গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

গাছ আমাদের বন্ধু - মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
  • ভূমিকা
  • বন্ধুরূপে গাছের অবদান
  • গাছের সঙ্গে আমাদের শত্রুতা
  • শত্রুতা নয়-মৈত্রী
  • উপসংহার

ভূমিকা

"বহুদিন ছায়ায় কেটেছে এ জীবন- 
হে ছায়া আমারই হাতে তোমার ধ্বংসের মন্ত্র।"

মানুষ ও গাছের মধ্যে এক গভীর আত্মিক সম্পর্ক। সুদূর অতীতের তপোবনের আশ্রমিক পরিবেশ থেকে আজকের আধুনিক সভ্যতার দিনেও মানুষের সঙ্গে গাছের এক নিবিড়তম যোগ। সবুজের স্পর্শেই আমরা পাই হৃদয়ের প্রশান্তি, প্রাণের আরাম। গাছ যথার্থই আমাদের জীবনের অক্ষবিন্দু। আমাদের চোখ আর দেহ চায় অঢেল সবুজ। গাছ আমাদের প্রকৃত বন্ধু কিন্তু আমাদের প্রতিদিনের চাহিদা ও নির্মমতার কারণে আমরাই হয়েছি গাছের শত্রু।

বন্ধুরূপে গাছের অবদান

সভ্যতার আদিতে মানুষ গাছপালার মাঝেই পেয়েছিল আশ্রয়ের আসন। বনভূমির বুকেই প্রথম হাঁটতে শিখেছিল মানুষ। গাছ দিয়েছে আমাদের বাঁচার রসদ, বুক ভরা নিঃশ্বাস। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা পাই গাছপালা থেকে, দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নেয় গাছপালা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও জীবকুলকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গাছের এই বিরাট অবদানের জন্যই গাছ শুধু আমাদের বন্ধু নয় সভ্যতারও বন্ধু। গাছ না থাকলে ধুধু মরুভূমিতে পরিণত হত এ সভ্যতা। প্রশান্তির পরিবর্তে প্রতি মুহূর্তে দেখা দিত মৃত্যুর হাতছানি। গাছেরা মিশে থাকে প্রকৃতির আঁচলে, তাই সেখানেই ঝরে পড়ে জীবনের আশীর্বাদ।

গাছের সঙ্গে আমাদের শত্রুতা

গাছ আমাদের সহচর, সে তার দোলায়িত শাখা নেড়ে শীতল বাতাস দেয়, ধরে রাখে সূর্যের প্রখর তাপ-তবু সেই পরম বন্ধুকে আমরা প্রতি মুহূর্তে ছিন্নভিন্ন করে ফেলি কঠোর নির্মমতায়। সভ্যতার ঊষালগ্ন থেকেই আমরা বসে আছি ঘাতকের আসনে। আদিম মানুষ বন জঙ্গল কেটে তৈরি করেছিল জনপদ। আর আধুনিক মানুষ নির্বিচারে গাছপালা কেটে তৈরি করছে অট্টালিকা। সবুজের শীতল স্নিগ্ধ ছায়ার পরিবর্তে আমরা আহ্বান জানাচ্ছি রুক্ষ্ম, ধূসর প্রাণহীন পৃথিবীকে। আমরা সবুজ পাতার ছায়ায় মাথা রেখে বাঁচতে চাইলেও আমাদের অতি-আধুনিকতার প্রয়োজনেই আমরা পিষে ফেলছি সবুজকে। একদিকে নগর সভ্যতার প্রয়োজনে আর অন্যদিকে বনের চোরাশিকারি ও চোরা চালানকারীদের দৌরাত্ম্যে প্রতিদিন সারা পৃথিবীর বুকে অবাধে চলছে গাছনিধন যজ্ঞ। আমরা গাছের শত্রু হয়েছি বলেই অনিবার্য ধ্বংসের চোরাস্রোতের সামনে আজ আমাদের অবস্থান।

শত্রুতা নয়-মৈত্রী

গাছ বাঁচিয়ে রেখেছে আমাদের, তাই যে-কোনো মূল্যেই গাছের সঙ্গে মৈত্রী স্থাপন বড়ো প্রয়োজন। ‘একটি গাছ, সহস্র প্রাণ’-এই ভাবনা অতি দ্রুত সঞ্চারিত করা প্রয়োজন জনমানসে। সবুজের সমারোহে ঘাতক বেশী মানুষের হাতের করাতের তীক্ষ্ণ দাঁতের ভয়ংকর শক্ত আর নয়, সবুজের শ্যামলে ভরিয়ে তুলতে হবে আমাদের প্রকৃতি, এই হোক আগামীর শপথ। রাস্তার ধারে, পার্কে প্রভৃতি নানা জায়গায় নতুন নতুন গাছ লাগাতে হবে এবং রক্ষা করতে হবে। বনসৃজন প্রকল্প ও অরণ্যসপ্তাহ সার্বিকভাবে পালন করতে হবে।

উপসংহার

উদার হাতে গাছ আমাদের দিয়েছে সবকিছু, এবার ফিরিয়ে দেওয়ার পালা। শত্রুতা করেছি অনেক, এখন প্রায়শ্চিত্তের সময়। সমাজের প্রতিটি স্তরে এই সচেতনতা ছড়িয়ে দিতে হবে যে, কোনো মূল্যেই আর গাছ কাটা তথা অরণ্য ধ্বংস করা যাবে না। বরং আমাদের শপথ হোক ‘গাছ লাগাও, প্রাণ বাঁচাও’। আমরা যেন হৃদয় দিয়ে আমাদের পরম বন্ধুকে রক্ষা করি।

আরও পড়ুন – 

১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা

৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment