পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- পর্যটনের নানা স্থান
- পর্যটনের গুরুত্ব
- পর্যটন শিল্পে সরকারি প্রয়াস
- উপসংহার
ভূমিকা
"বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।"
-বাংলার অপরূপ রূপের বৈচিত্র্য ভ্রমণপিপাসু মানুষকে একেবারেই মোহিত করে দেয় উত্তরে হিমালয় পর্বত থেকে শুরু করে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই বাংলার বুকে আছে প্রাকৃতিক বৈচিত্রোর নানা হাতছানি। আবার সংস্কৃতিসম্পন্ন ও ইতিহাসসমৃদ্ধ বঙ্গদেশে রয়েছে নানা ঐতিহাসিক স্থান, মঠ, মন্দির আর দেবদেবীদের পীঠস্থান। সমুদ্র, পাহাড়, অরণ্যঘেরা পশ্চিমবঙ্গ ভ্রমণপিপাসুদের বড়ো আকর্ষণের স্থান।
পর্যটনের নানা স্থান
পশ্চিমবঙ্গে পর্যটনের সবচেয়ে বড়ো আকর্ষণীয় স্থান হল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের দিকে দিকে পাহাড়-পর্বত-ঝরনা-অরণ্যের মোহময় রূপ। দার্জিলিং-এর হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য অতুলনীয়, ডুয়ার্স-তরাই-এর অরণ্য, জলদাপাড়া অভয়ারণ্যের গা-ছমছমে পরিবেশ বারবার ইশারা দেয়। দীঘার সমুদ্রসৈকত, মুকুট-মণিপুরের জলাধার আর সুন্দরবনের গভীর অরণ্য, নদী, সাগরের বৈচিত্র্যময় পরিবেশ চিরকাল মুগ্ধ করে, প্রকৃতি প্রেমিককে। অন্যদিকে মুর্শিদাবাদ, গৌড় ও পলাশির ইতিহাসসমৃদ্ধ অট্টালিকা, সমাধিগুলো অতীতের স্মৃতি নিয়ে গর্বিত মহিমায় দাঁড়িয়ে আছে। নদীয়ার কৃষ্ণনগরের রাজবাড়ি, মাটির পুতুল, বেথুয়াডহরির অভয়ারণ্য, মন্দিরশহর ও শ্রীচৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপের বিভিন্ন মঠ ও মন্দির এবং মায়াপুরের ইস্কনমন্দির ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন। বাঁকুড়া-বিষ্ণুপুরের মন্দিরশিল্প, হস্তশিল্প, শান্তিনিকেতনের রবীন্দ্র-স্মৃতিবিজড়িত নানা স্থান দর্শককে বিমুগ্ধ করে। এছাড়া পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর একেবারে বৈচিত্র্যের প্রাণকেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্সসিটি, জোঁড়াসাকো ঠাকুরবাড়ি, কালীঘাট ও দক্ষিণেশ্বরের মন্দির, চিড়িয়াখানা ইত্যাদি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।
পর্যটনের গুরুত্ব
মানবজীবনে পর্যটনের বিশেষ গুরুত্ব আছে। কেবলমাত্র পুঁথিগত বিদ্যা আমাদের সমৃদ্ধ করে না। জ্ঞান বিকাশের অন্যতম পথ প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয়। পর্যটনের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করতে পারি ঐতিহাসিক নানা স্থান ও দর্শনীয় বিষয়, ভৌগোলিক মানচিত্রের নানা ছবি চোখের সামনে প্রত্যক্ষভাবে ভেসে ওঠে আর অনিবার্যভাবে আমরা দেখতে পাই সমাজজীবনের কত না বিচিত্র রূপ ও ছবি। পর্যটনের মাধ্যমেই আমাদের কাছে অতীতের ইতিহাস একেবারে জীবন্ত হয়। বর্তমানকালের সঙ্গে অতীতের ও ভবিষ্যতের মেলবন্ধন রচিত হয়। এককথায় সার্বিকভাবে আমাদের মন আনন্দে আপ্লুত হয় যখন আমরা আমাদের পঠিত গ্রন্থের নিষ্প্রাণ ছবিগুলোকে জীবন্তরূপে দেখি।
পর্যটন শিল্পে সরকারি প্রয়াস
সরকারি প্রয়াসে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করার চেষ্টা লক্ষ করা যায়। বিভিন্ন দর্শনীয় স্থানের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি বোঝানোর জন্য সরকারি উদ্যোগে পর্যটন প্রশিক্ষক ১ তৈরি করা হচ্ছে। এছাড়া, বিভিন্ন স্থানে পর্যটকদের জন্য সুলভ মূল্যের টুরিস্ট লজ, হলিডে হোম, হোস্টেল, ডর্মিটার ইত্যাদি নির্মিত হয়েছে। অরণ্যময় স্থানগুলোতে পর্যটন কুটির নির্মাণ করা হয়েছে, কোথাও কোথাও সরকারি ব্যবস্থাপনায় পর্যটনেরও ব্যবস্থা করা হয়েছে। পর্যটনে আগ্রহ বাড়ানোর জন্য সরকারের বনদপ্তর পকেট-পুস্তিকা ও লিফলেট প্রকাশ করেছে যা পর্যটকদের কাছে বিশেষ প্রয়োজনীয় উপকরণ হয়ে উঠবে।
উপসংহার
"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণি সে যে আমার জন্মভূমি।"
-বাংলা মায়ের সুবিস্তৃত অঙ্গনের বৈচিত্র্য আর ঐশ্বর্যের কত-না সমাবেশ। বারবার সেগুলি দেখেও হৃদয়ের তৃয়া মেটে না। প্রাণের আকুতি রয়ে যায় অবিরাম। ওই তো পর্যটকের দল বারেবারে ফিরে যেতে চায় দর্শনীয় স্থানগুলোতে। সরকারি উদ্যোগ আরো বেশি গৃহীত হলে পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গ একদিন উন্নতির শিখরে উপনীত হবে।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৬। প্রতিযোগিতার সুফল ও সংকট – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা