তেলেনাপোতা আবিষ্কার গল্পটি ছোটোগল্প হিসেবে কতখানি সার্থক
তেলেনাপোতা আবিষ্কার গল্পটি ছোটোগল্প হিসেবে কতখানি সার্থক
বাংলা সাহিত্যে ছোটোগল্প একটি অভিনব এবং জনপ্রিয় শাখা। ছোটোগল্প হল প্রতীতিজাত একটি সংক্ষিপ্ত গদ্যকাহিনি, যার একমাত্র বক্তব্য কোনো ঘটনা বা পরিবেশ বা মানসিকতা অবলম্বন করে ঐক্যসংকটের মধ্য দিয়ে সমগ্রতা লাভ করা। ছোটোগল্পে অল্প কয়েকটি চরিত্র নিয়ে ক্লাইম্যাক্স যুক্ত হয়-যার দ্রুত সমাপ্তি ঘটলেও পাঠকের মনে কৌতূহল থেকে যায়, তাই হল ছোটোগল্প। ছোটোগল্পের বৈশিষ্ট্যগুলি হল-
> বর্ণনা ও সংলাপনির্ভর গদ্যকাহিনি।
> ছোটোগল্পের একটিমাত্র কাহিনি থাকে, কোনো উপকাহিনি থাকে না।
> অল্প কয়েকটি চরিত্রের সমাবেশে রচিত হয়।
> কাহিনি একমুখী ও দ্রুত অগ্রগতিযুক্ত।
> কাহিনিতে একটি চরম মুহূর্ত বা ক্লাইম্যাক্স থাকবে।
> ছোটোগল্পে থাকে অশেষের ব্যঞ্জনা, তাই গল্প শেষ হলেও পাঠকের কৌতূহল শেষ হয় না।
আমাদের আলোচ্য প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটিও একটি আদর্শ ছোটোগল্প। গল্পটির আকৃতি খুব বড়ো নয়। পাঠক একাসনে বসে স্বল্প সময়ে অনায়াসে গল্পটি পড়ে শেষ করতে পারে। আবার গল্পটির বর্ণনাত্মক ও সংলাপধর্মী গদ্য কাহিনিটি একটিমাত্র ঘটনাকে কেন্দ্র করে রচিত। গল্পটি বিশ্লেষণ করলে দেখা যায়, কথক এবং তার দুই বন্ধুর তেলেনাপোতা গ্রামে ভ্রমণ এবং সেখানকার স্মৃতি নিয়ে রচিত। আর গল্পের চরিত্র মাত্র ছয় বা সাতটি। তার মধ্যে প্রধান চরিত্র কথক, যামিনী, মণিদা এবং যামিনীর মা। এ ছাড়া নিরঞ্জন, কথকের নিদ্রাবিলাসী বন্ধু গাড়োয়ান প্রভৃতি অপ্রধান চরিত্র। তবে নিরঞ্জন চরিত্রটিও গল্পের গতি দান করেছে। গল্পের কাহিনিটি অর্থাৎ তেলেনাপোতা যাওয়া, সেখানে রাত্রিবাস, পরের দিন যামিনীর সঙ্গে সাক্ষাৎ; যামিনীর মায়ের কাছে কথক যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দান এবং শহরে ফিরে এসে অসুস্থ হয়ে কথকের স্মৃতি থেকে সব মুছে যাওয়া-একমুখী দ্রুত গতিময় পরিসমাপ্তি ঘটেছে। তবে গল্পকার গল্পের পরিসমাপ্তি ঘটালেও পাঠকের যেন কৌতূহল মেটে না-যামিনীর ভবিষ্যৎ জীবন এবং কথকের পরবর্তী পদক্ষেপ ইত্যাদি প্রশ্নে। এ ছাড়া গল্পটির একটি ক্লাইম্যাক্সও গল্পকার দক্ষতার সঙ্গে সৃষ্টি করেছেন- যখন কথক বা নায়ক যামিনীর মাকে মিথ্যা নিরঞ্জন সেজে প্রতিশ্রুতি দেয় যামিনীকে বিয়ে করার। এ ঘটনা পাঠককে যেমন এক মুহূর্তের জন্য আলোড়িত করে, তেমনই গল্পের মর্মসত্যটিকেও উদ্ঘাটিত করে তোলে। তাই ছোটোগল্পের বৈশিষ্ট্যর নিরিখে বিচার করে বলা যায় যে, প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি একটি সার্থক ছোটোগল্প।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর