ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর (Marks 2) | একাদশ শ্রেণি 2nd Semester WBCHSE
“কি কহব রে সখি আনন্দ ওর।”-কে মন্তব্যটি করেছেন? ‘ওর’ শব্দের অর্থ কী?
উত্তর: বিদ্যাপতি রচিত ‘ভাব সম্মিলন’ পদে শ্রীরাধা উল্লিখিত মন্তব্যটি করেছেন।
‘ওর’ শব্দের অর্থ সীমা।
“চিরদিনে মাধব মন্দিরে মোর।”-মন্তব্যটি ব্যাখ্যা করো।
উত্তর: বিরহ পর্যায়ে রাধাকে বৃন্দাবনে রেখে কৃষ্ণ মথুরা গমন করেন। সেই বিচ্ছেদ-যন্ত্রণার পরে রাধা ভাবলোকে নিজের মনের মধ্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হন। উচ্ছ্বসিত শ্রীরাধার মনে হয় কৃষ্ণের সঙ্গে তাঁর সম্পর্ক চিরকালের। উল্লিখিত অংশে রাধার সেই উচ্ছ্বসিত অভিব্যক্তিরই প্রকাশ ঘটেছে।
“পাপ সুধাকর যত দুখ দেল।”-বক্তা কীভাবে এই দুঃখ পেয়েছিলেন?
উত্তর: ‘মাথুর’ পর্যায়ে কৃষ্ণবিচ্ছেদের যন্ত্রণায় কাতর রাধা চাঁদের আলোর মধ্যে কৃষ্ণের মুখসৌন্দর্য দর্শন করতে চেয়েছিলেন কিন্তু তার সন্ধান পাননি। চাঁদের আলো শুধু তার কষ্টকেই বাড়িয়ে দিয়েছিল।
“আঁচর ভরিয়া যদি মহানিধি পাই।”-মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো।
উত্তর: বিদ্যাপতির ভাবসম্মিলনের পদে রাধা বিরহের পরে ভাবময় জগতে কৃষ্ণের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন এবং তাঁর মধ্যে অপরিমেয় উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে, কোনো অবস্থাতেই এমনকি মহামূল্যবান রত্নসামগ্রীর বিনিময়েও তিনি তাঁর প্রিয়তম কৃষ্ণকে আর দূরদেশে পাঠাবেন না।
“শীতের ওচুনী পিয়া গীরিষির বা।”-কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? মন্তব্যটির অর্থ কী?
উত্তর: বিদ্যাপতি রচিত ‘ভাব সম্মিলন’ পদে শ্রীরাধা কৃষ্ণ সম্পর্কে উল্লিখিত মন্তব্যটি করেছেন।
• রাধা কৃষ্ণকে তাঁর সর্বস্ব এবং একমাত্র অবলম্বন বলে মনে করেছেন। সে কারণে কৃয়কে তিনি বলেছেন, শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস।
“ভণয়ে বিদ্যাপতি….”-ভণিতায় বলেছিলেন? বিদ্যাপতি কী
উত্তর: ভাব সম্মিলন পদের ভণিতায় বিদ্যাপতি ‘বরনারি’ অর্থাৎ রাধাকে উদ্দেশ করে বলেছিলেন যে, সুজন মানুষের দুঃখের দিন সাময়িক অর্থাৎ খুবই অল্প হয়।
নিজের জীবনে কৃষ্ণের গুরুত্বকে রাধা কীভাবে স্বীকার করেছেন?
উত্তর: রাধা কৃষ্ণকে তাঁর পরম আশ্রয়, একান্ত নির্ভরতা বলে মনে করেছেন। তাই রাধার কাছে কৃষ্ণ হলেন শীতের ওড়না, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা এবং সমুদ্রের নৌকা।
‘শুন বরনারি’-বরনারিদের উদ্দেশ করে কে, কী বলেছেন?
উত্তর: বরনারিদের উদ্দেশ করে উল্লিখিত মন্তব্যটি করেছেন পদকার বিদ্যাপতি।
বিদ্যাপতি বলেছেন যে, কল্পনার জগতে কৃয়ের সঙ্গে মিলন যে অপার্থিব আনন্দ রাধার মনে তৈরি করে দিয়েছে, তা অত্যন্ত স্বাভাবিক ছিল। কারণ সুজন অর্থাৎ ভালো-মানুষদের দুঃখের দিন বেশিদিন স্থায়ী হয় না।
আরও পড়ুন – ছুটি গল্পের বড় প্রশ্ন উত্তর