বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

1. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির রচয়িতা-

(ক) সলমন রুশদি

(খ) হাসান আজিজুল হক

(গ) গাবরিয়েল গার্সিয়া মার্কেজ

(ঘ) এখলাসউদ্দিন আহমেদ।

2. ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটি যে মূল গল্পের অনুবাদ-

(ক) আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস্

(খ) দ্য হ্যান্ডসামেস্ট ড্রাউন্ড ম্যান ইন দ্য ওয়ার্ল্ড

(গ) দি ইনক্রেডিবল্ অ্যান্ড স্যাড টেল অফ ইনোসেন্ট এরেন্দিরা অ্যান্ড হার হার্টলেস গ্র্যান্ডমাদার

(ঘ) স্ট্রেন্জ পিলগ্রিমস্।

3. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পটির অনুবাদক হলেন-

(ক) শঙ্খ ঘোষ

(গ) অমিতাভ দত্ত

(খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

(ঘ) অনিন্দ্য সরকার।

4. পেলাইওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার

(ক) প্রথম দিনে

(গ) তৃতীয় দিনে

(খ) দ্বিতীয় দিনে

(ঘ) চতুর্থ দিনে।

5. ‘বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভিতরে এতই কাঁকড়া মেরেছিল’-

(ক) বাড়ির ভিতর পরিষ্কার করার জন্য

(খ) কাঁকড়া রান্না করে খাবে বলে

(গ) কাঁকড়ার পচা বদ গন্ধের জন্য

(ঘ) বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল বলে।

6. মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল- কারণ-

(ক) ওর বিশ্বাস, এমন করলে বৃষ্টি ধরে যাবে।

(খ) ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল।

(গ) ওটাই ওর পেশা

(ঘ) ওদের পাদরি তেমনই নির্দেশ দিয়েছিলেন।

7. পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল

(ক) পেট ব্যথায়

(খ) জ্বরে

(গ) মাথার যন্ত্রণায়

(ঘ) শ্বাসকষ্টে।

8. কোন্ দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে অছে?

(ক) সোমবার থেকে

(খ) মঙ্গলবার থেকে

(গ) বুধবার থেকে

(ঘ) শনিবার থেকে।

9. মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে।” কারণ

(ক) প্রকৃতিতে ঝড়ের সম্ভাবনা ছিল।

(খ) সুনামির পূর্বাভাস ছিল।

(গ) কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগ হয়ে গিয়েছে।

(ঘ) তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

10. “সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে।”-‘বিষণ্ণ’ শব্দের অর্থ হল-

(ক) দুর্ভেয়

(খ) ভারাক্রান্ত

(গ) মরণাপন্ন

(ঘ) দুঃখ।

11. ‘সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই-ধূসর বস্তু।’- কারণ-

(ক) সমুদ্রে জলোচ্ছ্বাস হয়েছিল।

(খ) পরপর তিনদিন একনাগাড়ে বৃষ্টি হচ্ছিল।

(গ) সূর্য অস্ত গিয়েছে।

(ঘ) সূর্যগ্রহণ হয়েছিল দুপুর বেলায়।

12. বেলাভূমির বালি দেখতে হয়েছিল যেন –

(ক) কাদা আর পচা খোলকমাছগুলোর এক ভাপে সেদ্ধ-হওয়া দগদগে স্তূপ

(খ) আগুনে পোড়া ধ্বংসাবশেষ

(গ) বরফকণা

(ঘ) কাদার মন্ড।

13. “ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ”- ‘দগদগে’ শব্দের অর্থ হল-

(ক) দগ্ধ বা ক্ষতযুক্ত

(খ) আগুনে পোড়া ধ্বংসাবশেষ

(গ) দগ্ধ করা

(ঘ) জ্বলন।

14. দুপুরবেলায় আলো দুর্বল হয়ে আসায় পেলাইওর কী অসুবিধা হয়েছিল?

(ক) মাছ ধরা

(খ) নৌকা চালানো

(গ) কাঁকড়া শিকার করা

(ঘ) উঠোনের পিছনে কি ছটফট করছে তা দেখা।

15. কে, কখন দেবদূতকে প্রথম দেখল ?

(ক) দুপুরবেলা পেলাইও দেখেছিল

(খ) দুপুরবেলা এলিসেন্দা দেখেছিল

(গ) সকালবেলা পেলাইও দেখেছিল

(ঘ) বিকেলবেলা এক পড়শি দেখেছিল।

16. ‘তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো,’ কারণ –

(ক) পেলাইও চোখে কম দেখত

(খ) সন্ধ্যার অন্ধকার নেমে এসেছিল

(গ) আসল বস্তুটি কী তা মনোযোগ সহকারে দেখতে হত

(ঘ) বৃষ্টির জন্য দুপুরবেলাতেই আলো দুর্বল ছিল।

17. ‘কিছুতেই উঠতে পারছে না, তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে।’-কারণ-

(ক) তার দুই ডানা বালিতে আটকে গিয়েছিল

(খ) তার ডানা দুটো আঘাতপ্রাপ্ত হয়েছিল

(গ) বুড়োটির মাথার চুল ডানায় আটকে গিয়েছিল

(ঘ) বুড়োটি কাদার মধ্যে মুখে গুঁজে উপুড় হয়ে শুয়ে ছিল তাই উঠতে পারছিল না।

18. পেলাইওর স্ত্রীর নাম –

(ক) এলিজাবেথ

(খ) ফার্নান্ডেজ

(গ) নুসরৎ

(ঘ) এলিসেন্দা।

19. ‘সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে’-কে আঁতকে ওঠে?

(ক) এলিসেন্দা

(খ) পেলাইও

(গ) পড়োশিনি

(ঘ) পাত্রে গোনসাগা।

20. পেলাইও যখন এলিসেন্দার কাছে ছুটে গেল তখন এলিসেন্দা-

(ক) ছেলের মাথায় জলপট্টি দিচ্ছিল

(খ) ছেলেকে খাওয়াচ্ছিল

(গ) ছেলেকে ঘুম পাড়াচ্ছিল

(ঘ) ছেলেকে শাসন করছিল।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

21. পড়ে-থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল।”-কারণ-

(ক) শরীরটা ছিল আদিম বন্য প্রাণীর

(খ) শরীরটা ছিল মৃত ও বীভৎস

(গ) শরীরটা ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োর

(ঘ) শরীরটা ছিল ভৌতিক প্রকৃতির।

22. বুড়োর পরনে ছিল –

(ক) ছেঁড়া ধুতি

(খ) ছেঁড়া লুঙ্গি

(গ) ছেঁড়া চাদর

(ঘ) ন্যাকড়াকুডুনির পোশাক।

23. বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল?

(ক) দিকহারা নৌকার মাঝির মতো

(খ) ঝোড়ো কাকের প্র-প্রপিতামহের করুণ দশার মতো

(গ) ঝোড়ো কাকের মতো

(ঘ) স্বর্গভ্রষ্ট দেবতার মতো।

24. ‘পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে,’- কারণ –

(ক) অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠেকছিল

(খ) তার ডানা দুটি ছিল অতিকায় বাজ পাখির মতো

(গ) ডানা দুটি মেলে প্রাণীটি উঠে বসেছিল

(ঘ) প্রাণীটি মানুষের মতো দেখতে।

25. পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে কী ভেবেছিল?

(ক) সার্কাসের জন্তু

(খ) ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক

(গ) স্বর্গভ্রষ্ট দেবদূত

(ঘ) ভিনদেশ থেকে আগত প্রাণী।

26. পলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছোল যে থুরথুরে বুড়ো কানো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক, কারণ-

(ক) তার পরনে ছিল নাবিকের পোশাক

(খ) বুড়োর গলায় তখনও ঝুলছিল একটা ‘লাইফ-জ্যাকেট’

(গ) ওদের এলাকায় প্রায়শই জাহাজডুবি হয়

(ঘ) বুড়ো খালাশিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল।

27. ওরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছোল যে থুরথুরে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবিক?

(ক) তার দুটি ডানা দেখে

(খ) তার খালাশিদের মতো রিনরিনে গলা শুনে

(গ) তার দুর্বোধ্য ভাষা শুনে

(ঘ) তার দুর্গন্ধময় জামাকাপড় দেখে।

28. “তবু তাকে দেখাবার জন্যে ওরা এক পড়োশিনিকে ডেকে আনলে”-এখানে ‘তাকে’ বলতে বোঝানো হয়েছে

(ক) পেলাইও আর এলিসেন্দাকে

(খ) পেলাইওর বাচ্চাকে

(গ) পাদ্রে গোনসাগাকে

(ঘ) থুরথুরে বুড়োকে।

29. ‘এ-যে এক দেবদূত-কথাটি বলেছিলেন –

(ক) পেলাইও

(খ) এলিসেন্দা

(গ) প্রতিবেশী এক মহিলা

(ঘ) পাদরি।

30. এ-যে এক দেবদূত’ পড়োশিনি তাদের বললে।”-কারণ –

(ক) পড়োশিনি জীবনমৃত্যুর সব গলিঘুঁজিরই হদিশ রাখে

(খ) সে ‘দেবদূত’কে চেনে

(গ) সে অলৌকিকতায় বিশ্বাসী

(ঘ) দেবদূত বাচ্চা চুরি করে নিয়ে যায় তা পড়োশিনি জানত।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

31. প্রতিবেশিনীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল –

(ক) ডাকাতি করতে

(খ) বাচ্চা চুরি করতে

(গ) সমুদ্রের হাওয়া খেতে

(ঘ) পথ ভুলে।

32. ওদের পড়োশিনির মতে বুড়ো ‘দেবদূত’ ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি, কারণ –

(ক) সে চোখে দেখে না

(খ) বয়সের কারণে সে তার কাজ ভুলে গিয়েছিল

(গ) সে বুড়োহাবড়া হওয়ায় বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল

(ঘ) ওরা সারাক্ষণ জেগে শিশুটিকে পাহারা দিয়েছে।

33. পেলাইওরা কেন বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে মারেনি?

(ক) স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শনরূপে সে ছিল দেবদূত

(খ) সে অত্যন্ত বৃদ্ধ ছিল

(গ) সে অত্যন্ত রুগ্ন ছিল

(ঘ) সে অত্যন্ত অসুস্থ ছিল।

34. “সারা বিকেল তার উপর নজর রাখলে”-কে নজরে রাখল ?

(ক) পেলাইও

(খ) এলিসেন্দা

(গ) পড়োশিনি

(ঘ) গোনসাগা।

35. বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখল –

(ক) ঘরের মধ্যে

(খ) বাক্সের মধ্যে

(গ) গোয়ালের মধ্যে

(ঘ) মুরগির খাঁচায়।

36. “বৃষ্টি যখন ধরে এল”- কখন বৃষ্টি ধরে এল?

(ক) দুপুরে

(খ) বিকেলে

(গ) রাত্রে

(ঘ) মাঝরাত্রে।

37. ‘তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল,’ কারণ –

(ক) ওরা ধর্মভীরু ছিল

(খ) বুড়োটি আসাতে ওদের কাঁকড়া মারতে সুবিধা হয়েছিল

(গ) ওদের বাচ্চার জ্বর ভালো হয়ে গিয়েছিল

(ঘ) বুড়োটি সত্যিই দেবদূত ছিল।

38. পরদিন ওরা ঠিক করল যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে, কারণ-

(ক) তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল

(খ) গ্রামের লোকেরা তাই স্থির করেছিল

(গ) পড়োশিনি এমন পরামর্শ দিয়েছিল

(ঘ) দেবদূতদের সঙ্গে এমনই করা হয়ে থাকে।

39. ‘বুড়োকে ভেলায় করে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারল না পেলাইও ও এলিসেন্দা?]

(ক) পড়োশিনি বারণ করেছিল

(খ) পাদ্রে গোনসাগা এসে উপস্থিত হলেন

(গ) পুরো পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদূতকে নিয়ে তামাশা করছিল

(ঘ) পাড়ার লোকেরা বারণ করেছিল।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

40. উষার প্রথম আলো ফোটামাত্র পেলাইও এবং এলিসেন্দা কী দেখতে পায়?

(ক) মুরগির খাঁচার সমানে পাড়ার সব লোক এসে হাজির

(খ) থুরথুরে বুড়ো উড়ে গিয়েছে

(গ) উঠোনে পড়ে রয়েছে অজস্র কাঁকড়া

(ঘ) আবার বৃষ্টি শুরু হয়েছে।

41. স্থানীয় পাদরি সাহেবের নাম হল –

(ক) দেবদূত

(খ) পেলাইও

(গ) গোনসাগা

(ঘ) ফ্লিনটফ।

42. “এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন।”-‘তিনি’ কে?

(ক) পড়োশিনি

(খ) গোনসাগা

(গ) এলিসেন্দা

(ঘ) পেলাইও।

43. পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিল ক-টার আগেই ?

(ক) সকাল সাতটা

(খ) সকাল ন-টা

(গ) দুপুর একটা

(ঘ) সন্ধে সাতটা।

44. ‘সকাল সাতটার আগেই পাদ্রে গােনসাগা এসে হাজির কারণ-

(ক) এলিসেন্দার বাড়িতে ডাকাত পড়েছিল

(খ) এলিসেন্দার বাড়িতে সার্কাস দল এসেছে

(গ) পেলাইওদের ঘরে রাতে প্রচুর কাঁকড়া ঢুকে তাদের। বাচ্চাটাকে ক্ষতবিক্ষত করেছিল

(ঘ) পেলাইওদের বাড়িতে ‘দেবদূত’ এসেছে এই অদ্ভুত খবর পেয়ে শঙ্কিত হয়ে ছুটে এসেছিলেন।

45. দর্শকরা বন্দির ভবিষ্যৎ নিয়ে কী ধরনের জল্পনাকল্পনা করছিল?

(ক) বুড়োকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে

(খ) বুড়োকে দেবদূত আখ্যা দেওয়া হবে

(গ) বুড়োকে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত

(ঘ) বুড়োকে পুরস্কৃত করা উচিত।

46. যারা সহজসরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিলেন

(ক) রাজা

(খ) পুরপিতা

(গ) রাষ্ট্রপ্রধান

(ঘ) পাদরি।

47. রুষ্ট প্রকৃতির মানুষের ধারণা বৃদ্ধটিকে যে পদে নিয়োগ করলে যুদ্ধ জয় হবেই

(ক) সৈন্য

(খ) রাজা

(গ) পদকপ্রাপ্ত সেনাধ্যক্ষ

(ঘ) সেনাপতি।

48. যাজক হওয়ার আগে গোনসাগা ছিলেন

(ক) ব্যবসায়ী

(খ) কাঠুরে

(গ) জেলে

(ঘ) শিক্ষক।

49. বুড়োকে কী খেতে দেওয়া হয়েছিল?

(ক) ফল ও জল

(খ) ফলের খোসা ও ছোটো হাজরির উচ্ছিষ্ট

(গ) ভাত ও জল

(ঘ) কেক-বিস্কুট।

50. পাদ্রে গোনসাগার লাতিন ভাষায় জানানো সুপ্রভাতের উত্তরে বুড়ো-

(ক) তাকেও সুপ্রভাত জানায়

(খ) প্রত্নপ্রাচীন চোখ তুলে কী একটা ভাষায় গুন গুন করে বলে ওঠে

(গ) শুয়ে থাকে

(ঘ) অভিবাদন জানায়।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

51. “এ তল্লাটের যাজন পল্লির এই পুরুতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠলে,”- পুরুতটি হল

(ক) গোনসাগা

(খ) এলিসেন্দা

(গ) পেলাইও

(ঘ) পড়োশিনি।

52. পাদ্রে গোনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর, ফেরেব্বাজ, কারণ –

(ক) গোনসাগা এমন প্রচুর জোচ্চোর দেখেছেন

(খ) ডানা লাগিয়ে দেবদূত সাজার চেষ্টা অনেকেই করে থাকে

(গ) বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না

(ঘ) এই লোকটির জোচ্চুরি গোনসাগা অতীতে একবার ধরে ফেলেছিলেন।

53. পাদ্রে গোনসাগা কখন বুড়োকে সন্দেহ করতে শুরু করলেন?

(ক) যখন তিনি বুঝলেন যে বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না

(খ) যখন দেখলেন বুড়ো দুর্গন্ধ পোশাক পড়ে আছে

(গ) যখন তিনি শুনলেন পড়শিরা বুড়োকে নিয়ে তামাশা করছে

(ঘ) যখন বুড়ো রিনরিনে গলায় কথা বলল।

54. পাদ্রে গোনসাগা সকলকে কী বলে হুঁশিয়ার করে দিলেন?

(ক) লোকটি ভিনগ্রহের প্রজাতি

(খ) লোকটি অত্যন্ত সরল, সাদাসিধে

(গ) রোমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার অভ্যাস আছে

(ঘ) লোকটি দেবদূত।

55. পাদ্রে গোনসাগা কী বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন?

(ক) সাদাসিধে লোক হওয়ার ঝুঁকি কতটা

(খ) বুড়োর দেবদূত হওয়ার যুক্তি

(গ) পড়শিদের রঙ্গতামাশা করা উচিত কি না

(ঘ) বুড়োকে মুক্তি দেওয়া উচিত কি না।

56. বৃদ্ধ অজ্ঞাত লোকটিকে দেবদূত ভাবার কারণ হল

(ক) বৃদ্ধটির বড়ো বড়ো দুটি ডানা আছে

(খ) কপাল থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে

(গ) তিনি অস্ত্রধারী

(ঘ) অলৌকিক শক্তিধারী।

57. পাদ্রে গোেনসাগা কাকে, কেন চিঠি লিখবেন বলে জানালেন?

(ক) এলিসেন্দাকে, বুড়োকে মুক্তি দেওয়ার জন্য

(খ) পেলাইওকে, দেবদূতকে রক্ষার জন্য

(গ) বিশপকে, বুড়ো দেবদূত কি না সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য

(ঘ) বিশপকে, বুড়োকে মুক্তি দেওয়ার জন্য।

58. “গির্জাশাসিত পল্লির আর্চবিশপকে লিখতে পারেন”- ‘আর্চবিশপ’ হলেন –

(ক) খ্রিস্টীয় ধর্মের প্রধান পুরোহিত

(খ) সন্ন্যাসী

(গ) পেয়াদাদের প্রধান

(ঘ) মন্দিরের প্রধান পুরোহিত।

59. বন্দি দেবদূতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে –

(ক) পেলাইওদের বাড়ির সামনে হাটবাজারের সমস্ত মানুষ এসে ভিড় করেছিল।

(খ) দেবদূতকে উদ্ধার করতে পুলিশ এসেছিল

(গ) পেলাইওদের প্রতিবেশীরা ভয় পেতে শুরু করেছিল

(ঘ) দেবদূতকে নিয়ে যেতে আরও দুজন দেবদূত এসেছিল।

60. ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছিল –

(ক) সঙিনসমেত সেনাবহিনীকে

(খ) লাঠিয়াল বাহিনীকে

(গ) পুলিশকে

(ঘ) সৈন্যকে।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

61. “ডাকতে হলো সঙ্গিনসমেত সেনাবাহিনীকে,”- ‘সঙ্গিন’ শব্দের অর্থ হল –

(ক) বন্দুকের ডগায় লাগানো ছোরা

(খ) বন্দুকধারী

(গ) লেঠেল বাহিনী

(ঘ) কুস্তিগির।

62. ‘শেষটায় তার মাথায় খেলে গেল’-এলিসেন্দার মাথায় কী খেলে গেল?

(ক) বাড়ির উঠোনটা ঝাঁট দিতে হবে

(খ) দেবদূতকে খেতে দিতে হবে

(গ) ছেলেটাকে ডাক্তার দেখাতে হবে

(ঘ) উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনি আদায় করা যাবে।

63. কারা দূর দূরান্তর থেকে এল?

(ক) আত্মীয়স্বজনেরা

(খ) পাড়া প্রতিবেশীরা

(গ) কৌতূহলীরা

(ঘ) যাজকেরা।

64. দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শনি হিসেবে অর্থ ধার্য করে-

(ক) সাত টাকা

(খ) দুই রুপি

(গ) পাঁচ সেন্ট

(ঘ) ছয় টাকা।

65. উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ পাঁচ সেন্ট করে চাওয়া যায়।’- কারণ-

(ক) এলিসেন্দা প্রচুর সামুদ্রিক কাঁকড়া ধরে প্রদর্শনী করেছিল

(খ) বৃদ্ধটিকে সাধারণ মানুষের অত্যাচার থেকে বাঁচাতে

(গ) বৃদ্ধটির বিশাল ডানাগুলো যাতে ভেঙে না যায়

(ঘ) বন্দি দেবদূতকে দেখতে প্রচুর ভিড় হচ্ছিল, তাদের সকলের কাছ থেকে দর্শনি নিয়ে সংসারের অবস্থা ফেরাতে।

66. সার্কাস দলের দড়বাজিকরের ডানাগুলোকে দেখাচ্ছিল

(ক) নক্ষত্র বাদুড়ের মতো

(খ) পাখির মতো

(গ) বাজ পাখির মতো

(ঘ) উড়োজাহাজের মতো।

67. “জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এল” – কী কারণে এল তারা?

(ক) যাজকদের আশীর্বাদ নিতে

(খ) দেবদূতকে দেখতে

(গ) দেবদূতের আশীর্বাদ নিয়ে সুস্বাস্থ্য ফিরে পেতে

(ঘ) সার্কাস দেখতে।

68. বৃদ্ধকে দেখতে আসা পোের্তুগিজ লোকটির না ঘুমোনোর কারণ-

(ক) প্রতিবেশীদের কোলাহল

(খ) তারাদের কোলাহল

(গ) তারাদের আলো

(ঘ) পারিপার্শ্বিক আলো।

69. ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা ছিল –

(ক) ঘুমের মধ্যে হেঁটে সে নিখোঁজ হয়ে যেত

(খ) জেগে থাকা অবস্থায় যাবতীয় করা কাজ রাত্তিরে ঘুমের ঘোরে হেঁটে গুবলেট করে দিত

(গ) তাকে সবাই মনোবিদের পরামর্শ নিতে বলেছিল

(ঘ) দিনের বেলায় সে জেগে থাকতে পারত না।

70. পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী,’- কারণ-

(ক) বাড়িতে লোকের ভিড় হলে ওদের পুণ্যলাভ হবে

(খ) ভিড় করে আসা জনতার প্রণামিতে তাদের ঘর ঠেসে গিয়েছিল

(গ) জনগণের আশীর্বাদে তাদের সন্তান সুস্থ হয়ে উঠেছে

(ঘ) দেবদূতের সেবা ওদের ভাগ্য ফিরিয়ে দেবে।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semeste একাদশ শ্রেণি

71.”এই দেবদূত ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থূল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি।” – কারণ –

(ক) তার এই ধার-করা নীড়ে কীভাবে একটু আরাম পাবে সেই চেষ্টা করছিল

(খ) সবার ব্যবহারে দেবদূত অপমানিত বোধ করছিল

(গ) অচেনা পরিবেশে সে কী করবে কিছু বুঝতে পারছিল না

(ঘ) বুড়োটি সবাইকে ভালোবেসে ফেলেছিল ও সবার ওইরূপ আচরণে মজা পাচ্ছিল।

72. ‘গোড়ায় তাকে ওরা ন্যাপথালিন খাওয়াবার চেষ্টা করেছিল,’ কারণ-

(ক) সে ন্যাপথলিন খেতে খুব ভালোবাসে

(খ) পড়োশিনি বলেছিল ন্যাপথলিন দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিদিত

(গ) ন্যাপথলিন খাওয়ালে বুড়োটির নতুন ডানা গজাবে

(ঘ) ভিন গ্রহের প্রাণীরা ন্যাপথলিন খায় বলে তারা শুনেছিল।

73. জ্ঞানী মহিলার মতে দেবদূতের প্রিয় খাদ্য –

(ক) ন্যাপথলিন

(খ) ভাত

(গ) মাংস

(ঘ) ফল।

74. ডানাওয়ালা বুড়ো লোকটা খায়-

(ক) বেগুনভর্তা

(খ) আলুর ভর্তা

(গ) কাঁকড়া

(ঘ) ন্যাপথলিন।

75. থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল

(ক) জাদু

(খ) মন্ত্র

(গ) ধৈর্য

(ঘ) জলপড়া।

76. “যেসব নক্ষত্র পরভৃৎ জম্পেশ করে গজিয়েছে- ‘পরভূৎ’ শব্দের অর্থ কী?

(ক) অন্যের দ্বারা পালিত

(খ) অন্যকে লালনকারী

(গ) ভৃত্য বা চাকর

(ঘ) কোকিল।

77. ‘মুরগিরা তাকে ঠোকরাত’-কারণ-

(ক) তার ডানায় যেসব নক্ষত্র পরভৃৎ গজিয়েছিল তার খোঁজে

(খ) তাকে আঘাত করার জন্য

(গ) তার সঙ্গে ভাব জমানোর জন্য

(ঘ) মানুষ না পাখি যাচাই করা জন্য।

আরও পড়ুন – বৈদিক সাহিত্য MCQ 1st Semester

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

1 thought on “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো mcq 1st Semester একাদশ শ্রেণি”

Leave a Comment