আধুনিক বাংলা কাব্যে সুধীন্দ্রনাথ দত্তের অবস্থান আলোচনা করো

আধুনিক বাংলা কাব্যে সুধীন্দ্রনাথ দত্তের অবস্থান আলোচনা করো

আধুনিক বাংলা কাব্যে সুধীন্দ্রনাথ দত্তের অবস্থান আলোচনা করো
আধুনিক বাংলা কাব্যে সুধীন্দ্রনাথ দত্তের অবস্থান আলোচনা করো

ভূমিকা: আধুনিক বাংলা কাব্য যাঁর লেখনীস্পর্শে ব্যক্তিস্বরূপ লাভ করেছিল, তিনি হলেন সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০)। কৈশোর ও যৌবনের সময়কালেই দুটি বিশ্বযুদ্ধের অভিঘাত প্রত্যক্ষ করেছেন তিনি। দেখেছেন ফ্যাসিবাদের ভয়ংকরতা, আবার সাম্যবাদী চেতনার প্রতিও সেইরূপ আস্থা পোষণ করেননি। তাঁর রচনায় যুগসংকট ধরা পড়ে। পাশ্চাত্য সাহিত্যের এজরা পাউন্ড বা বোদলেয়ারের কবিতা তাঁকে উদ্বুদ্ধ করেছিল।

কাব্যসমূহ: ‘কবিতা’, ‘পরিচয়’ ইত্যাদি পত্রিকার মধ্য দিয়ে তাঁর কবিপ্রতিভা প্রকাশিত হয়। তাঁর প্রথম কাব্য হল ‘তন্বী’ (১৯৩০)। পরবর্তী রচনাগুলি হল-‘অর্কেস্ট্রা’ (১৯৩৫), ‘ক্রন্দসী’ (১৯৩৭), ‘উত্তরফাল্গুনী’ (১৯৪০), ‘সংবর্ত’ (১৯৫৩), ‘দশমী’ (১৯৫৫)।

কাব্যরচনা: তাঁর প্রথম কাব্য ‘তন্বী’ বিশেষ উল্লেখযোগ্যতা দাবি না করলেও ‘অর্কেস্ট্রা’ থেকে কবির স্বাতন্ত্র্য সুচিহ্নিত হয়েছিল। এই কাব্যে তাঁর দেহনির্ভর প্রেমচেতনা প্রকাশিত হয়। ‘ক্রন্দসী’ কাব্যে কবির সামাজিক সংঘাত, প্রতিকূল পরিবেশসমন্বিত দুঃখবাদ বিশ্বচেতনায় সঞ্চারিত হয়েছে। ‘উত্তরফাল্গুনী’-তে পুনরায় প্রেমভাবনার প্রকাশ পাওয়া গেলেও পরবর্তী কাব্য ‘সংবর্ত’-তে মানুষের আদর্শগত স্বপ্নভঙ্গ-ই মূলত প্রকাশ পেয়েছে।

ক্ষণবাদী কবি: সুধীন্দ্রনাথ দত্ত ‘ক্ষণবাদী কবি’। সমসাময়িক যুগের অভিঘাত পরিস্ফুট হয়েছে তাঁর ‘উটপাখি’ কবিতায়। মানবসভ্যতার শুভ পরিণামের স্বপ্ন নষ্ট হওয়া কবিকে বারবার বিচলিত করেছে।

‘যযাতি: সুধীন্দ্রনাথ দত্তের কাব্যে বারংবার দেশ-বিদেশের পুরাণপ্রসঙ্গ এসেছে। পুরাণকাহিনিকে তিনি ভিন্ন তাৎপর্যে প্রকাশ করেন ‘যযাতি’ কবিতায়। তাঁর ব্যাখ্যায় আন্তর্জাতিক রাজনৈতিক বাতাবরণে পৃথিবী আজ মহাভারতের যযাতিপুত্রের মতোই অকালজরাগ্রস্ত।

উপসংহার: সুধীন্দ্রনাথের কবিতার জটিল ভাষা, ভাব ও প্রকাশভঙ্গি তাঁর জনপ্রিয়তার অন্তরায়রূপে দেখা দিলেও, স্বকীয় জীবন অভিজ্ঞতার স্বাতন্ত্র্যে ও চৈতন্যের একান্ত আত্মনিষ্ঠায় রবীন্দ্রোত্তর আধুনিক বাংলা কাব্যধারার একজন বিশিষ্ট কবিরূপে তাঁর অবদান অনস্বীকার্য।

আরও পড়ুন – নুন কবিতার নামকরণের সার্থকতা

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment