Jimmy Valentine Question Answer (Marks 2) | XI WBCHSE 2nd Semester

Jimmy Valentine Question Answer (Marks 2) | XI WBCHSE 2nd Semester

Jimmy Valentine Question Answer
Jimmy Valentine Question Answer

1. Who is the writer of the short story, ‘Jimmy Valentine’? What is his original name? [‘Jimmy Valentine’ ছোটোগল্পের লেখক কে? তাঁর আসল নাম কী?]

Ans. O. Henry is the writer of the short story, ‘Jimmy Valentine’. [‘Jimmy Valentine’ ছোটোগল্পটির লেখক ও. হেনরি।]

> The original name of O. Henry is William Sydney Porter.

[ও. হেনরির আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার।]

2. What is the original title of the story, ‘Jimmy Valentine’? [‘Jimmy Valentine’ গল্পের আদি শিরোনামটি কী?]

Ans. The original title of the story, ‘Jimmy Valentine’ is ‘A Retrieved Reformation’. [‘Jimmy Valentine’ গল্পটির আদি শিরোনাম হল ‘A Retrieved Reformation’]

3. Why was Jimmy Valentine put into jail? [জিমি ভ্যালেনটাইনের জেল হয়েছিল কেন?]

Ans. Jimmy Valentine was put into jail because he was found guilty of cracking the safe of a bank at Springfield. [স্প্রিংফিল্ডে একটি ব্যাংকের সিন্দুক ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার ফলে জিমি ভ্যালেনটাইনের কারাদণ্ড হয়েছিল।]

4. Where did Jimmy Valentine work during the ten months of his imprisonment? What work did Jimmy perform there? [তার দশ মাস কারাবাসের কালে জিমি ভ্যালেনটাইন কোথায় কাজ করত? সেখানে জিমি কী কাজ করত?]

Ans. Jimmy Valentine worked at the prison shoe-shop during the ten months of his imprisonment. [তার দশ মাস কারাবাসকালে জিমি ভ্যালেনটাইন কারাগারের জুতোর দোকানে কাজ করত।]

> Jimmy used to stitch shoe-uppers in the prison shoe- shop. [কারাগারের জুতোর দোকানে জিমি ভ্যালেনটাইন জুতোর ওপরের অংশ সেলাইয়ের কাজ করত।]

5. How long was Jimmy Valentine there in prison? What was his original term of imprisonment? [জিমি ভ্যালেনটাইন কতদিন কারাগারে ছিল? আসলে তার জেলমেয়াদ কতদিন ছিল?]

Ans. Jimmy Valentine was there in prison for nearly ten months. [জিমি ভ্যালেনটাইন মাস দশেক কারাগারে ছিল।]

> Originally, he was sentenced to imprisonment for four years. [আসলে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।]

6. What was Jimmy doing when a guard came to the prison shoe-shop? [যখন একজন কারারক্ষী কারাগারের জুতোর কারখানায় এসেছিল জিমি তখন সেখানে কী করছিল?]

Ans. When a guard came to the prison shoe-shop, Jimmy was carefully and tirelessly stitching uppers of shoes. [যখন একজন কারারক্ষী কারাগারের জুতো তৈরির কারখানায় এসেছিল তখন জিমি সেখানে নিরলসভাবে এবং যত্ন সহকারে জুতোর ওপরের অংশ সেলাই করছিল।।

7. How many months had Jimmy expected to stay in the prison at the longest? [বড়োজোর কতদিন তাকে জেলে থাকতে হবে বলে জিমি ভেবেছিল?]

Ans. Jimmy had expected to be in the prison only for about three months at the longest. [জিমি ভেবেছিল বড়োজোর মাস তিনেক তাকে জেলে থাকতে হবে।]

8. Why did the warden laugh when Jimmy told him that he had never cracked a safe in his life? [জিমি যখন কারাধ্যক্ষ মহাশয়কে বলল যে সে জীবনে কোনোদিন সিন্দুক ভাঙেনি তখন কারাধ্যক্ষ মহাশয় হাসলেন কেন?]

Ans. The warden laughed because he knew that Jimmy was telling a lie. [কারাধ্যক্ষ মহাশয় হাসলেন এই কারণে যে তিনি জানতেন যে জিমি মিথ্যে কথা বলছে।]

9. What did the warden advise Jimmy? [কারাধ্যক্ষ জিমিকে কী পরামর্শ দিয়েছিলেন?]

Ans. The warden advised Jimmy not to break safes anymore and to lead a straight life. [কারাধ্যক্ষ জিমিকে আর সিন্দুক না ভাঙার এবং সোজাসাপটা জীবনযাপনের পরামর্শ দিয়েছিলেন।]

10. What did Jimmy tell the warden in reply to his advice? [তাঁর পরামর্শের জবাবে জিমি কারাধ্যক্ষকে কী বলেছিল?]

Ans. Jimmy told the warden that he had never cracked a safe in his life. [জিমি কারাধ্যক্ষকে বলেছিল যে জীবনে সে কোনোদিন সিন্দুক ভাঙেনি।]

11. “I never was in Springfield in my life.”-Who said this and to whom? How is Springfield related to the life of the speaker? [কে, কাকে এই কথা বলেছিল? স্প্রিংফিল্ড বক্তার জীবনের সাথে কীভাবে জড়িত?]

Ans. Jimmy Valentine said this to the prison warden. [জিমি ভ্যালেনটাইন কারাধ্যক্ষকে এই কথা বলেছিল।]

12. “Brace up, and make a man of yourself.” -Who said to whom? [কে, কাকে এ কথা বলেছিল?]

Ans. The prison warden said this to Jimmy Valentine. [কারাধ্যক্ষ জিমি ভ্যালেনটাইনকে এ কথা বলেছিল।]

13. Who had pardoned Jimmy Valentine? Who handed him the letter of pardon? [জিমি ভ্যালেনটাইনকে কে ক্ষমা করে দিয়েছিলেন? কে তার হাতে মার্জনাপত্রটি তুলে দিয়েছিলেন?]

Ans. The Governor had pardoned Jimmy Valentine. [গভর্নর জিমি ভ্যালেনটাইনকে ক্ষমা করে দিয়েছিলেন।]

> The warden handed Jimmy the letter of pardon. [কারাধ্যক্ষ জিমির হাতে তার মার্জনাপত্রটি তুলে দিয়েছিলেন।]

14. What was the name of the guard in the prison? Why did a guard come to the prison shoe-shop? [জেলখানার রক্ষীর নাম কী ছিল? একজন কারারক্ষী কেন কারাগারের জুতোর দোকানে এলেন?]

Ans. Cronin was the name of the guard in the prison. [জেলখানার রক্ষীর নাম ছিল ক্রোনিন।]

> A guard came to the prison shoe-shop to escort Jimmy Valentine to the front office of the prison’s warden. [জিমি ভ্যালেনটাইনকে পাহারা দিয়ে কারাগারের সামনে কারাধ্যক্ষের অফিসে নিয়ে যাওয়ার জন্য একজন কারারক্ষী কারাগারের জুতোর দোকানে এলেন।]

15. What did the clerk at the prison give Jimmy Valentine? Why? [জেলখানার কেরানিটি জিমি ভ্যালেনটাইনকে কী দিয়েছিল? কেন?]

Ans. The clerk at the prison gave Jimmy a railroad ticket for travelling and a five-dollar bill for his rehabilitation. [জেলখানার কেরানি জিমিকে যাত্রার জন্য একটি রেলের টিকিট এবং জিমির পুনর্বাসনের জন্য পাঁচ ডলারের একটি নোট দিয়েছিল।]

> The clerk gave them to Jimmy because the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. [কেরানিটি জিমিকে এগুলি দিয়েছিল কারণ আইন আশা করে সে ভালো নাগরিক হিসেবে নিজের পূর্নবাসন করবে এবং সমৃদ্ধি লাভ করবে।]

16. What was the number of Jimmy Valentine during his stay in prison? Who is the investigator in the story ‘Jimmy Valentine’? [জেলে থাকাকালীন জিমি কত নম্বর কয়েদি ছিল? ‘Jimmy Valentine’ গল্পে তদন্তকারীটি কে?]

Ans. During his stay in prison, the number of Jimmy Valentine was 9762. [জেলে থাকাকালীন জিমি ভ্যালেনটাইনের নম্বর ছিল ৯৭৬২।]

> In ‘Jimmy Valentine’, Ben Price is the investigator.

[Jimmy Valentine’-এ বেন প্রাইস হলেন তদন্তকারী।]

17. How did Nature look when Jimmy was released and came out of the jail? [মুক্তিলাভের পর জিমি যখন জেলের বাইরে এল তখন প্রকৃতির রূপ কেমন ছিল?]

Ans. When Jimmy came out of the jail, Nature looked beautiful with the birds singing, the waving green trees and the fragrance of flowers everywhere. [জিমি যখন জেলখানা থেকে বেরিয়ে এল, প্রকৃতি তখন পাখিদের গান, সবুজ গাছগুলির হিল্লোল এবং সর্বত্র ফুলের সুবাস নিয়ে রমণীয়।]

18. What did Jimmy Valentine do first after coming out of the jall? [জেল থেকে বেরিয়ে জিমি ভ্যালেনটাইন প্রথম কোন্ কাজটি করল?]

Ans. After coming out of the jail, Jimmy Valentine first headed to a restaurant where he enjoyed a broiled chicken and a bottle of white wine and smoked a cigar of good quality. [জেল থেকে বেরিয়ে জিমি প্রথমেই গেল এক রেস্তোরাঁয় যেখানে সে সাদা ওয়াইন সহযোগে ঝলসানো মুরগির মাংস উপভোগ করল এবং একটা ভালো মানের চুরুট দিয়ে ধূমপান করল।]

19. How did Jimmy enjoy the freedom immediately after being released from jail? [জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে জিমি কীভাবে তার স্বাধীনতা উপভোগ করে?]

Ans. Immediately after being released from jail, Jimmy went straight to a restaurant to enjoy the taste of freedom. There he enjoyed a broiled chicken, a bottle of white wine and smoked a cigar of good quality. [কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই, জিমি স্বাধীনতার স্বাদ উপভোগ করতে সরাসরি একটি রেস্তোরাঁয় যায়। সেখানে সে এক বোতল সাদা ওয়াইন সহযোগে ঝলসানো মুরগির মাংস উপভোগ করে এবং একটি ভালো মানের চুরুট সেবন করে।]

20. How long did it take Jimmy to reach the small town where he used to live? How much did he give to a blind man before boarding his train? [যে ছোটো শহরটিতে জিমি আগে থাকত সেখানে পৌঁছোতে তার কতক্ষণ লাগল? ট্রেনে চাপার আগে সে একটি অন্ধ লোককে কত দিল?]

Ans. It took Jimmy three hours to reach the small town where he used to live. [যে ছোটো শহরটিতে জিমি আগে থাকত সেখানে পৌঁছোতে তার তিন ঘণ্টা সময় লাগল।]

> Before boarding his train, Jimmy tossed a quarter of a dollar (i.e. 25 cents) into the hat of a blind man sitting by

the door. [তার ট্রেনে চাপার আগে জিমি দরজার পাশে বসে থাকা অন্ধ লোকটির টুপির মধ্যে এক ডলারের সিকি ভাগ (অর্থাৎ পঁচিশ সেন্ট) ছুড়ে দিল।]

21. Whom did Jimmy Valentine meet first after his release from jail? [জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি কার সঙ্গে প্রথম দেখা করেছিল?]

Ans. After his release from jail, Jimmy Valentine first met one Mike Dolan in his cafe. [জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি ভ্যালেনটাইন জনৈক মাইক ডোলানের সঙ্গে তার কফিখানায় প্রথম দেখা করেছিল।]

22. Where had Jimmy put his suitcase? [জিমি তার সুটকেসটা কোথায় রেখেছিল?]

Ans. Jimmy had put his suitcase in the hollow of the wall in a rear room upstairs in Mike Dolan’s place. [মাইক ডোলানের আস্তানায় দোতলার পেছনের একটি ঘরের দেয়ালের ফোকরের মধ্যে জিমি তার সুটকেসটা রেখেছিল।]

23. What did Jimmy’s suitcase contain? [জিমির সুটকেসে কী ছিল?]

Ans. Jimmy’s suitcase contained a complete set of burgling tools, the latest designs in drills, punches, braces and bits, jimmies, clamps, and augers with two or three novelties invented by Jimmy himself. [জিমির সুটকেসে সিঁধ কাটার জন্য যন্ত্রপাতির একটি সম্পূর্ণ সেট ছিল, তুরপুনের নয়া সংস্করণ, ছিদ্রকারী যন্ত্র, তুরপুনের ফাল, শাবল, ভোমর আর জিমির নিজের আবিষ্কৃত দু- তিন ধরনের অভিনব সরঞ্জাম।]

24. How much did it cost Jimmy to procure the burglar’s tools? [সিন্দুক ভাঙার যন্ত্রপাতি জোগাড় করতে জিমির খরচাপাতি কেমন হয়েছিল?]

Or, How much did the tools of Jimmy cost? [জিমির যন্ত্রপাতিগুলির দাম কত ছিল?]

Ans. It cost Jimmy over nine hundred dollars to procure the tools of burglary. [সিন্দুক ভাঙার যন্ত্রপাতি সংগ্রহ করতে জিমির ন’শো ডলারেরও বেশি খরচ হয়েছিল।]

25. “Sorry we couldn’t make it sooner, Jimmy …”-Why was the speaker sorry? [বক্তা কেন দুঃখিত হয়েছিলেন?] 

Ans. Mike Dolan was sorry because he and his associates could not arrange for the release of Jimmy from prison sooner. [সে আর তার সাঙ্গপাঙ্গরা জিমির জেলখানা থেকে মুক্তিলাভের ব্যাপারটা আরও আগে করতে পারেনি বলে মাইক ডোলান দুঃখিত হয়েছিল।]

26. Which company did Jimmy claim to be representing? [কোন্ কোম্পানির প্রতিনিধিত্ব করছে বলে জিমি দাবি করেছিল?]

Ans. Jimmy claimed to be representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. [জিমি দাবি করেছিল যে সে নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ব্র্যাকার অ্যান্ড ফ্র্যাজেলড্ হুইট কোম্পানির প্রতিনিধিত্ব করছে।]

27. What did Jimmy enjoy in the restaurant? [রেস্তোরাঁতে জিমি কী উপভোগ করেছিল?]

Ans. In the restaurant, Jimmy enjoyed a broiled chicken and a bottle of white wine. [রেস্তোরাঁতে জিমি ঝলসানো মুরগির মাংসের সঙ্গে সাদা ওয়াইন উপভোগ করল।]

28. What happened a week after the release of Jimmy? At which places were safes cracked after the release of Jimmy? [জিমির মুক্তিলাভের এক সপ্তাহ পরে কী ঘটেছিল? জিমির মুক্তিলাভের পর কোথায় কোথায় সিন্দুক ভাঙা হয়েছিল?]

Ans. A neat job of cracking the safe of a bank took place at Richmond, Indiana. [ইন্ডিয়ানার রিচমন্ডে একটি ব্যাংকের সিন্দুক অত্যন্ত পরিপাটি কায়দায় ভাঙা হয়েছিল।]

> After the Richmond safe-cracking, a burglar-proof safe at Logansport and an old-fashioned bank-safe in Jefferson City were cracked. [রিচমন্ডে সিন্দুক ভাঙার ঘটনা ঘটার পর লোগানস্পোর্টে একটা চুরি নিরোধক সিন্দুক এবং জেফারসন শহরে আর-একটা সেকেলে সিন্দুক ভাঙার ঘটনা ঘটেছিল।]

29. “That began to interest the rogue-catchers.”-What started creating interest among the rogue catchers? [কীসের জন্য দুষ্ট-দমন কর্মীরা আগ্রহী হয়ে উঠলেন?]

Ans. The looting of only money after cracking the burglar-proof safe at Logansport interested the rogue-catchers. [লোগানস্পোর্টে চুরি নিরোধক সিন্দুক ভেঙে শুধু টাকা লুঠ হয়ে যাওয়ার পর দুষ্ট-ন্দমন কর্মীরা আগ্রহী হয়ে উঠলেন।]

30. “The losses were now high enough to bring the matter up into Ben Price’s class of work.”-What was the amount of loss referred in this case? Who was Ben Price? [এক্ষেত্রে উল্লিখিত ক্ষতির পরিমাণ কতটা? বেন প্রাইস কে?]

Ans. The amount of loss referred to here is five thousand dollars. [এক্ষেত্রে উল্লিখিত ক্ষতির পরিমাণ পাঁচ হাজার ডলার।] > Ben Price was an expert detective. [বেন প্রাইস একজন তুখোড় গোয়েন্দা ছিলেন।]

31. What was the result of the investigation conducted by Ben Price at the three places of robbery? [ডাকাতির তিনটি জায়গায় বেন প্রাইস যে তদন্ত করলেন তার ফল কী হল?]

Ans. After conducting investigation at all the three places of safe-burglary, Ben Price found Jimmy Valentine’s autograph in all the cases. [সিন্দুক ভেঙে টাকা চুরির প্রতিটি ঘটনাস্থলে তদন্ত চালিয়ে বেন প্রাইস প্রতিটি কাজের মধ্যে জিমি ভ্যালেনটাইনের কর্ম পদ্ধতির সুস্পষ্ট স্বাক্ষর খুঁজে পেলেন।]

32. “That’s Dandy Jim Valentine’s autograph.”-Who makes the comment? What does the word ‘autograph’ mean? [কে এই মন্তব্য করে? ‘স্বাক্ষর’ শব্দের অর্থ কী?]

Ans. Ben Price, the detective, makes this comment. [গোয়েন্দা বেন প্রাইস এই মন্তব্য করেন।] > Here, the word ‘autograph’ means a special feature or signature style. [এখানে ‘স্বাক্ষর’ শব্দের অর্থ বিশেষ বৈশিষ্ট্য বা নিজস্ব শৈলী।]

33. “He’s resumed business.”-Who makes this remark about whom? What is the business referred to here? [এই মন্তব্য কে কার ব্যাপারে করে? এখানে কোন্ কারবারের কথা বলা হয়েছে?]

Ans. Ben Price, the detective, makes this remark about Jimmy Valentine. [এই মন্তব্যটি গোয়েন্দা বেন প্রাইস জিমি ভ্যালেনটাইনের ব্যাপারে করেন।]

> The business of cracking safes is referred to here. [এখানে সিন্দুক ভেঙে চুরির কারবারের কথা বলা হয়েছে।]

34. Who knew Jimmy’s habits? When had he learned them? [কে জিমির অভ্যাস জানত? কখন তিনি সেগুলি জেনেছিলেন?]

Ans. Detective Ben Price knew Jimmy’s habits. [গোয়েন্দা বেন প্রাইস জিমির অভ্যাস জানতেন।]

> He had learned them while working on the Springfield case. [স্প্রিংফিল্ড কেসে কাজ করার সময় তিনি সেগুলি জেনেছিলেন।]

35. “Ben Price had taken up the trail of the elusive cracksman…”-Who was the elusive cracksman? Why had Ben Price taken up his trail? [সিন্দুক ভাঙার অধরা ওস্তাদটি কে? বেন প্রাইস কেন তাকে পাকড়াও করার দায়িত্ব নিয়েছিলেন?]

Ans. The elusive cracksman was Jimmy Valentine. [সিন্দুক ভাঙার অধরা ওস্তাদটি ছিল জিমি ভ্যালেনটাইন।]

> Ben Price had taken up his trail because he had found Jimmy’s autograph in all the recent cases of cracking safes. [বেন প্রাইস তাকে পাকড়াও করার দায়িত্ব নিয়েছিলেন কারণ সাম্প্রতিক সিন্দুক ভাঙার তিনটি ঘটনাতেই তিনি জিমির স্বাক্ষর পেয়েছিলেন।]

36. How does Ben Price realise that Jimmy Valentine is the mastermind behind the recent burglaries? [বেন প্রাইস কীভাবে বুঝতে পারলেন যে জিমি ভ্যালেনটাইনই সাম্প্রতিক চুরিগুলির মূল অপরাধী ছিল?]

Ans. Ben Price finds similarity in the style and method of operating in all the three cases. It matches Jimmy signature style-neat, clean and precise. So, from his personal experience, Ben Price realises that Jimmy Valentine is the mastermind behind that recent burglaries. [বেন প্রাইস তিনটি চুরিরই আদবকায়দা এবং পদ্ধতির মধ্যে মিল খুঁজে পান। সেটি জিমির নিজস্ব শৈলীর সাথে মিলে যায়- পরিষ্কার- পরিচ্ছন্ন ও নিখুঁত। তাই জিমির কর্মধারা সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বেন প্রাইস এই সিদ্ধান্তে উপনীত হন যে জিমি ভ্যালেনটাইনই সাম্প্রতিক চুরিগুলির মূল অপরাধী ছিল।]

37. What did Ben Price promise when he was certain that the three cases of safe-cracking were committed by Jimmy Valentine? [যখন বেন প্রাইস নিশ্চিত হলেন যে তিনটি সিন্দুক ভাঙার কাজ জিমি ভ্যালেনটাইনের তখন তিনি কী প্রতিজ্ঞা করলেন?]

Ans. Ben Price promised that for these offences, Jimmy would get a full jail-term and this time, there would not be any pardon for Jimmy. [বেন প্রাইস প্রতিজ্ঞা করলেন এবারের অপরাধগুলির জন্য জিমিকে অবশ্যই কারাবাসের পুরো মেয়াদ খাটতে হবে আর এবার তাকে ক্ষমা প্রদর্শনের কোনো ব্যবস্থা থাকবে না।]

38. When did people begin to feel more at ease? [কখন মানুষ আরও নিশ্চিন্ত বোধ করল?]

Ans. People with burglar-proof safes felt more at ease when Ben Price took up the responsibility of tracking down Jimmy Valentine. [যখন বেন প্রাইস জিমিকে খুঁজে বের করার দায়িত্ব নিলেন তখন চুরি নিরোধক সিন্দুকগুলির মালিকরা একটু বেশি নিশ্চিন্ত বোধ করলেন।]

39. Where did Jimmy Valentine go after committing three safe burglaries? In which hotel did Jimmy engage a room? [তিনটি সিন্দুক ভেঙে চুরি করার পর জিমি ভ্যালেনটাইন কোথায় গেল? জিমি কোন্ হোটেলে ঘর নিয়েছিল?]

Ans. After committing three safe burglaries, Jimmy Valentine went to Elmore, a little town in Arkansas. [তিনটি সিন্দুক ভেঙে চুরি করার পর জিমি ভ্যালেনটাইন গেল আরকানসাসের ছোটো একটি শহর এলমোরে।] > Jimmy engaged a room in the Planters’ Hotel. [জিমি প্ল্যানটারস’ হোটেলে ঘর নিয়েছিল।]

40. Where did Jimmy first meet Miss Annabel Adams? How did the young lady react when her eyes met with those of Jimmy’s? [জিমি মিস অ্যানাবেল অ্যাডামস্কে প্রথম কোথায় দেখেছিল? জিমির সঙ্গে যখন যুবতিটির চোখাচোখি হল মেয়েটির কী প্রতিক্রিয়া হল?]

Ans. Jimmy met Miss Annabel Adams for the first time on the street leading to the Elmore Bank. [জিমি মিস অ্যানাবেল অ্যাডামস্কে প্রথমবার দেখেছিল এলমোর ব্যাংকের দিকে যে রাস্তাটি গিয়েছিল সেটাতে।]

> The lady lowered her eyes and coloured slightly. [মহিলাটি তার চোখ নামিয়ে নিল এবং লজ্জায় সামান্য লাল হয়ে উঠল।]

41. What information did Jimmy collect about Annabel Adams from the boy loafing on the steps of Elmore Bank? What was the first reaction of Jimmy when he saw Annabel Adams? [এলমোর ব্যাংকের সিঁড়ির কাছে ঘুরঘুর করা ছেলেটার কাছ থেকে জিমি অ্যানাবেল অ্যাডামস্ সম্বন্ধে কী তথ্য সংগ্রহ করল? যখন জিমি অ্যানাবেল অ্যাডামস্কে দেখল, তার প্রাথমিক প্রতিক্রিয়া কী হল?]

Ans. Jimmy learnt from the boy that the young lady was Annabel Adams, the daughter of the owner of Elmore Bank. [জিমি ছেলেটার কাছ থেকে জানতে পারল যে মেয়েটি এলমোর ব্যাংকের মালিকের মেয়ে, অ্যানাবেল অ্যাডামস্।]

> Jimmy forgot what he was and became another man. [জিমি ভুলে গেল সে আসলে কী ছিল এবং অন্য এক ব্যক্তিতে পরিণত হল।]

42. With which name did Jimmy register himself in the Planters’ Hotel? What did Jimmy tell the clerk at the counter of the hotel? [জিমি প্ল্যানটারস্’ হোটেলে কী নাম নথিভুক্ত করল? হোটেলের কাউন্টারে কেরানিটিকে জিমি কী বলল?]

Ans. In the Planters’ Hotel, Jimmy registered his name as Ralph D. Spencer. [প্ল্যানটারস্’ হোটেলে জিমি নিজের নাম র‍্যালফ ডি. স্পেনসার হিসেবে নথিভুক্ত করেছিল।]

> Jimmy told the clerk that he was there to look for a location to go into business and enquired him about the prospect of shoe business at Elmore. [জিমি কেরানিটিকে বলল সে ব্যাবসার জায়গা দেখার জন্য এসেছে এবং তার কাছ থেকে এলমোরে জুতোর ব্যাবসার সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিল।]

43. “He now perceived his shortcomings.”-How did the person referred to as ‘he’ perceive his shortcomings? [এখানে যে ব্যক্তিটিকে ‘সে’ বলে অভিহিত করা হয়েছে, সে কীভাবে তার ত্রুটি বিচ্যুতিগুলি সম্পর্কে অবহিত হল?]

Ans. ‘He’, the clerk at the Planters’ Hotel, perceived his shortcomings in comparison to the dress and manners of Ralph D. Spencer. [‘সে’, প্ল্যানটারস্’ হোটেলের কেরানিটি, র‍্যাল্ল্ফ ডি. স্পেনসারের সাজপোশাক এবং আচার-আচরণের তুলনায় নিজের ত্রুটিবিচ্যুতিগুলি দেখতে পেল।]

44. What information did Ralph D. Spencer collect from the clerk at the Planters’ Hotel? [প্ল্যানটারস্’ হোটেলের কেরানিটির কাছ থেকে র‍্যালফ ডি. স্পেনসার কী তথ্য পেল?]

Ans. Ralph D. Spencer learnt from the clerk that there was a good prospect for shoe business at Elmore as there was no exclusive shoe-store there. [র‍্যাল্‌ল্ফ ডি. স্পেনসার হোটেলের কেরানিটির কাছ থেকে জানতে পারল যে এলমোরে জুতোর ব্যাবসার সম্ভাবনা ভালোই কারণ সেখানে আলাদাভাবে কোনো জুতোর দোকান নেই।]

45. How did Jimmy Valentine look when he reached Elmore? Where was he going? [জিমি ভ্যালেনটাইন যখন এলমোর পৌঁছাল তখন তাকে কেমন দেখাচ্ছিল? সে কোথায় যাচ্ছিল?]

Ans. Jimmy Valentine looked like an athletic young senior just home from college. [জিমি ভ্যালেনটাইন যখন এলমোর পোঁছল তখন তাকে কলেজ থেকে সদ্য ঘরে ফেরা তরুণ অ্যাথলিটের মতো দেখাচ্ছিল।] > He was going towards the hotel. [সে হোটেলের দিকে যাচ্ছিল।]

46. Who was Annabel Adams? Where did she enter? [অ্যানাবেল অ্যাডামস্ কে ছিল? সে কোথায ঢুকল?]

Ans. Annabel Adams was the daughter of Mr. Adams, the owner of the bank of Elmore. [অ্যানাবেল অ্যাডামস্ ছিল এলমোর ব্যাংকের মালিক, মি. অ্যাডামস্-এর মেয়ে।]

She entered a door over which a sign saying ‘The Elmore Bank’ was hung. [সে একটি দরজা দিয়ে ভেতরে ঢুকল, যার ওপরে ‘দ্য এলমোর ব্যাংক’ লেখা একটা সাইনবোর্ড ঝোলানো ছিল।]

47. Why was the clerk impressed by Jimmy? [কেরানিটি কেন জিমির প্রতি মুগ্ধ হয়েছিল?]

Ans. The clerk was impressed by the clothes and manners of Jimmy. [কেরানিটি জিমির পোশাক-আশাক এবং আচার-আচরণে মুগ্ধ হয়েছিল।]

48. What is a phoenix? What is compared to the rebirth of a phoenix? [ফিনিক্স কী? ফিনিক্সের পুনর্জন্মের সাথে কীসের তুলনা করা হয়েছে?]

Ans. Phoenix is a mythological bird that is reborn out of its own ashes. [ফিনিক্স একটি পৌরাণিক পাখি যেটি নিজের ছাই হয়ে যাওয়া দেহ থেকে পুনর্জন্ম নেয়।]

> Jimmy’s transformation from a safe-cracker to a successful person is compared to the rebirth of a phoenix. After he arrived in Elmore, Jimmy started a new life and became a successful businessman. He was completely reformed into a new person. For this, Jimmy is compared to a phoenix. [জিমির একজন সিন্দুক-ভাঙা চোর থেকে একজন সফল ব্যক্তিতে রূপান্তরকে ফিনিক্সের সাথে তুলনা করা হয়েছে। এলমোরে আসার পর জিমি একটি নতুন জীবন শুরু করে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। সে সম্পূর্ণভাবে একটি নতুন মানুষে রূপান্তরিত হয়েছিল। এজন্য জিমিকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা হয়েছে।]

49. “And he accomplished the wish of his heart.”-Who was he and what was the wish of his heart? [সে কে এবং তার হৃদয়ের আকাঙ্ক্ষাটি কী ছিল?]

Ans. He was Jimmy Valentine alias Ralph D. Spencer, who wished deeply to meet Miss Annabel Adams and get to know her. [সে ছিল জিমি ভ্যালেনটাইন ওরফে র‍্যালফ ডি. স্পেনসার এবং তার প্রবল আকাঙ্ক্ষা ছিল মিস অ্যানাবেল অ্যাডামস্- এর সঙ্গে দেখা করার এবং পরিচিত হওয়ার।]

50. Whom did Jimmy write a letter to? How did Jimmy refer to Annabel in his letter? [জিমি কাকে চিঠি লিখেছিল? তার চিঠিতে জিমি অ্যানাবেলের কী পরিচয় দিয়েছিল?]

Ans. Jimmy wrote a letter to Billy, one of his old friends. [জিমি তার পুরোনো বন্ধুদের মধ্যে বিলি নামে একজনকে চিঠি লিখেছিল।] > In his letter, Jimmy referred to Annabel as an angel and as the finest girl on earth. [তার চিঠিতে জিমি অ্যানাবেলকে এক দেবদূতী এবং দুনিয়ার সেরা মেয়ে বলে উল্লেখ করেছিল।]

51. Where did Jimmy propose to settle after his marriage with Annabel? What kind of life did Jimmy want to live after his marriage with Annabel? [অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর জিমি কোথায় গিয়ে বসবাস করবে বলে ভেবেছিল? অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর জিমি কেমন জীবনযাপন করতে চেয়েছিল?]

Ans. After his marriage with Annabel, Jimmy decided to sell out his stock and go West to settle. [অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর তার মালপত্র বিক্রি করে দিয়ে জিমি পশ্চিমে গিয়ে বসবাস করবে বলে ভেবেছিল।]

> After his marriage with Annabel, Jimmy wanted to give up his criminal past and live a straight life. [অ্যানাবেলের সঙ্গে বিয়ের পর, জিমি তার অসৎ অতীত ছেড়ে সোজা পথে জীবন কাটাতে চেয়েছিল।]

52. Where did Jimmy want to meet his friend Billy? What was the purpose of Jimmy’s proposed meeting? [জিমি তার বন্ধু বিলির সঙ্গে কোথায় দেখা করতে চেয়েছিল? জিমির প্রস্তাবিত সাক্ষাৎকারের উদ্দেশ্য কী ছিল?]

Ans. Jimmy wanted to meet his friend Billy at Sullivan’s place in Little Rock. [জিমি লিটল রকে স্যুলিভানের আস্তানায় তার বন্ধু বিলির সঙ্গে দেখা করতে চেয়েছিল।]

> Jimmy proposed to present his favourite kit of tools for safe-cracking to his old friend Billy. [জিমি তার পুরোনো বন্ধু বিলিকে তার সাধের সিন্দুক ভাঙার সরঞ্জামগুলি উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছিল।]

53. Who was Ben Price? Why did he go to Elmore? [বেন প্রাইস কে? তিনি কেন এলমোর গিয়েছিলেন?]

> Ben Price went to Elmore to arrest Jimmy Valentine, who was there with the name of Ralph D. Spencer. [বেন প্রাইস এলমোরে গিয়েছিলেন জিমি ভ্যালেনটাইনকে ধরার জন্য, যে সেখানে র‍্যালফ ডি. স্পেনসার নাম নিয়ে বসবাস করছিল।]

54. Where did Jimmy want to go to buy his wedding suit? Whom did he agree to meet there? [জিমি কোথায় তার বিয়ের পোশাক কিনতে যেতে চেয়েছিল? ওখানে সে কার সাথে দেখা করবে বলে ঠিক করেছিল?]

Ans. Jimmy wanted to go to Little Rock to buy his wedding suit. [জিমি লিটল রকে বিয়ের পোশাক কিনতে যেতে চেয়েছিল।] > Jimmy agreed to meet Billy there. [সেখানে জিমি বিলির সাথে দেখা করবে বলে ঠিক করেছিল।]

55. “He was going to Little Rock that day.”-Why was Jimmy going to Little Rock that day? [সেদিন জিমি লিটল রকে যাচ্ছিল কেন?]

Ans. Jimmy was going to Little Rock that day to order his wedding-suit and buy something nice for Annabel. [সেদিন জিমি লিটল রকে যাচ্ছিল তার বিয়ের স্যুটের বায়না দিতে আর অ্যানাবেলের জন্যে সুন্দর কোনো উপহার কিনতে।]

56. Why did Jimmy think that he could safely venture out of Elmore now? [জিমি কেন ভেবেছিল যে এখন সে নিরাপদে এলমোর Jimmy thought so because it had been more than a year since he came to Elmore after his last professional job of safe cracking. [জিমি এমন ভেবেছিল কারণ তার সিন্দুক ভাঙার শেষ কাজের পর এলমোরে আসার এক বছরেরও বেশি হয়ে গিয়েছিল।]

57. “After breakfast quite a family party went downtown together.”-Who were there in the family party? [পারিবারিক মিলন উৎসবের সদস্য কারা ছিলেন?]

Ans. In the family party, there were Mr. Adams, Miss Annabel, Jimmy alias Ralph, Annabel’s married sister and her two daughters, May and Agatha. [পারিবারিক মিলন উৎসবে ছিলেন মি. অ্যাডামস্, মিস অ্যানাবেল, জিমি ওরফে র‍্যালফ্ট, অ্যানাবেলের বিবাহিতা দিদি এবং তাঁর দুই কন্যা, মে আর আগাথা।]

58. What was Annabel’s observation about the contents of Ralph’s suitcase? What did Ralph say about the contents of his suitcase? [র‍্যাফ্ফের সুটকেসের জিনিসপত্র সম্পর্কে অ্যানাবেলের মন্তব্য কী? তার সুটকেসের সামগ্রী সম্পর্কে র‍্যালফ কী বলেছিল?]

Ans. The suitcase was so heavy that Annabel thought it was full of gold bricks. [সুটকেসটা এত ভারী যে অ্যানাবেল ভেবেছিল ওটা বুঝি সোনার ইটে ভরা।]

> Ralph said that it was filled with nickel-plated shoe- horns which he was going to return. [র‍্যাল্‌ল্ফ বলেছিল তার সুটকেস ভরতি ছিল নিকেল করা শু-হর্নে, যেগুলো সে ফেরত দিতে যাচ্ছিল।]

59. Who would take Jimmy from Elmore Bank to the railroad station? [কে জিমিকে এলমোর ব্যাংক থেকে রেলস্টেশনে নিয়ে যাবে?]

Ans. Dolph Gibson would drive Jimmy in his horse drawn buggy from the Elmore Bank to the railroad station. [ডল্ফ গিবসন ঘোড়ায় টানা গাড়ি চালিয়ে জিমিকে এলমোর ব্যাংক থেকে রেল স্টেশনে নিয়ে যাবে।]

60. What was Mr. Adams proud of? [কী নিয়ে মি. অ্যাডামস্ গর্বিত ছিলেন?]

Ans. Mr. Adams was very proud of the new safe and vault installed in his bank. [তাঁর ব্যাংকে নতুন রাখা সিন্দুক এবং সিন্দুকঘর নিয়ে মি. অ্যাডামস্ খুবই গর্বিত ছিলেন।]

61. What were the special features of the new vault in Mr. Adams’ bank? How did Jimmy react when Mr. Adams explained the working of the new vault? [মি. অ্যাডামস্-এর ব্যাংকে নতুন বসানো সিন্দুকঘরটির বিশেষ বৈশিষ্ট্যগুলি কী? মি. অ্যাডামস্ যখন নতুন সিন্দুকঘরটির কার্যপ্রণালী ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন তখন জিমির প্রতিক্রিয়া কী ছিল?]

Ans. The vault was a small one with a new patented door fastened with three solid steel bolts thrown simultaneously with a single handle and a time lock. [ভল্টটা ছোটো পেটেন্ট প্রাপ্ত কোনো কোম্পানির নতুন দরজা সমন্বিত যাতে আটকানো ছিল তিনটে নিরেট স্টিলের ছিটকিনি যেগুলি একসঙ্গে খোলা যেত একটা টাইম লক্ লাগানো হাতলের সাহায্যে।] > When Mr. Adams explained the working of the new vault to Jimmy alias Ralph, he showed a courteous but not too intelligent interest. [যখন মি. অ্যাডামস্ নতুন সিন্দুকঘরটির কার্যপ্রণালী জিমি ওরফে র‍্যালফকে ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন তখন জিমি সৌজন্যের ভাব দেখাল কিন্তু বোঝার জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করল না।]

62. “Suddenly there was a scream or two from the women.” -Why did the women scream suddenly? [হঠাৎ করে মহিলারা আর্তনাদ করলেন কেন?]

Ans. The women suddenly screamed in fright because May had shut Agatha inside the vault while playing. [মহিলারা ভয়ে আর্তনাদ করে উঠলেন কারণ খেলতে খেলতে মে আগাথাকে ভিতরে সিন্দুকঘরে বন্ধ করে ফেলেছিল।]

63. What were the names of the two daughters of Annabel’s sister? [অ্যানাবেলের দিদির দুটি মেয়ের নাম কী ছিল?]

Ans. The names of the two daughters of Annabel’s sister were May and Agatha. [অ্যানাবেলের দিদির দুটি মেয়ের নাম ছিল মে এবং আগাথা।]

64. How was Agatha trapped in the vault? Why could the door of the vault not be opened? [আগাথা কীভাবে ভল্টে বন্দি হয়ে গিয়েছিল? সিন্দুকঘরের দরজাটা খুলতে পারা যাচ্ছিল না কেন?]

Ans. May, the older daughter of Annabel’s sister had shut Agatha, the younger one in the vault in a spirit of play. [অ্যানাবেলের দিদির বড়ো মেয়ে মে খেলাচ্ছলে ছোটো মেয়ে আগাথাকে ভল্টে বন্ধ করে দিয়েছিল।]

> The door of the vault could not be opened because the clock had not been wound and the combination had not been set. [সিন্দুকঘরের দরজাটা খুলতে পারা যাচ্ছিল না কারণ ঘড়িটাতে দম দেওয়া হয়নি এবং তালাটার সংকেত-সূত্র নির্দিষ্ট করার কাজ তখনও বাকি।]

65. “”Hush!” said Mr. Adams raising his trembling hand”- Why was Mr. Adams’ hand trembling? [মি. অ্যাডামস্-এর হাত কাঁপছিল কেন?]

Ans. Mr. Adams’ hand was trembling in fear because he was aware of the danger Agatha was in after being locked inside the vault. [ভয়ে মি. অ্যাডামস্-এর হাত কাঁপছিল কারণ সিন্দুকঘরের মধ্যে আটকা পড়া আগাথার বিপদের বিষয়ে তিনি অবহিত ছিলেন।]

66. How old was Agatha who got trapped inside the vault? Why did Mr. Adams look upset as Agatha accidentally got locked inside the vault? [সিন্দুকের মধ্যে আটকা পড়া আগাথা নামের মেয়েটির বয়স কত? আগাথা আকস্মিকভাবে সিন্দুকঘরে আটকে পড়ায় মি. অ্যাডামস্কে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল কেন?]

Ans. Agatha was only five years old. [আগাথার বয়স মাত্র পাঁচ বছর।]

> Mr. Adams looked upset because the vault had a time- lock which had not been set and there was no expert available nearer than Little Rock to open the door. [মি. অ্যাডামকে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল কারণ সিন্দুকঘরের তালা খোলার সময় সংকেতও সাজানো হয়নি এবং লিটল রক-এর আগে সিন্দুকঘরের দরজা খোলার মতো বিশেষজ্ঞ কেউ ছিল না।]

67. With which act did Ralph Spencer pass away? Who took his place? [কোন্ কাজের সঙ্গে সঙ্গে র‍্যাল্ফ স্পেনসারের মৃত্যু ঘটল? কে তার জায়গা নিল?]

Ans. With the act of breaking the door of the vault, Ralph Spencer passed away. [সিন্দুকঘরের দরজা ভাঙার সঙ্গে সঙ্গে র‍্যালল্ফ স্পেনসারের মৃত্যু ঘটল।] > The safe-cracker Jimmy Valentine took his place. [সিন্দুক- ভাঙা চোর জিমি ভ্যালেনটাইন তার জায়গা নিল।]

68. “She can’t stand it long in there.”-Why can’t she stand it long in there? [কেন সে সেখানে বেশিক্ষণ থাকাটা সহ্য করতে পারবে না?]

Ans. She, i.e., Agatha, cannot stand it long in there because there is not enough air inside the vault and she will go into convulsions from fright. [সে, অর্থাৎ আগাথা, সিন্দুকঘরের ভেতরের পরিবেশ বেশিক্ষণ সহ্য করতে পারবে না কারণ ভেতরে যথেষ্ট পরিমাণ বাতাস নেই এবং ভয়ের চোটে তার খিঁচুনি শুরু হয়ে যাবে।]

69. What was the reaction of Agatha’s mother when no one could help in rescuing the little girl from the vault? [যখন কেউই ছোট্ট মেয়েটিকে সিন্দুকঘরের ভিতর থেকে উদ্ধার করতে পারল না তখন আগাথার মায়ের প্রতিক্রিয়া কী হয়েছিল?]

Ans. Agatha’s mother screamed and wailed and beat the door of the vault wildly with her hands. [আগাথার মা আর্ত চিৎকার আর বিলাপ করতে করতে উদ্‌ভ্রান্তের মতো নিজের হাত দুটি দিয়ে পাগলের মতো সিন্দুকঘরের দরজায় ঘা দিতে লাগলেন।]

70. “Can’t you do something, Ralph?”-How did Ralph react to this earnest imploring of Annabel? [অ্যানাবেলের এই আকুল মিনতিতে র‍্যালফ কী প্রতিক্রিয়া ব্যক্ত করল?]

Ans. Ralph looked at Annabel with a queer, soft smile on his lips and in his keen eyes. [র‍্যাল্‌ল্ফ তার ঠোঁটে এবং তীক্ষ্ণ চোখে এক নরম, অদ্ভুত হাসি নিয়ে অ্যানাবেলের দিকে তাকাল।]

71. What did Jimmy alias Ralph ask for from Annabel before he started breaking the vault? [সিন্দুকঘরটা ভাঙা শুরু করার আগে জিমি ওরফে র‍্যালফ অ্যানাবেলের কাছে কী চাইল?]

Ans. Jimmy alias Ralph asked Annabel to give him the rose she was wearing on her dress. [জিমি ওরফে র‍্যাল্ল্ফ অ্যানাবেলকে বলল তার পোশাক থেকে গোলাপাটি নিয়ে তাকে দিতে।]

72. “Give me that rose you are wearing, will you?”-Why did Ralph want the rose from Annabel? [র‍্যাল্ল্ফ গোলাপটা অ্যানাবেলের কাছ থেকে কেন চাইল?]

Ans. Ralph wanted the rose from Annabel to keep it as a memento for he knew he would lose Annabel’s love afterwards. [র‍্যাল্‌ল্ফ অ্যানাবেলের কাছে গোলাপটি চেয়েছিল এটিকে স্মারক হিসেবে রেখে দেওয়ার জন্য কারণ সে জানত পরে সে অ্যানাবেলের ভালোবাসা হারাবে।]

73. How much time did Jimmy take to break open the safe and vault? [সিন্দুক ও সিন্দুকঘর খুলতে জিমির কতক্ষণ সময় লেগেছিল]
Ans. Breaking his own record, Jimmy took only ten minutes to open the vault door. [নিজের রেকর্ড ভেঙে জিমি মাত্র দশ মিনিটে বন্ধ সিন্দুকঘরের দরজা খুলে ফেলল।]

74. “At the door a big man stood somewhat in his way.”- Who was that big man? In whose way did he stand? [ওই বড়োসড়ো চেহারার মানুষটা কে? তিনি কার পথ আগলে দাঁড়িয়েছিলেন?]

Ans. The big man was none other than Ben Price, the detective. [বড়োসড়ো মানুষটা স্বয়ং গোয়েন্দা বেন প্রাইস ছাড়া আর কেউ নয়।] > He stood in Jimmy’s way. [তিনি জিমির পথ আগলে দাঁড়িয়েছিলেন।]

75. “I don’t know that it makes much difference, now,” -Why did Jimmy think so? [জিমি কেন এমনটা ভাবল?]

Ans. Jimmy realised that his real identity had been disclosed and he was sure that Annabel would no longer love him, so being free or imprisoned, made no difference to him. [জিমি অনুধাবন করল তার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে এবং সে নিঃসন্দেহ ছিল যে অ্যানাবেল আর তাকে ভালোবাসবে না, তাই সে মুক্তই থাক বা জেলেই যাক, তার কাছে এর আর-কোনো পার্থক্য ছিল না।]

76. Why did Ralph decide to break the vault even at the cost of disclosing his identity? [নিজের পরিচয় প্রকাশ হয়ে পড়বে জেনেও কেন র‍্যালফ সিন্দুকঘর ভাঙার সিদ্ধান্ত নিল?]

Ans. Ralph alias Jimmy realised that saving the life of a little girl was more important than the risk of exposing his own identity and he could not ignore Annabel’s plea for help either. [র‍্যাল্ল্ফ ওরফে জিমি বুঝেছিল যে তার নিজের আসল পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকির চেয়েও অনেক বেশি জরুরি ছিল একটি ছোট্ট মেয়ের জীবন রক্ষা করা এবং অ্যানাবেলের কাতর অনুরোধও সে উপেক্ষা করতে পারেনি।]

77. “And then Ben Price acted rather strangely.” -When did Ben Price act strangely? [বেন প্রাইস কখন অদ্ভুত ধরনের আচরণ করলেন?]

Ans. When Ralph alias Jimmy recognised Ben Price and gave himself up for arrest, the detective acted in a strange fashion. [যখন র‍্যালল্ফ ওরফে জিমি গোয়েন্দা বেন প্রাইসকে চিনতে পারল এবং নিজেকে গ্রেফতার করার জন্য তার হাতে তুলে দিল, তখনই বেন প্রাইস অদ্ভুত আচরণ করলেন।]

78. Why did Ben Price decide not to arrest Jimmy Valentine? [বেন প্রাইস জিমি ভ্যালেনটাইনকে গ্রেফতার না করার সিদ্ধান্ত নিলেন কেন?]

Ans. Ben Price decided not to arrest Jimmy Valentine as he was convinced that Jimmy had really become a reformed person. [বেন প্রাইস জিমিকে গ্রেফতার না করার সিদ্ধান্ত নিলেন কারণ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে জিমি সত্যিই এক সংশোধিত ব্যক্তিতে পরিণত হয়েছে।]

79. Whom did Jimmy Valentine rescue from the vault? Who was she to Annabel? [জিমি ভ্যালেনটাইন কাকে সিন্দুকঘর থেকে উদ্ধার করেছিল? সে অ্যানাবেলের কে ছিল?]

Ans. Jimmy Valentine rescued Agatha, from the vault. [জিমি ভ্যালেনটাইন আগাথাকে সিন্দুকঘর থেকে উদ্ধার করেছিল।] > She was the younger niece of Annabel. [সে অ্যানাবেলের ছোটো বোনঝি ছিল।]

80. How many solid bolts were there in the new vault of the Elmore Bank? What type of handle and lock did it have? [এমোর ব্যাংকের নতুন সিন্দুকঘরে কটা নিরেট ছিটকিনি ছিল? সেটার হাতল ও তালা কেমন ধরনের ছিল?]

Ans. There were three solid bolts in the new vault of the Elmore Bank. [এলমোর ব্যাংকের নতুন সিন্দুকঘরে তিনটে নিরেট ছিটকিনি ছিল।]

> It had a single handle and a time-lock. [সেটার একটিমাত্র হাতল ও সময়-চালিত তালা ছিল।]

81. What is the main theme of the story ‘Jimmy Valentine’? [‘Jimmy Valentine’ গল্পের মূল বিষয়বস্তু কী?]

Ans. The main theme of the story ‘Jimmy Valentine’ is the transformative power of redemption and love that can change a man’s life. Annabel’s love brought about a reformation in Jimmy. [‘Jimmy Valentine’ গল্পটির মূল বিষয়বস্তু হল মুক্তি এবং প্রেমের রূপান্তরকারী শক্তি যা একজন মানুষের জীবন পালটে দিতে পারে। অ্যানাবেলের প্রেম জিমির মধ্যে একটি পরিবর্তন এনেছিল।]

82. How did Jimmy ultimately redeem himself? [জিমি শেষ পর্যন্ত নিজেকে কীভাবে পাপমুক্ত করে?]

Ans. Jimmy Valentine ultimately redeemed himself by rescuing a child named Agatha from the vault. By using his expertise (এক্সপারটাইজ) in safe-cracking to do a noble deed, he demonstrated his reformed motive and heroism. [শেষ পর্যন্ত আগাথা নামে একটি শিশুকে সিন্দুকঘর থেকে উদ্ধার করে জিমি ভ্যালেনটাইন নিজেকে পাপমুক্ত করে। একটি মহৎ কাজ করার জন্য সিন্দুক ভাঙতে তার দক্ষতার ব্যবহার করে সে তার সংশোধিত উদ্দেশ্য এবং বীরত্ব প্রদর্শন করে।]

83. How does the story reveal the overall changes in Jimmy’s character? [গল্পটি জিমির চরিত্রের সার্বিক পরিবর্তন কীভাবে প্রকাশ করে?]

Ans. The story ‘Jimmy Valentine’ illustrates Jimmy’s desire to transform himself from a criminal to a generous hero. Annabel’s love roused (রাউসড্) in him the motivation to be worthy of her and drove him to start anew, leaving behind his criminal past. [‘Jimmy Valentine’ গল্পটি জিমির নিজেকে একজন অপরাধী থেকে একজন মহৎ মানুষে রূপান্তরিত করার আকাঙ্ক্ষাকে চিত্রিত করে। অ্যানাবেলের ভালোবাসা জিমির মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছিল তার যোগ্য হয়ে ওঠার এবং তার নিজের অপরাধমূলক অতীতকে পিছনে ফেলে নতুন করে সবকিছু শুরু করার।]

84. What message does the story ‘Jimmy Valentine’ convey? [‘Jimmy Valentine’ গল্পটি কী বার্তা দেয়?]

Ans. ‘Jimmy Valentine’ by O. Henry conveys the message that people can change and reform themselves, if they desire to do so. Love can also act as the prime motivator in transforming a person. [ও. হেনরির ‘Jimmy Valentine’ এই বার্তা দেয় যে মানুষ যদি ইচ্ছা করে তবে সে নিজেকে পরিবর্তন ও সংস্কার করতে পারে। প্রেমও একজন ব্যক্তিকে রূপান্তরিত করতে প্রধান প্রেরণা হিসেবে কাজ করতে পারে।]

85. What irony do you find at the end of the story? [গল্পের শেষে তুমি কী শ্লেষ খুঁজে পাও?]

Ans. At the end of the story, Ben Price discovered that Jimmy Valentine had reformed himself and turned into a benevolent hero. So he decided not to arrest him. He let Jimmy go free. The ending is surprising and ironic. [গল্পের সমাপ্তিতে বেন প্রাইস আবিষ্কার করেন যে জিমি ভ্যালেনটাইন নিজেকে রূপান্তরিত করে একজন উদার নায়ক-এ। তাই তিনি জিমিকে গ্রেফতার না করার সিদ্ধান্ত নেন। তিনি জিমিকে ছেড়ে দেন। সমাপ্তিটি চমকপ্রদ এবং শ্লেষযুক্ত।]

86. How does Ben Price’s character relate to Jimmy’s transformation? [বেন প্রাইসের চরিত্র জিমির রূপান্তরের সাথে কীভাবে সম্পর্কিত?]

Ans. Ben Price is engaged to catch Jimmy, the safe-cracker, but at the end of the story, he discovers Jimmy, the benevolent. So Ben Price allows Jimmy to go free. [বেন প্রাইস সিন্দুক-ভাঙা চোর জিমিকে ধরার জন্য নিযুক্ত হন, কিন্তু গল্পের শেষে তিনি আবিষ্কার করেন পরোপকারী জিমিকে। তাই বেন প্রাইস জিমিকে গ্রেফতার করেন না।]

Also Read – The Garden Party questions and answers

একাদশ শ্রেণির কলা বিভাগের যে কোনো প্রশ্নের উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। কোনো উত্তর না পেলে আমাদের কমেন্ট বক্সে জানান।

Leave a Comment