বিড়াল প্রবন্ধের MCQ | Biral probondher MCQ
১. বিড়াল প্রবন্ধটি যে প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত –
(ক) সাম্য
(খ) ধর্মতত্ত্ব
(গ) বিচিত্র প্রবন্ধ
(ঘ) কমলাকান্তের দপ্তর
২. বর্তমানে ‘কমলাকান্তের দপ্তর’ প্রবন্ধ গ্রন্থের যতগুলি সংখ্যক বিড়াল প্রবন্ধটি-
(ক) ১০ সংখ্যক
(খ) ১১ সংখ্যক
(গ) ১২ সংখ্যক
(ঘ) ১৩ সংখ্যক
৩. বিড়াল প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয়-
(ক) প্রবাসী
(খ) বঙ্গদর্শন
(গ) নবপর্যায় বঙ্গদর্শন
(ঘ) ভান্ডার
৪. বঙ্গদর্শন পত্রিকার যে সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়-
(ক) মাঘ
(খ) ফাল্গুন
(গ) চৈত্র
(ঘ) বৈশাখ
৫. যত সালে বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয়-
(ক) ১২৭৯ বঙ্গাব্দে
(খ) ১২৮০ বঙ্গাব্দে
(গ) ১২৮১ বঙ্গাব্দে
(ঘ) ১২৮২ বঙ্গাব্দে
৬. বিড়াল প্রবন্ধটি যে শ্রেণির-
(ক) বিজ্ঞান বিষয়ক
(খ) যুক্তিনিষ্ঠ
(গ) বস্তু নিষ্ঠ
(ঘ) ব্যক্তিগত
৭. বিড়াল প্রবন্ধের কথক হলেন-
(ক) বিড়াল
(খ) কমলাকান্ত
(গ) নসীরামবাবু
(ঘ) প্রসন্ন গোয়ালিনী
৮. বিড়াল প্রবন্ধটি যে সময়ের ঘটনা-
(ক) সকালবেলা
(খ) দুপুরবেলা
(গ) বিকালবেলা
(ঘ) রাত্রিবেলা
৯. কমলাকান্ত যে ঘরে ছিলেন-
(ক) শয়নঘর
(খ) ঠাকুরঘর
(গ) বৈঠকখানায়
(ঘ) বাইরের ঘরে
১০. কমলাকান্ত যেটির উপর বসেছিল-
(ক) খাট
(খ) চেয়ার
(গ) চারপয়ী
(ঘ) মাদুর
১১. দেওয়ালের উপর যা ছিল-
(ক) চঞ্চল ছায়া
(খ) তৈলচিত্র
(গ) ছবি
(ঘ) দাগ
১২. দেওয়ালের উপর চঞ্চল ছায়া যেটির মতন নাচছিল-
(ক) প্রেতের মতো
(খ) ভূতের মতো
(গ) ফড়িং-এর মতো
(ঘ) কোনোটিই নয়
১৩. কমলাকান্ত নিজেকে যা ভাবছিল-
(ক) ওয়েলিংটন
(খ) ক্লাইভ
(গ) রুশো
(ঘ) নেপোলিয়ন
১৪. কমলাকান্ত নেপোলিয়ন হয়ে যে যুদ্ধ জেতার কথা কল্পনা করেছিল-
(ক) হিদিসপাস
(খ) ওয়ার্টার লু
(গ) ট্রাফালগার
(ঘ) ট্রয়
১৫. ওয়েলিটনং ছিলেন-
(ক) ব্রিটেনের সেনাপতি
(খ) ব্রিটেনের প্রধানমন্ত্রী
(গ) ব্রিটেনের রাষ্ট্রমন্ত্রী
(ঘ) ব্রিটেনের অর্থমন্ত্রী
১৬. ওয়েলিংটন বিড়াল বেশে কমলাকান্তের কাছে যা চাইতে এসেছিল বলে কমলাকান্ত তা মনে করেন-
(ক) গাঁজা
(খ) আফিং
(গ) চরস
(ঘ) কোনোটিই নয়
১৭. যে কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল-
(ক) মঙ্গলা
(খ) প্রসন্ন
(গ) নসীরামবাবু
(ঘ) কেউই নয়
১৮. মঙ্গলা যার নাম-
(ক) মেয়ে
(খ) বাচ্চা
(গ) প্রতিবেশী
(ঘ) গাই
১৯. যে কমলাকান্তের জন্য রাখা দুধ খেয়ে নিয়েছিল –
(ক) মঙ্গলা
(খ) বিড়াল
(গ) প্রসন্ন
(ঘ) নসীরাম বাবু
২০. চিরাগত প্রথা হল-
(ক) বিড়ালকে দুধ খেতে দিতে হয়
(খ) বিড়ালকে দুধ খেতে দিতে নেই
(গ) বিড়াল দুধ খেলে তাকে মারতে যেতে হয়
(ঘ) বিড়াল দুধ খেলে তাকে মারতে নেই
২১. ‘ইহাও বাঞ্ছনীয় নহে’-
(ক) যা বাঞ্ছনীয় নয়
(খ) বিড়ালকে মারা
(গ) বিড়ালকে না মারা
(ঘ) মানুষের সমাজে কুলাঙ্গার বিবেচিত হওয়া
২২. কমলাকান্তের হাতে যা ছিল-
(ক) চুরুট
(খ) বিড়ি
(গ) সিগারেট
(ঘ) হুঁকো
২৩. ‘আমাদের কি নাই’-যা থাকার কথা বলা হয়েছে-
(ক) লজ্জা
(খ) বিশ্বাস
(গ) সভ্যতা
(ঘ) খিদে
২৪. ‘আমি বহু অণুসন্ধানেও পাইলাম না’-‘আমি’ হলেন-
(ক) বিড়াল
(খ) কমলাকান্ত
(গ) প্রসন্ন
(ঘ) নসীরাম বাবু
২৫. ‘তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ’- যে কথাটি-
(ক) চতুষ্পদের কাছে জ্ঞান লাভের প্রয়োজন আছে
(খ) চতুষ্পদের কাছে জ্ঞান লাভের কোনো উপায় নেই
(গ) শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে
(ঘ) শিক্ষা ব্যবস্থায় বদল দরকার
২৬. বিড়ালের মতে ধর্ম হল-
(ক) যা আচরণ করা হয়
(খ) যা মেনে চলা হয়
(গ) অন্যের জন্য ভাবনা
(ঘ) অন্যের উপকার করা
২৭. ‘এই পরোপকার সিদ্ধ হইল’-পরোপকার হল
(ক) মঙ্গলার দুগ্ধ দোহন
(খ) কমলাকান্তের আফিংম সেবন
(গ) বিড়ালের দুগ্ধ পান.
(ঘ) কোনোটিই নয়
২৮. ‘এই পরোপরকার সিদ্ধ হয়েছে।’-যাতে পরোপকার সিদ্ধ হয়েছে-
(ক) আফিংম দানে
(খ) দুগ্ধ সেবনে
(গ) অন্যের উপকার করে
(ঘ) প্রসন্নকে খাবার দিয়ে
২৯. ‘তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো’- আমার বলতে বোঝানো হয়েছে-
(ক) কমলাকান্ত
(খ) নসীরাম বাবু
(গ) প্রসন্ন
(ঘ) বিড়াল
৩০. ‘তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয়’-যা বোধ হয়-
(ক) বিদ্যালয়গুলোর ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে
(খ) বিদ্যালয়গুলোর ছাত্রসংখ্যা কমে গেছে
(গ) বিদ্যালয়গুলোয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এসেছে
(ঘ) বিদ্যালয়গুলো বিড়ালের কথার তাৎপর্য বুঝতে পেয়েছ
৩১. বিড়াল তাকে না মেরে যা করতে বলেছে-
(ক) তার জয়ধ্বনি
(খ) তার প্রশংসা
(গ) তার উপকার
(ঘ) তার উপকারের প্রচার
৩২. ‘তুমি সেই পরম ধর্মের ফলভাগী’-এখানে পরমধর্ম-
(ক) সচার
(খ) সত্য কথন
(গ) পরোপকার
(ঘ) পরহিত চিন্তা
৩৩. বিড়ালের মতে চুরির মূল হল –
(ক) ধন সঞ্চয়
(খ) ধনীর কৃপণতা
(গ) চোর
(ঘ) কোনোটিই নয়
৩৪. ‘তাহার দণ্ড হয় না কেন’ যার কথা বলা হয়েছে-
(ক) চোর
(খ) ধনী
(গ) কৃপণ ধনী
(ঘ) বিড়াল
৩৫. ‘লজ্জার কথা সন্দেহ নাই’-‘লজ্জার কথা’টি হল-
(ক) চুরি করা
(খ) চুরি ধরা পড়া
(গ) দরিদ্রের জন্য ভাবা
(ঘ) দরিদ্রের ব্যথায় ব্যহিত হওয়া
৩৬. শিরোমণি হল একটি-
(ক) পদবী
(খ) উপাধি
(গ) ভাষা
(ঘ) কোনোটিই নয়
৩৭. ‘আর একটু কি আনিয়া দিব?’ যা এনে দেবার কথা বলা
হয়েছে
(ক) খাবার
(খ) জল
(গ) তরকারি
(ঘ) দুধ
৩৮. ‘অনেক মার্জার কবি হইয়া পড়ে’- যে কারণে কবি হয়ে পড়ে-
(ক) কবিতা লিখতে লিখতে
(খ) কবিতা পড়তে পড়তে
(গ) গৃহ মার্জারের রূপের বিভা দেখে
(ঘ) কোনোটিই নয়
৩৯. কমলাকান্তকে বিড়াল যে কারণে দূরদর্শী বলেছে-
(ক) তার বিবেচনার কারণে
(খ) তার দূরদর্শীতা দেখে
(গ) কমলাকান্ত গাঁজা সেবন করে বলে
(ঘ) কমলাকান্ত আফিংম সেবন করে বলে
৪০. বিড়ালের মতে দরিদ্র চোর হয় যার দোষে-
(ক) স্বভাবের
(খ) অবস্থার
(গ) ধনীর
(ঘ) সমাজের
৪১. বিড়াল যে কারণে দরিদ্র চুরি করবে বলেছে-
(ক) ধনী প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করে
(খ) ধনী নিজের উদ্বৃত্ত অন্যের মধ্যে বিতরণ করে না
(গ) অনাহারে মরার জন্য এই পৃথিবীতে কেউ আসে না
(ঘ) সবগুলিই
৪২. কমলাকান্ত যেগুলিকে সমাজ বিশৃঙ্খলার মূল বলেছে-
(ক) ধনীর ধন সঞ্চয়ের পন্থাকে
(খ) ধনীর কার্পণ্যকে
(গ) বিড়ালের কথাগুলিকে
(ঘ) দরিদ্রের চুরি করাকে
৪৩. ‘তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না’- যে কারণে সমাজের ধনবৃদ্ধি হবে না-
(ক) ধনীর সম্পদ সঞ্চয়ের ক্ষমতা মতো সঞ্চয় করতে না পারলে-
(খ) ধনীর সঞ্চিত সম্পদ চোরে চুরি করে নিলে
(গ) দরিদ্রের জ্বালায়
(ঘ) সবগুলিই
৪৪. ‘না হইল ত আমার কী? বক্তা-
(ক) কমলাকান্ত
(খ) বিড়াল
(গ) প্রসন্ন
(ঘ) নসীরাম বাবু
৪৫. ‘না হইল আমার কী?-যা না হওয়ার কথা বলা হয়েছে-
(ক) ধনীর কার্পণ্যে দরিদ্র বৃদ্ধি
(খ) ধনীর কার্পণ্যে অভুক্তের সংখ্যা বৃদ্ধি
(গ) ধনীর ধন সঞ্চয়ের স্পৃহায় সমাজের শ্রীবৃদ্ধি
(ঘ) কোনোটিই নয়
৪৬. কমলাকান্তের মতে সমাজের উন্নতির জন্য চাই-
(ক) সামাজিক ধনবৃদ্ধি
(খ) সামাজিক অবস্থার পরিবর্তন
(গ) সামাজিক বিশৃঙ্খলার অবসান
(ঘ) চোর মুক্ত সমাজ ব্যবস্থা
৪৭. ‘কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না-যাকে বুঝতে পারার কথা বলা হয়েছে
(ক) বিড়ালকে,
(খ) কমলাকান্তকে
(গ) বিচারককে
(ঘ) সকলকেই
৪৮. ‘না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে’-ইহার বলতে যার কথা বলা হয়েছে-
(ক) বিড়াল
(খ) কমলাকান্ত
(গ) দরিদ্র শ্রেণির
(ঘ) কেউই নয়
৪৯. যে বিচারক চোরকে সাজা দেবেন তার আগে তাকে যা করতে হবে-
(ক) তিনদিন উপবাস দিতে হবে
(খ) চুরির কারণ খুঁজতে হবে
(গ) ধনীদের ধন সঞ্চয়ে বাধা দিতে হবে
(ঘ) সবগুলিই
৫০. ‘তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন’-তিনি হলেন-
(ক) কমলাকান্ত
(খ) বিড়াল
(গ) বিচারক
(ঘ) নসীরাম বাবু
৫১. ‘আমি আপত্তি কবির না’। ‘আমি’ হল-
(ক) কমলাকান্ত
(খ) বিড়াল
(গ) নসীরামবাবু
(ঘ) কেউই নয়
৫২. ‘আমি আপত্তি করিব না’- বিড়াল যাতে আপত্তি করবে না-
(ক) কমলাকান্ত চুরি করলে
(খ) কমলাকান্ত চুরি না করলে
(গ) কমলাকান্ত তিনদিন উপবাসী থেকে নসীরাম বাবুর ভাড়ার ঘরে ধরা পড়লে
(ঘ) কমলাকান্ত নসীরাম বাবুর ভাঁড়ার ঘরে চুরি করতে গিয়ে ধরা না পড়লে
৫৩. বিজ্ঞলোকের মত হল-
(ক) বিচারে পরাস্ত হলে রণে ভঙ্গ দিতে হবে
(খ) বিচারে পরাস্ত হলে মারিমারি করতে হবে
(গ) বিচারে পরাস্ত হলে উপদেশ দিতে হবে
(ঘ) কোনোটিই নয়
৫৪. কমলাকান্তের মতে বিড়ালের কথাগুলি হল-
(ক) নীতিমূলক
(খ) নীতিহীন
(গ) নীতিবিরুদ্ধ
(ঘ) অসংলগ্ন
৫৫. বিড়ালকে পাঠের জন্য কমলাকান্ত যা দিতে চেয়েছে-
(ক) নিউম্যান
(খ) পার্কার
(গ) কমলাকান্তের দপ্তর
(ঘ) সবগুলিই
৫৬. কমলাকান্তের দপ্তর পড়লে বিড়াল যা বুঝতে পারবে-
(ক) সাম্যবাদ
(খ) অর্থনীতির মূলকথা
(গ) সমাজ বৈষম্যের কারণ
(ঘ) আফিং-এর মহিমা
৫৭. ‘উভয়ে ভাগ করিয়া খাইব’-যা খাওয়ার কথা বলা হয়েছে-
(ক) দুধ
(খ) ছানা
(গ) ক্ষীর
(ঘ) মিষ্টি
৫৮. ‘জলযোগের সময় আসিও’-যাকে আসার কথা বলা হয়েছে-
(ক) কমলাকান্তকে
(খ) বিড়ালকে
(গ) প্রসন্ন
(ঘ) নসীরাম বাবুকে
৫৯. ‘জলযোগের সময় আসিও’ যে কারণে আসতে বলা হচ্ছে-
(ক) জল খাবার খাবার জন্য
(খ) ক্ষীর খাবার জন্য
(গ) দুধ খাবার জন্য
(ঘ) ছানা খাবার জন্য
৬০. ‘উভয়ে ভাগ করিয়া খাইব’- এখানে ‘উভয়’ হল-
(ক) কমলাকান্ত ও বিড়াল
(খ) কমলাকান্ত ও নসীরাম বাবু
(গ) বিড়াল ও নসীরাম বাবু
(ঘ) বিড়াল ও প্রসন্ন
৬১. কমলাকান্তের পদবী হল-
(ক) চট্টোপাধ্যায়
(খ) বন্দ্যোপাধ্যায়
(গ) মুখোপাধ্যায়
(ঘ) চক্রবর্তী
৬২. ‘ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে’-যা বিবেচনা করার কথা বলা হয়েছে-
(ক) চুরি করার
(খ) আফিংম খাওয়ার
(গ) হাঁড়ি খাওয়ার
(ঘ) উপবাসী থাকার
৬৩. ‘একটি পতিত আত্মাকে…’- ‘পতিত’ আত্মাটি হল-
(ক) কমলাকান্ত
(খ) বিড়াল
(গ) প্রসন্ন
(ঘ) মঙ্গলা
৬৪. ‘কমলাকান্তের বড়ো আনন্দ হইল’- কমলাকান্তের আনন্দের কারণ-
(ক) বিড়ালের চুরি ধরে ফেলা
(খ) বিড়ালকে চুরি করা থেকে বিরত রাখা
(গ) বিড়ালকে দুধ খাওয়ানো
(ঘ) বিড়ালকে জ্ঞান দান করে উদ্ধার করা
৬৫. খিদেতে অধীর হলে বিড়ালকে কমলাকান্ত যা দিবে বলেছিল-
(ক) দুধ
(খ) ক্ষীর
(গ) আফিংম
(ঘ) ছানা
৬৬. ‘বিড়াল’- প্রবন্ধে বিড়াল যে শ্রেণির প্রতিনিধি-
(ক) রক্ষণশীল
(খ) ধনী
(গ) বঞ্চিত
(ঘ) কোনোটিই নয়
৬৭. ‘বিড়াল’প্রবন্ধে কমলাকান্ত যে শ্রেণির প্রতিনিধি-
(ক) রক্ষণশীল
(খ) ধনী
(গ) বঞ্চিত
(ঘ) কোনোটিই নয়
৬৮. ‘বিড়ালের কণ্ঠস্বর হল-
(ক) স্বাধীনতাকামী মানুষের
(খ) বঞ্চিত মানুষের
(গ) সঞ্চয়কামী মানুষের
(ঘ) কোনোটিই নয়
৬৯. বিড়াল প্রবন্ধে সমাজের এক জ্বলন্ত সমস্যার উপস্থাপনের ‘বঙ্কিমচন্দ্র যে পন্থা অবলম্বন করেছেন-
(ক) সমালোচনামূলক
(খ) কৌতুকপূর্ণ
(গ) তাত্ত্বিক
(ঘ) সবগুলিই
৭০. বিড়াল প্রবন্ধের উপর যে গ্রন্থের প্রভাব আছে-
(ক) Tales of my land lord
(খ) Confession of a orium Eater
(গ) The cat by the fire
(ঘ) কোনোটিই নয়
৭১. “The cat by the fire” -এর রচয়িতা হলেন-
(ক) ডি. কুইনসি
(খ) ওয়াটার স্কট
(গ) লর্ড বায়রণ
(ঘ) লে হান্ট
৭২. কমলাকান্তের দপ্তর গ্রন্থের প্রকাশকালে ‘বিড়াল’ প্রবন্ধটি কত সংখ্যক প্রবন্ধ ছিল-
(ক) ১০
(খ) ১২
(গ) ১২
(ঘ) ১৩
৭৩. বিড়াল ও কমলাকান্তের কথোপকথনে যে ভাবনা ঘোষিত হয়েছে-
(ক) সমাজতান্ত্রিক
(খ) ধনতান্ত্রিক
(গ) উদারনৈতিক
(ঘ) বৈপ্লবিক
আরও পড়ুন – ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ