চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- ভারতের চন্দ্র অভিযানের নানা কথা
- চন্দ্রযান-৩
- উপসংহার
ভূমিকা
মহাবিশ্বের প্রতি মানুষের অদম্য আকর্ষণ চিরকালীন। অজানা বিষয়কে জানার অদ্ভুত আগ্রহে মহাকাশ অভিযানে মানুষ প্রমত্ত হয়েছে। ১৯৬৯ সালে নীল আমস্ট্রং সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন। ১৯৬৯ সালে মহাকাশ অভিযান শুরু করার পর বিগত কয়েক দশকে ভারতবর্ষ অভাবনীয় সাফল্যের মুখ দেখেছে।
ভারতের চন্দ্র অভিযানের নানা কথা
ভারতের চন্দ্রযান মিশন ঘোষিত হয়েছিল ২০০৩ সালে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ২০০৮ সালে চাঁদে প্রথম মহাকাশ যান পাঠিয়েছিল। ২০১৯ সালের ২২ জুলাই ভারতীয় সময় দুপুর দুটোর সময় মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান-২-এর সফল উৎক্ষেপণ হয়েছিল। কিন্তু দুভার্গ্যবশত চন্দ্রযানটি অবতরণের সময় নিজের লক্ষ্যপথ থেকে বিচ্যুত হয়। সেই গভীর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা নিখুঁত প্রস্তুতিপর্ব শুরু করেছিল।
চন্দ্রযান-৩
২৩ আগস্ট ২০২৩, ভারতীয় বিজ্ঞানের ইতিহাসে এক অতি গৌরবময় দিন। দীর্ঘ একচল্লিশ দিনের সমবেত প্রচেষ্টার পর এদিন সন্ধ্যায় চাঁদের মাটি স্পর্শ করেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। ধুলোর ঝড় সামলে প্রায় পৌনে আট ঘণ্টা পর বিক্রমের পেট থেকে ধাপে ধাপে বেরিয়ে এসে চন্দ্রপৃষ্ঠ পুরোপুরি স্পর্শ করেছে রোভার প্রজ্ঞান। ভারতবর্ষই প্রথম দেশ যে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পেরেছে। পৃথিবীর মধ্যে ভারত চতুর্থ দেশ, যে চাঁদের মাটি স্পর্শ করল। এর আগে আমেরিকা, রাশিয়া এবং চিনের যান চাঁদের মাটি ছুঁয়েছে। তবে পৃথিবীর একমাত্র উপগ্রহে চন্দ্রযান-৩ পা রাখামাত্র মহাকাশ বিজ্ঞানের ‘কুলীন কুলে’ নাম লিখিয়েছে ভারত। বিক্রম ল্যান্ডারে রম্ভা, চান্তে এবং ইলসা নামে তিনটি যন্ত্র আছে। এগুলো চাঁদে বিভিন্ন জটিল গবেষণার কাজ করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল চাঁদের কুমেরুতে জল এবং কোনো খনিজ পদার্থ রয়েছে কিনা তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) বিজ্ঞানীরা জানিয়েছেন, বিক্রম প্রজ্ঞানের কাজ চলাকালীন পৃথিবী থেকেই বিক্রমের স্বাস্থ্য পরীক্ষা চালানো হবে। চাঁদে যেহেতু কোনো আবহাওয়া নেই তাই যে-কোনো সময় যে-কোনো কিছু ঘটতে পারে। বিজ্ঞানীরা সেই বিষয়ে খুব সজাগ।
উপসংহার
ভারতবর্ষ আর্যভট্টের দেশ। মহান পূর্বসুরীর কৃতিত্ব ও কর্মের মহান ঐতিহ্যকে বহন করে চলেছে আজকের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় এই সাফল্য বিশ্বব্যাপী আমাদের দেশ ও জাতিকে নন্দিত করবে। বিজ্ঞানীদের এই সাফল্য আমাদের দেশকে মহাবিশ্বের মহাকাশে গর্বিত ভঙ্গিতে দাঁড় করিয়েছে।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৬। প্রতিযোগিতার সুফল ও সংকট – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৭। পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা