ভারতের নির্বাচন ব্যবস্থায় সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সুবিধা-গুলি উদাহরণ-সহ আলোচনা করো
সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা FPTP-র সুবিধাগুলি হল-
[1] সহজ নির্বাচনি ব্যবস্থা
সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির সবচাইতে বড়ো সুবিধা হল এর মধ্যে কোনো জটিলতা নেই। এটি এতটাই সহজ যে, একেবারে অতি সাধারণ ভোটার, যাদের রাজনীতি বা নির্বাচন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাঁরাও সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির ভোটদান ব্যবস্থা ভালোভাবে বুঝতে পারেন। ফলে একটি নির্বাচন কেন্দ্রের জন্য একজন প্রার্থীকে খুব সহজেই ভোটার নিজের একটি ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।
[2] স্থিতিশীল সরকার
সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় বড়ো রাজনৈতিক দল বা জোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল সরকার গঠনের কাজ অনেকটাই সহজ হয়।
[3] প্রার্থী পছন্দের সুবিধা
সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে খুব সহজেই বেছে নিতে পারেন। দলীয় প্রতীক চিহ্ন বা নাম দেখে তারা তাঁদের ভোট দিয়ে নিজেদের মনোনীত প্রার্থী নির্বাচন করে ফেলতে পারেন।
[4] ভোট গণনা সহজ
সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে ভোটগণনার ক্ষেত্রেও কোনো জটিলতা নেই। একটি নির্বাচন কেন্দ্রের প্রার্থীদের ভোটগণনার শেষে যিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাঁকে খুঁজে বের করা এবং বিজয়ী ঘোষণা করতে কোনো অসুবিধা হয় না।
[5] আদর্শ ব্যবস্থা
অনেকে মনে করেন, ভারতে 140 কোটির বিশাল জনসংখ্যা অধ্যুষিত দেশে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে নির্বাচনি ব্যবস্থাকে পরিচালনা করা নির্বাচন কমিশনের পক্ষে অনেক সহজ। ভারতের মতন বড়ো দেশের সাধারণ নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা অন্যকোনো ব্যবস্থা উপযুক্ত নয়।
আরও পড়ুন – ভারতে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিটি উদাহরণ-সহ আলোচনা করো