সাহিত্য পত্রিকা হিসেবে ‘দেশ’ ও ‘কবিতা’ পত্রিকা দুটির পরিচয় দাও

সাহিত্য পত্রিকা হিসেবে ‘দেশ’ ও ‘কবিতা’ পত্রিকা দুটির পরিচয় দাও

সাহিত্য পত্রিকা হিসেবে 'দেশ' ও 'কবিতা' পত্রিকা দুটির পরিচয় দাও
সাহিত্য পত্রিকা হিসেবে ‘দেশ’ ও ‘কবিতা’ পত্রিকা দুটির পরিচয় দাও

‘দেশ পত্রিকা

‘দেশ’ পত্রিকা প্রকাশিত হয় ১৯৩৩ সালে এবং এটির প্রথম সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার।

অবদান: ‘দেশ’ সাপ্তাহিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রসার লাভ করে। এই পত্রিকার দৌলতে বাংলায় অনেক দিপাল সাহিত্যিকদের আবির্ভাব ঘটেছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলা সাহিত্যের বহু খ্যাতনামা সাহিত্যিক এই পত্রিকায় আজও লিখে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, পরবর্তী সম্পাদক সাগরময় ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় পত্রিকাটি সমৃদ্ধ হয়। বলা বাহুল্য, প্রেমেন্দ্র মিত্র, প্রবোধকুমার সান্যাল, যোগেন্দ্রমোহন সেন প্রমুখ সাহিত্যিক প্রারম্ভিক – পর্যায় থেকেই ‘দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

কবিতা পত্রিকা

‘কবিতা’ (ত্রৈমাসিক পত্রিকা) পত্রিকার আবির্ভাব ঘটে ১৯৩৫ সালে। এটি বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্রের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হয়।

অবদান : সাময়িক পত্রিকার যুগে ‘কবিতা’ পত্রিকা বিশেষ ভূমিকা নেয়। সেগুলি হল-

  • ‘কল্লোল’ ও ‘কালিকলম’-এর অনুরূপ ‘কবিতা’ পত্রিকাও লেখক-কবিদের এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিল।
  • এই পত্রিকাগোষ্ঠীর লেখক-কবিদের মূল উদ্দেশ্য ছিল, রবীন্দ্রানুসারী ভাবধারা থেকে বেরিয়ে এসে নতুন চিন্তাধারামূলক সাহিত্যরচনা।
  • এই লেখক বা কবিগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জীবনানন্দ দাশ, সমর সেন প্রমুখ কবিগণ।

আরও পড়ুন – বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর

Leave a Comment