Jimmy Valentine Question Answer (Marks 6) | XI WBCHSE 2nd Semester
1. Why was Jimmy sent to prison? What advice and things did Jimmy get from the prison officials at the time of his release? What is your impression of the prison and its officials where Jimmy was confined? [জিমিকে কেন জেলখানায় পাঠানো হয়েছিল? কারাধিকারিকদের কাছ থেকে মুক্তির সময় জিমি কী উপদেশ ও জিনিস পেয়েছিল? জিমি যে কারাগারে বন্দি ছিল তার সম্পর্কে ও তার আধিকারিকদের সম্পর্কে তোমার ধারণা কী?]
Ans. Jimmy Valentine was a safe-cracker. He was sent to prison for burglary at Springfield.
> The warden advised Jimmy to stop breaking safes and live honestly. At the time of his release the prison officials gave Jimmy a railroad ticket, a five-dollar bill, a cheap cigar and a handshake.
> The prison appears to be a modern one with provision for prisoners’ rehabilitation. During his stay in the prison, Jimmy learns shoemaking. His knowledge and skill in shoemaking helps him to set up a shoe-store at Elmore later. The warden of the prison is also quiet kind-hearted. He advises Jimmy to follow the path of honesty. So the prison helps in the reformation of Jimmy, and its officials appear quite generous and kind-hearted to criminals.
[জিমি ভ্যালেনটাইন একজন সিন্দুক-ভাঙা চোর। স্প্রিংফিল্ডে চুরির ঘটনায় তাকে জেলে পাঠানো হয়েছিল।
কারাধ্যক্ষ জিমিকে সিন্দুক ভেঙে চুরি করা বন্ধ করে সৎ জীবন-যাপন করার উপদেশ দেন। মুক্তির সময় কারাধিকারিকরা জিমিকে দিলেন ট্রেনের টিকিট, পাঁচ ডলারের নোট, একটি সস্তার চুরুট এবং করমর্দন।
কারাগারটিকে একটি আধুনিক কারাগার বলেই মনে হয় যেখানে কয়েদিদের পুনর্বাসনের ব্যবস্থা আছে। কারাগারে থাকাকালীন জিমি জুতো তৈরির কৌশল আয়ত্ত করে। জুতো তৈরিতে তার জ্ঞান এবং দক্ষতা তাকে পরবর্তী সময়ে এলমোরে জুতোর দোকান স্থাপন করতে সাহায্য করেছিল। কারাগারের অধ্যক্ষও বেশ দয়ালু। তিনি জিমিকে সততার পথ অনুসরণ করার পরামর্শ দেন। সুতরাং কারাগার জিমির সংশোধনে সাহায্য করে এবং এর আধিকারিকদের অপরাধীদের প্রতি যথেষ্ট সহৃদয় ও দয়ালু বলে মনে হয়।]
2. Describe the contents of Jimmy’s suitcase. Why did he gaze fondly at them? [জিমির সুটকেসের সামগ্রীগুলির বর্ণনা দাও। কেন সেগুলির দিকে জিমি মমতাভরা দৃষ্টিতে তাকিয়েছিল?]
Ans. Jimmy’s suitcase (সুটকেস) contained a complete set of burglar’s tools made of specially tempered (টেমপাড্) steel. It had latest designs of drills, punches, braces and bits, jimmies, clamps and augers (অগারস্). It also had two or three novelties, invented by Jimmy himself.
> Jimmy gazed fondly at those tools because it was the finest set of burglar’s tools in the East. Two or three of them were novelties invented by Jimmy himself. So he was proud of them They helped him to carry on his profession of safe-cracking successfully and skilfully. Besides, he spent a large sum of over nine hundred dollars for procuring the set. His professional success was largely associated with those expensive tools.
[জিমির সুটকেস সিন্দুক ভেঙে চুরি করার উপযোগী বিশেষভাবে শান দেওয়া ইস্পাতের তৈরি যন্ত্রাদিতে ভরতি ছিল। এর মধ্যে ছিল তুরপুনের নয়া সংস্করণ, ছিদ্রকারী যন্ত্র, তুরপুনের ফাল, শাবল, কব্জা এবং ভোমর। এতে ছিল এমন দু-তিনটে অভিনব যন্ত্র যা জিমির নিজের উদ্ভাবিত।
জিমি পরম মমতায় এই যন্ত্রগুলির দিকে তাকিয়েছিল, কারণ এটি ছিল পূর্বাঞ্চলের সবচেয়ে নিখুঁত চুরি করার সরঞ্জামের সেট। এর দু-তিনটে ছিল জিমির নিজের উদ্ভাবন। তাই সে সেগুলি নিয়ে গর্বিত ছিল। সেগুলি তার সিন্দুক ভাঙার পেশা সফলভাবে ও নিপুণভাবে চালানোর কাজে সাহায্য করত। তা ছাড়া, সে ন’শো ডলারের চেয়েও বেশি টাকা খরচ করেছিল সেটটি জোগাড় করতে। তার পেশাদারি সাফল্য মূলত নির্ভরশীল ছিল এই দামি যন্ত্রগুলির ব্যবহারের ওপর।]
3. Retrace Jimmy Valentine’s course of action from the moment he is granted parole to the time he reaches his room. [জেল থেকে মুক্তিলাভের পর থেকে তার নিজের ঘরে পৌঁছোনো পর্যন্ত সময়কালের মধ্যে জিমি ভ্যালেনটাইন যে কাজগুলি করেছিল তার একটি বিবরণ দাও।]
Ans. On being released from the jail with a railroad ticket and a five-dollar bill given on behalf of the state, Jimmy Valentine went straight to a restaurant to enjoy the sweet taste of liberty. For breakfast, he had a broiled (ব্রয়েড্) chicken and a bottle of white wine. He enjoyed a cigar of fairly good quality and headed towards the depot in a relaxed manner. At the door of the station, he threw quarter of a dollar into the hat of a blind man. Then he boarded his train. It took him three hours to reach his little hometown. He went to the cafe of Mike Dolan and shook hands with him. After a brief exchange of pleasantries (প্লেজেন্ট্রিস্), he took the key of his room from Dolan, went upstairs (আপস্টেয়ারস্) and unlocked the door of his room.
[রাষ্ট্রের তরফ থেকে দেওয়া একটি রেলের টিকিট আর পাঁচ ডলারের একটা নোট সঙ্গে করে জেল থেকে মুক্তি পাওয়ার পর জিমি ভ্যালেনটাইন সোজা চলে গেল একটা রেস্তোরাঁয় স্বাধীনতার স্বাদ উপভোগ করতে। সাদা ওয়াইন সহযোগে মুরগির মাংস দিয়ে সে প্রাতরাশ সারল। সে মোটামুটি ভালো মানের একটা চুরুট সেবন করল। অলস ভঙ্গিতে এগোল রেল স্টেশনের দিকে। যাওয়ার পথে স্টেশনের দরজার সামনে বসা এক অন্ধ লোকের টুপিতে সে আলতো করে একটা সিকি ডলারের মুদ্রা ছুড়ে দিল। তারপর সে ট্রেনে চাপল। তার নিজের ছোট্ট শহরে পৌঁছোতে তার সময় লাগল তিন ঘণ্টা। সে মাইক ডোলানের কফিখানায় গেল এবং তার সঙ্গে করমর্দন করল। খানিক হালকা কথাবার্তার পর সে মাইক ডোলানের কাছ থেকে তার ঘরের চাবি নিয়ে সে ওপর তলায় গিয়ে তার ঘরের তালা খুলল।]
4. What did Jimmy Valentine do from the time he got out of jail till he met Mike Dolan? [জিমি ভ্যালেনটাইন জেল থেকে বেরনোর পর মাইক ডোলানের সঙ্গে সাক্ষাতের সময় পর্যন্ত কী করেছিল?]
Ans. Jimmy got out of the jail and took a train to another town where he met with Mike Dolan. But before that, disregarding the song of the birds, the waving green trees, and the smell of the flowers, he headed straight for a restaurant. There he ate a broiled chicken and sipped a bottle of white wine. Then he enjoyed a cigar a grade better than the one the warden had given him. From there, he moved leisurely to the depot. He tossed a quarter into the hat of a blind man sitting by the door, and boarded his train. In three hours, he reached the little town. He went to the cafe of Mike Dolan and shook hands with him.
[জিমি জেল থেকে বেরিয়ে অন্য একটি শহরে যাওয়ার ট্রেন ধরল, যেখানে সে মাইক ডোলানের সঙ্গে দেখা করল। কিন্তু তার আগে, পাখিদের গান, সবুজ গাছদের হিল্লোল এবং ফুলের সৌরভ উপেক্ষা করে সে সোজা এক রেস্তোরাঁয় গেল। সেখানে সে ঝলসােেনা মুরগির মাংস খেল এবং এক বোতল সাদা ওয়াইন পান করল। তারপর কারাধ্যক্ষের দেওয়া সিগারের চেয়ে ভালো একটা সিগার সেবন করল। সেখান থেকে সে ধীরে সুস্থে ডিপোর দিকে এগোল। দরজার পাশে বসে থাকা একজন অন্ধ লোকের টুপির মধ্যে একটা সিকি ছুঁড়ে দিয়ে সে ট্রেনে চড়ল। ছোটো শহরটিতে পোঁছোতে তার তিন ঘন্টা সময় লাগল। সে মাইক ডোলানের কফিখানায় গেল এবং তার সঙ্গে করমর্দন করল।]
5. Who was Ben Price? How did he conclude that Jimmy had resumed burgling? What did he decide next? [বেন প্রাইস কে? কীভাবে তিনি এই সিদ্ধান্তে এলেন যে জিমি আবার চুরি করেছে? তিনি এর পর কী সিদ্ধান্ত নিলেন?]
Ans. Ben Price was the detective who investigated the cases of burglary committed by Jimmy Valentine.
> A week after Jimmy’s release from prison, three cases of burglary were reported. Although no clue was left, Ben Price found similarity in the style and method of operating. The manner of burglary matched Jimmy’s neat, clean and easy style. So from his personal experience about Jimmy’s style of operating, Ben Price concluded that Jimmy had resumed burgling.
> Ben Price vowed to arrest Jimmy. He decided that Jimmy would have to undergo a full-term of punishment. He also vowed to see that no more pardons or short times were granted to Jimmy Valentine.
[বেন প্রাইস হলেন সেই গোয়েন্দা যিনি জিমি ভ্যালেনটাইন দ্বারা সংঘটিত চুরির ঘটনাগুলির তদন্ত করেন।
জিমি জেল থেকে ছাড়া পাবার এক সপ্তাহ পর, তিনটি সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটে। কোনো প্রমাণ না থাকলেও বেন প্রাইস চুরির পদ্ধতি এবং আদবকায়দার মধ্যে মিল খুঁজে পান। সবগুলোই জিমির সহজ পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের ধারার সঙ্গে মিলে যায়। জিমির কর্মধারা সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বেন প্রাইস এই সিদ্ধান্তে উপনীত হন যে জিমি আবার চুরির কাজে হাত লাগিয়েছে।
বেন প্রাইস জিমিকে গ্রেফতার করার প্রতিজ্ঞা করলেন। তিনি ঠিক করলেন সে জিমিকে এবার পুরো মেয়াদের সাজা ভোগ করিয়ে ছাড়বেন। জিমি যাতে ভ্যালেনটাইন আর কোনো ক্ষমা বা সংক্ষিপ্ত মেয়াদ লাভ করতে না পারে সেদিকেও নজর রাখার প্রতিজ্ঞা করলেন তিনি।]
6. “That’s Dandy Jim Valentine’s autograph.” -Who made this comment? What was the occasion? What does the speaker mean to convey through this remark? [এই মন্তব্যটি কার? এটির প্রসঙ্গটি কী? বক্তা এই মন্তব্যের মাধ্যমে কী বোঝাতে চান?]
Ans. Ben Price, the detective, made this comment.
> After his release from jail, Jimmy Valentine was involved in three cases of safe-cracking at Richmond in Indiana, Logansport and then in Jefferson City. Ben Price, the detective, visited the sites of burglaries. There, he noticed a remarkable similarity in all the three cases and made this remark.
> Jimmy was very skilful (স্কিলফুল) and meticulous (মেটিকিউলাস) in his job. He did not leave any clue of his misdeeds. He jerked (জার্কড্) out the combination lock using his own special tools. He used his drill (ড্রিল) to make only one hole in the vault. The tumblers were punched (পাঞ্চড্) out cleanly. This was his signature style. Ben Price knew Jimmy’s style of functioning well. He referred to this as Jimmy’s autograph.
[এই মন্তব্য করেন গোয়েন্দা বেন প্রাইস।
জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি ভ্যালেনটাইন তিনটি সিন্দুক ভাঙার ঘটনায় জড়িত ছিল। ইন্ডিয়ানার রিচমন্ডে, লোগানস্পোর্টে এবং এরপর জেফারসন শহরে। গোয়েন্দা বেন প্রাইস তিনটি অকুস্থলই পরিদর্শন করেন। তিনি তিনটি ঘটনার ক্ষেত্রেই এক উল্লেখযোগ্য সাদৃশ্য লক্ষ করায় এই মন্তব্য করেন।
জিমি তার কাজে খুবই দক্ষ এবং নিখুঁত ছিল। সে তার অপরাধের কোনো চিহ্ন রেখে যেত না। সে তার নিজস্ব যন্ত্রপাতির সাহায্যে কম্বিনেশন তালা উপড়ে আনতে পারত। সে তার তুরপুন দিয়ে সিন্দুকে একটামাত্র ছিদ্র করত। পরিষ্কারভাবে তালাগুলোর ভেতরের যন্ত্রাংশ বের হয়ে এসেছিল। এটাই ছিল তার কাজের বিশেষ লক্ষণ। জিমির কাজের আদবকায়দা বেন প্রাইস ভালোভাবেই জানতেন। তিনি এটাকেই জিমির স্বাক্ষর বলে অভিহিত করেছিলেন।]
7. “He’ll do his bit next time without any short time or clemency foolishness.”-Who makes this comment and about whom? What message does the person intend to convey through this remark? [কে কার সম্বন্ধে এই মন্তব্য করলেন? এই মন্তব্যের মাধ্যমে বক্তা কী বার্তা পৌঁছে দিতে চান?]
Ans. Ben Price, the detective, makes this remark about Jimmy Valentine, the infamous safe-cracker.
> Ben Price was well aware of the activities of Jimmy Valentine and his method and style of functioning. Earlier, Jimmy had been accused (অ্যাকিউ) in a case and sentenced to four years’ imprisonment. But after serving ten months in prison, Jimmy received pardon from the Governor and was released. Immediately after his release from jail, Jimmy committed three safe-cracking burglaries at three different places. Ben Price determined to book Jimmy for his offences. He wanted Jimmy to be punished for the full term and not obtain any pardon or short time.
[গোয়েন্দা বেন প্রাইস কুখ্যাত সিন্দুক-ভাঙা চোর জিমি ভ্যালেনটাইন সম্পর্কে এই মন্তব্য করেন।
জিমির কাজকর্ম এবং কাজের আদব কায়দা সম্বন্ধে বেন প্রাইস যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। আগে জিমি একটি ঘটনায় অভিযুক্ত হয়ে চার বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। কিন্তু দশ মাস জেল খাটার পর জিমি গভর্নরের কাছ থেকে ক্ষমা লাভ করে ছাড়া পেয়েছিল। ছাড়া পাওয়ার পরপরই তিনটি ভিন্ন জায়গায় তিনটি সিন্দুক ভাঙার ঘটনা জিমি ঘটায়। বেন প্রাইস শপথ নেন যথাযথ তদন্তের মাধ্যমে জিমিকে তার অপরাধের জন্য সাজা দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি চেয়েছিলেন যে জিমি যেন পুরো মেয়াদ জেল খাটার শাস্তি ভোগ করে এবং কোনো ক্ষমা-ভিক্ষা না পায় বা মেয়াদ কমাতে না পারে।]
8. Who was Miss Annabel Adams? How did Jimmy come to know about the lady? What impression did Miss Adams have on Jimmy? [মিস অ্যানাবেল অ্যাডামস্ কে? কীভাবে জিমি এই যুবতির বিষয়ে জানতে পারে? জিমির ওপর মিস্ অ্যাডামসের কী প্রভাব ছিল?]
Ans. Miss Annabel Adams, a lovely young lady, was the daughter of the owner of Elmore bank.
> The boy, loafing on the steps of the bank was the main source of information for Jimmy. He gave the boy some dimes and came to know that the lovely young lady was Miss Annabel Adams, the daughter of the bank owner.
> Miss Annabel Adams attracted Jimmy’s attention the moment he saw her. According to Jimmy, she was the finest girl in the world. He looked into her eyes, forgot what he was and became another man. Jimmy’s transformation from a safe-cracker to an honest man was a result of his falling in love with her. Her influence on Jimmy is, therefore, profound.
[মিস অ্যানাবেল অ্যাডামস্ একজন সুন্দরী যুবতি ও এলমোর ব্যাংকের মালিকের কন্যা।
জিমির তথ্যের মূল সূত্র ছিল সেই ছোট্ট ছেলেটি যে ব্যাংকের সিঁড়ির ধাপে ঘুর ঘুর করছিল। জিমি ছেলেটিকে কয়েকটি ডাইম (মুদ্রা) দিয়ে জানতে পারে যে ওই সুন্দরী যুবতি হল ব্যাংক মালিকের কন্যা মিস অ্যানাবেল অ্যাডামস্।
যে মুহূর্তে জিমি তাকে দেখল, মিস অ্যানাবেল অ্যাডামস তার মন কেড়ে নিল। জিমির মতে, সে হল দুনিয়ার সেরা মেয়ে। সে তার চোখে চোখ রাখল, ভুলে গেল সে কী ছিল এবং এক অন্য মানুষ হয়ে উঠল। একজন সিন্দুক-ভাঙা চোর থেকে একজন সৎ ব্যক্তিতে জিমির রূপান্তর হল তার মিস অ্যাডমস্-এর প্রেমে পড়ার ফল। সুতরাং জিমির ওপর তার প্রভাব সুগভীর।]
9. What did Jimmy write to his old friend in St. Louis? Why did he write so? [সেন্ট ল্যুই-এর পুরোনো বন্ধুকে জিমি কী লিখেছিল? সে কেন এমন লিখল?]
Or, What did Jimmy write in his letter to his old friend? What made him write the letter? [জিমি তার পুরোনো বন্ধুকে চিঠিতে কী লিখেছিল? কী তাকে দিয়ে চিঠিটা লিখিয়েছিল?]
Ans. When Jimmy achieved success as an honest businessman at Elmore, he wrote a letter to his friend in St. Louis. In this letter, he informed his friend that he was then a businessman and was going to marry the finest girl in the world within two weeks. He vowed not to do any crooked thing anymore. He had started a new life. So, he wanted to give his friend the burglar’s tools. He, therefore, asked his friend to meet him in Sully’s place on Wednesday night.
> He wrote this letter to tell his friend clearly about his present position and future plans. He now wanted to lead an honest life. This letter projects Jimmy’s reformation.
[এলমোরে সৎ ব্যবসায়ী হিসেবে সাফল্য অর্জন করে জিমি তার সেন্ট ল্যুই-এর পুরোনো বন্ধুকে একটি চিঠি লেখে। এই চিঠিতে সে তার বন্ধুকে জানায় যে সে তখন একজন ব্যবসায়ী হয়ে উঠেছে এবং আগামী দু’সপ্তাহের মধ্যে সে বিশ্বের সেরা সুন্দরীকে বিয়ে করতে চলেছে। সে প্রতিজ্ঞা করে যে সে আর-কোনো অসৎ কাজ করবে না। সে নয়া জীবন শুরু করেছে। এজন্য সে তার চুরি করার যাবতীয় সরঞ্জাম তার বন্ধুকে দান করতে চায়। তাই সে তার বন্ধুকে বুধবার রাতে স্যুলির ডেরায় তার সঙ্গে দেখা করতে বলে।
তার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তার বন্ধুকে স্পষ্ট করে জানানোর জন্যই সে এই চিঠি লেখে। এখন সে সৎ জীবনযাপন করতে চায়। এই চিঠিটি জিমির সংশোধনকে তুলে ধরে।]
10. “I wouldn’t do another crooked thing for the whole world.”-Who is the person referred to here as ‘I’? To whom did he make such a promise and when? Was he able to keep his promise? [‘এখানে ‘আমি’ বলতে কাকে বোঝায়? সে কার কাছে কখন এরকম প্রতিশ্রুতি দিয়েছিল? সে কি তার প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছিল?]
Ans. The person referred to here as ‘I’ is Jimmy Valentine, the infamous safe-cracker.
> He made such a promise in his letter to his old friend Billy. Jimmy told him of his intention (ইন্টেনশন) to present him his kit of safe-cracking tools.
> Leaving his old profession of cracking safes, Jimmy settled at Elmore and started an honest life of a businessman. He fell in love with Annabel and took for himself a new name, Ralph D. Spencer. His life had undergone (আন্ডারগন্) a great change and he was going to marry Annabel. At this point, an accident occurred and Jimmy had to take out his safe-cracking tools once again- but this time not to loot money from a safe but to break the door of a vault to save the life of an innocent little girl. Thus, Jimmy was able to keep his promise.
[‘আমি’ বলতে এখানে কুখ্যাত সিন্দুক-ভাঙা চোর জিমি ভ্যালেনটাইনকে বোঝানো হয়েছে।
তার পুরোনো বন্ধু বিলিকে লেখা চিঠিতে সে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। তার সিন্দুক ভাঙার সরঞ্জামগুলি বিলিকে উপহার দেওয়ার ইচ্ছের কথা জিমি তাকে বলেছিল।
তার পুরোনো পেশা সিন্দুক ভাঙা ত্যাগ করে জিমি এলমোরে এসে থিতু হয়েছে এবং একজন সৎ ব্যবসায়ীর জীবন শুরু করেছে। সে অ্যানাবেলের প্রেমে পড়েছিল এবং নিজের জন্যে র্যালফ ডি. স্পেনসার এই নতুন নাম গ্রহণ করেছিল। তার জীবনে আমূল পরিবর্তন এসেছিল এবং সে অ্যানাবেলকে বিয়ে করবে বলে স্থির করেছিল। এই সময়েই একটি দুর্ঘটনা ঘটে এবং জিমিকে আবার তার সিন্দুক ভাঙার যন্ত্রপাতি বের করতে হয় কিন্তু এবার সিন্দুক ভেঙে টাকা পয়সা লুট করতে নয়, একটা সিন্দুকঘরের দরজা ভেঙে একটা নিষ্পাপ ছোট্ট মেয়ের জীবন বাঁচাতে। এইভাবে জিমি তার প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছিল।]
11. Why did Jimmy think about going into shoe business? How did he establish himself in Elmore? What did Jimmy Valentine write to his friend after his success? [জিমি কেন জুতোর ব্যাবসা করার কথা ভাবল? এলমোরে সে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করে? সাফল্যলাভের পর জিমি ভ্যালেনটাইন তার বন্ধুকে চিঠিতে কী লিখল?]
Ans. Jimmy had learnt the art of shoe making in prison. So, Jimmy thought about going into the shoe business at Elmore.
> At Elmore, Jimmy took the new name of Ralph D. Spencer and opened a shoe-store. It started running successfully. Spencer met Miss Annabel Adams, fell in love with her and they decided to marry. Because of his good looks and likable nature, he made friends with others. Thus, Jimmy established himself socially and economically at Elmore.
> Jimmy wrote to his friend Billy how he was making an honest living and of his resolve to live straight. He wrote that he would not do any crooked thing any more. He informed him of his intention to marry the finest girl on earth and to present Bill his kit of burglar’s tools.
[জেলে থাকতে জিমি জুতো তৈরির কাজ শিখেছিল। সুতরাং সে এলমোরে জুতোর ব্যাবসা করবে বলে ভেবেছিল।
এলমোরে এসে জিমি নতুন নাম নিল র্যালফ ডি. স্পেনসার এবং একটা জুতোর দোকান খুলল। এটা বেশ ভালোভাবেই চলতে লাগল। অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে স্পেনসারের দেখা হল, সে তার প্রেমে পড়ল এবং তারা বিয়ে করবে বলে স্থির করল। তার সুন্দর চেহারা এবং বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য অনেকের সঙ্গে তার বন্ধুত্ব হল। এভাবেই জিমি এলমোরে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করল।
জিমি তার বন্ধু বিলিকে লিখল কী করে সে সৎভাবে রোজগার করছে এবং তার সোজাসাপটা জীবনযাপনের সংকল্পের বিষয়ে। সে লিখল যে কোনোদিন আর-কোনো অন্যায় কাজ সে করবে না। সে তাকে জানিয়েছিল দুনিয়ার সেরা মেয়েটিকে বিয়ে করার এবং বিলকে তার চুরি করার সরঞ্জাম উপহার দেওয়ার ইচ্ছের কথা।]
12. What new name did Jimmy Valentine assume at Elmore? What business did he open there? How did Jimmy fare at Elmore? [জিমি ভ্যালেনটাইন এলমোরে নতুন কী নাম নিয়েছিল? সে সেখানে কী ব্যাবসা শুরু করেছিল? জিমি এলমোরে কীভাবে পসার জমিয়েছিল?]
Ans. Jimmy Valentine assumed the new name of Ralph D. Spencer at Elmore.
> He opened a shoe business at Elmore.
> Jimmy settled down at Elmore as Ralph D. Spencer and opened a flourishing shoe store. He secured a good run of trade. Socially, he was a successful man and made many friends there and won the respect of the community. He succeeded in securing the love of Annabel Adams. They got engaged. Even Mr. Adams, the typical, hard-working country banker, approved of Jimmy.
[জিমি ভ্যালেনটাইন এলমোরে র্যালফ ডি স্পেনসার এই নতুন নামটি নিয়েছিল।
সে সেখানে একটি জুতোর ব্যাবসা শুরু করেছিল। জিমি এলমোরে স্থায়ীভাবে বসবাস শুরু করে সেখানে একটি লাভজনক জুতোর দোকান খোলে। সে ভালোই ব্যবসা করছিল। সামাজিক দিক দিয়ে সে একজন সফল মানুষ হয়ে উঠল, অনেক বন্ধু হল এবং সমাজের সম্মান আদায় করে নিল। সে অ্যানাবেল অ্যাডামস্- এর ভালোবাসা জয় করেছিল। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিল। এমনকি আদর্শস্থানীয়, পরিশ্রমী, গ্রামীন ব্যাংকের মালিক মি. অ্যাডামস্ত তাকে মেনে নিলেন।]
13. Write a short note on the dramatic structure of the story, ‘Jimmy Valentine’: [‘Jimmy Valentine’ গল্পটির নাটকীয় গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।]
Ans. O. Henry’s short story, ‘Jimmy Valentine’, has a distinct dramatic structure. The safe-cracker Jimmy is in prison. The prison scene serves as an exposition. After release, Jimmy starts robbing again. Ben Price, the detective, vows to punish him with a full term. Jimmy goes to Elmore, meets Annabel and falls in love with her. At Elmore, he becomes Ralph D. Spencer and establishes himself as an honest businessman. These events serve to complicate the plot. The story reaches its climax when a little girl gets locked inside the vault. At Annabel’s request, Ralph becomes Jimmy again and uses the burglar’s tools to rescue the girl trapped inside the vault. Although Ben Price is there to arrest Jimmy, he lets Jimmy go free. He pretends not to know Jimmy. This part serves as the conclusion of the story. The ending is a surprising one.
[ও. হেনরির ছোটোগল্প ‘Jimmy Valentine’-এর একটি সুস্পষ্ট নাটকীয় গঠন আছে। সিন্দুক-ভাঙা চোর জিমি জেলে আছে। জেলখানার দৃশ্যটি প্রস্তাবনার কাজ করে। ছাড়া পাওয়ার পর জিমি আবার চুরি শুরু করে। গোয়েন্দা বেন প্রাইস জিমিকে পুরো মেয়াদের শাস্তি দেওয়ানোর শপথ নেয়। জিমি এলমোরে যায়, অ্যানাবেলের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার প্রেমে পড়ে। এলমোরে সে হয়ে ওঠে র্যালল্ফ ডি. স্পেনসার এবং নিজেকে একজন সৎ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করে। এই ঘটনাগুলি গল্পের কাহিনিসূত্রকে জটিল করে। এরপর ঘটনাপ্রবাহ ক্রমশ পরিণতির দিকে এগোয় যখন একটি ছোট্ট মেয়ে সিন্দুকঘরের ভিতর আটকে পড়ে। অ্যানাবেলের অনুরোধে র্যাল্ল্ফ জিমিতে রূপান্তরিত হয়ে সিন্দুকঘরে আটকে পড়া মেয়েটিকে উদ্ধার করতে চুরি করার সরঞ্জাম ব্যবহার করে। যদিও ওখানে জিমিকে ধরতে বেন প্রাইস উপস্থিত ছিলেন, তিনি জিমিকে ছেড়ে দিলেন। তিনি জিমিকে না চেনার ভান করেন। এই অংশটি গল্পটির উপসংহারের কাজ করে। শেষটি চমকপ্রদ।]
14. Give a character sketch of Jimmy Valentine. [জিমি ভ্যালেনটাইন চরিত্রটি চিত্রিত করো।]
Ans. Jimmy Valentine is intelligent, young and handsome. He’s not a ‘bad fellow at heart’ and has compassion for those in need. An infamous safe-cracker at the beginning, he establishes himself as an honest lover and a successful businessman after falling in love. At Elmore, he assumes the name Ralph D. Spencer and opens a shoe-store. His learning the art of shoe-making in prison helps him to establish himself as an honest businessman. At the bank, when a little girl gets locked inside the vault he rescues her at the risk of revealing his past identity. He uses the burglar’s tools to save the girl. He proves himself honest to his new identity. His reformation from a burglar to an honest man with a humane approach makes Ben Price so sympathetic that he does not arrest him. Jimmy Valentine is really a very interesting character.
[জিমি ভ্যালেনটাইন বুদ্ধিমান, তরুণ এবং সুদর্শন। লোকটা মনের দিক থেকে খারাপ ছিল না এবং দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি তার সহানুভূতি ছিল। শুরুতে এক কুখ্যাত সিন্দুক-ভাঙিয়ে চোর হলেও প্রেমে পড়ার পর সে নিজেকে একজন সৎ প্রেমিক এবং সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করে। এলমোরে সে র্যালফ ডি. স্পেনসার নাম গ্রহণ করে এবং একটি জুতোর দোকান খোলে। জেলে থাকতে জুতো তৈরির কায়দা রপ্ত করাটা তাকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল। ব্যাংকের সিন্দুকঘরে যখন একটা বাচ্চা মেয়ে আটকা পড়ল, তার পূর্ব পরিচয় ফাঁস হওয়ার ঝুঁকি নিয়েও সে মেয়েটিকে উদ্ধার করল। মেয়েটিকে বাঁচাতে সে চুরি করার সরঞ্জাম ব্যবহার করে। তার নতুন পরিচয়ের প্রতি তার সততা প্রমাণিত হল। একজন চোর থেকে মানবিক গুণসম্পন্ন এক ব্যক্তিত্বে তার এই রূপান্তর বেন প্রাইসকে তার প্রতি এতটাই সহানুভূতিশীল করে তোলে যে তিনি তাকে গ্রেফতার করলেন না। সত্যিই জিমি ভ্যালেনটাইন এক আকর্ষণীয় চরিত্র।]
15. In your own words, briefly narrate the conversation between Jimmy and the warden inside the jail. Did Jimmy follow the advice of the warden? [নিজের ভাষায় জেলের ভিতরে জিমি এবং কারাধ্যক্ষের মধ্যে যা কথোপকথন হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করো। জিমি কি কারাধ্যক্ষের পরামর্শ মেনেছিল?]
Ans. The warden handed Jimmy his pardon and told him he would be released the next morning. He then advised Jimmy to stop cracking safes and live an honest life. In response to his advice, Jimmy feigned (ফেইন্ড্) surprise and denied that he had ever cracked a safe in his life. Laughing, the warden asked how he was sent to jail for the Springfield job. He wanted to know if he had failed to produce any evidence in fear of any influential person or if it had been the evil design of the jury. When the warden described him as an innocent victim, Jimmy told him that he had never been to Springfield in his life. Then the warden once again asked him to think over his advice.
> After being released from jail, Jimmy did not follow the warden’s advice. He resumed burglary. A week after his release, three cases of safe-cracking were reported. Detective Ben Price realised that all the cases bore Jimmy’s ‘autograph’. It was only when he went to Elmore and fell in love with the banker’s daughter Annabel that he decided to give up his criminal career. He took the name Ralph D. Spencer, opened a shoe-store and achieved success. Jimmy’s innermost desire to reform himself was inspired by his genuine love for Annabel, not by the warden’s advice.
[কারাধ্যক্ষ জিমিকে তার মার্জনাপত্র তুলে দিয়ে তাকে জানান যে তাকে পরের দিন সকালে ছেড়ে দেওয়া হবে। তিনি তখন তাকে সিন্দুক ভাঙা বন্ধ করে সৎভাবে জীবনযাপন করার পরামর্শ দেন। তাঁর পরামর্শের প্রতিক্রিয়ায় জিমি বিস্মিত হওয়ার ভান করে তার জীবনে একটিও সিন্দুক ভাঙার কথা অস্বীকার করে। হেসে কারাধ্যক্ষ জিজ্ঞেস করেন কীভাবে তাকে স্প্রিংফিল্ডের ঘটনার জন্য জেলে পাঠানো হয়েছিল।
তিনি আরও জানতে চান সে কোনো প্রভাবশালী ব্যক্তির ভয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে বা এটি জুরির কারসাজি ছিল নাকি। যখন কারাধ্যক্ষ তাকে নিরপরাধ বলেন, জিমি তাকে বলে যে সে তার জীবনে কখনও স্প্রিংফিল্ডে যায়নি। কারাধ্যক্ষ তখন আবার তাকে তাঁর পরামর্শ নিয়ে ভাবতে বলেন।
জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি কারাধ্যক্ষের পরামর্শ মানেনি। সে আবার চুরি শুরু করে। তার মুক্তির এক সপ্তাহ পরে, সিন্দুক ভাঙার তিনটি ঘটনার কথা জানাজানি হয়। গোয়েন্দা বেন প্রাইস বুঝতে পারেন যে সমস্ত কেসেই জিমির হাতের ছোঁয়া রয়েছে। যখন সে এলমোরে যায় এবং ব্যাংক মালিকের মেয়ে অ্যানাবেলের প্রেমে পড়ে তখনই সে তার অপরাধমূলক কাজকর্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তার আগে নয়। সে র্যালফ ডি. স্পেনসার নাম নেয়, একটি জুতোর দোকান খোলে এবং সাফল্য অর্জন করে। নিজেকে সংস্কার করার জন্য জিমির অন্তর্নিহিত আকাঙ্ক্ষা অ্যানাবেলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, কারাধ্যক্ষের পরামর্শ দ্বারা নয়।]
16. What role does Ben Price play in the story, ‘Jimmy Valentine’? [‘Jimmy Valentine’ গল্পে বেন প্রাইস কী ভূমিকা পালন করেন?]
Ans. Ben Price plays a very significant role. He is the detective with the job of investigating the cases of safe-cracking and tracking down the criminal. He is intelligent, alert and effective in analysing situations. His power of observation is keen. He appreciates that the persons committing crimes like looting public money should be brought to book. His clear analytical mind and resolute nature bring him close to arresting Jimmy Valentine. But he realises that Jimmy has really changed and is set to start a real honest life with Annabel. The man in him urges him to allow Jimmy alias Ralph to get the much needed social rehabilitation. The greatness of his soul is revealed when Jimmy surrenders but he pretends that he does not know him. Ben Price is really a very likeable person.
[বেন প্রাইস অত্যন্ত তাৎপর্যময় ভূমিকা পালন করেন। তিনি একজন গোয়েন্দা যাঁকে সিন্দুক ভাঙার ঘটনাগুলির তদন্ত করা এবং অপরাধীকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বুদ্ধিমান, সতর্ক এবং পরিস্থিতি বিশ্লেষণে কার্যকরী। তাঁর পর্যবেক্ষণ শক্তি তীক্ষ্ণ। তিনি উপলব্ধি করেন জনগণের টাকা লুঠ করার মতো অপরাধ যে করছে তাকে শাস্তি দেওয়া জরুরি। তাঁর স্বচ্ছ, বিশ্লেষণী মানসিকতা এবং অটল মনোভাব তাঁকে জিমি ভ্যালেনটাইনকে গ্রেফতার করার খুব কাছাকাছি নিয়ে যায়। কিন্তু তিনি বুঝলেন যে জিমি সত্যি সত্যিই পালটে গিয়েছে এবং অ্যানাবেলকে নিয়ে সত্যিকারের সৎ জীবনযাপনের জন্য প্রস্তুত। তাঁর ভিতরের মানুষটি তাঁকে তাড়িত করল জিমি ওরফে র্যাল্ল্ফকে অতি প্রয়োজনীয় সামাজিক পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার জন্য। তাঁর চিত্তের উদারতা উন্মোচিত হয় ঠিক তখনই যখন জিমি আত্মসমর্পণ করে কিন্তু তিনি জিমিকে না চেনার ভান করেন। সত্যিই বেন প্রাইস লোকটি বেশ।]
17. Write a note on the title of the story, ‘Jimmy Valentine’. [‘Jimmy Valentine’ গল্পটির শিরোনাম সম্পর্কে লেখো।]
Ans. In the story, Jimmy Valentine is the central character. The entire story moves with the focus fixed on Jimmy. Jimmy is intelligent, handsome and innovative. But he earns notoriety by cracking safes. He is convicted, released from prison and back in his old trade. He meets a beautiful young lady named Annabel Adams in Elmore and falls in love with her. He undergoes a radical (র্যাডিকেল) change and assumes a new name Ralph D. Spencer. A safe-cracker becomes a successful businessman. Ben Price, the detective, enters the scene when Jimmy faces the greatest challenge in life. Will he save the life of a little girl at the risk of exposing his true identity? There is dramatic suspense with subtle (সাল্) twists but everything in the plot moves round Jimmy Valentine. So the title is appropriate.
[গল্পে জিমি ভ্যালেনটাইন কেন্দ্রীয় চরিত্র। সম্পূর্ণ কাহিনি আবর্তিত হয় জিমিকে কেন্দ্র করে। জিমি বুদ্ধিমান, সুদর্শন এবং উদ্ভাবনী শক্তিসম্পন্ন। কিন্তু সে সিন্দুক ভেঙে কুখ্যাতি অর্জন করেছে। তার সাজা হয় এবং ছাড়া পাবার পর সে তার পুরোনো পেশা আবার শুরু করে। এলমোরে হঠাৎই তার দেখা হয় অ্যানাবেল অ্যাডামস্ নামে এক সুন্দরী যুবতির সঙ্গে এবং সে তার প্রেমে পড়ে। তার জীবনে আমূল পরিবর্তন ঘটে এবং সে র্যালফ ডি. স্পেনসার এই নতুন নাম নেয়। একজন সিন্দুক-ভাঙা চোর হয়ে যায় এক সফল ব্যবসায়ী। যখন জিমি তার জীবনের এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি সেখানে আবির্ভাব হয় গোয়েন্দা বেন প্রাইসের। সে কি তার পুরোনো পেশার পরিচয়কে জনসমক্ষে মেলে ধরবে একটি বাচ্চা মেয়ের জীবন বাঁচাতে? কাহিনির মধ্যে আছে ঘটনা প্রবাহের সূক্ষ্ম মোচড় সমেত নাটকীয় মোড়। কিন্তু যা কিছু ঘটছে সবই জিমি ভ্যালেনটাইনকে কেন্দ্র করে। তাই শিরোনামটি যথার্থ।]
18. In what sense is the conclusion of the story, ‘Jimmy Valentine’, surprising? [‘Jimmy Valentine’ গল্পটির উপসংহার কোন্ অর্থে চমকপ্রদ?]
Or, Why is the ending of the story, ‘Jimmy Valentine’, said to be a surprise-ending? [‘Jimmy Valentine’ গল্পটির পরিসমাপ্তিকে চমকপ্রদ বলা হয় কেন?]
Or, What is the climax of the story, ‘Jimmy Valentine’ and how does it come to a conclusion? [‘Jimmy Valentine’ গল্পের চরম পরিণতি কোন্টি এবং এটি কীভাবে উপসংহারের দিকে এগোয়?]
Ans. In the concluding part of the story, ‘Jimmy Valentine’, Ralph transforms himself into Jimmy and uses the burglary tools to rescue the trapped girl. Then he surrenders to Ben Price, the detective, who has been watching everything. But Ben Price pretends not to know him in order to allow him to lead an honest life as Ralph D. Spencer. The ending may be considered surprising because we expect Ben Price to arrest Jimmy after witnessing Jimmy’s safe-cracking with his own eyes. But it is really surprising that he decides to accept Jimmy’s reformation and lets him go so that he can begin his life afresh. Thus, the climax reaches a surprising but satisfying conclusion.
[‘Jimmy Valentine’ গল্পটির শেষাংশে র্যালফ নিজেকে জিমিতে রূপান্তরিত করে এবং তার চুরি করার সরঞ্জাম ব্যবহার করে সে আটকে পড়া মেয়েটিকে উদ্ধার করে। তারপর সে নিজেকে সমর্পণ করে গোয়েন্দার বেন প্রাইসের কাছে যিনি সবটাই লক্ষ করছিলেন। কিন্তু বেন প্রাইস জিমিকে না চেনার ভান করেন যাতে জিমি র্যাল্ল্ফ ডি. স্পেনসার হিসেবে সৎভাবে জীবনযাপন করতে পারে। গল্পটির এই পরিসমাপ্তিটিকে চমকপ্রদ বলা যেতে পারে কেন-না আমরা আশা করেছিলাম নিজের চোখে জিমিকে সিন্দুক ভাঙতে দেখে শেষ পর্যন্ত বেন প্রাইস জিমিকে গ্রেফতার করবেন। কিন্তু এটি সত্যিই বিস্ময়কর যে তিনি জিমির সংশোধনকে স্বীকার করে নেন এবং তাকে ছেড়ে দেন নতুন করে জীবন শুরু করার জন্যে। এইভাবে চরম পরিণতি চমকপ্রদ কিন্তু সন্তোষজনক উপসংহারে পৌঁছায়।]
19. Give two examples of conflict from ‘Jimmy Valentine’. [‘Jimmy Valentine’ থেকে দ্বন্দ্বের দুটি উদাহরণ দাও।]
Ans. Conflict in a story is opposition of characters, situations and views. It may be inner or outer or both. In ‘Jimmy Valentine’, when Annabel urges Ralph D. Spencer to do something to rescue the girl trapped inside the vault, he had a strange smile. This smile reveals his inner conflict. He knows how to open the vault. But it is really risky because it will reveal his past identity. Ultimately the conflict is resolved as he uses the burglar’s tools to save the girl. Again when Ben Price, the detective, is convinced that Jimmy Valentine has completely changed, he does not arrest him. Pretending not to know Jimmy, he allows him to lead an honest life.
[দ্বন্দ্ব হচ্ছে চরিত্র, পরিস্থিতি এবং অভিমতের বিরোধ। এটি বাহ্যিক অথবা অন্তরের অথবা উভয়েরই হতে পারে। ‘Jimmy Valentine’-এ যখন অ্যানাবেল র্যাল্ল্ফ ডি. স্পেনসারকে সিন্দুকঘরে বন্দি মেয়েটিকে উদ্ধার করার জন্য কিছু একটা করতে অনুরোধ করে, তখন র্যালফের মুখে এক অদ্ভুত হাসি দেখা দেয়। এই হাসি আসলে তার অন্তরের দ্বন্দ্বের প্রকাশ। সে সিন্দুকঘরের দরজা খোলার কায়দাকানুন জানে। কিন্তু সে কাজে ঝুঁকি আছে কারণ সেটি তার অতীত পরিচয় ফাঁস করে দেবে। শেষ পর্যন্ত এ দ্বন্দ্বের নিরসন ঘটে যখন সে চুরি করার সরঞ্জাম ব্যবহার করে মেয়েটিকে উদ্ধার করে। আবার গোয়েন্দা বেন প্রাইস যখন বুঝতে পারেন যে জিমি ভ্যালেনটাইন পুরোপুরি বদলে গিয়েছে, তিনি তাকে গ্রেফতার করেন না। জিমিকে না চেনার ভান করে তিনি তাকে সৎ জীবনযাপনের সুযোগ করে দেন।]
20. “That child-she can’t stand it long in there.”-Who is referred to here? Why was she in danger? How was she saved? [এখানে কার কথা বলা হয়েছে? সে কেন বিপদে পড়েছে? কীভাবে সে উদ্ধার পেল?]
Ans. Agatha, Annabel’s younger niece, is referred to here.
> In a spirit of play, May had shut Agatha in the new vault of Elmore bank. She was in danger because neither had the clock been wound nor the combination set. Moreover, there was not enough oxygen in the vault and she would go into convulsions from fright. There was none nearby who could open the vault.
> While all were at a loss in this situation, Annabel urged Ralph to do something in order to rescue the girl. Unable to ignore her plea, Ralph became Jimmy again. He took out his tools and, by using his pet drill, opened the door and rescued the girl trapped inside the vault. [এখানে অ্যানাবেলের ছোটো বোনঝি আগাথার কথা বলা হয়েছে।
খেলতে খেলতে মে এলমোর ব্যাংকের নতুন সিন্দুকঘরে আগাথাকে বন্ধ করে ফেলে। সে বিপদে পড়ে কারণ তখনও না হয়েছে সিন্দুকঘরের ঘড়িটায় দম দেওয়া, না হয়েছে সংকেত নম্বর সাজানো। এ ছাড়া, সিন্দুকঘরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও নেই এবং ভয়ে তার খিঁচুনি শুরু হওয়ার উপক্রম। কাছাকাছি কেউ নেই যে সিন্দুকের দরজা খুলতে পারে।
সকলেরই যখন এই পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় অবস্থা, অ্যানাবেল তখন র্যালফকে কাতরভাবে অনুরোধ করল কিছু করার জন্য। র্যাল্ফ তার অনুরোধ অস্বীকার করতে না পেরে জিমি হয়ে উঠল। সে তার যন্ত্রপাতি বার করল এবং তার প্রিয় তুরপুন ব্যবহার করে দরজাটা খুলল এবং সিন্দুকঘরের ভিতরে আটকে পড়া মেয়েটিকে উদ্ধার করল।]
21. What was the relation of the little girls with Annabel? What happened to the younger girl? Why did Annabel urge Ralph to do something? How did he save the little girl? [ছোটো মেয়েগুলির সঙ্গে অ্যানাবেলের সম্পর্ক কী ছিল? ছোটো মেয়েটির কী ঘটেছিল? কেন অ্যানাবেল র্যালফ্টকে কিছু করতে বলল? সে কীভাবে ছোটো মেয়েটিকে বাঁচিয়েছিল?]
Or, “Can’t you do something Ralph-try, won’t you?” Who were the girls for whom Miss Annabel Adams implored Ralph in such a manner? What happened to them? Why did Miss Annabel Adams implore Ralph? What did Ralph do then? [যে মেয়েদের জন্য মিস অ্যানাবেল অ্যাডামস্ এভাবে র্যাফ্টের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল তারা কারা? তাদের কী হয়েছিল? কেন মিস অ্যানাবেল অ্যাডামস্ র্যালফ্টকে সনির্বন্ধ অনুরোধ করেছিলেন? তখন র্যালফ কী করেছিল?]
Ans. The little girls were the nieces of Miss Annabel Adams. > At the bank, the elder girl playfully pushed her little sister inside the vault and shut the door. As a result, the little girl was locked in.
> All were terrified when the little girl got locked inside the new vault. But none could find a way to bring her out. Annabel thought that her lover, Mr Ralph D. Spencer, would be able to perform a miracle. So she urged Ralph to do something to rescue the girl trapped inside the vault.
> Ralph begged Annabel of her rose and became Jimmy again. He opened the door of the vault with his drill and other tools of safe-cracking and thereby rescued the trapped girl unharmed (আনহার্মড়). Thus, he became a hero and his transformation was complete.
[ছোটো মেয়েগুলি ছিল মিস অ্যানাবেল অ্যাডামস্-এর বোনঝি। ব্যাংকে বড়ো মেয়েটি খেলাচ্ছলে তার ছোট্ট বোনকে সিন্দুকঘরের মধ্যে ঠেলে দিয়ে দরজা আটকে দিয়েছিল। ফলে ছোটো মেয়েটি ভিতরে আটকে গিয়েছিল।
সবাই আতঙ্কিত হলেন যখন ছোট্ট মেয়েটি নতুন সিন্দুকঘরের ভিতর আটকে পড়েছিল। কিন্তু কেউই তাকে বের করে আনার কোনো উপায় খুঁজে পেল না। অ্যানাবেল ভেবেছিল যে তার প্রেমিক মি. র্যাল্ল্ফ ডি. স্পেনসার অলৌকিক কিছু ঘটাতে পারবে। তাই সে সিন্দুকে বন্দি মেয়েটিকে উদ্ধার করার জন্য কিছু করতে র্যালফকে অনুরোধ জানাল। র্যাল্ল্ফ অ্যানাবেলের কাছ থেকে তার গোলাপটি চাইল এবং আবার জিমি হয়ে গেল। তার তুরপুন ও অন্যান্য সিন্দুক ভাঙার যন্ত্রপাতি ব্যবহার করে সে সিন্দুকঘরের দরজা খুলে ফেলল এবং এভাবে বন্দি মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করল। এইভাবে জিমি নায়ক হয়ে ওঠে এবং তার পরিবর্তন সম্পূর্ণ হয়।]
22. Who was Ben Price? Why did he ignore to recognise Jimmy at the end of the story? [বেন প্রাইস কে ছিলেন? গল্পের শেষে কেন তিনি জিমিকে চিনতে চান না কেন?]
Ans. In O. Henry‘s short story ‘Jimmy Valentine’, Ben Price was the detective who investigated the burglaries committed by Jimmy.
> Ben Price had been watching Jimmy closely in Elmore. His clear, analytical mind and resolute nature enabled him to find out Jimmy’s location. But he realised that Jimmy had really changed and was set to start an honest life with Annabel. He was convinced that Jimmy was leading a new reformed life. At the bank, Jimmy risked re-arrest to save a little girl. Although Jimmy surrendered after rescuing the girl, Ben Price did not want to arrest him because Jimmy had proven that he was a changed man now. The man in Ben Price urged him to allow Jimmy to get the much- needed social rehabilitation (রিহ্যাবিলিটেশন). So he ignored to recognise Jimmy Valentine and walked down the street.
[ও. হেনরির ‘Jimmy Valentine’ নামক ছোটোগল্পে বেন প্রাইস ছিলেন সেই গোয়েন্দা যিনি জিমির দ্বারা সংঘটিত চুরিগুলির তদন্ত করছিলেন।
এলমোরে বেন প্রাইস জিমিকে কড়া নজরে রাখেন। তাঁর তীক্ষ্ণ, বিশ্লেষণাত্মক মন এবং দৃঢ় ব্যক্তিত্ব তাঁকে জিমির অবস্থান খুঁজে বের করতে সক্ষম করে। কিন্তু তিনি বুঝতে পারেন যে জিমি সত্যিই বদলে গেছে এবং অ্যানাবেলের সাথে সৎভাবে জীবন শুরু করতে চলেছে। তিনি নিশ্চিত হন যে জিমি একটি নতুন ও পরিবর্তিত জীবন নির্বাহ করছে। ব্যাংকে জিমি একটি ছোট্ট মেয়েকে বাঁচাতে আবার গ্রেফতার হওয়ার ঝুঁকি নেয়। যদিও মেয়েটিকে উদ্ধার করার পর জিমি আত্মসমর্পণ করে, বেন প্রাইস তাকে গ্রেফতার করতে চান না কারণ জিমি প্রমাণ করেছিল যে সে পালটে গেছে। বেন প্রাইসের ভিতরের মানুষটি তাঁকে তাড়িত করেছিল জিমিকে প্রয়োজনীয় সামাজিক পুনর্বাসনের সুযোগ করে দিতে। তাই তিনি জিমিকে চিনতে না চেয়ে রাস্তায় নেমে আসেন।]
23. How does O. Henry establish a contrast between Jimmy Valentine and Ralph D. Spencer? [জিমি ভ্যালেনটাইন এবং র্যাল্ফ ডি. স্পেনসারের মধ্যে ও. হেনরি বৈপরীত্য কীভাবে স্থাপন করেছেন?]
Or, Do you think Valentine has really changed? [তোমার কি মনে হয় ভ্যালেনটাইন সত্যিই বদলে গেছে?] Or, How would you prove that Jimmy has really changed? [কেমন করে প্রমাণ করবে যে জিমি সত্যি সত্যিই বদলে গিয়েছে?]
Or, What evidence of Jimmy’s change is found in the story, ‘Jimmy Valentine’? [‘Jimmy Valentine’ গল্পে জিমির পরিবর্তনের কী প্রমাণ পাওয়া যায়?]
Or, “Mr Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine’s ashes…”-Why does the author compare Jimmy Valentine to phoenix? [লেখক কেন ‘ফিনিক্স’ -এর সঙ্গে জিমি ভ্যালেনটাইনের তুলনা করেন?]
Ans. Jimmy Valentine and Ralph D. Spencer are the two names of the same person but at two different stages of life. Both are smart, handsome and intelligent. But they differ considerably in profession, association, place and sphere of work, financial (ফিনান্সিয়াল্) condition, social status and mental disposition. While Jimmy Valentine is a notorious safe-cracker, Ralph D. Spencer is a successful businessman. Jimmy Valentine is a criminal being hunted by Ben Price, the detective, but Ralph D. Spencer exacts respect and sympathy from Ben Price for his honesty and generosity (জেনেরসিটি). It is ironical that both Valentine and Spencer use the same set of tools for cracking safes for two different purposes-one for looting and the other for rescuing (রেস্কিউং) an innocent child. Ralph is the phoenix rising from the ashes of Jimmy burning in Miss Annabel’s alterative fire of love.
[জিমি ভ্যালেনটাইন এবং র্যালফ ডি. স্পেনসার একই ব্যক্তির দুটি ভিন্ন নাম কিন্তু তা জীবনের দুটি ভিন্ন স্তরে। দুজনেই ঝকঝকে, সুদর্শন এবং বুদ্ধিমান। কিন্তু পেশা, সঙ্গ, কাজের স্থান ও ক্ষেত্র, আর্থিক সঙ্গতি, সামাজিক অবস্থান এবং মানসিক গঠনের নিরিখে দুজনের মধ্যে বিস্তর ফারাক। জিমি একজন কুখ্যাত সিন্দুক-ভাঙা চোর কিন্তু র্যাল্ল্ফ ডি. স্পেনসার একজন সফল ব্যবসায়ী। ডিটেকটিভ বেন প্রাইসের তাড়া খেয়ে বেড়াতে হয় অপরাধী জিমি ভ্যালেনটাইনকে অথচ র্যাল্ল্ফ ডি. স্পেনসার বেন প্রাইসের কাছ থেকে শ্রদ্ধা ও সহানুভূতি আদায় করে নেয় তার সততা এবং উদারতার জন্য। সবচেয়ে শ্লেষাত্মক হল এই যে একই যন্ত্রপাতি দু’জনে দুটি আলাদা উদ্দেশ্যে সিন্দুক ভাঙার জন্য ব্যবহার করে। একজন লুঠ করার উদ্দেশ্যে আর একজন একটি নিরীহ শিশুকে বাঁচাতে। র্যাল্ল্ফ হল মিস অ্যানাবেলের পরিবর্তনকারী ভালোবাসার আগুনে পোড়া জিমির ছাই থেকে বেরিয়ে আসা ফিনিক্স পাখি।]
Also Read – The Garden Party questions and answers
Excellent
Thank You