ভক্তি আন্দোলনের ফলে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক ও ধর্মীয় সমন্বয় কীভাবে ত্বরান্বিত হয়েছিল

ভক্তি আন্দোলনের ফলে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক ও ধর্মীয় সমন্বয় কীভাবে ত্বরান্বিত হয়েছিল

ভক্তি আন্দোলনের ফলে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক ও ধর্মীয় সমন্বয় কীভাবে ত্বরান্বিত হয়েছিল
ভক্তি আন্দোলনের ফলে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক ও ধর্মীয় সমন্বয় কীভাবে ত্বরান্বিত হয়েছিল

সুলতানি যুগে ভারতে হিন্দু ধর্মের বৈদান্তিক উদার কীর্তির প্রভাবে শুরু হয় ভক্তি আন্দোলন, যার মূলকথা ছিল মানবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। সেই পরমাত্মা মন্দিরে বা মসজিদে থাকে না, থাকে মানব হৃদয়ে। সুতরাং জাতপাতের বিচার ভুলে মানুষকে ভক্তি ও ভালোবাসা দিয়ে জয় করতে পারলেই মুক্তি। এই ভক্তি আন্দোলন এদেশে ধর্ম ও সংস্কৃতি সমন্বয়ের দ্বার উন্মুক্ত করে দেয়।

সাংস্কৃতিক ক্ষেত্রে সমন্বয়

(1) ভাষা ও সাহিত্য: মধ্যযুগে হিন্দু ও মুসলমান-উভয়ের সভ্যতা ও সংস্কৃতিগত দিকে পার্থক্য থাকলেও সমন্বয়ের ফলে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ হয়ে উঠেছিল। ভাষা ও সাহিত্যে এই সমন্বয়ের বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হয়েছিল। সেসময় মধ্য এশিয়া থেকে বহু জ্ঞানীগুণী ব্যক্তি ভারতবর্ষে আসেন। হিন্দু ও মুসলমান পণ্ডিতদের মধ্যে ভাবের আদানপ্রদান হয়। ফলে মুসলমান পণ্ডিতরা হিন্দু ধর্ম ও দর্শনের প্রতি আকৃষ্ট হন।  এই পর্বে মুসলমান পণ্ডিতেরা বেদান্ত, জ্যোতিষ ও গণিতশাস্ত্র পাঠ করেন। অল বিরুনি সংস্কৃত ভাষায় শিক্ষালাভ করে বেদ, উপনিষদ পাঠ করেন। সুলতানি যুগের বিখ্যাত কবি আমির খসরু ফারসি ভাষায় গ্রন্থ রচনা করলেও হিন্দিতেও কবিতা রচনা করেন। সংস্কৃত, আরবি, ফারসি, তুর্কি ও হিন্দি ভাষার সমন্বয়ে উর্দু ভাষার জন্ম হয়। এজন্যেই আরবি, ফারসি, তুর্কি এবং হিন্দি ভাষার বহু শব্দ উর্দু ভাষায় স্থান লাভ করেছে।

(2) শিল্প (ইন্দো-সারসিনীয় রীতি): স্থাপত্য শিল্পে হিন্দু-মুসলমান সংস্কৃতির সমন্বয় দেখা যায়। পারস্য শিল্পরীতিতে তৈরি কুতুবমিনার, বাংলাদেশের গৌড়ের বড়োসোনা ও ছোটোসোনা মসজিদ এবং কদমরসুল উল্লেখযোগ্য। এই শিল্পরীতিকে ইন্দো-ইসলামি শিল্পরীতি বা ইন্দো- সারসিনীয় রীতি বলা হয়।

(3) সংগীত: সংগীতের ক্ষেত্রেও সমন্বয় লক্ষ করা যায়। যেমন- বাদ্যযন্ত্রে সারঙ্গী এবং সংগীতে ইমন রাগ বিশেষ উল্লেখযোগ্য।

ধর্মীয় ক্ষেত্রে সমন্বয়

ধর্মের ক্ষেত্রেও হিন্দু-মুসলমানের সমন্বয় দেখা গিয়েছিল। যেমন- পির-ফকিরদের প্রচলিত পূজা এবং সত্যপিরের সিন্নির প্রচলন লক্ষ করা যায়। এই পারস্পরিক ধর্মীয় সংমিশ্রণের প্রভাবে মুসলমান সমাজে সুফিবাদ এবং হিন্দু সমাজে ভক্তি আন্দোলন গড়ে ওঠে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment