প্রতিযোগিতার সুফল ও সংকট – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

প্রতিযোগিতার সুফল ও সংকট – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

প্রতিযোগিতার সুফল ও সংকট - মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
প্রতিযোগিতার সুফল ও সংকট – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
  • ভূমিকা
  • প্রতিযোগিতার প্রয়োজনীয়তা
  • জীবনের সর্বত্র প্রতিযোগিতা
  • সংকট
  • অস্তিত্বের জন্য লড়াই
  • উপসংহার

ভূমিকা

প্রতিযোগিতা হল অনেকের মধ্যে সাফল্যের নিরিখে এগিয়ে চলার একটি পদ্ধতি। জীবনের বেশির ভাগ ক্ষেত্রেই অন্যকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলার নামই প্রতিযোগিতা। যুগে যুগে কালে কালে বিশ্ব প্রকৃতিতে দেখা দিয়েছে প্রতিযোগিতার নানা রূপ। পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে জীবের মধ্যে নিরন্তর পারস্পরিক প্রতিযোগিতা চলেছে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে। আধুনিক জীবনে প্রতিযোগিতা হয়ে উঠেছে জীবনের অন্য এক নাম।

প্রতিযোগিতার প্রয়োজনীয়তা

জীবনের উচ্চতর আকাঙ্ক্ষা পরিতৃপ্তির জন্য প্রতিযোগিতার প্রয়োজন আছে। প্রত্যেকেই চায় নিজেকে সেরা ও উপযুক্ত প্রমাণ দিতে। তাই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই প্রতিযোগিতা আবশ্যক। শিক্ষাক্ষেত্রে, খেলাধুলার জগতে, রাজনৈতিক জীবনে, সামাজিক মানচিত্রে অহরহ চলছে প্রতিযোগিতা। সর্বক্ষেত্রেই শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম বিচারের মানদণ্ড হয় প্রতিযোগিতার সাফল্যের মাপকাঠিতে। আজকের সমাজে যেন সকলেই চায় পেশাগতভাবে নিজেকে অনেক উঁচুতে অধিষ্ঠিত করতে, তাই ছাত্রজীবন থেকেই যে প্রতিযোগিতার শুরু তা আর শেষ হয় না আজীবন। আজকের শিশু চাঁদের বুড়িকে জানে না কিন্তু সে জানে পরীক্ষায় প্রথম হওয়ার ভয়াবহ চাহিদাটুকু।

জীবনের সর্বত্র প্রতিযোগিতা

আমাদের জীবনের সর্বক্ষেত্রে আজ প্রতিযোগিতা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, খেলোয়াড় ইত্যাদি হতে গেলে অতিক্রম করতে হবে কঠিন প্রতিযোগিতার পথ। নিজেকে উপযুক্ত প্রমাণের জন্য প্রতিযোগিতার সরণিতে ক্রমাগত হেঁটে চলতে হয় জীবনের সমস্ত পরিস্থিতিতে। সাফল্যের প্রত্যাশী, প্রার্থীর সংখ্যা অগণিত, সকলেরই সাফল্যের তালিকায় নাম ওঠে না, ব্যর্থ হয় কতজন। তবু আমরা কোনোভাবেই প্রতিযোগিতাকে পাশ কাটাতে পারি না, প্রতিযোগিতার মধ্য দিয়েই অর্জন করতে হয় সাফল্য। তাই প্রতিযোগিতা আমাদের জীবনে আনে সুফল, প্রতিযোগিতা আমাদের চালিত করে সফলতার আকাশ স্পর্শ করতে।

সংকট

প্রতিযোগিতা জীবনে এনে দেয় সাফল্যের অমৃতময় স্পর্শ, পাশাপাশি ব্যর্থতা সৃষ্টি করে এক প্রবল সংকট। প্রতিযোগিতায় যারা ব্যর্থ হয় তারা কেউ কেউ ফিরে আসে সাফল্যের মাঝে কিন্তু একদল যেন হারিয়ে যায় কোথায়, ব্যর্থতার গভীর হতাশা অনেকক্ষেত্রেই তাদের জীবনে নিয়ে আসে গভীর অন্ধকার। প্রতিযোগিতায় যারা সফল হয় তাদের নিয়ে আমরা গর্ব অনুভব করি, কিন্তু কজন মনে রাখি ব্যর্থ মানুষের বুকভরা হাহাকারের ছবি। প্রতিযোগিতার এই সংকট আজ সমাজের গভীরে প্রবেশ করেছে অনিবার্য গতিতে।

অস্তিত্বের জন্য লড়াই

পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনের বিশেষ তত্ত্বটি ছিল ‘struggle for existence’ পৃথিবীর বুকে টিকে থাকার জন্য প্রয়োজন কঠিন সংগ্রামের। সেই সংগ্রামে যারা জয়ী হয় তারা টিকে থাকে আর যারা পরাজিত হয় তারা মিলিয়ে যায় কালের গর্ভে। সেই অবস্থান থেকেই প্রতিযোগিতার জন্ম, সেই পরিস্থিতি থেকেই সৃষ্টি হয়েছে নিজেকে উপযুক্ত প্রমাণ করার লড়াই। আজ আধুনিক জীবনজগতে পৌঁছে আমরা প্রতিমুহূর্তে প্রতিযোগিতায় শামিল হয়েছি।

উপসংহার

ব্যর্থতাকে কাটিয়ে উঠে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের সংগ্রামটাই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে না গিয়ে সাফল্যের সৈকতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নটাই শেষ সত্য, তবে কোনো প্রতিযোগিতাই যেন আমাদের মধ্যে অসুস্থ অনৈতিক পরিবেশ সৃষ্টি না করে-সেদিকে লক্ষ রাখাই আমাদের দায়িত্ব।

আরও পড়ুন – 

১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment