বইপড়া – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- যুগে যুগে বইপড়া
- মানসিক ও বৌদ্ধিক বিকাশে বইপড়ার ভূমিকা
- আনন্দ সৃজনে বইপড়া
- উপসংহার
ভূমিকা
"জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি। দু'টি যদি জোটে তবে অর্ধেকে ফুল কিনে নিও হে অনুরাগী।"
-ফুল সম্পর্কে কবির এই ভালোবাসা বই সম্বন্ধেও পুরোপুরি প্রযোজ্য। খাদ্য আমাদের দেহের পুষ্টি আনে আর বই আনে প্রাণের-মননের রস ও রসদ। আমাদের চলার পথে বই তাই অতি-প্রয়োজনীয় উপকরণ। বই হল প্রকৃত বন্ধু, সমকালীন জগতের স্রষ্টা এবং শিক্ষক। বই ছাড়া জীবন হল জ্ঞান ও আনন্দবিহীন নীরস জীবন, তা যেন প্রতিমাহীন দেবালয়।
যুগে যুগে বইপড়া
সাহিত্য হল সমাজের দর্পণ, সমাজের যাবতীয় বিষয় ফুটে ওঠে সাহিত্যে, সেকারণে সাহিত্য পাঠ একান্ত প্রয়োজনীয়। তাই সর্বযুগের সর্বকালের সমাজ-সংস্কৃতি জানার জন্য বইপড়া একান্ত অপরিহার্য। শুধু তাই নয়, বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় রহস্য। জ্ঞানবিজ্ঞানের নানা অজানা কথা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞানের, সমাজবিজ্ঞান, ইতিহাস সবই লিপিবদ্ধ থাকে বইয়ের পাতায়। সেইজন্য যুগে যুগে বইপড়ার অভ্যাস পরিলক্ষিত হয়। বইপড়া ব্যতীত সমাজসভ্যতার কোনো বিষয়ই আমরা অবগত হতে পারি না।
মানসিক ও বৌদ্ধিক বিকাশে বইপড়ার ভূমিকা
শিক্ষার্থীর মানসিক ও বৌদ্ধিক বিকাশে বইপড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। বই প্রকৃত অর্থেই আমাদের চেতনা বিকাশের সহায়ক, মানসিক গঠনের সর্বশ্রেষ্ঠ উপকরণ। বই আমাদের কাছে শিক্ষা, দীক্ষা ও জ্ঞানের প্রতীক। বইপড়ার মধ্য দিয়েই মানসিক সুস্থতা গড়ে ওঠে, বৌদ্ধিক চেতনার বিকাশ ঘটে। ভালো বই তাই মানুষকে সুস্থ চেতনার অধিকারী নাগরিকে পরিণত করে। বিভিন্ন রুচিবোধের মানুষের কাছে বিভিন্ন বই গ্রহণযোগ্য হয়, সারা পৃথিবীতে অজস্র বিষয়ভিত্তিক বই পাঠককে সমৃদ্ধ করে চলেছে যুগে যুগে। বইয়ের মাধ্যমেই আমাদের যোগাযোগ ঘটে সারা বিশ্বের মানুষের সঙ্গে।
আনন্দ সৃজনে বইপড়া
বইপড়ার মধ্যে আছে নিবিড় আনন্দ। যে-কোনো ভালো বই পড়তে পড়তে পাঠক ডুবে যায় অতলে, অদ্ভুত ভালোলাগার আনন্দ পাঠকের মনকে নিবিষ্ট করে দেয়। তাই মানসিক আনন্দ সৃষ্টিতে বইপড়ার মূল্য অপরিসীম। আমাদের যাবতীয় জ্ঞানের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয় বইপড়ার মাধ্যমে। সেকারণেই বলা যায় বই আমাদের জ্ঞানরাজ্যের পবিত্র ভূমি এবং বইপড়ার মাধ্যমেই সেই পবিত্র তীর্থস্থানে সহজেই পৌঁছানো যায়। আমাদের চেতনা আকাশে ডানা মেলে ওড়ে, আমাদের জীবনের মুহূর্তগুলো আনন্দের পসরায় সজ্জিত হয়ে ওঠে। কাব্য আছে জীবনের সাজে, বিজ্ঞান দর্শন সমাজবিজ্ঞান আছে জীবনের অঙ্গে, আর এসবই স্থান পায় বইয়ের পাতায় পাতায়।
উপসংহার
“বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়ে বেঁধেছে কিন্তু কে জানত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধতে পারবে। … অতলস্পর্শ কালসমুদ্রের ওপর কেবল এক-একখানি গ্রন্থ দিয়ে সাঁকো বেঁধে দেবে।” সেই বিস্ময়কর অসাধ্য কাজটাই করেছে বই। তাই বলা যায়, আমাদের জীবনবৃত্তের কেন্দ্রই হচ্ছে বই, বইপড়ার অভ্যাস যে-কোনো মূল্যে বাড়ানোই আমাদের একান্ত কর্তব্য হওয়া উচিত।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা