‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো

‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো

'ফিফ' ও 'শিভালরি বলতে কী বোঝো
‘ফিফ’ ও ‘শিভালরি বলতে কী বোঝো

ফিফ

মধ্যযুগীয় ইউরোপের প্রচলিত রীতি অনুযায়ী রাজা বা সম্রাট ছিলেন দেশের যাবতীয় সম্পত্তির অধিকারী। সামন্তপ্রথার উদ্ভব ও বিকাশলাভের ফলে রাজা বা সম্রাটের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি কালক্রমে { ডিউক (Duke), আর্ল (Earl), কাউন্ট (Count)-দের মধ্যে ফিফ্ (Fief) হিসেবে বণ্টিত হতে থাকে। ফিফ শব্দটি এসেছে ফিয়েফ থেকে, যার অর্থ হল রাজ্যাংশ। ফিফ হল এমন একটি ভূখণ্ড, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনকে নির্দিষ্ট কিছু দায়িত্বপালনের বিনিময়ে সমর্পণ করেন। ঊর্ধ্বতন সামন্তপ্রভু তাঁর অধীনস্থ অধস্তন সামন্তদের সেবা ও আনুগত্যের বিনিময়ে যে ভূমিখণ্ড প্রদান করতেন, তাই ফিফ নামে পরিচিত। এক্ষেত্রে সামন্তপ্রভু তাঁর অধস্তন সামন্তদের কমানডেশন নামক এক অনুষ্ঠানের মাধ্যমেই ফিফ্ফ প্রদান করতেন। ঊর্ধ্বতনের থেকে ভূমিখণ্ড বা জমির অধিকারলাভের বিনিময়ে অধস্তন সামন্তরা তাদের সাহায্য করার উদ্দেশ্যে সর্বদা সৈন্যবাহিনী প্রস্তুত রাখত।

শিভালরি

মধ্যযুগে সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থায় যুদ্ধ অনিবার্য হয়ে উঠলে নাইট (Knight) নামে পরিচিত এক সুশিক্ষিত যোদ্ধা শ্রেণির আবির্ভাব হয়। এই যোদ্ধা শ্রেণির মধ্যে বীরত্বের যে মহান আদর্শ গড়ে উঠেছিল, তা শিভালরি (Chivalry) নামে পরিচিত।

শিভালরি শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ ক্যাবালাস (Caballus) থেকে। প্রথমদিকে এর অর্থ ছিল অশ্ব, যদিও পরবর্তীকালে এই শব্দের অর্থ হয় আচরণবিধি। আবার শিভালরি শব্দের ফরাসি প্রতিশব্দ হল শিভেলিয়ার (Chevalier) বা অশ্বারোহী। সুতরাং বলা যায়, মধ্যযুগীয় ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থায় বীর যোদ্ধা হিসেবে পরিচিত নাইটদের যে আদর্শপূর্ণ আচরণবিধি পালন করতে হত, তা শিভালরি নামে পরিচিত ছিল।

আরও পড়ুন – জাতি ও জাতীয়তাবাদ প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment