বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির প্রকাশকাল ও সম্পাদকের নাম উল্লেখ করে সাময়িকপত্রের ধারায় এটির গুরুত্ব আলোচনা করো

বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির প্রকাশকাল ও সম্পাদকের নাম উল্লেখ করে সাময়িকপত্রের ধারায় এটির গুরুত্ব আলোচনা করো

বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির প্রকাশকাল ও সম্পাদকের নাম উল্লেখ করে সাময়িকপত্রের ধারায় এটির গুরুত্ব আলোচনা করো
বিবিধার্থ সংগ্রহ পত্রিকাটির প্রকাশকাল ও সম্পাদকের নাম উল্লেখ করে সাময়িকপত্রের ধারায় এটির গুরুত্ব আলোচনা করো

সম্পাদক ও প্রকাশকাল: ঐতিহাসিক ও পুরাতত্ত্ববিদ রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় ১৮৫১ সালে ‘বিবিধার্থ সংগ্রহ’ (মাসিক) পত্রিকাটি প্রকাশিত হয়।

গুরুত্ব: ‘বিবিধার্থ সংগ্রহ’ প্রকাশিত হয়েছিল ইউরোপীয় ‘পেনি ম্যাগাজিন’-এর আদর্শে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা এই পত্রিকার স্মৃতি ‘জীবনস্মৃতি’ গ্রন্থে লিখে রেখে গিয়েছেন। নানাদিক থেকে এই পত্রিকার গুরুত্ব রয়েছে, যেমন-

  • এই পত্রিকাটিতে নানা ধরনের চিত্র মুদ্রিত হত। বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকা এটি।
  • পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের রচনা প্রকাশের দৃষ্টান্ত পাওয়া যায়। যথা-পুরাবৃত্ত, মনীষীদের জীবনকথা, তীর্থক্ষেত্রের পরিচিতি, ব্যাবসাবাণিজ্য, সাহিত্য-সমালোচনা ইত্যাদি।
  • মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব কাব্য’-এর প্রথম সর্গ এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল।
  • এই পত্রিকায় প্রকাশিত রচনাসমূহে জ্ঞানচর্চার সঙ্গে শিল্পগত উৎকর্ষের মেলবন্ধন ঘটতে শুরু করে।

তবে এই পত্রিকার প্রকাশ ছিল অনিয়মিত। রাজেন্দ্রলাল মিত্রের পর কিছুদিন কালীপ্রসন্ন সিংহ এই পত্রিকা সম্পাদনার দায়িত্বভার বহন করেছিলেন।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment