ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ 12th

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায়

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ

১। কর্ণাটকের নবাব আইনানুসারে কার অধীনস্থ ছিলেন
(ক) বাংলার নবাবের
(খ) হায়দরাবাদের নিজামের
(গ) দিল্লির সুলতানের
(ঘ) কালিকটের জামোরিনের
উত্তরঃ (খ) হায়দরাবাদের নিজামের

২। কবে কর্ণাটকের নবাব দোস্ত আলির মৃত্যু হয়
(ক) ১৭৪০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৪১ খ্রিস্টাব্দে
(গ) ১৭৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৪৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৪১ খ্রিস্টাব্দে

৩। দোস্ত আলির মৃত্যুর পর কর্ণাটকের নবাব পদে কে আসীন হন
(ক) আনোয়ারউদ্দিন
(খ) চাঁদা সাহেব
(গ) সলাবৎ জঙ্গ
(ঘ) মুজফ্ফর জঙ্গ
উত্তরঃ (ক) আনোয়ারউদ্দিন

৪। নিম্নলিখিতদের মধ্যে কে কর্ণাটকের নবাব পদের দাবিদার ও আনোয়ারউদ্দিনের বিরোধী ছিলেন
(ক) সলাবৎ জঙ্গ
(খ) নিজাম-উল-মুলক
(গ) চাঁদা সাহেব
(ঘ) মহম্মদ আলি
উত্তরঃ (গ) চাঁদা সাহেব

৫। কবে হায়দরাবাদের নবাব নিজাম-উল-মুলকের মৃত্যু হয়
(ক) ১৭৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৭৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৪৮ খ্রিস্টাব্দে

৬। নিজাম-উল-মূলক-এর দ্বিতীয় পুত্রের নাম
(ক) মুজফ্ফর জঙ্গ
(খ) সলাবৎ জঙ্গ
(গ) নাসির জঙ্গ
(ঘ) মহম্মদ আলি
উত্তরঃ (গ) নাসির জঙ্গ

৭। হায়দরাবাদের সিংহাসন নিয়ে নাসির জঙ্গের সঙ্গে কার বিরোধ বাধে
(ক) সলাবৎ জঙ্গ
(খ) মুজফ্ফর জঙ্গ
(গ) আসফ ঝা
(ঘ) মির নিজাম আলি খান
উত্তরঃ (খ) মুজফ্ফর জঙ্গ

৮। সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে কর্ণাটকে ডুপ্লে কাকে সমর্থন করেন
(ক) আনোয়ারউদ্দিনকে
(খ) মুজফ্ফর জঙ্গকে
(গ) চাঁদা সাহেবকে
(ঘ) মির নিজাম আলি খান
উত্তরঃ (খ) মুজফ্ফর জঙ্গকে

৯। সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে ডুপ্লে হায়দরাবাদে কাকে সমর্থন করে
(ক) আনোয়ারউদ্দিনকে
(খ) মুজফ্ফর জঙ্গকে
(গ) চাঁদা সাহেবকে
(ঘ) মহম্মদ আলিকে
উত্তরঃ (খ) মুজফ্ফর জঙ্গকে

১০। অম্বুরের যুদ্ধে কে পরাজিত ও নিহত হন
(ক) মুজফ্ফর জঙ্গ
(খ) ডুপ্লে
(গ) চাঁদা সাহেব
(ঘ) আনোয়ারউদ্দিন
উত্তরঃ (ঘ) আনোয়ারউদ্দিন

১১। অম্বুরের যুদ্ধের পর মহম্মদ আলি কোথায় আশ্রয় গ্রহণ করেন
(ক) আর্কটে
(খ) মাদ্রাজে
(গ) ত্রিচিনোপল্লিতে
(ঘ) মাইলাপুরে
উত্তরঃ (গ) ত্রিচিনোপল্লিতে

১২। অম্বুরের যুদ্ধের পর ডুপ্লে কাকে কর্ণাটকের সিংহাসনে বসিয়েছিলেন
(ক) চাঁদা সাহেবকে
(খ) মহম্মদ আলিকে
(গ) আহমদ শাহকে
(ঘ) জাহান্দার শাহকে
উত্তরঃ (ক) চাঁদা সাহেবকে

১৩। মুজফ্ফর জঙ্গ হায়দরাবাদের সিংহাসনে বসেন
(ক) ১৭৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৭৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৫২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৫০ খ্রিস্টাব্দে

১৪। মুজফ্ফর জঙ্গের মৃত্যুর পর ফরাসিরা কাকে হায়দরাবাদের সিংহাসনে বসায়
(ক) নাসির জঙ্গকে
(খ) সলাবৎ জঙ্গকে
(গ) দ্বিতীয় আসফ ঝাকে
(ঘ) সিকান্দর ঝাকে
উত্তরঃ(খ) সলাবৎ জঙ্গকে

১৫। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা হায়দরাবাদে কাকে সমর্থন করে
(ক) প্রথম আসফ ঝাকে
(খ) মুজফফর জঙ্গকে
(গ) নাসির জঙ্গকে
(ঘ) মহম্মদ শাহকে
উত্তরঃ (গ) নাসির জঙ্গকে

১৬। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা কর্ণাটকে কাকে সমর্থন করে
(ক) মহম্মদ আলিকে
(খ) নাসির উদ-দৌলাকে
(গ) বাহাদুর শাহকে
(ঘ) মহম্মদ শাহকে
উত্তরঃ (ক) মহম্মদ আলিকে

১৭। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ চলাকালীন কে মাত্র ৫০০ সৈন্য নিয়ে কর্ণাটকের রাজধানী আর্কট দখল করেন?
(ক) গডেহু
(খ) রবার্ট ক্লাইভ
(গ) আয়ার কুট
(ঘ) কাউন্ট লালি
উত্তরঃ (খ) রবার্ট ক্লাইভ

১৮। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে চাঁদা সাহেব কার হাতে নিহত হন?
(ক) ফরাসিদের
(খ) ওলন্দাজদের
(গ) ইংরেজদের
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) ইংরেজদের

১৯। ১৭৫২ খ্রিস্টাব্দে ইংরেজরা কাকে কর্ণাটকের সিংহাসনে বসান?
(ক) মহম্মদ আলিকে
(খ) আফজল উদ-দৌলাকে
(গ) সলাবৎ জঙ্গকে
(ঘ) তৃতীয় আসফ ঝাকে
উত্তরঃ (ক) মহম্মদ আলিকে

২০। ডুপ্লেকে কেন ফ্রান্সে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল?
(ক) ডুপ্লে নিজে ভারতে থাকতে চাননি
(খ) ডুপ্লে রবার্ট ক্লাইভকে সাহায্য করেছিলেন
(গ) ডুপ্লে দেশীয় শাসকদের শর্তানুযায়ী নিজ কাজকর্ম পরিচালনা করতেন
(ঘ) ফরাসি কোম্পানির যুদ্ধনীতি ফ্রান্সের সরকারের পছন্দ ছিল না
উত্তরঃ (ঘ) ফরাসি কোম্পানির যুদ্ধনীতি ফ্রান্সের সরকারের পছন্দ ছিল না

২১। কোন্ সন্ধির মধ্য দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
(ক) আলিনগরের সন্ধি
(খ) বক্সারের সন্ধি
(গ) পন্ডিচেরির সন্ধি
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) পন্ডিচেরির সন্ধি

২২। কোন্ যুদ্ধের প্রভাবে ভারতে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সূচনা হয়?
(ক) ত্রিশ বছরের যুদ্ধ
(খ) ফরাসি বিপ্লব
(গ) সপ্তবর্ষব্যাপী যুদ্ধ
(ঘ) আমেরিকার স্বাধীনতা যুদ্ধ
উত্তরঃ (গ) সপ্তবর্ষব্যাপী যুদ্ধ

২৩। রবার্ট ক্লাইভ কবে বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন?
(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৭৫৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৫৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে

২৪। রবার্ট ক্লাইভের চন্দননগর আক্রমণের প্রত্যুত্তরে কোন্ ফরাসি সেনাপতি ইংরেজ ঘাঁটি মাদ্রাজ আক্রমণ করেন?
(ক) গডেহু
(খ) কাউন্ট লালি
(গ) বুসি
(ঘ) লা-বুর্দনে
উত্তরঃ (খ) কাউন্ট লালি

২৫। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ চলাকালীন পন্ডিচেরির শাসনকর্তা লালি কাকে হায়দরাবাদ থেকে মাদ্রাজে চলে আসার আমন্ত্রণ জানান?
(ক) সেনাপতি ফ্রাঁসোয়া ডি পেনিয়ারকে
(খ) লুইস বনভিনকে
(গ) সেনাপতি বুসিকে
(ঘ) চার্লস গডেহুকে
উত্তরঃ (গ) সেনাপতি বুসিকে

২৬। বুসির অপসারণের সুযোগে ইংরেজ বাহিনী কাকে নিজেদের অধীনস্থ করে?
(ক) নাসির উদ-দৌলাকে
(খ) আফজল উদ-দৌলাকে
(গ) নিজাম আলি খানকে
(ঘ) সলাবৎ জঙ্গকে
উত্তরঃ (ঘ) সলাবৎ জঙ্গকে

২৭। স্যার আয়ার কুট ফরাসিদের পরাজিত করেছিলেন-
(ক) বন্দিবাসের যুদ্ধে
(খ) বিদারার যুদ্ধে
(গ) উদয়নালার যুদ্ধে
(ঘ) ত্রিচিনোপল্লীর যুদ্ধে
উত্তরঃ (ক) বন্দিবাসের যুদ্ধে

২৮। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল-
(ক) ১৭৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৭৬০ খ্রিস্টাব্দে

২৯। কোন্ সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান ঘটে?
(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দের আলিনগরের সন্ধির মাধ্যমে
(খ) ১৭৬৩ খ্রিস্টাব্দের প্যারিসের সন্ধির মাধ্যমে
(গ) ১৭৬২ খ্রিস্টাব্দের হ্যামবার্গের সন্ধির মাধ্যমে
(ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দের এলাহাবাদের সন্ধির মাধ্যমে
উত্তরঃ (খ) ১৭৬৩ খ্রিস্টাব্দের প্যারিসের সন্ধির মাধ্যমে

৩০। কোন্ যুদ্ধের পরবর্তীতে ভারতের রাজনীতি থেকে ফরাসিদের চিরপ্রস্থান ঘটে এবং ইংরেজদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
(ক) পলাশির যুদ্ধ
(খ) বক্সারের যুদ্ধ
(গ) বিদারার যুদ্ধ
(ঘ) কর্ণাটকের তৃতীয় যুদ্ধ
উত্তরঃ (ঘ) কর্ণাটকের তৃতীয় যুদ্ধ

৩১। কর্ণাটকের যুদ্ধের সমসাময়িককালে সংঘটিত কোন্ যুদ্ধে জয়লাভের দরুন ইংরেজরা বাংলার অর্থসম্পদকে কাজে লাগাতে সক্ষম হয়েছিল?
(ক) প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ
(খ) প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ
(গ) পলাশির যুদ্ধ
(ঘ) উদয়গিরির যুদ্ধ
উত্তরঃ (গ) পলাশির যুদ্ধ

৩২। ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বে ফরাসিদের পরিণতি প্রসঙ্গে কে মন্তব্য করেছেন যে, “ইউরোপে ফরাসিদের ব্যর্থতার প্রভাব ভারতে ফরাসিদের উপর পড়েছিল”?
(ক) রণবীর চক্রবর্তী
(খ) ঈশ্বরীপ্রসাদ
(গ) রোমিলা থাপার
(ঘ) রামচন্দ্র গুহ
উত্তরঃ (খ) ঈশ্বরীপ্রসাদ

৩৩। ভারতের কোন্ রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
(ক) বোম্বাই
(খ) গুজরাট
(গ) মাদ্রাজ
(ঘ) বাংলা
উত্তরঃ (ঘ) বাংলা

৩৪। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ১৭১৫ খ্রিস্টাব্দে মুঘল দরবারে আসে-
(ক) পোর্তুগিজ দৌত্য
(খ) উইলিয়ম দৌত্য
(গ) ফরাসি দৌত্য
(ঘ) সারম্যান দৌত্য
উত্তরঃ (ঘ) সারম্যান দৌত্য

৩৫। সারম্যান দৌত্যকে নেতৃত্ব দিয়েছিলেন-
(ক) জন সারম্যান
(খ) অ্যান্ড্রু সারম্যান
(গ) কেট সারম্যান
(ঘ) টমাস সারম্যান
উত্তরঃ (ক) জন সারম্যান

৩৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাররুখশিয়রের কাছ থেকে দস্তক বা ফরমান লাভ করে-
(ক) ১৭১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৭১৭ খ্রিস্টাব্দে

৩৭। ‘দস্তক’ কথাটির অর্থ-
(ক) রাজ্য
(খ) রাজস্ব
(গ) সাম্রাজ্য
(ঘ) বাণিজ্যিক ছাড়পত্র
উত্তরঃ (ঘ) বাণিজ্যিক ছাড়পত্র

৩৮। ফাররুখশিয়রের ফরমান অনুসারে বার্ষিক কত টাকা শুল্ক প্রদানের বিনিময়ে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্যের অধিকার পায়?
(ক) ২০০০
(খ) ৩০০০
(গ) ৪০০০
(ঘ) ৫০০০
উত্তরঃ (খ) ৩০০০

৩৯। কে ফাররুখশিয়রের ফরমানকে ‘ইংরেজদের কূটনৈতিক জয়ের প্রতীক’ হিসেবে চিহ্নিত করেছেন?
(ক) রোমিলা থাপার
(খ) ইরফান হাবিব
(গ) সি আর উইলসন
(ঘ) দাদাভাই নৌরজি
উত্তরঃ (গ) সি আর উইলসন

৪০। ঐতিহাসিক ওরম, ড. সুকুমার ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাররুখশিয়রের ফরমানকে অভিহিত করেছেন কোম্পানির-
(ক) সংবিধান হিসেবে
(খ) ম্যাগনা কার্টা বা মহাসনদ হিসেবে
(গ) বাণিজ্যিক চুক্তিপত্র হিসেবে
(ঘ) সামাজিক চুক্তিপত্র হিসেবে
উত্তরঃ (খ) ম্যাগনা কার্টা বা মহাসনদ হিসেবে

৪১। আলিবর্দি খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন?
(ক) রাজবল্লভ
(খ) মির জাফর
(গ) সিরাজ উদ-দৌলা
(ঘ) নওয়াজিস মহম্মদ খান
উত্তরঃ (গ) সিরাজ উদ-দৌলা

৪২। সিরাজ উদ-দৌলার নবাব পদ লাভকে কেন্দ্র করে সিরাজবিরোধী ষড়যন্ত্র শুরু করেন-
(ক) আলিবর্দি খানের জামাতা নওয়াজিস মহম্মদ খান
(খ) আলিবর্দি খানের জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগম
(গ) আলিবর্দি খানের জামাতা জৈন উদ-দিন আহমেদ খান
(ঘ) আলিবর্দি খানের মধ্যমা কন্যা মারমুলা বেগম
উত্তরঃ (খ) আলিবর্দি খানের জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগম

৪৩। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ঘসেটি বেগমকে সিরাজ উদ-দৌলা কোথায় বন্দি করেন?
(ক) পাটনার প্রাসাদে
(খ) রাজমহলের প্রাসাদে
(গ) মুরশিদাবাদের প্রাসাদে
(ঘ) চুঁচুড়ার প্রাসাদে
উত্তরঃ (গ) মুরশিদাবাদের প্রাসাদে

৪৪। সিরাজ কার বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ আনেন?
(ক) ঢাকার দেওয়ান মুর্শিদকুলি খানের বিরুদ্ধে
(খ) ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে
(গ) ঢাকার দেওয়ান মির জুমলার বিরুদ্ধে
(ঘ) ঢাকার দেওয়ান রায়দুর্লভের বিরুদ্ধে
উত্তরঃ (খ) ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে

৪৫। সিরাজের নির্দেশানুযায়ী তাঁকে কোনোরকম হিসাব না দিয়ে রাজবল্লভকে ধনরত্ন-সহ কলকাতায় পাঠিয়ে দেন?
(ক) মির জাফরকে
(খ) কৃষ্ণদাসকে
(গ) রায়দুর্লভকে
(ঘ) কৃষ্ণজীবনকে
উত্তরঃ (খ) কৃষ্ণদাসকে

৪৬। ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল-
(ক) নারায়ণ দাসকে
(খ) রাজবল্লভকে
(গ) কৃষ্ণদাসকে
(ঘ) রায়দুর্লভকে
উত্তরঃ (গ) কৃষ্ণদাসকে

৪৭। সিরাজ কৃষ্ণদাসের প্রত্যর্পণ দাবি করলে তা অগ্রাহ্য করেন কলকাতার ইংরেজ গভর্নর-
(ক) কিলপ্যাট্রিক
(খ) হলওয়েল
(গ) ক্লাইভ
(ঘ) ড্রেক
উত্তরঃ (ঘ) ড্রেক

৪৮। ইঙ্গ-ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজরা বাংলার কোথায় দুর্গনির্মাণ করতে শুরু করেছিল?
(ক) মালদা
(খ) মুরশিদাবাদ
(গ) কলকাতা
(ঘ) রাজমহল
উত্তরঃ (গ) কলকাতা

৪৯। ইঙ্গ-ফরাসি যুদ্ধের অজুহাতে ফরাসিরা বাংলার কোথায় দুর্গনির্মাণ করতে শুরু করেছিল?
(ক) রাজমহল
(খ) কলকাতা
(গ) ঢাকা
(ঘ) চন্দননগর
উত্তরঃ (ঘ) চন্দননগর

৫০। ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ কাকে প্রেরণ করেন?
(ক) কৃষ্ণদাসকে
(খ) নারায়ণ দাসকে
(গ) মানিকচাঁদকে
(ঘ) মির জাফরকে
উত্তরঃ (খ) নারায়ণ দাসকে

৫১। সিরাজ উদ-দৌলা ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন কবে?
(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দের ৪ জুন
(খ) ১৭৫৫ খ্রিস্টাব্দের ৭ জুন
(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি
(ঘ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি
উত্তরঃ (ক) ১৭৫৬ খ্রিস্টাব্দের ৪ জুন

৫২। সিরাজ উদ-দৌলা ফোর্ট উইলিয়ম দুর্গ-সহ কলকাতা কবে জয় করেন?
(ক) ১৫ এপ্রিল, ১৭৫৫ খ্রিস্টাব্দ
(খ) ২০ জুন, ১৭৫৬ খ্রিস্টাব্দ
(গ) ১৫ জুন, ১৭৫৭ খ্রিস্টাব্দ
(ঘ) ২০ জুন, ১৭৫৭ খ্রিস্টাব্দ
উত্তরঃ (খ) ২০ জুন, ১৭৫৬ খ্রিস্টাব্দ

৫৩। সিরাজ উদ-দৌলা কলকাতার নতুন নাম রাখেন-
(ক) কালিকাত্তা
(খ) আলিনগর
(গ) সুতানুটি
(ঘ) গোবিন্দপুর
উত্তরঃ (খ) আলিনগর

৫৪। কলকাতার শাসনকর্তা হিসেবে সিরাজ উদ-দৌলা কাকে নিযুক্ত করেছিলেন?
(ক) মিরমদনকে
(খ) মোহনলালকে
(গ) মানিকচাঁদকে
(ঘ) মিরনকে
উত্তরঃ (গ) মানিকচাঁদকে

৫৫। কে ‘অন্ধকূপ হত্যা’ বিষয়টির উদ্ভাবক?
(ক) ক্লাইভ
(খ) হলওয়েল
(গ) ওয়াটসন
(ঘ) উমিচাঁদ
উত্তরঃ (খ) হলওয়েল

৫৬। অন্ধকূপ হত্যাকাহিনি বর্ণিত হয়-
(ক) সিরাজের কাশিমবাজার অভিযানকে কেন্দ্র করে
(খ) সিরাজের মুরশিদাবাদ অভিযানকে কেন্দ্র করে
(গ) সিরাজের কলকাতা অভিযানকে কেন্দ্র করে
(ঘ) সিরাজের পাটনা অভিযানকে কেন্দ্র করে
উত্তরঃ (গ) সিরাজের কলকাতা অভিযানকে কেন্দ্র করে

৫৭। অন্ধকূপ হত্যাকাহিনির প্রেক্ষিতে কে বলেছেন যে ‘জ্যামিতি প্রমাণ করেছে, পাটিগণিতের অঙ্ক ভুল’?
(ক) যদুনাথ সরকার
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) অমলেশ ত্রিপাঠী
(ঘ) অ্যানি বেসান্ত
উত্তরঃ (ঘ) অ্যানি বেসান্ত

৫৮। সিরাজ অধিকৃত কলকাতা ইংরেজরা কাদের নেতৃত্বে পুনর্দখল করে নেয়?
(ক) কর্নেল ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে
(খ) কিলপ্যাট্রিক ও ক্লাইভের নেতৃত্বে
(গ) ড্রেক ও আয়ার কুটের নেতৃত্বে
(ঘ) টমাস আর্থার ও রবার্ট ক্লাইভের নেতৃত্বে
উত্তরঃ (ক) কর্নেল ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে

৫৯। ইংরেজরা কবে কলকাতা পুনর্দখল করে?
(ক) ২ জানুয়ারি, ১৭৫৭ খ্রিস্টাব্দ
(খ) ২ ফেব্রুয়ারি, ১৭৫৭ খ্রিস্টাব্দ
(গ) ২ মার্চ, ১৭৫৭ খ্রিস্টাব্দ
(ঘ) ২ এপ্রিল, ১৭৫৭ খ্রিস্টাব্দ
উত্তরঃ (ক) ২ জানুয়ারি, ১৭৫৭ খ্রিস্টাব্দ

৬০। আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়-
(ক) ১৭৫৬ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি
(খ) ১৭৫৬ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি
(গ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি
(ঘ) ১৮৫৭ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি
উত্তরঃ (গ) ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি

৬১। আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(ক) ফরাসিদের সঙ্গে ইংরেজদের
(খ) ফরাসিদের সঙ্গে সিরাজ উদ-দৌলার
(গ) ইংরেজদের সঙ্গে সিরাজ উদ-দৌলার
(ঘ) ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের
উত্তরঃ (গ) ইংরেজদের সঙ্গে সিরাজ উদ-দৌলার

৬২। সিরাজবিরোধী ষড়যন্ত্রের নায়ক ছিলেন কারা?
(ক) ক্লাইভ ও মির কাশিম
(খ) ক্লাইভ ও মির জাফর
(গ) ওয়াটসন ও মির জাফর
(ঘ) ওয়াটসন ও মির কাশিম
উত্তরঃ (খ) ক্লাইভ ও মির জাফর

৬৩। সিরাজবিরোধী ষড়যন্ত্রে সিরাজের সিংহাসনচ্যুতির পর কাকে নবাব করার পরিকল্পনা গৃহীত হয়?
(ক) মিরমদনকে
(খ) সৌকত জঙ্গকে
(গ) মির জাফরকে
(ঘ) রাজবল্লভকে
উত্তরঃ (গ) মির জাফরকে

আরও পড়ুন : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment