বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘ভারতবর্ষ’ ও ‘যমুনা’ পত্রিকা দুটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও
ভারতবর্ষ পত্রিকা
১৯১৩ সালে (১৩২০ বঙ্গাব্দের আষাঢ় মাস) দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পাদনায় ‘ভারতবর্ষ’ (মাসিকপত্র) পত্রিকাটি প্রকাশিত হয়।
সাময়িকপত্রের যুগে ‘ভারতবর্ষ’ ছিল একটি সচিত্র পত্রিকা। পত্রিকাটির প্রথম সংখ্যার সূচনা অংশ লিখেছিলেন সম্পাদক নিজেই। দ্বিজেন্দ্রলালের মৃত্যুর পর সম্পাদনার দায়িত্ব নেন জলধর সেন এবং সহ-সম্পাদক ছিলেন অমূল্যচরণ বিদ্যাভূষণ।
রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অনুরূপা দেবী প্রমুখ দিক্কাল সাহিত্যিকেরা এই পত্রিকায় নিয়মিত লিখতেন। শরৎচন্দ্রের ‘বিরাজ বৌ’, ‘দেবদাস’, ‘দেনাপাওনা’, ‘দত্তা’ প্রভৃতি উপন্যাস এই পত্রিকাটিতেই প্রথম প্রকাশিত হয়।
যমুনা পত্রিকা
১৯১৩ সালে ধীরেন্দ্রনাথ পালের সম্পাদনায় ‘যমুনা’ পত্রিকাটি প্রকাশ পায়। শরৎচন্দ্রের বহু রচনা প্রকাশিত হওয়ায় ‘যমুনা’ পত্রিকা যথেষ্ট খ্যাতি লাভ করেছিল। এই পত্রিকায় শরৎচন্দ্রের ‘রামের সুমতি’, ‘চন্দ্রনাথ’, ‘নিষ্কৃতি’, ‘পরিণীতা’, ‘নারীর মূল্য’ প্রকাশিত হয়।
আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর