চর্যাপদ প্রশ্ন উত্তর mcq | XI 1st Semester Bengali WBCHSE
বিষয়ভিত্তিক/তথ্যভিত্তিক সাধারণ প্রশ্ন
1. ১৯শ শতাব্দীর শেষে কে সর্বপ্রথম বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের বিচিত্র রূপ উদ্ঘাটিত করেছিলেন?
(a) হরপ্রসাদ শাস্ত্রী
(b) রাজা রাজেন্দ্রনাথ মিত্র
(c) রামমোহন রায়
(d) অক্ষয়কুমার দত্ত
2. ‘Sanskrit Buddhist Literature in Nepal’ নামক তালিকাটি কে প্রকাশ করেন?
(a) ভূদেব মুখোপাধ্যায়
(b) হরপ্রসাদ শাস্ত্রী
(c) রাজা রাজেন্দ্রলাল মিত্র
(d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
3. রাজা রাজেন্দ্রলালের মৃত্যুর পর সরকার কর্তৃক কার উপর পুথি অনুসন্ধানের ভার পড়েছিল?
(a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(b) প্রবোধচন্দ্র সেন
(c) ডক্টর শহীদুল্লাহ
4. বাংলাভাষার প্রাচীনতম নিদর্শনটি কী?
(a) শ্রীকৃষ্ণকীর্তন
(b) চর্যাপদ
(c) মনসামঙ্গল
(d) শ্রীচৈতন্যচরিতামৃত
5. চর্যাপদের পুথি কে আবিষ্কার করেন?
(a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(b) শিবনাথ শাস্ত্রী
(c) প্রবোধচন্দ্র সেন
(d) হরপ্রসাদ শাস্ত্রী
6. চর্যাপদের পুথিটি কবে আবিষ্কৃত হয়?
(a) ১৯২০ খ্রিস্টাব্দে
(b) ১৯০৪ খ্রিস্টাব্দে
(c) ১৯০৭ খ্রিস্টাব্দে
(d) ১৯০২ খ্রিস্টাব্দে
7. চর্যাপদের পুথিটি কবে প্রকাশিত হয়?
(a) ১৯১০ খ্রিস্টাব্দে
(b) ১৯১২ খ্রিস্টাব্দে
(c) ১৯২৬ খ্রিস্টাব্দে
(d) ১৯১৬ খ্রিস্টাব্দে
৪. চর্যাপদের কোন্ পুথিটি শাস্ত্রী আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ
(a) চর্যাকোষনিশ্চয়
(b) চর্যাপদকোষাবলি
(c) চর্যাচর্যবিনিশ্চয়
(d) আশ্চর্যনিশ্চয়
9. চর্যাপদের পুথিটি কোথা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
(a) জাতীয় সাহিত্য পরিষৎ
(b) কেন্দ্রীয় পুস্তক পরিষৎ
(c) রাজ্য পুস্তক পরিষৎ
(d) বঙ্গীয় সাহিত্য পরিষৎ
10. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুথিটি আবিষ্কার করেন?
(a) নেপালের রাজসভা থেকে
(b) নেপাল দরবার লাইব্রেরি থেকে
(c) নেপালের মালখানা থেকে
(d) নেপালের পুথি সংরক্ষণ কেন্দ্র থেকে
11. চর্যাপদের পদগুলো কোন্ ছন্দে লেখা?
(a) ত্রিপদী
(b) অমিত্রাক্ষর
(c) পাদাকুলক
(d) পয়ার
12. গ্রন্থাকারে প্রকাশের সময় চর্যাপদের নাম কী দেওয়া হয়েছিল?
(a) দোহাকোষপরিক্রমা
(b) হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
(c) হাজার বছরের পুরানো গান
(d) হাজার বছরের প্রাচীন দোহা ও গান
13. চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের সময় তার পদের সংখ্যা কত ছিল?
(a) সাড়ে আটচল্লিশ
(b) সাড়ে ছেচল্লিশ
(c) সাড়ে বিয়াল্লিশ
(d) সাড়ে ঊনপঞ্চাশ
14. চর্যাপদের রচনাকার-
(a) উনিশজন
(b) তেইশজন
(c) আটাশজন
(d) ত্রিশজন
15. চর্যাপদের মাধ্যমে কোন্ ধর্ম দেখা গিয়েছে?
(a) নাথধর্ম
(b) শৈবধর্ম
(c) বৌদ্ধধর্ম
(d) জৈনধর্ম
16. চর্যাপদে ব্যবহৃত ভাষাকে বলা হয়-
(a) প্রাকৃত ভাষা
(b) কন্নড় ভাষা
(c) সন্ধ্যাভাষা
(d) সংস্কৃত ভাষা
17. চর্যাপদে কোন্ পদকারের সর্বাধিক পদ গৃহীত হয়েছে?
(a) কাহ্নপাদ
(b) শবরপাদ
(c) সরহপাদ
(d) লুইপাদ
18. চর্যাপদে কাহ্নপাদের হয়েছে? সর্বাধিক কত পদ গৃহীত
(a) দশটি
(b) বারোটি
(c) তেরোটি
(d) পনেরোটি
19. চর্যাপদে সরহপাদের কয়টি পদ উদ্ধৃত আছে?
(a) পাঁচটি
(b) ছয়টি
(c) চারটি
(d) দশটি
20. চর্যাপদের প্রাচীন পদকর্তা কে?
(a) লুইপাদ
(b) কাহ্নপাদ
(c) শবরপাদ
(d) ভুসুকপাদ
21. চর্যাকারগণ প্রধানত কোন্ অঞ্চলের ভাষাকেই গ্রহণ করেছিলেন?
(a) বিক্রমপুর
(b) কামরূপ
(c) রাঢ়
(d) উড়িষ্যা
22. চর্যাপদে প্রধানত কোন্ সুর ধ্বনিত হয়েছে?
(a) গৈরিশ
(b) পয়ার-ত্রিপদী
(c) অমিত্রাক্ষর
(d) রূপক
23. চর্যার পটভূমি হল-
(a) নদীমাতৃক বাংলাদেশ
(b) উত্তরবঙ্গ
(c) রাঢ় বাংলা
(d) অসম প্রদেশ
24. লুইপাদের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো?
(a) অভিনয় বিভঙ্গ
(b) অভিসময় বিভঙ্গ
(c) অভিধানরচনা
(d) ভাষার বিভঙ্গ
25. সংস্কৃত ভাষায় কে চর্যাপদের টীকা লিখেছিলেন?
(a) লুইপাদ
(b) কাহ্নপাদ
(c) মুনিদত্ত
(d) শশীভূষণ দত্ত
26. কে চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন?
(a) হরপ্রসাদ শাস্ত্রী
(b) প্রবোধচন্দ্র বাগচী
(c) শশীভূষণ দাশগুপ্ত
(d) প্রবোধ দত্ত
27. “উচাঁ উচাঁ পাবত তঁহি বসই শবরী বালী।”-এই পদটির পদকর্তা কে?
(a) কাহ্নপাদ
(b) লুইপাদ
(c) সরহপাদ
(d) ঢেন্টনপাদ
28. ‘টালত মোর ঘর নাহি পড়বেষী।”-এই পদটির পদকর্তা কে?
(a) লুইপাদ
(b) সরহপাদ
(c) ঢেন্টনপাদ
(d) কাহ্নপাদ
29. চর্যাপদে শান্তিপাদের কয়টি পদ গৃহীত হয়েছে?
(a) দুটি
(b) তিনটি
(c) পাঁচটি
(d) সাতটি
30. কে চর্যার ভাষাকে ‘Alt Bengalisch’ বা প্রাচীন বাংলা বলেছেন?
(a) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(b) গ্রীয়ার্সন
(c) জেকব সাহেব
(d) সুকুমার সেন
31. চর্যাগীতিগুলো মূলত কী ছিল?
(a) সাধনসঙ্গীত
(b) শাক্তসঙ্গীত
(c) বৈয়বসঙ্গীত
(d) রামপ্রসাদী গান
32. চর্যাপদের সময়ে বাঙালির প্রিয় খাদ্য কী ছিল?
(a) রুটি
(b) বাজরা
(c) ভুট্টা
(d) ভাত
33. চর্যাপদের কালে ডোেম, নিষাদ, শবরেরা কোথায় বসবাস করত?
(a) গ্রামের ভিতরে
(b) গ্রামের বাইরে
(c) অন্য গ্রামে
(d) পাহাড়ে
34. চর্যাপদের সময়কার জীবনকালে তখনকার অধিবাসীদের বিনোদন কী ছিল?
(a) সার্কাস, জাদুখেলা, নাচ
(b) নাচ, গান, গ্রামীণ উৎসব
(c) ছবি আঁকা, সার্কাস, গ্রামীণ উৎসব
(d) সাঁতার, কুস্তি, গ্রামীণ উৎসব
35. বিবাহের সময় কারা যৌতুক নিত?
(a) বরপক্ষ
(b) কন্যাপক্ষ
(c) তৃতীয় পক্ষ
(d) গ্রামের সমাজপতিরা
36. কী কারণে আর্যসমাজের যুবকেরা নীচজাতের মেয়েকেও বিয়ে করতে দ্বিধা করত না?
(a) সমাজে প্রতিষ্ঠার লোভে
(b) কাজ পাওয়ার লোভে
(c) উঁচুনীচু ভেদাভেদ লোপের জন্য
(d) যৌতুকের লোভে
37. আর্যসমাজে চোর আটকানোর জন্য কাদের প্রয়োজন হত?
(a) চৌকিদারদের
(b) প্রহরীদের
(c) দফাদারদের
(d) ইজারাদারদের
38. কাদের ঘরে সোনারুপোর অভাব ছিল না?
(a) মধ্যবিত্তদের ঘরে
(b) বণিকদের ঘরে
(c) ধনীদের ঘরে
(d) ব্রাহ্মণদের ঘরে
39. মাছধরা, পশুপাখি শিকার, জাদুবিদ্যা কাদের বৃত্তি ছিল?
(a) উঁচু সম্প্রদায়ের মানুষদের
(b) মধ্যবিত্তদের
(c) প্রান্তবাসী মানুষদের
(d) ব্রাহ্মণদের
40. চর্যাপদের পদকর্তাদের কী বলা হত?
(a) কবি
(b) পদকর্তা
(c) সিদ্ধাচার্য
(d) যোগী
41. চর্যাপদের গানগুলো কোন্ ছন্দে লেখা ছিল?
(a) মাত্রাবৃত্ত ছন্দে
(b) কলাবৃত্ত ছন্দে
(c) ত্রিপদী ছন্দে
(d) সরল কলাবৃত্ত ছন্দে
42. চর্যাপদের গানে কোন্ রাগের ব্যবহার দেখা যায়?
(a) ইমনকল্যাণ
(b) ভৈরবী
(c) মল্লার
(d) মালকোষ
43. কাহ্নপাদ যে বিশেষ নামে পরিচিত ছিলেন তা হল-
(a) অদ্বৈতাচার্য
(b) কৃষ্ণাচার্য
(c) কাহ্নাচার্য
(d) বিনয়াচার্য
44. “হেরি যে মেরি তইলা বাড়ী খসমে সমতুলা।”-এই পদটির রচয়িতা কে?
(a) লুইপাদ
(b) কাহ্নপাদ
(c) কুকুরীপাদ
(d) শবরপাদ
45. “ভবনির্ব্বাণে পড়হ মাদলা।”-এই পদটি কে রচনা করেন?
(a) কাহ্নপাদ
(b) শবরপাদ
(c) লুইপাদ
(d) চাটিলপাদ
46. ‘Origin and Development of Bengali Language’ (ODBL) গ্রন্থটি কে রচনা করেন?
(a) হরপ্রসাদ শাস্ত্রী
(b) সুকুমার সেন
(c) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(d) ডঃ শহীদুল্লাহ
47. চর্যার কালে বিয়ের সময় বরেরা কী বাজিয়ে বিয়ে করতে যেত?
(a) ঢাক
(b) ঢোল
(c) বাঁশি
(d) মাদল
48. চর্যাপদের ছত্রে ছত্রে কাদের কোন্ জীবন প্রতিফলিত হয়েছে?
(a) সমাজের উচ্চবর্ণের মানুষের দৈনন্দিন জীবনের কথা
(b) প্রান্তিক-অনার্য অতিসাধারণ মানুষের তথাকথিত অমার্জিত জীবন
(c) সমাজের মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের কথা
(d) সমাজের নিম্নবিত্ত মানুষের পূজার্চনার কথা
49. “কাআ তরুবর পঞ্চ-বি ডাল চঞ্চল চীএ পইঠো কাল।”-পদটির রচয়িতা হলেন-
(a) কাহ্নপাদ
(b) শবরপাদ
(c) লুইপাদ
(d) কুকুরীপাদ
চর্যাপদ প্রশ্ন উত্তর mcq class 11
সত্য বা মিথ্যা নির্বাচন করো
1. চর্যাপদকে মৈথিলী সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা যায়। চর্যাগীতিগুলো দীর্ঘকাল নৃত্য-সহকারে গীত হত।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা
2. চর্যাপদের পুথিটি আবিষ্কৃত হয় ১৯০৭ খ্রিস্টাব্দে।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
3. চর্যাপদের পুথি ‘হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে সংকলিত হয়ে প্রকাশিত হয়।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) আংশিক মিথ্যা
(d) পুরোপুরি মিথ্যা
4. ১৯১৫ খ্রিস্টাব্দে চর্যাপদের পুথি প্রকাশিত হয়।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
5. রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় ‘হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ প্রকাশিত হয়েছিল। চর্যার পদকর্তাদের সিদ্ধাচার্য বলা হয়।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা
6. হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাগীতিকার নামকরণ করেছিলেন ‘চর্যাচর্যাবনিশ্চয়’।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
7. চর্যাপদের পুথি আবিষ্কৃত হয়েছিল ভুটানের রাজদরবার থেকে।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
৪. চর্যাপদে ব্যবহৃত ছন্দ হল অমিত্রাক্ষর ছন্দ।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
9. চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশের সময় তার পদের সংখ্যা ছিল সাড়ে ছেচল্লিশ।
(a) মিথ্যা
(b) আংশিক মিথ্যা
(c) আংশিক সত্য
(d) সত্য
10. চর্যাপদের রচনাকার হলেন চল্লিশজন।
(a) পুরোপুরি মিথ্যা
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
11. চর্যাপদের পুথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
12. চর্যাপদে ব্যবহৃত ভাষাটি হল সন্ধ্যাভাষা। তাই কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না।
(a) প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা
(b) প্রথম বাক্যটি মিথ্যা, দ্বিতীয় বাক্যটি সত্য
(c) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই সত্য
(d) প্রথম ও দ্বিতীয় বাক্য দুটোই মিথ্যা
13. চর্যার পটভূমি হল নদীমাতৃক বাংলাদেশ।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
14. চর্যাপদের সর্বপ্রাচীন পদকর্তা হলেন মুনিদত্ত।
(a) আংশিক সত্য
(b) পুরোপুরি সত্য
(c) আংশিক মিথ্যা
(d) পুরোপুরি মিথ্যা
15. চর্যাপদের সর্বকনিষ্ঠ পদকর্তা হলেন কাহ্নপাদ।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) সত্য
(d) মিথ্যা
16. চর্যাপদের পদকর্তাদের সিদ্ধাচার্য নামে অভিহিত করা হয়।
(a) পুরোপুরি মিথ্যা
(b) পুরোপুরি সত্য
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
17. সংস্কৃত ভাষায় চর্যাপদের টীকা লিখেছিলেন ঢেন্টনপাদ।
(a) পুরোপুরি মিথ্যা
(b) আংশিক মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) আংশিক সত্য
18. চর্যাপদে সমাজতত্ত্ব প্রতিফলিত হয়েছে। হিন্দি, মৈথিলি, ওড়িয়া ভাষীরাও চর্যাপদের উপর তাদের দাবি জানিয়েছেন।
(a) প্রথমাংশটি সত্য, দ্বিতীয়াংশটি মিথ্যা
(b) প্রথমাংশটি মিথ্যা, দ্বিতীয়াংশটি সত্য
(c) প্রথমাংশ ও দ্বিতীয়াংশ দুটোই সত্য
(d) প্রথমাংশ ও দ্বিতীয়াংশ দুটোই মিথ্যা
19. চর্যাপদে করুণরস, শান্তরস, হাস্যরসের সহজ ও স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) পুরোপুরি মিথ্যা
20. চর্যাপদে দার্শনিক তত্ত্বকে প্রতীকের সাহায্যে ইঙ্গিতে ব্যক্ত করা হয়েছে।
(a) পুরোপুরি সত্য
(b) পুরোপুরি মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
21. “কাআ তরুবর পঞ্চ-বি ডাল চঞ্চল চী এ পইঠো কাল।” -পদটির রচয়িতা হলেন কাহ্নপাদ।
(a) সত্য
(b) মিথ্যা
(c) আংশিক সত্য
(d) আংশিক মিথ্যা
22. “আপনা মাংসে হরিণা বৈরী।”-পদটি লিখেছেন ভুসুকপাদ।
(a) পুরোপুরি সত্য
(b) আংশিক সত্য
(c) পুরোপুরি মিথ্যা
(d) আংশিক মিথ্যা
23. “উঁচা উঁচা পাবত তঁহি বসই শবরী বালী।”-পদকর্তা হলেন শবরপাদ।
(a) আংশিক সত্য
(b) পুরোপুরি সত্য
(c) আংশিক মিথ্যা
(d) পুরোপুরি মিথ্যা
24. “টালত মোর ঘর নাহি পড়বেষী”-পদটির পদকর্তা হলেন ঢেণ্টনপাদ।
(a) আংশিক সত্য
(b) আংশিক মিথ্যা
(c) পুরোপুরি সত্য
(d) পুরোপুরি মিথ্যা
25. (i) সুনীতিকুমার চট্টোপাধ্যায় চর্যাপদের পুথি আবিষ্কার করেন
(ii) চর্যাপদ ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
(iii) চর্যাপদে দার্শনিক তত্ত্বের প্রকাশ ঘটেছে।
(iv) চর্যাপদের পদসমূহ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
(a)(i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(b)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(c) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(d) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
26. (i) চর্যাগীতিগুলো মূলত সাধনসংগীত।
(ii) চর্যাপদের ভাষা দিনের আলোর মতো স্পষ্ট।
(iii) চর্যায় প্রাচীন বাংলার লৌকিক জীবন প্রতিফলিত হয়েছে।
(iv) চর্যাপদের সময়কালে অন্ত্যজ শ্রেণির মানুষ শহরের ভিতরে বাস করত।
(a)(i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(b)(i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(c) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(d) (i) সত্য (ii) সত্য
(iii) মিথ্যা (iv) সত্য
27. (i) ভাষাতাত্ত্বিকদের মতে চর্যার পদগুলো দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই রচিত হয়েছিল।
(ii) চর্যাপদের সময়কালের সমাজে শ্রেণিভেদ, বর্ণভেদ, অস্পৃশ্যতা ছিল না।
(iii) চর্যাপদে কোনো পূজাপাঠের আয়োজন ছিল না।
(iv) চর্যায় কাহ্নপাদের সর্বাধিক পদ পাওয়া যায়।
(a)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(b)(i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(c) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(d)(i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
28. (i) চর্যাপদে মোট সাড়ে ছেচল্লিশটি পদ আছে।
(ii) চর্যাপদকে নব্যভারতীয় আর্যভাষার (NIA) প্রাচীনতম দৃষ্টান্ত বলা যেতে পারে।
(iii) চর্যাপদের তিব্বতি অনুবাদে প্রাপ্ত পদের সংখ্যা কুড়িটি।
(iv) সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়।
(a)(i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(b)(i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(c) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(d) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
চর্যাপদ প্রশ্ন উত্তর একাদশ শ্রেণী
ক্রম অনুসারে সাজাও:
1. (i) রাজেন্দ্রলাল মিত্র নেপাল ভ্রমণ করে ‘Sanskrit Buddhist Literature in Nepal’ তালিকাটি প্রকাশ করেন।
(ii) ‘হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ প্রকাশিত হয়।
(iii) চর্যাপদের পুথি আবিষ্কৃত হয়।
(iv) ভাষাচার্যগণ সিদ্ধান্তে উপনীত হন যে, চর্যাপদের ভাষা বাংলা ভাষারই আদি নিদর্শন।
(a) (iv), (iii), (ii), (i)
(b) (i), (iii), (ii), (iv)
(c) (i), (ii), (iv), (iii)
(d) (ii), (iv), (iii), (i)
2. (i) আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ii) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
(iii) মহম্মদ শাহীদুল্লাহ
(iv) রাজেন্দ্রলাল মিত্র
(a) (i), (iii), (ii), (iv)
(b) (iii), (iv), (i), (ii)
(c) (iv), (ii), (iii), (i)
(d) (ii), (iv), (iii), (i)
বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা-কারণ নির্বাচন করো
1. বিবৃতিঃ চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়।
কারণ: (i) চর্যাপদের ভাষা খানিকটা বোঝা যায়, খানিকটা বোঝা যায় না, কতক আলো কতক অন্ধকার।
কারণ: (ii) চর্যার পদকর্তাগণ সহজ সাধারণ বিষয়কে জটিলভাবে বর্ণনা করেছেন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল )
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
2. বিবৃতি : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুথি আবিষ্কার করেন। তাঁর আবিষ্কারের পথ সুগম করেছিলেন রাজেন্দ্রলাল মিত্র।
কারণ: (i) রাজেন্দ্রলাল মিত্র ১৯শ শতাব্দীর শেষভাগে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের বিচিত্র রূপ উদ্ঘাটিত করেন।
কারণ: (ii) রাজেন্দ্রলাল মিত্র নেপাল ভ্রমণ করে ‘Sanskrit Buddhist Literature in Nepal’ নামে একটি তালিকা প্রকাশ করেন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
3. বিবৃতি : চর্যাপদই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন।
কারণ: (i) ১০ম – ১২শ শতাব্দীতে অনেক গল্প ও পাঁচালি প্রচলিত থাকলেও সেগুলো লোকমুখ ত্যাগ করে সাহিত্যিক রূপ লাভ করেনি।
কারণ : (ii) জনশ্রুতিলব্ধ প্রমাণকেই সাহিত্যের ইতিহাসে গ্রহণ করা বিজ্ঞানসম্মত ও যুক্তিযুক্ত।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
4. বিবৃতি : চর্যাপদে অন্ত্যজশ্রেণির সমাজজীবনেরই প্রতিফলন দেখা যায়।
কারণ: (i) চর্যার পদকারগণ সকলেই সমাজের নিম্নশ্রেণির অধিবাসী ছিলেন।
কারণ: (ii) চর্যায় ব্যাধ, শবর, তাঁতি, শুঁড়ি, মাহুত, কাপালিক ইত্যাদি সম্প্রদায়ের কথা বারবার এসেছে।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
5. বিবৃতি : চর্যাপদে বর্ণিত দর্শন ও তত্ত্বের সঙ্গে বৌদ্ধদর্শনের ও তত্ত্বের সাদৃশ্য আছে।
কারণ : (i) চর্যাগীতিকা প্রধানত বৌদ্ধ সহজিয়া সত্যের উপর প্রতিষ্ঠিত।
কারণ: (ii) চর্যাপদের ধর্মসাধনা ও বৌদ্ধ ধর্মসাধনা সমকালীন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
(d) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
6. বিবৃতি: বিহার, মিথিলা, ওড়িশাবাসীরা চর্যাগীতিকে তাদেরই দেশের সাহিত্য বলে দাবি করেছেন।
কারণ: (i) চর্যাগীতিকায় কিছু কিছু পশ্চিমা অপভ্রংশের শব্দ আছে বলে কেউ কেউ একে হিন্দির অন্তর্ভুক্ত করতে চান।
কারণ: (ii) চর্যাগীতিকায় দুই-একটি মৈথিলী ও ওড়িয়া শব্দ থাকায় মিথিলা ও ওড়িশাবাসীরা চর্যাগীতিকাকে তাঁদের বলে দাবি করেন।
(a) কারণ (i) ভুল, কারণ (ii) ঠিক
(b) কারণ (i) ও কারণ (ii) দুটোই ঠিক
(c) কারণ (i) ও কারণ (ii) দুটোই ভুল
(d) কারণ (i) ঠিক, কারণ (ii) ভুল
আরও পড়ুন – ভারতে প্রচলিত ভাষা পরিবার MCQ
চর্যাপদের রচনাকার 24 জন হবে 🥲
18. কহুপদের সর্বাধিক পদ সংখ্যা 12 টি 😑
I love u ankita