প্রতিবন্ধী ও আমরা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

প্রতিবন্ধী ও আমরা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

প্রতিবন্ধী ও আমরা - মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
প্রতিবন্ধী ও আমরা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
  • ভূমিকা
  • প্রতিবন্ধীদের সমস্যা
  • প্রতিবন্ধী সমস্যা ও রাষ্ট্রসংঘ
  • ভারতে প্রতিবন্ধী সমস্যা
  • প্রতিবন্ধীদের প্রতি আমাদের কর্তব্য
  • উপসংহার

ভূমিকা

"ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে 
দয়াহীন সংসারে 
তাঁরা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো 
অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো"-

মানুষ অমৃতের সন্তান। বিভিন্ন সমস্যা, নানা প্রতিকূলতার মাঝেও পরের উপকার করার মধ্যেই ধ্বনিত হয় জীবনের মূলমন্ত্র। অসহায় মানুষের প্রতি সহানুভূতি, সহযোগিতা ও প্রকৃত ভালোবাসা প্রদর্শনই মনুষ্যত্ব। আমাদের সমাজে যারা প্রতিবন্ধী তাদের প্রতি দয়া বা করুণা নয়, প্রকৃত ভালোবাসার মধ্য দিয়েই তাদের কাছে টেনে নিতে হবে। প্রতিবন্ধীদের মধ্যে কেউ জন্ম প্রতিবন্ধী কেউবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী, আবার কেউ বা দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী। স্বাভাবিক মানুষের মতো যারা জীবনে চলার পথে স্বাভাবিক ছন্দে এগিয়ে যেতে পারে না তারাই প্রতিবন্ধী বলে পরিচিত। কেউবা দৈহিক আবার কেউবা মানসিক প্রতিবন্ধী।

প্রতিবন্ধীদের সমস্যা

প্রতিবন্ধীদের জীবন বড়োই দুর্বিষহ। বেঁচে থাকাই তাদের কাছে বিড়ম্বনা। কেন-না বেশির ভাগ ক্ষেত্রেই তাদেরকে অন্যের সাহায্যের মুখাপেক্ষী হতে হয়। চরমতম যন্ত্রণা নিয়ে কোনওমতে বেঁচে থাকে তারা। অন্ধ, মুক, বধির, বিকলাঙ্গ বা মানসিক জড়বুদ্ধিসম্পন্ন প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখা যায় সমাজ বা পরিবারের কাছে তারা অনেক ক্ষেত্রে অনাদরের ও অবহেলার। চলমান জীবনের কর্মধারা থেকে তারা বেশির ভাগ ক্ষেত্রেই বঞ্চিত। সেকারণেই চরম হতাশা ও মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটে তাদের।

প্রতিবন্ধী সমস্যা ও রাষ্ট্রসংঘ

প্রতিবন্ধীদের গভীর সমস্যা উপলব্ধি করেই রাষ্ট্রসংঘের নির্দেশে ১৯৮১ খ্রিস্টাব্দে সারা বিশ্বব্যাপী প্রতিবন্ধী দিবস পালিত হয়। রাষ্ট্রসংঘ সেই বছরকে প্রতিবন্ধীবর্ষ (The year of the disabled) হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্রসংঘের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী মানুষরা যেন সামাজিক প্রতিষ্ঠা ও অর্থনৈতিক নির্ভরতা পায়। অপুষ্টি, দুরারোগ্য ব্যাধি প্রভৃতি যেসব কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তা প্রতিরোধের ব্যবস্থা করাই ছিল রাষ্ট্রসংঘের প্রধান উদ্দেশ্য। রাষ্ট্রসংঘ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন প্রতিবন্ধীদের জন্য সাধ্যমতো সাহায্যদান করার।

ভারতে প্রতিবন্ধী সমস্যা

তৃতীয় বিশ্বের দেশ ভারতবর্ষে প্রতিবন্ধী সমস্যা একটি গুরুতর সমস্যা, কেন-না আমাদের দেশে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় পাঁচ কোটি এবং পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী প্রায় ষাট লক্ষ। সেকারণেই সমস্যাটির ভয়াবহতা সহজেই অনুমান করা যায়। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির একান্ত সাহায্য ও সহযোগিতা। এক্ষেত্রে বিশেষ প্রয়োজন। ভারতবর্ষে প্রতিবন্ধীদের সমস্যা দূরীকরণে বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে-

ক। প্রতিবন্ধীদের জন্য সরকারি ক্ষেত্রে এবং সরকার অধিগৃহীত সংস্থাতে কর্মসংস্থানের সুযোগ বাধ্যতামূলক।

খ। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ ব্যবস্থা।

গ। দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষার সমস্ত দায়িত্ব সরকারের। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশেষ সংরক্ষণ রয়েছে।

ঘ। প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য ট্রেন, বাস, এরোপ্লেন বা অন্যান্য যানবাহনের সম্পূর্ণ ছাড়।

৫। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে বিশেষ পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা।

প্রতিবন্ধীদের প্রতি আমাদের কর্তব্য

প্রতিবন্ধীরা আজও আমাদের চোখে অনেকটাই করুণার পাত্র। কিন্তু মনে রাখা প্রয়োজন তারা সকলেই আমাদের সমাজের প্রতিনিধি। ভারতবর্ষের মতো কল্যাণকামী দেশে প্রতিবন্ধীদের উন্নয়নে সকলকেই এগিয়ে আসতে হবে। কেবলমাত্র সভা সমিতি, আলোচনাচক্র, নানা অনুষ্ঠান করলেই এ সমস্যার সমাধান হবে না। প্রতিবন্ধীদের জন্য কিছু পদক্ষেপ নেওয়া বিশেষ প্রয়োজন। প্রথমত, প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। কেবলমাত্র তাই নয়, তাদের বিনোদনের জন্য খেলাধুলোর নানা সরঞ্জাম উপহার দিতে হবে। দ্বিতীয়ত, প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরার সুবিধার জন্য প্রয়োজনীয় উপকরণ দিতে হবে। তৃতীয়ত, প্রতিবন্ধীদের জন্য ট্রেনে, বাসে আসন সংরক্ষিত থাকলেও তাদের চলাফেরায় সাহায্য ও সহযোগিতা করতে হবে। চতুর্থত, অনেক ক্ষেত্রেই নির্মমভাবে প্রতিবন্ধী বানিয়ে অর্থ উপার্জন করে একশ্রেণির মানুষ। এই কু-প্রচেষ্টাকে কড়া হাতে দমন করতে হবে। পঞ্চমত, প্রতিবন্ধীরা যে আমাদের বোঝা নয় তা উপলব্ধি করতে হবে।

উপসংহার

মানবিকতার মধ্য দিয়েই প্রতিবন্ধীদের সমস্যার সহজ সমাধান সম্ভব। বিধাতার নিষ্ঠুর অভিশাপে যারা জীবনের প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত তাদেরকেও আনন্দময় পরিবেশে সুস্থভাবে বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাদের দুর্দশা উপলব্ধি করতে পারলেই আমরা তাদের সমব্যথী হতে পারব। তাই আমাদের একমাত্র কর্তব্য তারা বেঁচে থাকুক সুখে, আনন্দে ও ভালোবাসায়।

আরও পড়ুন – 

১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৬। বইপড়া – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৭। শিশুরাই সমাজের ভবিষ্যৎ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৮। করোনা ভাইরাস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৯। অনলাইন পড়াশোনা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৩০। সাহিত্যপাঠ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment