চিত্রশিল্পের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো

চিত্রশিল্পের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো

চিত্রশিল্পের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো
চিত্রশিল্পের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো

পঞ্চদশ শতকে রেনেসাঁ-প্রসূত মানবতাবাদের তরঙ্গ আছড়ে পড়েছিল শিল্পক্ষেত্রের নানান দিকে, বিশেষত চিত্রকলায়। চিত্রশিল্পে মানবতাবাদের প্রভাব ছিল গভীর ও বহুমুখী। মানবতাবাদের ফলে চিত্রশিল্পীদের বিষয়বস্তু, রীতিনীতি, এমনকি দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন সাধিত হয়েছিল।

চিত্রশিল্পের উপর মানবতাবাদের প্রভাব 

(1) মানবকেন্দ্রিকতা: মানবতাবাদীরা মানুষের অভিজ্ঞতা, আবেগ এবং দৈনন্দিন জীবনের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন। এই পর্বের শিল্পীরা তাঁদের শিল্পকর্ম বিশেষত চিত্রের মাধ্যমে মধ্যযুগীয় ধর্মীয় গোঁড়ামিকে দূরে সরিয়ে মানুষের জীবন ও আবেগকে ফুটিয়ে তুলেছেন। মানুষের মুখাবয়ব, অভিব্যক্তি এবং মানবদেহকে অনেক বেশি জীবন্ত ও স্বাভাবিকরূপে উপস্থাপন করার ক্ষেত্রে তাঁরা ছিলেন সুদক্ষ।

(2) প্রতিকৃতি চিত্রণ ও ব্যক্তিত্বের প্রকাশ: মানবতাবাদ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের শিক্ষা প্রদান করে। রেনেসাঁ পর্বে প্রতিকৃতি চিত্র অঙ্কনে মানবতাবাদের স্পষ্ট প্রভাব পরিলক্ষিত হতে থাকে। চিত্রশিল্পীগণ প্রতিকৃতি অঙ্কনের ক্ষেত্রে ব্যক্তিত্ব, ভাবাবেগ ইত্যাদি ফুটিয়ে তোলার উপর জোর দেন।

(3) দৃষ্টিকোণ ও স্থানিকতা : মানবতাবাদের ফলে রেনেসাঁর চিত্রশিল্পীদের চিত্র অঙ্কনের ক্ষেত্রে দৃষ্টিকোণ ও স্থানিকতার পরিবর্তন ঘটে। এই সময় তারা প্রেক্ষিত বা Perspective-এর ব্যবহার দ্বারা তাঁদের শিল্পকর্মকে বহুমাত্রিক রূপ দেন- চিত্রকর্মে আসে গভীরতা ও বাস্তবতা।

(4) বিষয়বস্তুর বৈচিত্র্য: মানবতাবাদের প্রভাবে নবজাগরণের চিত্রগুলির বিষয়বস্তুর ক্ষেত্রে বৈচিত্র্য দেখা দেয়। এই পর্বে বিভিন্ন ধর্মীয় ভাবনার পাশাপাশি মানবতাবাদী চেতনার দরুন মানুষ ও মানুষের কর্মকান্ড, হাটবাজারের মতো নানান ধর্মনিরপেক্ষ বা জীবনমুখী ঘটনাবলিরও প্রকাশ ঘটতে দেখা যায়।

(5) মানবিক আবেগের বহিঃপ্রকাশ: রেনেসাঁ পর্বে মানবতাবাদের প্রভাবে চিত্রশিল্পে মানবিক আবেগের প্রকাশ একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। এই যুগের শিল্পীরা তাঁদের ছবিগুলিকে জীবন্ত করে তোলার জন্য মানুষের বিভিন্ন আবেগ, যেমন- বিস্ময়, আনন্দ, ঘৃণা, বেদনা ইত্যাদি অভিব্যক্তিগুলি তাঁদের চিত্রকর্মে তুলে ধরতে সচেষ্ট হয়েছিলেন। পরিশেষে বলা যায়, মানবতাবাদ চিত্রশিল্পে মানুষের স্বাভাবিক জীবন, অভিজ্ঞতা এবং সৌন্দর্যের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেছিল। এর ফলে চিত্রশিল্প উন্নতির চরমসীমায় আরোহণ করে।

আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment