অনলাইন পড়াশোনা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
- ভূমিকা
- ভালো দিক
- মন্দ দিক
- সমস্যা
- উপসংহার
ভূমিকা
করোনা ভাইরাস গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছে মানবসভ্যতাকে। অতিমারির ধাক্কায় আমাদের চেনা পৃথিবীটা প্রায় রাতারাতি বদলে গিয়েছে। এই ভাইরাসের প্রকটে সারা পৃথিবীতে প্রায় এগারো লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘকাল বন্ধ, ছাত্রছাত্রীদের একেবারে দিশেহারা অবস্থা। এই পটভূমিতেই সারা দেশে শুরু হয়েছে অনলাইন পড়াশোনা এবং পরীক্ষাব্যবস্থা।
ভালো দিক
অনলাইন পড়াশোনা হল ইন্টারনেট প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে পঠনপাঠন। এই
পদ্ধতিতে শিক্ষক বা শিক্ষিকা ছাত্রদের পড়ান এবং তারা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে সেই পড়ানো শুনতে পায়। আবার জুম অ্যাপ, গুগল মিট ইত্যাদির মাধ্যমে ভিডিও কলের সাহায্যে এই পড়াশোনা ব্যবস্থাটি চলে। এক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষক পরস্পরকে দেখতে পায়। ক্লাসে ব্যবহৃত ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, বিভিন্ন ধরনের চার্ট, মানচিত্র ইত্যাদি অত্যন্ত পরিষ্কারভাবে দেখা যায়। অনলাইন পড়াশোনার এই দিকগুলো প্রকৃত অর্থেই ছাত্রছাত্রীদের সামনে শিক্ষার একটা নতুন পথ খুলে দিয়েছে। শুধুমাত্র পড়াশোনাই নয় এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও ফলপ্রকাশও হয়েছে। অনলাইন পড়াশোনা না থাকলে শিক্ষাব্যবস্থাটাই একেবারে অন্ধকারে তলিয়ে যেত।
মন্দ দিক
অনলাইন পড়াশোনা কখনোই শিক্ষার্থীদের কাছে অফলাইন পড়াশোনার সমান হতে পারে না। যে-কোনো বিষয় শ্রেণিকক্ষে শিক্ষকশিক্ষিকাদের কাছ থেকে সরাসরি জানার ও বোঝার ব্যাপারটা অনেক বেশি কার্যকরী। এছাড়া অনলাইন পদ্ধতিতে শিক্ষকদের পক্ষেও সমস্ত ছাত্রছাত্রীর প্রতি সমান মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের সামনে ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করা এবং পড়ানো দুটোই খুব কষ্টসাধ্য। শরীর ও মনের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক। অনলাইন পরীক্ষায় ছাত্রছাত্রীরা খুব সহজেই বাড়িতে বসে বইপত্র দেখে প্রশ্নের উত্তর লিখে দিতে পারে। তাই প্রকৃত মূল্যায়ন হয় না বললেই চলে।
সমস্যা
অনলাইন পড়াশোনার কয়েকটি সমস্যা আছে-
1) দেশের অধিকাংশ ছাত্রছাত্রীর স্মার্ট ফোন বা ল্যাপটপ নেই। একটি সমীক্ষায় জানা গিয়েছে সারা দেশে আর্থিক কারণে অনলাইন পড়াশোনার সুযোগ পেয়েছে মাত্র ২৯ শতাংশ ছাত্রছাত্রী।
ii) কোভিড-কালে আর্থিক কারণে শিশুশ্রমিকের সংখ্যা বৃদ্ধি খুবই ভয়ানক ফলে অনলাইন পড়াশোনা তাদের কাছে পৌঁছাতে পারেনি।
iii) অনলাইন পড়াশোনার সুযোগ যারা পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ স্কুলে না যেতে পারার কারণে মানসিক অবসাদের শিকার হয়েছে। কারণ তারা বিদ্যালয়ের উল্লাস মুখর পরিবেশ থেকে বঞ্চিত হয়েছে।
উপসংহার
সমস্ত পদ্ধতিতেই কোনো-না-কোনো সমস্যা থাকে। অনলাইন পড়াশোনাতেও অনেক সমস্যা আছে। সরকার যদি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনার জন্য ট্যাব, মোবাইল ইত্যাদি পৌঁছে দিতে পারে তবে এই সমস্যার সমাধান সম্ভব। আমরা নিশ্চয়ই সেই সুন্দর ভবিষ্যতের আশায় থাকব।
আরও পড়ুন –
১। পরিবেশ দূষণ ও তার প্রতিকার – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
২। পরিবেশ রক্ষায় অরণ্য – মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা
৩। পরিবেশ বনাম উন্নয়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৪। বিশ্ব উষ্ণায়ন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৫। বন্যপ্রাণী সংরক্ষণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৬। মানবজীবনে পরিবেশের প্রভাব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৭। বিজ্ঞানচেতনার প্রসারের প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৮। বিজ্ঞানচেতনা ও কুসংস্কার – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
৯। কম্পিউটার ও আধুনিক জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১০। খেলাধুলার প্রয়োজনীয়তা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১১। দেশভ্রমণ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১২। রক্তদান জীবনদান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৩। বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৪। প্রাকৃতিক দুর্যোগে ছাত্রসমাজের ভূমিকা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৫। ভূমিকম্প – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৬। মাতৃভাষায় বিজ্ঞানচর্চা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৭। পঞ্চায়েতী ব্যবস্থা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৮। বৈচিত্র্যের মধ্যে ঐক্য – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
১৯। মোবাইল ফোনের সুফল-কুফল – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২০। আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২১। বাংলার উৎসব – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২২। যুদ্ধ নয়, শান্তি চাই – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৩। প্লাস্টিক দূষণ-একটি ভয়াবহ সমস্যা – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৪। গাছ আমাদের বন্ধু – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৫। শিক্ষাবিস্তারে গণমাধ্যম – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৬। বইপড়া – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৭। শিশুরাই সমাজের ভবিষ্যৎ – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা
২৮। করোনা ভাইরাস – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা