তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের যামিনীর চরিত্রটি আলোচনা করো

তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের যামিনীর চরিত্রটি আলোচনা করো

তেলেনাপোতা আবিষ্কার' গল্পের যামিনীর চরিত্রটি আলোচনা করো
তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের যামিনীর চরিত্রটি আলোচনা করো

‘তেলেনাপোতা আবিষ্কার’ ছোটোগল্পে প্রেমেন্দ্র মিত্রের চরিত্রনির্মাণশৈলী গল্পের চরিত্রগুলোকে স্বল্পায়তনে বিশিষ্ট করে তুলেছে। গ্রামীণ পরিবারের সহায়সম্বলহীন অনূঢ়া কন্যা যামিনী। একাধিক পুরুষের অবাঞ্ছিত আশা প্রদানের নৈরাশ্য তাকে অনন্ত দুঃখে নিমজ্জিত করেছে।

রহস্যময়

‘যামিনী’ শব্দের অর্থ রাত্রি। গল্পে যামিনীর আবির্ভাবও রাত্রির পটভূ মিতে জীর্ণ অট্টালিকার বাতায়নপ্রান্তে ক্ষীণ আলোর রেখার ছায়ামূর্তিরূপে। রাত্রির মতোই তার অস্তিত্ব রহস্যময়। গল্পে কথকের চেতনায় তার অবস্থান বাস্তব-অবাস্তবের মধ্যবর্তী জিজ্ঞাসার মতো। গল্পের পরিণামে কথকের মানসপটে তার স্থান একই সূচকে গিয়ে চিরকালের জন্য থেমে গিয়েছে।

সপ্রতিভ

যামিনী শান্ত, সহজ, সাবলীল। তার আচরণ সলজ্জ, আড়ষ্টতাবিহীন। তার মুখের শান্ত-করুণ গাম্ভীর্য, গ্রাম্য স্বভাবের স্বাভাবিক পরিচয়। দেহ তার অপুষ্টির শিকার, মন প্রবঞ্চনায় জর্জরিত কিন্তু মুখে দীপ্ত হাসির আভা।

বাস্তববাদী ও সহিষ্ণু

যামিনী বাস্তববাদী। তাই নিরঞ্জনের প্রকৃত সত্য জানলেও মৃত্যুপথযাত্রী মাকে তা জানায় না। পাশাপাশি লক্ষণীয় তার সেবাপরায়ণ মানসিকতা, সহনশক্তি ও দায়িত্ববোধ। সত্যিই সে একাধারে নারী ও পুরুষ হয়ে তার মায়ের মুমূর্ষু প্রাণের জীবনপ্রদীপ হয়ে উঠেছিল।

স্বপ্নময়তা

গল্পকথক যামিনীকে দেখার ক্ষণ থেকে মানসিকভাবে তাকে ‘বন্দিনী রাজকন্যা’র আসনে বসায়। তাই যামিনীর চরিত্রে ক্ষণকালের জন্য রোমান্টিকতা জেগে উঠেছে। যামিনী যেন ক্ষণিক স্বপ্নের বুদ্বুদের মতো গল্পের কাহিনিপ্রবাহে উপস্থিত হয়। কথকের নিরঞ্জন হতে চাওয়া, ফিরে আসার প্রতিশ্রুতি যামিনীর ভিতরকার সুগভীর নৈরাশ্যকেও যেন শিথিল করে দেয়।

উপেক্ষিত

পূর্বের নিরঞ্জনের মতো তেলেনাপোতায় কথকেরও শেষপর্যন্ত ফিরে না যাওয়া, যামিনীকে অসম্মান, অবজ্ঞায় নিমজ্জিত করে। এই অসম্মান নিয়ে অপেক্ষা করতে করতে যামিনী তেলেনাপোতার অন্ধকারে স্মৃতির ধূসরতায় বিলীন হয়ে যায়।

আরও পড়ুন – আগুন নাটকের বড়ো প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment