কর্ম, অকর্ম, বিকর্ম বলতে কি বোঝো তা লেখো
শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের ১৬ ও ১৭ নং শ্লোকে কর্মতত্ত্ব সম্বন্ধে সঠিক ধারণা দেওয়ার জন্য কর্ম, অকর্ম ও বিকর্মের স্বরূপ আলোচনা করেন।
কর্ম
যে কাজটি মানুষ কিছু লাভের বা স্বার্থের বা সুবিধা পাওয়ার আশায় করে থাকে তাই হল কর্ম বা সকাম কর্ম। এই কর্মগুলি আনন্দ এবং শক্তি অর্জনের স্বার্থপর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পাদিত হয়।
অকর্ম
এটি কর্মের ফলাফলের সাথে কোনো সংযুক্তি ছাড়াই নিয়মিত কর্তব্য বা ক্রিয়া করার একটি অবস্থা। একে নিষ্কাম বলা হয়। অকর্ম হল নিঃস্বার্থ, নির্ভীকভাবে সকল প্রাণীর কল্যাণের জন্য নিজের স্বাভাবিক কর্তব্য। কোনো ধরনের লাভ, সুবিধা, কামনা বা স্বার্থের আশা না করে কেবলমাত্র এই চিন্তা করা যে, শুধু কর্তব্যবোধের জন্য ব্যক্তির বাধ্যতামূলক কর্তব্য করে যেতে হবে।
বিকর্ম
বিকর্ম হল এমন কর্ম সম্পাদন করা যা নিষিদ্ধ বা ভুল বলে বিবেচিত হয়। এই কর্মগুলি ব্যক্তিকে নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এই কর্ম কিন্তু শাস্ত্রের ‘আদেশ’ নয়। স্বাভাবিক ভাষায় এই কর্ম হল অবৈধ কর্ম।
মন্তব্য
অকর্মকে (নিষ্কাম কর্ম) কর্মের সর্বোচ্চ রূপ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই কর্ম কোনোরকম ফলাফলের সাথে সংযুক্তি ছাড়াই করা হয়। নিষ্কাম কর্মের দ্বারাই ব্যক্তি মুক্তি বা মোক্ষ লাভ করে। আর, কর্ম হল তাই যা সম্পাদিত হলে ব্যক্তিকে ভালো এবং খারাপ উভয় পরিণতির দিকেই নিয়ে যেতে পারে। বিকর্মকে কর্মের সর্বনিম্নরূপ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এই কর্ম অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে সাধিত হয়।
আরও পড়ুন – যুক্তিবিজ্ঞানের প্রকৃতি – অবরোহ এবং আরোহ