(খ) ৭টি ভাষা অন্তর্ভুক্ত

(গ) ৮টি ভাষা অন্তর্ভুক্ত

(ঘ) ৯টি ভাষা অন্তর্ভুক্ত।

৩৭। খাসি ভাষা আগে লেখা হত-

(ক) বাংলা হরফে

(খ) হিন্দি হরফে

(গ) ইংরেজি হরফে

(ঘ) রোমান হরফে।

৩৮। মোন্-খমের শাখার সবচেয়ে উল্লেখযাগ্য ভাষা হল?

(ক) সাঁওতালি

(খ) হো

(গ) মুন্ডারি

(ঘ) খাসি।

৩৯। মোন-খমের ভাষার উপশাখার দুটি ভারতীয় ভাষার মধ্যে একটি খাসি অন্যটি কি?

(ক) সাঁওতালি

(খ) নিকোবরি

(গ) হো

(ঘ) মিজো।

৪০। দ্রাবিড় ভাষাবংশ ভাষাভাষীর সংখ্যার দিক দিয়ে-

(ক) প্রথম

(খ) চতুর্থ

(গ) দ্বিতীয় বৃহত্তম

(ঘ) তৃতীয়।

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

৪১। বর্তমানে ভারতের কোন অঞ্চলে দ্রাবিড় ভাষাবংশের একচ্ছত্র বিস্তার ঘটেছে?-

(ক) দক্ষিণাঞ্চলে

(খ) উত্তরাঞ্চলে

(গ) পূর্বাঞ্চলে

(ঘ) পশ্চিমাঞ্চলে।

৪২। হরপ্পা ও মহেন-জো-দারো ভারতের-

(ক) উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত

(খ) উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত

(গ) দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত

(ঘ) দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত।

৪৩। ভারতের দাক্ষিণাত্যে বর্তমানে যে ভাষা প্রধান

(ক) দ্রাবিড় ভাষা

(খ) ভোট-বর্মী ভাষা

(গ) খাসি ভাষা

(ঘ) নিকোবরি ভাষা।

৪৪। তামিল, দ্রাবিড় ভাষাবংশের কোন শাখার অন্তর্গত?-

(ক) উত্তরদেশীয়

(খ) মধ্যদেশীয়

(গ) পূর্বী

(ঘ) দক্ষিণী।

৪৫। পাকিস্তানের যে অঞ্চলে ব্রাহুই ভাষার চিহ্ন মেলে-

(ক) ইসলামাবাদ

(খ) বেলুচিস্তান

(গ) সিধু

(ঘ) পাঞ্জাব।

৪৬। টোডা ও কোটা যে পার্বত্য অঞ্চলে প্রচলিত –

(ক) নীলগিরি

(খ) বিন্ধ্য

(গ) সাতপুরা

(ঘ) হিমালয়।

৪৭। মহীশূরের অন্তর্গত কুর্গ অঞ্চলের ভাষা হল-

(ক) টুলু

(খ) টোডা

(গ) কেঙ্গু

(ঘ) তামিল।

৪৮। বিহার-ওড়িশা এবং মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ব্যবহৃত হয়-

(ক) ওরাওঁ ভাষা

(খ) টুলু ভাষা

(গ) কেঙ্গু ভাষা

(ঘ) মালতো ভাষা।

৪৯। বাংলা-ঝাড়খন্ডের সীমান্ত রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে যে ভাষা প্রচলিত-

(ক) টুলু ভাষা

(খ) ওরাওঁ ভাষা

(গ) মালতো ভাষা

(ঘ) কুরখ ভাষা।

৫০। সিন্ধুসভ্যতা আসলে-

(ক) দ্রাবিড়ীয় সভ্যতার দান

(খ) আর্য সভ্যতার দান

(গ) ভোটচিনীয় সভ্যতার দান

(ঘ) অস্ট্রিক সভ্যতার দান।

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

৫১। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা –

(ক) তামিল

(খ) সাঁওতালি

(গ) নাগা

(ঘ) ওড়িয়া।

৫২। তামিল জনগোষ্ঠী হল-

(ক) দ্রাবিড় গোষ্ঠীর বংশধর

(খ) নর্ডিক আর্যগোষ্ঠীর বংশধর

(গ) আল্পীয় আর্যগোষ্ঠীর বংশধর

(ঘ) ভোট-চিনীয় গোষ্ঠীর বংশধর।

৫৩। ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি ভাষা-

(ক) সাঁওতালি

(খ) তেলুগু

(গ) নাগা

(ঘ) ওড়িয়া।

৫৪। দ্রাবিড় ভাষাবংশের মধ্যদেশীয় শাখার অন্তর্গত একটি ভাষা হল-

(ক) টুলু

(খ) গোল্ডী

(গ) ওরাওঁ

(ঘ) ব্রাহুই।

৫৫। মধ্যদেশীয় শাখার অন্তর্ভুক্ত ভাষার সংখ্যা-

(খ) প্রায় আটটি

(ক) প্রায় সাতটি

(গ) প্রায় নয়টি

(ঘ) প্রায় দশটি।

৫৬। গোন্দ জনজাতির ভাষা হল-

(ক) খাসি

(খ) বাংলা

(গ) হিন্দি

(ঘ) গোন্ডী।

৫৭। তামিল ভাষার ব্যবহৃত ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণের সংখ্যা হল-

(ক) ১৮ ও ১২

(খ) ২০ ও ১২

(গ) ১৮ ও ১৯

(ঘ) ১৮ ও ২০।

৫৮। যুক্তব্যঞ্জনের কোনো ব্যবহার নেই কোন্ লিপিতে?

(ক) তামিল

(খ) মালয়ালম্

(গ) তেলুগু

(ঘ) কন্নড়।

৫৯। আনুমানিক কোন্ শতকে মালয়ালম্ ভাষা তামিল থেকে বিচ্ছিন্ন হয়েছে?

(ক) খ্রিস্টীয় নবম শতকে

(খ) খ্রিস্টীয় দশম শতকে

(গ) খ্রিস্টীয় ষষ্ঠ শতকে

(ঘ) খ্রিস্টীয় পঞ্চম শতকে।

৬০। মালয়ালম্ ভাষার স্বাধীন আত্মপ্রকাশ ঘটে –

(ক) দশম শতকে

(খ) একাদশ শতকে

(গ) দ্বাদশ শতকে

(ঘ) ত্রয়োদশ শতকে।

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

৬১। কেরল ও লাক্ষাদ্বীপর প্রধান ভাষা হল

(ক) তামিল

(খ) কন্নড়

(গ) তেলুগু

(ঘ) মালয়ালম্।

৬২। শংকরাচার্য ছিলেন-

(ক) কেরলের অধিবাসী

(খ) কর্ণাটকের অধিবাসী

(গ) গুলবর্গার অধিবাসী

(ঘ) মহীশূরের অধিবাসী।

৬৩। দ্রাবিড় ভাষাগুলির মধ্যে কোন্ ভাষায় সংস্কৃত প্রভাব সবচেয়ে বেশি পড়েছে?

(ক) মালয়ালম্

(গ) কন্নড়

(খ) তেলুগু

(ঘ) তামিল।

৬৪। মালয়ালমের লিপি অন্যান্য দ্রাবিড় ভাষার মতোই-

(ক) ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত

(খ) রোমক লিপি থেকে উদ্ভূত

(গ) হিয়েরোগ্লিফিক লিপি থেকে উদ্ভূত

(ঘ) কীলক লিপি থেকে উদ্ভূত।

৬৫। কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা কোনটি-

(ক) তামিল

(খ) তেলুগু

(গ) মালয়ালম্

(ঘ) কন্নড়।

৬৬। কন্নড় ভাষা উৎপন্ন হয়েছে-

(ক) তেলুগু ভাষা থেকে

(খ) তামিল ভাষা থেকে

(গ) মালয়ালম্ ভাষা থেকে

(ঘ) বাংলা ভাষা থেকে।

৬৭। ৪০০ খ্রিস্টাব্দে লেখা প্রাচীনতম দ্রাবিড়ীয় শিলালিপি লেখা হয়-

(ক) কন্নড় ভাষাতে

(খ) তেলুগু ভাষাতে

(গ) বাংলা ভাষাতে

(ঘ) মালয়ালম্ ভাষাতে।

৬৮। ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষাবংশের মধ্যে ভারতে প্রথম স্থান-

(ক) তামিল ভাষার

(খ) তেলুগু ভাষার

(গ) বাংলা ভাষার

(ঘ) কন্নড় ভাষার।

৬৯। তেলুগু ভাষার প্রচলন স্থান প্রধানত-

(ক) তামিলনাডু

(খ) কর্ণাটক

(গ) অন্ধ্রপ্রদেশ

(ঘ) কোচি।

৭০। তেলুগু ভাষার বৈচিত্র্য আঞ্চলিকভেদে

(ক) তিন রকমের

(খ) চার রকমের

(গ) পাঁচ রকমের

(ঘ) ছয় রকমের।

ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার

৭১। দ্রাবিড় ভাষাবংশের মধ্যে ভারতে প্রথম স্থান –

(ক) কন্নড় ভাষার

(খ) তেলুগু ভাষার

(গ) মালয়ালম ভাষার

(ঘ) তামিল ভাষার।

৭২। তেলুগু শব্দটি এসেছে-

(ক) ত্রৈলঙ্গ থেকে

(খ) তোলেঙ্গ থেকে

(গ) তেলেঙ্গ থেকে

(ঘ) তুলুঙ্গু থেকে।

৭৩। তেলুগুর যে বৈচিত্র্যটি আদর্শ ভাষা হিসেবে স্বীকৃত –

(ক) উত্তরদেশীয়

(খ) দক্ষিণদেশীয়

(গ) পশ্চিমদেশীয়

(ঘ) মধ্যদেশীয়।

৭৪। ব্রাত্মী লিপির সন্ততি হল

(ক) পল্লব লিপি

(খ) সুতনুক প্রত্নলিপি

(গ) রোমক লিপি

(ঘ) কীলক লিপি।

৭৫। ভারতীয় ধ্বনিমালায় মূর্ধণ্যধ্বনি প্রবর্তণের মূলে ছিল-

(ক) অস্ট্রিক ভাষা

(গ) দ্রাবিড় ভাষা

(খ) ভোট-চীনিয় ভাষা

(ঘ) কোনটিই নয়।

৭৬। মঙ্গোলয়েডরা ভারতে প্রবেশ করে-

(ক) ভারতবর্ষে আর্য আগমনের আগে

(খ) ভারতবর্ষে আর্য আগমনের পরে

(গ) আর্যদের সঙ্গে

(ঘ) উপরের কোনোটিই নয়।

৭৭। ভোটচিনা ভাষায় কথা বলত- 

(ক) আলপীয়রা

(খ) মঙ্গোলয়েডরা

(গ) ভূমধ্যীয় জনগোষ্ঠী

(ঘ) অস্ট্রাল জনগোষ্ঠী।

৭৮। ভারতের সঙ্গে সম্পর্কহীন ভোেটচিনা ভাষায় একটি শাখা হল-

(ক) তাই-চিনা

(খ) কুকিচিন

(গ) ভোট-বর্মি

(ঘ) য়েনিসি

৭৯। ভোটবর্মি শাখা ভারতেরー

(ক) মানভূম অঞ্চলে প্রচলিত

(খ) হিমালয় অঞ্চলে প্রচলিত

(গ) মালভূমি অঞ্চলে প্রচলিত

(ঘ) সমুদ্র উপকূল অঞ্চলে প্রচলিত।

৮০। ভোটবর্মি শাখার অন্তগর্ত ভোটিয়া ভাষার কেন্দ্র হল-

(ক) লাসা

(খ) লাউল

(গ) স্পিতি

(ঘ) লাদাখ।

৮১। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এইসব অঞ্চলে যে ভাষাগুলি দেখতে পাওয়া যায় তা প্রধানত

(ক) পাঁচ প্রকার

(খ) চার প্রকার

(গ) তিন প্রকার

(ঘ) দুই প্রকার।

৮২। বোরো বা বোডো শ্রেণিভুক্ত ভাষার সংখ্যা প্রায়-

(ক) ২২টি

(খ) ৩০টি

(গ) ২৬টি

(ঘ) ১৯টি।

৮৩। অরুণাচল প্রদেশ ও অসমের পার্বত্য অঞ্চলে-

(ক) ২৩ টির বেশি ভাষা পাওয়া যায়

(খ) ২৪ টির বেশি ভাষা পাওয়া যায়

(গ) ২৫ টির বেশি ভাষা পাওয়া যায়

(ঘ) ২৬ টির বেশি ভাষা পাওয়া যায়।

৮৪। অসম শব্দের উৎপত্তি-

(ক) আহাম থেকে

(খ) আহোম থেকে

(ঘ) আহোম থেকে।

(গ) আসমান থেকে

৮৫। খ্রিষ্টীয় ১৩০০ ও থেকে ১৮০০ শতক পর্যন্ত আহোম ভাষা –

(ক) বিহারে প্রচলিত ছিল

(খ) পশ্চিমবাংলায় প্রচলিত ছিল

(গ) আসামে প্রচলিত ছিল

(ঘ) অরুণাচল প্রদেশে প্রচলিত ছিল।

আরও পড়ুন – ধর্ম ও কুসংস্কার রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

2 thoughts on “ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ | একাদশ শ্রেণি বাংলা ১ম সেমিস্টার”

Leave a Comment