নুন কবিতার উৎস ও প্রেক্ষাপট

নুন কবিতার উৎস ও প্রেক্ষাপট

নুন কবিতার উৎস ও প্রেক্ষাপট
নুন কবিতার উৎস ও প্রেক্ষাপট

নুন কবিতার উৎস

পাঠ্য ‘নুন’ কবিতাটি জীবনানন্দ দাশ উত্তর আধুনিক কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি জয় গোস্বামীর ‘ভুতুমভগবান’ কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থটি কবির পঞ্চম কাব্যগ্রন্থ, ১৯৮৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

নুন কবিতার প্রেক্ষাপট

স্বাধীনতার পর সাতের দশকে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক অস্থিরতা প্রকট হয়ে দেখা দেয়। এই সময় ওপার বাংলাতেও চলছিল পালা বদলের আন্দোলন-জন্ম হয় গণ-প্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ। পাশাপাশি এপার বাংলা তথা ভারতবর্ষে এই সময় নকশালবাড়ি আন্দোলন, কৃষক আন্দোলন, কৃষক হত্যা, খাদ্যসংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি চরম আকার ধারণ করেছিল। যার প্রভাব পড়েছিল তৎকালীন সাহিত্যে। কবি জয় গোস্বামীর সাহিত্যেও তার ব্যতিক্রম ঘটেনি।

পাঠ্য কবি জয় গোস্বামীর ‘ভুতুম ভগবান’ (১৯৮৮) কাব্যগ্রন্থের ‘নুন’ কবিতাটি উপযুক্ত সামাজিক প্রেক্ষাপটে রচিত। তাই কবিতাটিতে একদিকে ফুটে উঠেছে একদল হতদরিদ্র, দিন আনা দিন খাওয়া মানুষের জীবনযন্ত্রণার ছবি, পাশাপাশি ফুটে উঠেছে ঐ মানুষগুলোর অনাহার-কষ্ট- যন্ত্রণাকে ভুলতে নেশা করে, একটু শখ আহ্লাদ পূরণ করে বাঁচার, স্বপ্ন দেখার চিত্র। এই মানুষগুলো বাঁচার জন্য আমাদের সুশীল সমাজ তথা রাষ্ট্রের কাছে একমুঠো ভাতের সঙ্গে একটু নুনের প্রত্যাশায় সরব হয়; অর্থাৎ জীবন ধারণের জন্য ন্যূনতম উপকরণ দাবিতে সোচ্চার হয়ে ওঠে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

Leave a Comment