পুঁই মাচা গল্পের MCQ | Puimacha golper MCQ
১. ‘পুঁই মাচা’ গল্পের লেখক হলেন-
(ক) বিভূতিভূষণ মুখোপাধ্যায়
(গ) বিভূতিভূষণ চট্টোপাধ্যায়
(ঘ) বিভূতিভূষণ মজুমদার
২. ‘পুঁই মাচা’ গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়-
(ক) প্রবাসী
(গ) কালিকলম
(খ) সবুজ পত্র
(ঘ) প্রগতি
৩. গল্পটি ‘প্রবাসী’ পত্রিকায় যে সংখ্যায় প্রকাশিত হয় –
(ক) কার্তিক
(গ) পৌষ
(খ) অগ্রহায়ণ
(ঘ) মাঘ
৪. গল্পটি যত সালে প্রকাশিত হয়-
(ক) ১৩২৯ বঙ্গাব্দে
(খ) ১৩৩০ বঙ্গাব্দে
(গ) ১৩৩১ বঙ্গাব্দে
(ঘ) ১৩৩২ বঙ্গাব্দে
৫. ‘পুঁই মাচা’ গল্পটি যে গল্প গ্রন্থে স্থান পেয়েছে-
(ক) মৌরিফুল
(খ) মেঘমল্লার
(গ) কেদার রাজা
(ঘ) কোনোটিই নয়
৬. সহায়হরির স্ত্রী নাম-
(ক) অন্নপূর্ণা
(খ) অন্নদা
(গ) পূর্ণিমা
(ঘ) লক্ষ্মী
৭. সহায়হরির পদবী-
(ক) চাটুজ্যে
(খ) বাড়ুজ্যে
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুইই ঠিক
৮. যার গাছ কাটার কথা বলা হয়েছে-
(ক) তপন
(খ) তারক
(গ) সহায়হরি
(ঘ) ভজন
৯. তারককে সহায়হরি যা বলে সম্বোধন করেছিল-
(ক) বাছা
(খ) কাকা
(গ) খুড়ো
(ঘ) ভাইপো
১০. সহায় হরি যে রস নিয়ে আমার জন্য বাটি বা ঘটি চেয়েছিল-
(ক) খেজুর
(খ) তাল
(গ) আখ
(ঘ) ফলের
১১. গল্পের সূচনা হয়েছে যে কালে-
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) শরৎ
(ঘ) শীত
১২. সহায়হরি বাড়িতে ঢোকার সময় অন্নপূর্ণা যা করছিল-
(ক) উঠোনে ঝাঁট দিচ্ছিল
(খ) ঘর মুছছিল
(গ) চুলে তেল দিচ্ছিল
(ঘ) রান্না করছিল
১৩. অন্নপূর্ণা যে তেল মাথায় দিচ্ছিল-
(ক) সরিষার
(খ) নারকেল
(গ) সুগন্ধি
(ঘ) নিম ফলের
১৪. অন্নপূর্ণা যেটির সাহায্যে বোতল থেকে তেল বার করছিল-
(ক) আঙুল
(খ) সরু কাঠি
(গ) ঝাঁটার কাঠি
(ঘ) পেরেক
১৫. ‘সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল’- যে কারণে-
(ক) স্ত্রী ব্যবহারে
(খ) স্ত্রী কণ্ঠ স্বরে
(গ) মেয়ের অবস্থা শুনে
(ঘ) মেয়ের অবস্থা দেখে
১৬. অন্নপূর্ণার গলার শান্ত সুরটি তুলনা করা হয়েছে-
(ক) পুকুরের স্থির জলের সঙ্গে
(খ) ঝড়ের আগের পরিবেশের সঙ্গে
(গ) ঝড়ের আগের আকাশের সঙ্গে
(ঘ) সকালের প্রকৃতির সঙ্গে
১৭. অন্নপূর্ণা গুজবের কথা যাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে বলেছিল-
(ক) বাড়ুজ্যেদের
(খ) চাটুজ্যেদের
(গ) চক্রবর্তীদের
(ঘ) চৌধুরীদের
১৮. অন্নপূর্ণা সহায়হরিকে যে পাড়ায় ঘুরে বেড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছিল –
(ক) বাউরি ও বাগদি
(খ) বাগদি ও শুঁড়ি
(গ) বাগদি ও দুলে
(ঘ) দুলে ও বাউরি
১৯. সহায়হরিকে একঘরে কারবার কথা যেখানে উঠেছিল-
(ক) চৌধুরিদের বৈঠকখানা
(খ) চৌধুরিদের উঠোনে
(গ) চৌধুরিদের চন্ডীমন্ডপে
(ঘ) চৌধুরিদের দরদালানে
২০. ‘আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না’ কেননা
(ক) ঠিক বয়সে মেয়ের বিয়ে হয় নি
(খ) আশীর্বাদ করা মেয়ের বিয়ে হয় নি
(গ) নীচু জাতিতে মেয়ের বিয়ে হয়েছিল
(ঘ) কোনোটিই নয়
২১. ‘ও নাকি উচ্ছ্বগ্গু করা মেয়ে’-ও হল
(ক) ক্ষেন্তি
(খ) রাধী
(গ) বাণী
(ঘ) নেলি
২২. ‘উচ্ছ্বগ্গু করা’ বলতে বোঝানে হয়েছে-
(ক) বিবাহ বিচ্ছিন্না
(গ) লগ্নভ্রষ্টা
(খ) স্বামী পরিত্যক্ত
(ঘ) আশীর্বাদ হয়ে বিয়ে না হওয়া
২৩. সহায়হরিকে একঘরে করতে বাকি আছে-
(ক) কালীময়
(খ) কালীপ্রসাদ
(গ) কালীকিঙ্কর
(ঘ) কালীদাস ঠাকুর
২৪. ক্ষেন্তির বয়স হল-
(ক) ১৩ বছর
(খ) ১৪ বছর
(গ) ১৫ বছর
(ঘ) ১৬ বছর
২৫. সহায়হরি যা নিয়ে বাড়ির বাইরে চলে গেল-
(ক) পিতলের বাটি
(খ) পিতলের ঘটি
(গ) কাঁসার ঘটি
(ঘ) কাঁসার বাটি
২৬. সহায়হরি যে দিকে পা বাড়াল-
(ক) বাড়ির দাওয়ায়
(খ) উঠানে
(গ) খিড়কির দরজা
(ঘ) সদর দরজায়
২৭. বড়ো মেয়ের নাম
(ক) খেঁদি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) পুঁটি
২৮. মেজো মেয়ের নাম-
(ক) খেঁদি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) পুঁটি
২৯. ছোটো মেয়ের নাম-
(ক) খেদি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) পুঁটি
৩০. ক্ষেন্তির হাতের চুড়িগুলি যত দামের পিন দিয়ে আটকানো ছিল-
(ক) দু-পয়সা ডজন
(খ) তিন পয়সা ডজন
(গ) চার পয়সা ডজন
(ঘ) পাঁচ পয়সা ডজন
৩১. ক্ষেন্তির বয়স-
(ক) ১২-১৩ বছর
(খ) ১৩-১৪ বছর
(গ) ১৪-১৫ বছর
(ঘ) ১৫-১৬ বছর
৩২. যার হাতে পুঁইশাক ছিল –
(ক) খেদি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) পুঁটি
৩৩. অন্য মেয়ের হাতে যা ছিল –
(ক) লটেশাক
(খ) কচুশাক
(গ) ল্যাটামাছ
(ঘ) কুচো চিংড়ি
৩৪. কুচো চিংড়ি ক্ষেন্তি যার কাছ থেকে নিয়ে এসেছিল-
(ক) গয়া পিসি
(খ) কেওটবুড়ি
(গ) পুঁটির মা
(ঘ) নেমি পিসি
৩৫. ক্ষেন্তির বাবার কাছে গয়া পিসির মাছের দাম হিসেবে ‘যত পাওনা ছিল –
(ক) এক পয়সা
(খ) দু-পয়সা
(গ) তিন পয়সা
(ঘ) চার পয়সা
৩৬. ক্ষেন্তি পুঁইশাক যার কাছে পেয়েছিল
(ক) দাস কাকা
(খ) রামু কাকা
(গ) রায় কাকা
(ঘ) বাদি কাকা
৩৭. অন্নপূর্ণার মতে বিয়ে হলে ক্ষেন্তি যত ছেলের মা হোত-
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
৩৮. অন্নপূর্ণা যাকে পুঁইশাকগুলো ফেলে দিয়ে আসার কথা বলেছিল-
(ক) সহায়হরি
(খ) ক্ষেন্তি
(গ) পুঁটি
(ঘ) রাধী
৩৯. অন্নপূর্ণা যেখানে পুঁইশাকগুলো ফেলে দেবার কথা বলেছিল-
(ক) রাস্তায়
(খ) আস্তাকুঁড়ে
(গ) খিড়কির পুকুরের ধারে
(ঘ) বাড়ির পিছনে
৪০. রাধী যেখানে পুঁইশাক ফেলে দিয়েছিল-
(ক) আস্তাকুঁড়ে
(খ) ডোবার ধারের ঝোপে
(গ) ডোবার ধারে ছাইয়ের গাদা
(ঘ) ডোবার জলে
৪১. অন্নপূর্ণা যা দিয়ে পুঁইশাকের তরকারি রান্না করেন-
(ক) বড়ি
(খ) কুচো চিংড়ি
(গ) কচু
(ঘ) ঢেঁড়শ
৪২. এর আগে বাড়িতে যে দিন পুঁইশাক রান্নার কথা বলা হয়েছে-
(ক) গত বছর অরন্ধের দিন
(খ) এ বছর অরন্ধের দিন
(গ) গত বছর অরন্ধের আগের দিন
(ঘ) এ বছর অরন্ধের আগের দিন
৪৩. গত বছর অরন্ধের আগের দিনরান্না করা পুঁইশাক ক্ষেন্তি যতটা খেতে চেয়েছিল-
(ক) সবটাই
(খ) অর্ধেক
(গ) অর্ধেকের কম
(ঘ) সিকি ভাগ
৪৪. ‘আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের চাওয়ার কথা বলা হয়েছে- যার দিকে ভয়ে ভয়ে চাহিল’-
(ক) ক্ষেন্তি
(খ) রাধী
(গ) পুঁটি
(ঘ) সকলেই
৪৫. ‘এ আনন্দ জনক প্রস্তাব সমর্থন করিল। যার সমর্থন করার কথা বলা হয়েছে-
(ক) অন্নপূর্ণা
(খ) ক্ষেন্তি
(গ) পুঁটি
(ঘ) রাধী
৪৬. অন্নপূর্ণা বাতাস গোঁজা ডালা থেকে যা পাড়ছিল-
(ক) শুকনো কুল
(খ) শুকনো তেঁতুল
(গ) শুকনো লঙ্কা
(ঘ) শুকনো বড়ি
৪৭. কালীমায়ের চণ্ডীমণ্ডপে যে সময় সহায়হরির ডাক পড়েছিল-
(ক) সকালে
(খ) দুপুরে
(গ) বিকালে
(ঘ) সন্ধ্যায়
৪৮. কেষ্ট মুখুজ্যে যার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন-
(ক) হরি
(খ) রাম
(গ) ভবেশ
(ঘ) রমেশ
৪৯. হরি যে শ্রেণির ছিল-
(ক) ক্ষত্রিয়
(খ) শ্রোত্রিয়
(গ) কুলীন
(ঘ) বৈদ্য
৫০. কালীময়ের মতে ক্ষেন্তির বয়স হল-
(ক) এগারো বছর
(খ) বারো বছর
(গ) তেরো বছর
(ঘ) চৌদ্দ বছর
৫১. কালীময় যার ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল-
(ক) শ্রীমন্ত চৌধুরি
(খ) শ্রীমন্ত মুখার্জি
(গ) শ্রীমন্ত ব্যানার্জি
(ঘ) শ্রীমন্ত মজুমদার
৫২. শ্রীমন্ত মজুমদার যে গ্রামের বাসিন্দা-
(ক) মণিপুর
(খ) মণিহারা
(গ) মণি গাঁ
(ঘ) মণিকর্ণিকা
৫৩. সহায়হরি যে কারণে মজুমদারের পুত্রের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল-
(ক) পাত্রটির চরিত্রের দোষ ছিল
(খ) পাত্রটি মাতাল ছিল
(গ) পাত্রটি মাতাল ছিল
(ঘ) পাত্রটি অন্ধ ছিল
৫৪. মজুমদারের পুত্র যাদের হাতে মার খেয়েছিল-
(ক) গ্রামের মাতব্বর
(খ) কুম্ভকার বধূর
(গ) কুম্ভকার বধূর স্বামী
(ঘ) কুম্ভকার বধূর আত্মীয়স্বজন
৫৫. মুখুজ্যে বাড়ির ছোটো খুকির নাম-
(ক) ক্ষমা
(খ) লক্ষ্মী
(গ) দুর্গা
(ঘ) বুড়ি
৫৬. মুখুজ্যে বাড়ির দুর্গা যখন অন্নপূর্ণাকে ডাকতে আসে তখন সে যা করছিল-
(ক) উনুন ধরানোর যোগাড়
(খ) স্নানের যোগাড়
(গ) রান্নার যোগাড়
(ঘ) সবজি কাটার যোগাড়
৫৭. ‘ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছে’ … ‘ইহাদের’ বলতে যাদের কথা বোঝানো হয়েছে-
(ক) সহায়হরি ও অন্নপূর্ণা
(খ) সহায়হরি ও ক্ষেন্তি
(গ) ক্ষেন্তি ও অন্নপূর্ণা
(ঘ) ক্ষেন্তি ও পুঁটি
৫৮. লেজ ঝোলা হলদে পাখিটা যে গাছের ডালে বসেছিল-
(ক) কুল
(খ) আমড়া
(গ) সবেদা
(ঘ) অর্জুন
৬৯. সহায়হরি যত ওজনের মেটে আলু নিয়ে এসেছিল-
(ক) দশ-বারো সের
(খ) বারো-চৌদ্দ সের
(গ) পনের-ষোলো সের
(ঘ) সতেরো সের
৬০. আলুটি যে দিয়েছে বলে সহায়হরি স্ত্রীকে জানিয়েছিল-
(ক) মদন চৌকিদার
(খ) ময়শা চৌকিদার
(গ) মদন জমাদার
(ঘ) ময়সা জমাদার
৬১. সহায় হরি যেখান থেকে আলু সংগ্রহ করেছিল-
(ক) ঝিঙ্কার জঙ্গলে
(খ) চৌধুরীদের বাগানে
(গ) বরোজপোতার জঙ্গলে
(ঘ) গোঁসাইদের বাগানে
৬২. বরোজপোতার জঙ্গল থেকে আলু তুলে আনার জন্য যারা চৌকিদার ডেকে বাপ-মেয়েকে ধরিয়ে দিতে পারত বলে অন্নপূর্ণা মনে করে-
(ক) চৌধুরীরা
(খ) গোঁসাইরা
(গ) মুখুজ্যেরা
(ঘ) ঘোষালরা
৬৩. ‘আমি সব জানি।’-“আমি’ হল–
(ক) সহায় হরি
(খ) অন্নপূর্ণা
(গ) কালীময়
(ঘ) ক্ষেন্তি
৬৪. ‘আমি সব জানি’ – বক্তা যা জানে-
(ক) বরোজপোতার জঙ্গলের রাস্তা
(খ) চৌধুরীদের বাগানের কথা
(গ) সহায়হরির কীর্তিকলাপ
(ঘ) বাপ ও মেয়ের মেটে আলু খোঁড়ার কথা
৬৫. ‘ও পাড়ায় যাচ্ছি’- বক্তা হল–
(ক) অন্নপূর্ণা
(খ) সহায় হরি
(গ) ক্ষেন্তি
(ঘ) কালীময়
৬৬ ‘ও পাড়ায় যাচ্ছি’ বক্তাকে যে কারণে ‘ও পাড়ায় গিয়েছিল-
(ক) পুজোর আয়োজন করতে
(খ) সইয়ের সঙ্গে দেখা করতে
(গ) পুজোর খবর নিতে
(ঘ) নবান্ন মেখে ইতুর ঘট ফেলে দিতে
৬৭ ‘ও পাড়ায় যাচ্ছি’- ওপাড়ায় যেখানে যাবার কথা বলা হয়েছে-
(ক) মুখুজ্যেদের বাড়ি
(গ) চক্রবর্তীদের বাড়ি
(খ) মজুমদারদের বাড়ি
(ঘ) কালীময়দের বাড়ি
৬৮. ‘সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল’- যে শব্দ বন্ধ হয়ে গেল-
(ক) ধুষ্প্রাপ্
(খ) খুপ্ খুপ্
(গ) ফোঁস ফোঁস
(ঘ) গুরগুর
৬৯. ‘কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন’- যে বিষয়ে প্রমাণ উত্থাপন
(ক) বরজপোতার জঙ্গলে থাকার
(খ) বরজপোতার জঙ্গলে না থাকার
(গ) চুরি না করার
(ঘ) মিথ্যা না বলার
৭০. ক্ষেন্তি যতক্ষণপর স্নান সেরে বাড়ি ফিরেছিল-
(ক) পনেরো মিনিট
(খ) আধ ঘণ্টা
(গ) পৌনে একঘণ্টা
(ঘ) একঘণ্টা
৭১. ‘যার মধ্যে দিন দুপুরে’… দিনদুপুরে যা হয়-
(ক) চুরি হয়
(খ) ছিনতাই হয়
(গ) বাঘ লুকিয়ে থাকে
(ঘ) সাপ খেলা দেখায়
৭২. খোলা জমিতে যে গাছের জঙ্গল হয়েছিল-
(ক) পাথর কুচি ও শিয়াল কাঁটা
(খ) পাথর কুচি ও কন্টিকারী
(গ) কন্টিকারী ও শিয়াল কাঁটা
(ঘ) কন্টিকারী ও ফনিমনসা
৭৩. ছোটো খোলা জমি যেখানে ছিল-
(ক) ভাঙা পাঁচিলের ধারে
(গ) বাড়ির পিছনে
(খ) বেড়ার ধারে
(ঘ) উঠোনের শেষে
৭৪. ক্ষেন্তি যে গাছের চারা লাগিয়েছিল-
(ক) আতা
(খ) আম
(গ) পেয়ারা
(ঘ) পুঁই
৭৫. শীতের সকালে দোলাই গায়ে দিয়ে রাধী ও পুঁটি যেখানে দাঁড়িয়ে ছিল-
(ক) বেড়ার ধারে
(খ) বাড়ির পিছনে
(গ) বাতাবি তলায়
(ঘ) কাঁঠাল তলায়
৭৬. ক্ষেন্তি যেখান থেকে গোবর কুড়িয়ে এনেছিল-
(ক) মাঠ থেকে
(খ) সরকারদের বাড়ি থেকে
(গ) মুখুজ্যেদের বাড়ি থেকে
(ঘ) ঘোষালদের বাড়ি থেকে
৭৭. ক্ষেন্তির কালো সার্জের জামাটি সহায়হরি যেখান থেকে এনেছিল-
(ক) হরিদেবপুরের রাসের মেলায়
(খ) হরিহরপুরের রাসের মেলায়
(গ) হরিদাসপুরের রাসের মেলায়
(ঘ) হরিপুরের রাসের মেলায়
৭৮. রাসের মেলা থেকে কেনা জামাটির দাম ছিল-
(ক) এক টাকা
(খ) দেড় টাকা
(গ) দুই টাকা
(ঘ) আড়াই টাকা
৭৯. জামাটি যে রঙের ছিল-
(ক) সাদা
(খ) কালো
(গ) লাল
(ঘ) হলুদ
৮০. জামাটি যেখানে থাকত-
(ক) অন্নপূর্ণার টিনের তোরঙ্গে
(খ) সহায়হরির ভাঙা বাক্সে
(গ) ক্ষেন্তির ভাঙা টিনের তোরঙ্গে
(ঘ) বাড়ির সিন্দুকে
৮১. পৌষ সংক্রান্তির দিন ক্ষেন্তি যেটির উপর নারকেল কুড়োচ্ছিল-
(ক) কলাপাতা
(খ) শালপাতা
(গ) কাঁসার থালা
(ঘ) টিনের থালা
৮২. যে ক্ষীর তৈরি করেছিল-
(ক) অন্নপূর্ণা
(খ) জ্যাঠাইমা
(গ) রাঙাদিদি
(ঘ) দুর্গা
৮৩. ‘ক্ষীর নইলে নাকি আর পাটিসাপটা হয় না’- বক্তা হল-
(ক) অন্নপূর্ণা
(খ) ক্ষেন্তি
(গ) পুঁটি
(ঘ) রাধী
৮৪. ক্ষীরের পুর না হলে কি পাটিসাপটা হয়-বক্তা
(ক) অন্নপূর্ণা
(খ) ক্ষেতি
(গ) পুঁটি
(ঘ) খেঁদি
৮৫. অন্নপূর্ণা যা দিয়ে পাটিসাপটা তৈরি করে-
(ক) ক্ষীরের পুতুল
(খ) মুগতাপ্তি
(গ) নারকেলের ছাঁই
(ঘ) সবগুলিই
৮৬. খেঁদির মা ক্ষেন্তিকে যতগুলি পাটিসাপটা খেতে দিয়েছিল-
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
৮৭. ক্ষেন্তি নারকেলের মালায় চালের গোলার সঙ্গে আর যা খাচ্ছিল-
(ক) গুড়
(খ) দুধ
(গ) চিনি
(ঘ) নারকেল কোরা
৮৮. ক্ষেন্তিকে পিঠের পরিবর্তে তার মা যা খেতে বলেছিল –
(ক) পান্তা ভাত
(খ) জল দেওয়া ভাত
(গ) গরম ভাত
(ঘ) মাড় ভাত
৮৯. আমরা কাল সকালে খাব’- কাল সকালে যা খাওয়ার কথা বলা হয়েছে-
(ক) ভাত
(খ) মুড়ি
(গ) পিঠা
(ঘ) রুটি
৯০. ক্ষেন্তির বিয়ে হয় যে মাসে-
(ক) বৈশাখ
(খ) জৈষ্ঠ্য
(গ) আষাঢ়
(ঘ) মাঘ
৯১. যার ঘটকালিতে ক্ষেন্তির বিয়ে হয়-
(ক) সহায়হরির দূর সম্পর্কের আত্মীয়
(খ) কালীময় ঠাকুর
(গ) সহায়হরির দূর সম্পর্কের বোন
(ঘ) পাড়ার আনদাপিসি
৯২. পাত্রের বয়স-
(ক) ৩০-এর বেশি
(খ) ৩৫-এর বেশি
(গ) ৪০-এর বেশি
(ঘ) ৫০-এর বেশি
৯৩. পাত্রের এর আগে যতবার বিয়ে হয়েছিল-
(ক) ১ বার
(খ) ২ বার
(গ) ৩ বার
(ঘ) ৪ বার
৯৪. বেহারারা সুবিধা করার জন্য যেখানে পালকি নামিয়েছিল-
(ক) আমলকী তলায়
(খ) বাতাবি তলায়
(গ) কাঁঠাল তলায়
(ঘ) আমতলায়
৯৫. ক্ষেন্তির শাড়ি পাল্কির বাইরে যেখানে লুটিয়েছিল-
(ক) বেড়ার ধারে অতসী ফুলের গাছের উপর
(খ) বেড়ার ধারে মেদি ফুল গাছের শাখার উপর
(গ) বেড়ার ধারে নয়নতারা ফুলের গাছের উপর
(ঘ) বেড়ারধারে গন্ধরাজ ফুলের গাছের উপর
৯৬. ক্ষেন্তি তাকে যে মাসে নিয়ে আসার কথা বলেছিল-
(ক) আষাঢ়
(খ) শ্রাবণ
(গ) ভাদ্র
(ঘ) আশ্বিন
৯৭. ঘরের দাওয়ায় বসে সহায় হরি যার সঙ্গে কথা বলছিল-
(ক) বিষু বিশ্বাস
(খ) বিষু সরকার
(গ) বিষু দাস
(ঘ) বিষু চৌধুরী
৯৮. ক্ষেন্তির যে অসুখ করেছিল-
(ক) ভেদ বমি
(খ) কলেরা
(গ) বসন্ত
(ঘ) জ্বর
৯৯. যত টাকা বাকি ছিল বলে ক্ষেন্তি শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাপের বাড়ি পাঠায় নি-
(ক) দেড়শ
(খ) দুশো
(গ) আড়াইশো
(ঘ) তিনশ
১০০. সহায়হরি মেয়ের বাড়িতে যত টাকা পুজোর তত্ত্ব পাঠিয়েছিল-
(ক) কুড়ি
(খ) ত্রিশ
(গ) চল্লিশ
(ঘ) পঞ্চাশ
১০১. শ্বশুর বাড়ির লোক ক্ষেন্তির যে নিন্দা উঠিয়েছিল-
(ক) ছোটো লোকের মতো দল
(খ) হা-ভাতের মতো খায়
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুই-ই ঠিক
১০২. সহায়হরি যে মাসে মেয়েকে দেখতে যায়-
(ক) ভাদ্র
(খ) আশ্বিন
(গ) পৌষ
১০৩. সহায়হরির পদবী হল-
(ক) বাড়ুজ্যে
(খ) মুখুজ্যে
(গ) চাটুজ্যে
(ঘ) ঘোষাল
১০৪. সহায়হরি পূর্বপুরুষের নাম-
(ক) পরমেশ্বর চাটুজ্যে
(খ) মহেশ্বর চাটুজ্যে
(গ) বিশ্বেশ্বর চাটুজ্যে
(ঘ) বাণেশ্বর চাটুজ্যে
১০৫. ক্ষেন্তির যে মাসে বসন্ত হয়-
(ক) মাঘ
(খ) ফাল্গুন
(গ) চৈত্র
(ঘ) বৈশাখ
১০৬. ক্ষেন্তি যে মাসে মারা যায়-
(ক) মাঘ
(খ) ফাল্গুন
(গ) চৈত্র
(ঘ) বৈশাখ
১০৭. বসন্ত বেরুতেই ক্ষেন্তিকে তার শ্বশুর বাড়ির লোক যেখানে দিয়ে আসে-
(ক) বাপের বাড়িতে
(খ) দূর সম্পর্কের দিদির বাড়িতে
(গ) দূর সম্পর্কের মাসির বাড়িতে
(ঘ) দূর সম্পর্কের পিসির বাড়িতে
১০৮. সহায়হরির দূর সম্পর্কের বোন যেখানে থাকত-
(ক) টালায়
(খ) আহিরিটোলায়
(গ) কালীঘাটে
(ঘ) আদ্যাপীঠে
১০৯. ক্ষেন্তির শ্বশুর বাড়ির লোক সহায়হরির দূরসম্পর্কের বোনের খোঁজ পেয়েছিল যেভাবে-
(ক) দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে
(খ) আদ্যাপীঠে পুজো দিতে এসে
(গ) কালীঘাটে পুজো দিতে এসে
(ঘ) বাবুঘাটে বেড়াতে এসে
১১০. ‘তারা আমার সংবাদ দেয়’- এখানে ‘তারা’ হল-
(ক) ক্ষেন্তির শ্বশুর বাড়ির লোকজন
(খ) সহায়হরির দূর সম্পর্কের বোন
(গ) গ্রামের মানুষজন
(ঘ) শ্রীমন্ত মজুমদারের লোক
১১১. অন্নপূর্ণা সৰুচাকালি পিঠা তৈরি করার জন্য যা করছিল-
(ক) উনুন ধরাচ্ছিল
(খ) চালের গুঁড়ি তৈরি করছিল
(গ) চালের গুঁড়োর গোলা তৈরি করচ্ছিল
(ঘ) বাসন মাজচ্ছিল
১১২. ‘আর একটু জল দিতে হবে মা’- বক্তা-
(ক) খেঁদি
(খ) ক্ষেন্তি
(গ) রাধী
(ঘ) পুঁটি
১১৩. প্রথম পিঠা যাকে দেবার কথা বলা হয়েছে-
(ক) ক্ষেন্তিকে
(খ) রাধীকে
(গ) পুঁটিতে
(ঘ) কানাচে ষাঁড়াষষ্ঠীকে
১১৪. ষাঁড়াগাছটি যেখানে ছিল-
(ক) বাড়ির পিছনে
(খ) খিড়কির পুকুরের পাড়ে
(গ) বেড়ার ধারে
(ঘ) রাস্তার পাশের ঝোপে
১১৫. ষাঁড়া গাছের মাথায় যে গাছের লতা উঠেছিল-
(ক) মাধবীলতা
(খ) অপরাজিতা
(গ) অনন্তলতা
(ঘ) তেলকুচা
১১৬. সাদা জ্যোৎস্না যেখানে আটকে ছিল-
(ক) ষাঁড়া গাছের মাথায়
(খ) তেলকুচা ফুলের মাঝে
(গ) ষাঁড়া গাছের মাথায় তেলকুচা লতার সাদা ফুলের মাঝে
(ঘ) কোনোটিই নয়
১১৭. পুঁটি ও রাধী যেখানে পিঠাখানা ফেলে দেয়-
(ক) ষাঁড়া গাছের গোড়ায়
(খ) আশ গাছের ঝোপে
(গ) খিড়কির পুকুর পাড়ে
(ঘ) যেখান থেকে লেবুর চারা তুলে এনেছিল সেখানে
১১৮. বাড়ির পিছন থেকে যে পাখির ডাক ভেসে আসছিল-
(ক) শালিক
(খ) কাঠঠোকরা
(গ) বেনে বউ
(ঘ) বউকথা কও
আরও পড়ুন – ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ
সোহায়হরি তারককে কি বলে সম্বোধন করেছিল?