ভারতে নির্বাচন কমিশনের মূল কাজ কী? ভারতে নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত, মেয়াদ ও অপসারণের নিয়ম উল্লেখ করো
ভারতে নির্বাচন কমিশনের মূল কাজ
নির্বাচন কমিশনের মূল কাজ হল-সংসদ ও রাজ্য আইনসভার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কাজকর্মের তত্ত্বাবধান, ভোটার তালিকা তৈরি করা, নির্বাচনি আচরণবিধি প্রণয়ন করা এবং নির্বাচনি কার্য পরিচালনা করা।
ভারতে নির্বাচন কমিশনারদের চাকরির শর্ত, মেয়াদ ও অপসারণের পদ্ধতি
ভারতীয় সংবিধানের 324(2) নং ধারা অনুযায়ী একজন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে অথবা একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কয়েকজন নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশনের সদস্যদের চাকরির শর্তাবলি ও কার্যকাল সংসদ প্রণীত আইনের মাধ্যমে স্থির হয়।
মুখ্য নির্বাচন কমিশনার-সহ অন্য সদস্যরা সুপ্রিমকোর্টের বিচারপতির সমান বেতন ও ভাতা পান। নির্বাচন কমিশনারদের বেতন, ভাতা ইত্যাদি পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষ নয়, তা ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। নিয়োগের পরে মুখ্য নির্বাচন কমিশনারের চাকরির শর্তাবলি এমনভাবে পরিবর্তন করা যায় না যাতে তাঁর স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে।
বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার-সহ অন্য নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ 6 বছর। ওই কার্যকাল পূর্ণ হওয়ার আগে 65 বছর বয়স হয়ে গেলে তাঁদের কার্যকাল শেষ হয়ে যায়।
কেবল সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে অপসারিত করা যায়। প্রমাণিত অসামর্থ্য ও অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতি তাঁকে পদচ্যুত করতে পারেন। তবে পার্লামেন্টের দুই কক্ষের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থনে তাঁর বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হলে, রাষ্ট্রপতি তাঁকে পদচ্যুত করতে পারেন। অন্য নির্বাচন কমিশনারদের পদচ্যুতির ক্ষেত্রে অবশ্য মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ আবশ্যিক।
আরও পড়ুন – ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি উদাহরণ-সহ আলোচনা করো