বাংলা সাময়িকপত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব সংক্ষিপ্তাকারে আলোচনা করো
গুরুত্ব: বাংলা সাময়িকপত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রকাশ ঘটেছিল ১৮৪৩ সালের ১৬ আগস্ট। এই পত্রিকাটির প্রকাশকালে সম্পাদনার দায়িত্বে ছিলেন অক্ষয়কুমার দত্ত এবং পরিচালনার দায়িত্বে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাময়িকপত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব রয়েছে নানা দিকে। যথা-
• এই পত্রিকাটির সম্পাদনাকার্যে যুক্ত ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
প্রমুখ প্রথিতযশা ব্যক্তিত্বরা।
• এই পত্রিকাটি ছিল তত্ত্ববোধিনী সভার মুখপত্র।
• এই পত্রিকাটিতে ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতি, পুরাতত্ত্ব প্রভৃতি বিবিধ বিষয়ে বহু মননশীল রচনা প্রকাশিত হত।
• পত্রিকাটির সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল দেশজ জ্ঞান-বিজ্ঞানচর্চার
পাশাপাশি ইউরোপীয় সংস্কৃতির তথ্যবহুল পরিচয় প্রকাশ করা।
• এই পত্রিকাটিকে কেন্দ্র করে এক পৃথক লেখকগোষ্ঠীর আবির্ভাব ঘটে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু প্রমুখ ব্যক্তিত্বগণ।
‘তত্ত্ববোধিনী’ পত্রিকাটি তার বহুমুখী রচনাকর্মের মধ্য দিয়ে বাঙালি সমাজের চাহিদা, আগ্রহ এবং সৃষ্টিপ্রয়াসকে এক উচ্চাসনে বসিয়ে দেয়।
আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর