তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা
তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা

ভাবগত আদর্শে কল্লোলীয় প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটির নামকরণের ‘আবিষ্কার’ শব্দটি এমনভাবে গল্পের নামকরণে যুক্ত করা হয়েছে, যা শিল্পের বিচারে সুদূরপ্রসারী। সাধারণত যা প্রকৃতির মধ্যে রয়েছে, কিন্তু যার রূপ-রস-গন্ধ অর্থাৎ তার স্বরূপ সম্পর্কে অজ্ঞাত, তা অনাবৃত করাই এক অর্থে আবিষ্কার। এদিক থেকে বিচার করলে তেলেনাপোতা আবিষ্কারের ‘আবিষ্কার’ এক তাৎপর্য বহন করে আনে।

‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে আবিষ্কার বলতে অজ্ঞাত অখ্যাত তেলেনাপোতাকে নয়, তেলেনাপোতা যাওয়া উপলক্ষ্যে রোমান্টিক নায়কের আত্ম-আবিষ্কারকে বোঝানো হয়েছে। অর্থাৎ তেলেনাপোতা গ্রামে গিয়ে নায়কের অভিনব অভিজ্ঞতা, তার মানসমুক্তি এবং পরিশেষে বেদনাবিদ্ধ হওয়ার ফলে নতুন করে সে নিজেকে আবিষ্কার করে। তেলেনাপোতা গ্রামের যে ট্র্যাজেডি নায়কের একটি দিনের ভ্রমণকালে উদ্‌ঘাটিত হয়, তা নিম্ন-মধ্যবিত্ত বাঙালি সমাজের চিরন্তন ট্র্যাজেডি। তেলেনাপোতা আবিষ্কারের মধ্য দিয়ে নায়ক এই চিরকালীন ট্র্যাজেডিকেই আবিষ্কার করেছে।

বাস্তবের তেলেনাপোতা গ্রাম কোথাও নেই। তাকে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। বাংলার রিক্ত সর্বহারা পল্লিমাত্রই তেলেনাপোতা। এই তেলেনাপোতাকে আবিষ্কারের জন্য প্রয়োজন রসিক, মানবপ্রেমিক, মানবতাবোধে পূর্ণ অনুভূতিশীল হৃদয়। ক্ষণিকের জন্য হলেও গল্পের নায়কের মধ্যে এই গুণগুলি প্রকাশ পেয়েছে এবং তেলেনাপোতা নির্বিশেষরূপে বাংলার পল্লির রিক্ত রূপটিকে অনাবৃত করেছে। সুতরাং, এটি একটি আবিষ্কার।

শহরবাসীর কাছে পল্লিবাংলা মানে স্বর্গের কাছাকাছি কোনো স্থান। কিন্তু বাস্তবে পল্লিতে গিয়ে বাংলার গ্রামের রিক্তরূপ প্রত্যক্ষ করার পর তাদের মনে পল্লি সম্পর্কে পূর্বের ধারণা পালটে যায়। ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের ক্ষেত্রে ঠিক যেমনটি হয়েছে। গ্রামের এই রিক্তরূপের প্রত্যক্ষ করাও তো নগরবাসীর কাছে এক অর্থে আবিষ্কারই। তা ছাড়া যামিনীর আপাত গাম্ভীর্যের আড়ালে তার হৃদয়ের সন্ধানও এক ধরনের আবিষ্কার। সেখানকার ধ্বংসস্তূপের মধ্যে অসহায় বৃদ্ধা ও তার কন্যার করুণ দশাও এই আবিষ্কারের অন্য একটি দিক। এই আবিষ্কারের অশেষ ব্যঞ্জনায় ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের নামকরণ সার্থক ও সংগত হয়েছে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment