আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না।”-এখানে আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্যসাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন?
উদ্দেশ্য
প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ গল্পকথক তেলেনাপোতা নামক একটি নগণ্য গ্রামে দুই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছেন। বেড়ানো উপলক্ষ্য হলেও তার ‘আসল উদ্দেশ্য’ বা মূল লক্ষ্য হল গ্রামের পুকুরে নিজহাতে মৎস্যশিকার।
উদ্দেশ্যসাধন
সেই ‘আসল উদ্দেশ্য’ অর্থাৎ মাছ ধরার লোভনীয় কাজটি করার জন্য উদ্দিষ্ট ব্যক্তিটি সকালবেলায় ঘুম থেকে উঠে একসময় মাছ ধরার যাবতীয় উপকরণ নিয়ে শ্যাওলা-ঢাকা ভাঙা ঘাটের এক ধারে বসে, পানা পরিবৃত পুকুরের জলে বড়শিতে টোপ গেঁথে ডুবিয়ে দিয়েছেন। দীর্ঘক্ষণ পুকুরের জলে বড়শি ডুবিয়ে বসে থাকতে থাকতে ক্রমশ বেলা বাড়তে শুরু করেছে। উদ্দিষ্ট ব্যক্তিটি কিছুটা অন্যমনস্ক হয়ে যাওয়ায় প্রথমে খেয়াল করেননি, কিন্তু হঠাৎ জলের শব্দে তাকিয়ে দেখেন ফাতনা দুলছে। সেই মুহূর্তে ঘাটে জল নিতে আসা এক অপরিচিতা মেয়ে তাকে বলেছে বড়শিতে টান দিতে। ব্যক্তিটি সচকিতভাবে মেয়েটিকে দেখে ছিপে টান দিতে ভুলে গেলেন এবং পরে ফাতনা ভেসে উঠতে লক্ষ করলেন যে, বড়শিতে টোপ নেই অর্থাৎ মাছ টোপ গিলে চলে গিয়েছে। এইভাবে উদ্দিষ্ট ব্যক্তির ‘আসল উদ্দেশ্য’ সাধনের আয়োজন বিফলে গিয়েছে।
আরও পড়ুন – আগুন নাটকের বড়ো প্রশ্ন উত্তর