বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘সাধনা’ পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘সাধনা’ পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

বাংলা সাময়িকপত্রের ইতিহাসে 'সাধনা' পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো
বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘সাধনা’ পত্রিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

গুরুত্ব: বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘সাধনা’ পত্রিকাটির প্রকাশ ঘটে ১২৯৮ বঙ্গাব্দের (১৮৯১ সাল) অগ্রহায়ণ মাসে। এই পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর। তবে পত্রিকাটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সংযোগ ছিল। সাময়িকপত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব হল-

  • সাধনা’ পত্রিকায় বিবিধ বিষয়ে রচনা মুদ্রিত হত। যথা-সাহিত্য, সংগীত, শিল্প, দর্শন, রাজনীতি, কবিতা, গদ্য ইত্যাদি।
  • সাধনা’ পত্রিকার অন্যতম উদ্দেশ্য ছিল সাময়িকপত্রকে শাস্ত্রীয় পর্যালোচনা থেকে মুক্ত করে বুদ্ধিনির্ভর পথে পরিচালিত করা।
  • রবীন্দ্রপ্রতিভা বিকাশের অন্যতম ধারক হিসেবে ‘সাধনা’ পত্রিকাটি বাংলা সাময়িকপত্রের ইতিহাসে উল্লেখযোগ্য স্থানের অধিকারী।
  • রবীন্দ্রনাথের ‘যুরোপ-যাত্রীর ডায়েরী’ নামক প্রবন্ধগ্রন্থ ছাড়াও ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’, ‘দালিয়া’ প্রভৃতি ভিন্ন ভিন্ন স্বাদের ছোটোগল্প এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এ ছাড়া শ্রীশচন্দ্র মজুমদারের ‘কৃতজ্ঞতা’ উপন্যাসটিও এই পত্রিকায় মুদ্রিত হয়।

১৮৯৫ সাল পর্যন্ত প্রকাশিত হয়ে ‘সাধনা’ পত্রিকাটির প্রকাশ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment