করোনা ভাইরাস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- বৈশিষ্ট্য
- সাবধানতা ও বিধিনিষেধ
- প্রভাব
- উপসংহার
ভূমিকা
‘পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন’-গোটা পৃথিবীর কাছে এক চরম সংকটকাল উপস্থিত হয়েছে। বিধ্বংসী শক্তি নিয়ে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে মারণ ভাইরাস নোভেল করোনা। গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে মানব সভ্যতাকে। এই ভাইরাসের উৎপত্তিস্থল চিন হলেও দেশের সীমানা অতিক্রম করে ঝড়ের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রায় সব দেশে। করোনা আতঙ্কে তটস্থ গোটা বিশ্ববাসী, থমকে গিয়েছে সভ্যতার অগ্রগতি। এখন জনসমাজ একেবারে দিশেহারা, হাসপাতালগুলো থমথমে, কেবল চঞ্চল গবেষণাগারগুলো।
বৈশিষ্ট্য
করোনা ভাইরাসের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে।
1) এই ভাইরাসটির অভূতপূর্ব সংক্রমণ এবং মারণ ক্ষমতা।
ii) খুব দ্রুত ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হচ্ছে।
iii) একজন মানুষকে কোনোভাবে অসুস্থ না করেও তার ভিতরে ২১ থেকে ২৫ দিন পর্যন্ত সংক্রমণ বিস্তার করতে পারে। এইরকম ব্যক্তিদের কোভিড-১৯-এর লক্ষণবিহীন বাহক Asymptomatic হিসেবে চিহ্নিত করা হয়।
iv) এই ধরনের লক্ষণবিহীন বাহকরাই এই রোগটিকে স্টেজ-২ থেকে স্টেজ-৩ পর্যায়ে নিয়ে যেতে পারে। একেই বলা হয় গোষ্ঠী সংক্রমণ (Community Spreading)।
v) করোনার বিস্তার ঘটেছে গুণোত্তর প্রগতিতে, অর্থাৎ ১ জন থেকে ৩ জন, ৩ জন থেকে ৯ জন, সেই ১ জন থেকে ৮১ জন, সেখান থেকে ৭২৯ জন, এক-কথায় ভয়ঙ্কর।
সাবধানতা ও বিধিনিষেধ
পৃথিবীর সমস্ত দেশ এই ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। চিন, আমেরিকা, জার্মানি, ইটালি, ফ্রান্স, ব্রিটেন ভারত-সহ সবদেশেই অতিমারি রূপ নিয়েছে করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা এর আক্রমণ থেকে বাঁচার জন্য মূলত কয়েকটি উপায়ের কথা বলেছেন-
i) সামাজিক দূরত্ব বজায় রাখা।
ii) মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
iii) স্যানিটাইজার ব্যবহার করা ও বারবার সাবান দিয়ে হাত ধোওয়া।
iv) সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, গরম জল ও সাবান দিয়ে হাত-পা ধোওয়া ও স্নান করা।
v) সামান্য উপসর্গ দেখা দিলে ও নিভৃতবাস (হোম কোয়ারেন্টাইন) বাধ্যতামূলক।
vi) অবশ্যই মেনে চলতে হবে সরকার নির্ধারিত লকডাউন নিয়মবিধি।
প্রভাব
করোনা এক ধাক্কায় পৃথিবীটাকে কেমন যেন বদলে দিয়েছে। চরম ভোগবাদী সময়েও মানুষকে সন্তুষ্ট থাকতে হচ্ছে অতি অল্প উপকরণে। করোনা ভাইরাস উচ্চ-নীচ সব শ্রেণির মানুষকে এক সুতোয় গেঁথে দিয়েছে। কত মানুষ হয়েছে কর্মহীন, পেশা বদল করতে বাধ্য হয়েছে লাখো লাখো মানুষ। পরিযায়ী শ্রমিকের চরম অসহায়তা ও মৃত্যুমিছিল অশ্রুসিক্ত করেছে বিশ্ববাসীকে।
উপসংহার
করোনা ভাইরাস মানুষের জীবনকে একেবারে তছনছ করে দিয়েছে। তবে এই ভাইরাসকে মানুষই পরাজিত করবে। প্রতিষেধক বেরিয়েছে, এখন প্রয়োজন মানসিক দৃঢ়তা। মানবজাতির ললাটে আছে অমৃতের টিকা, তাই-
“নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার।”
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৬। বইপড়া – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৭। শিশুরাই সমাজের ভবিষ্যৎ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা