জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এবং ২০২০ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার | Jatiyo Shikkhaniti 1986 and 2020 MCQ HS 3rd Semester Education 2nd Chapter
১. JNCTE-এর পুরো কথাটি হল—
(а) National Centre of Teacher Education
(b) National Committee of Teacher Education
(c) National Council of Training Education
(d) National Council of Teacher Education
উত্তর: (d) National Council of Teacher Education
২. NIEP-এর পুরো কথাটি হল—
(a) National Institute of Educational Planning
(b) National Institute of Educational Programme
(c) National Institution of Educational Project
(d) National Institute of Educational Project
উত্তর: (a) National Institute of Educational Planning
৩. ICCW-এর পুরোনাম হল—
(a) Indian Council of Child Welfare
(b) International Council of Child Welfare
(c) Indian Committee of Child Welfare
(d) International Centre of Child Welfare
উত্তর: (b) International Council of Child Welfare
৪. NIEPA-এর পুরোনাম লেখো—
(a) National Institute of Educational Project and Administration
(b) National Institute of Educational Programme and Administration
(c) National Institute of Educational Planning and Administration
(d) কোনোটিই নয়
উত্তর: (c) National Institute of Educational Planning and Administration
৫. TME-এর পুরোনাম হল—
(a) Technical and Management Education
(b) Teaching and Management Education
(c) Technological and Management Education
(d) কোনোটিই নয়
উত্তর: (a) Technical and Management Education
৬. জাতীয় শিক্ষানীতি, 1986-এর কত বছর পর আরো একটি জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে?
(a) 30 বছর
(b) 31 বছর
(c) 34 বছর
(d) 36 বছর
উত্তর: (c) 34 বছর
৭. The Committee for Evolution of the Education Policy (NEP) তাদের রিপোর্ট পেশ করেছিল—
(a) 2016 সালের 5 মে
(b) 2016 সালের 7 মে
(c) 2016 সালের ৪ মে
(d) 2016 সালের ৪ মে
উত্তর: (b) 2016 সালের 7 মে
৮. The Committee for Evolution of the New Education Policy (NEP)-এর চেয়ারম্যান ছিলেন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি—
(a) টি এস আর সুব্রামানিয়ান
(b) মহেশ চন্দ্র পথ
(c) মিলিন্দ কামবেল
(d) জাগবির সিং
উত্তর: (a) টি এস আর সুব্রামানিয়ান
৯. Draft National Education Policy-2016-এর উপর ভিত্তি করে একটি কমিটি তৈরি করা হয়—
(a) 2017 সালের মে মাসে
(b) 2017 সালের জুন মাসে
(c) 2017 সালের জুলাই মাসে
(d) 2017 সালের আগস্ট মাসে
উত্তর: (b) 2017 সালের জুন মাসে
১০. Draft National Education Policy-2016-এর উপর ভিত্তি করে যে কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন—
(a) জাগবির সিং
(b) মহেশ চন্দ্র পথ
(c) এম কে শ্রীধর
(d) ড. কে কস্তুরিরঙ্গন
উত্তর: (d) ড. কে কস্তুরিরঙ্গন
১১. ড. কে কস্তুরিরঙ্গন নতুন জাতীয় শিক্ষানীতির ড্রাফ্ট মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে (MHRD) পেশ করেন—
(a) 2019 সালের 28 মে
(b) 2019 সালের 29 মে
(c) 2019 সালের 30 মে
(d) 2019 সালের 31 মে
উত্তর: (d) 2019 সালের 31 মে
১২. জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফটি কমিটির চেয়ারম্যান ড. কে কস্তুরিরঙ্গন পূর্বে কোন্ সংস্থার চেয়ারম্যান ছিলেন?
(a) IIM
(b) NIT
(c) ISRO
(d) IIHM
উত্তর: (c) ISRO
১৩. জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফট কমিটির সদস্য হলেন –
(a) মঞ্জুল ভার্গভ
(b) কে কস্তুরিরঙ্গন
(c) কৃষ্ণ মোহন ত্রিপাঠি
(d) সবগুলি ঠিক
উত্তর: (d) সবগুলি ঠিক
১৪. জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফট কমিটির সেক্রেটারি ছিলেন –
(a) টি ভি কাট্টিমানি
(b) পঙ্কজ পাটেল
(c) মঞ্জুল ভার্গভ
(d) সাকিলা টি শামসু
উত্তর: (d) সাকিলা টি শামসু
১৫. জাতীয় শিক্ষানীতি, 2020-এর ড্রাফট কমিটির একজন অন্যতম সদস্য হলেন –
(a) টি ভি নরেনদ্রন
(b) টি ভি কাট্টিমানি
(c) এম কে শ্রীধর
(d) ড. সুবর্ণ বোস
উত্তর: (c) এম কে শ্রীধর
১৬. NEP-2020-র মূল লক্ষ্য কী?
(a) শিক্ষার উন্নতি
(b) সরকারি নীতির উন্নয়ন
(c) সামাজিক ন্যায় প্রতিষ্ঠা
(d) সবগুলি ঠিক
উত্তর: (a) শিক্ষার উন্নতি
১৭. NEP-2020 অধীনে Foundational Literacy and Numeracy কীভাবে উন্নীত করা হবে?
(a) নতুন শিক্ষা পরিকল্পনা প্রণয়ন
(b) শিক্ষকদের প্রশিক্ষণ
(c) পাঠ্যসূচির পরিবর্তন
(d) গ্রন্থ প্রকাশ
উত্তর: (b) শিক্ষকদের প্রশিক্ষণ
১৮. NEP-2020 অনুযায়ী নীচের কোন্ ধরনের কোর্স চালু করার জন্য জোর দেওয়া হয়েছে?
(a) MOOCs
(b) মূল্য-ভিত্তিক কোর্স
(c) বর্তমান ঘটনা সম্পর্কীয় কোর্স
(d) সক্ষমতা বৃদ্ধির কোর্স
উত্তর: (d) সক্ষমতা বৃদ্ধির কোর্স
১৯. NEP-2020 অনুসারে কোন্ স্তরের শিক্ষা National Educational Technology Forum (NETF) দ্বারা সমর্থিত হবে?
(a) প্রাথমিক
(b) মাধ্যমিক
(c) উচ্চমাধ্যমিক
(d) উচ্চশিক্ষা
উত্তর: (d) উচ্চশিক্ষা
২০. উচ্চপ্রাথমিক ও মাধ্যমিক স্তরে NEP-2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত কেমন হবে?
(a) 1:20
(b) 1:30
(c) 1:35
(d) 1:40
উত্তর: (b) 1:30
২১. NEP-2020 অনুসারে কত বছর অন্তর Review Committee পর্যালোচনা করবে?
(a) 2 বছর
(b) 3 বছর
(c) 5 বছর
(d) 7 বছর
উত্তর: (c) 5 বছর
২২. NEP-2020 অনুসারে কোন্ ধরনের পেশাদারী শিক্ষা অধিক গুরুত্ব পাবে?
(a) প্রযুক্তি
(b) ব্যবসা
(c) মানবিকবিদ্যা
(d) স্বাস্থ্যসেবা
উত্তর: (d) স্বাস্থ্যসেবা
২৩. NEP-2020 মেনে কোন্ ধরনের পরিদর্শন ব্যবস্থা তৈরি হবে?
(a) নিয়মিত পরিদর্শন
(b) স্বতন্ত্র পরিদর্শন
(c) গুণমান বৃদ্ধি সংস্থা
(d) নিরীক্ষণ কমিশন
উত্তর: (c) গুণমান বৃদ্ধি সংস্থা
২৪. NEP-2020 মেনে কত বছর বয়সে স্কুলে ভরতি হওয়ার উপযুক্ততা নির্ধারণ করা হয়?
(a) 3 বছর
(b) 5 বছর
(c) 6 বছর
(d) 7 বছর
উত্তর: (a) 3 বছর
২৫. NEP-2020-এর ভাবনায় ABC (Academic Bank of Credit) কী?
(a) শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের নতুন পদ্ধতি
(b) স্কুলে ভার্চুয়াল ক্লাস করা
(c) শিক্ষার্থীদের চাহিদা মতন ক্লাস করা
(d) অনলাইনে বই কেনার প্ল্যাটফর্ম
উত্তর: (a) শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের নতুন পদ্ধতি
২৬. NEP-2020 মেনে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের পুনর্মূল্যায়ণ হবে কত বছর অন্তর?
(a) 5 বছর
(b) 2 বছর
(c) বার্ষিক
(d) 10 বছর
উত্তর: (b) 2 বছর
২৭. জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়?
(a) 26 জানুয়ারি 2020
(b) 15 আগস্ট 2020
(c) 29 জুলাই 2020
(d) 2 অক্টোবর 2020
উত্তর: (c) 29 জুলাই 2020
২৮. NEP-2020 মেনে শিক্ষার কোন্ ক্ষেত্রটি গুরুত্ব পাবে?
(a) সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা
(b) তাত্ত্বিক শিক্ষা
(c) a ও b উভয়ই
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা
২৯. NEP-2020 মেনে কোন্ স্তরের শিক্ষার্থীদের জন্য Vocational Training চালু হবে?
(a) ষষ্ঠ শ্রেণি
(b) দশম শ্রেণি
(c) অষ্টম শ্রেণি
(d) পঞ্চম শ্রেণি
উত্তর: (a) ষষ্ঠ শ্রেণি
৩০. NEP-2020 মেনে উচ্চশিক্ষায় কত শতাংশ GDP বিনিয়োগ করার পরিকল্পনা আছে?
(a) 2%
(b) 3%
(c) 4%
(d) 6%
উত্তর: (d) 6%
৩১. NEP-2020-র সুপারিশ মেনে প্রাথমিক স্তরের শিক্ষায় কোন্ বিশেষ উদ্যোগ নেওয়া হবে?
(a) পাঠ্যবই-এর পরিবর্তন
(b) শিক্ষকদের প্রশিক্ষণ
(c) প্রযুক্তির ব্যবহার
(d) উপরের সবগুলি
উত্তর: (d) উপরের সবগুলি
৩২. NEP-2020 মেনে কোন্ পরীক্ষার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভরতি নেওয়া হবে?
(a) বোর্ড পরীক্ষার ফলাফল
(b) কলেজের প্রবেশিকা পরীক্ষা
(c) সাধারণ প্রবেশিকা পরীক্ষা
(d) বার্ষিক পরীক্ষার ফলাফল
উত্তর: (c) সাধারণ প্রবেশিকা পরীক্ষা
৩৩. 2020 সালের শিক্ষানীতি মেনে গবেষণা ও উন্নয়নের জন্য কোন্ প্রতিষ্ঠানটি থাকবে?
(a) IISC (ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সাইন্স)
(b) NIE (ন্যাশনাল ইন্সটিটিউট অফ এডুকেশন)
(c) NRF (ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন)
(d) ICER (ইন্ডিয়ান কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ)
উত্তর: (c) NRF (ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন)
৩৪. NEP-2020 অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা – উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন্ প্রতিষ্ঠান গঠন করা হবে?
(a) ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল
(b) ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইনোভেশন
(c) ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF)
(d) ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি
উত্তর: (c) ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (NRF)
৩৫. NEP-2020 মেনে স্নাতক স্তরে কোন্ ডিগ্রি প্রবর্তিত হয়েছে?
(a) 4 বছরের ব্যাচেলর
(b) 3 বছরের ব্যাচেলর
(c) 5 বছরের ব্যাচেলর
(d) 2 বছরের ব্যাচেলর
উত্তর: (a) 4 বছরের ব্যাচেলর
৩৬. NEP-2020 মেনে কোন্ ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয়?
(a) বার্ষিক পরীক্ষা
(b) ধারাবাহিক মূল্যায়ন
(c) মডেল টেস্ট
(d) অভ্যন্তরীণ পরীক্ষা
উত্তর: (b) ধারাবাহিক মূল্যায়ন
৩৭. NEP-2020 অনুসারে কোন্ সংস্থা শিক্ষার গুণমান নিয়ন্ত্রণের জন্য দায়ী হবে?
(a) UGC
(b) NCTE
(c) NCERT
(d) PARAKH
উত্তর: (d) PARAKH
৩৮. NEP-2020 অনুসারে বিদ্যালয়ে কোন্ নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে?
(a) নৈতিক শিক্ষা
(b) পরিবেশ শিক্ষা
(c) ডিজিটাল শিক্ষা
(d) অর্থনীতি
উত্তর: (c) ডিজিটাল শিক্ষা
৩৯. NEP-2020-এর কোন্ মূলনীতি বিশেষভাবে গুরুত্ব পায়?
(a) সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক একক পাঠক্রম
(b) মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়ন
(c) সমস্ত প্রকার বেসরকারি শিক্ষা অপসারণ
(d) উচ্চশিক্ষার সুযোগ শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ
উত্তর: (b) মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়ন
৪০. NEP-2020 অনুসারে স্কুল শিক্ষাব্যবস্থায় School Complex কীসের জন্য গঠিত হবে?
(a) শিক্ষক-প্রশিক্ষণ
(b) অভ্যন্তরীণ পরীক্ষা
(c) শিক্ষা-সম্পদ ভাগাভাগি
(d) ছাত্রদের জন্য আবাসনের সুবিধা
উত্তর: (c) শিক্ষা-সম্পদ ভাগাভাগি
৪১. NEP-2020 অনুসারে শিক্ষায় learning outcomes কীসের জন্য নির্ধারিত হবে?
(a) শিক্ষার্থীদের কৃতিত্ব নির্ধারণের জন্য
(b) পাঠক্রমের মান উন্নয়নের জন্য
(c) পাঠ্যবই-এর উন্নয়ন করার জন্য
(b) পাঠক্রমের মান উন্নয়নের জন্য
উত্তর: (b) পাঠক্রমের মান উন্নয়নের জন্য
৪২. NEP-2020 অনুসারে National Educational Technology Forum (NETF) কীভাবে শিক্ষার উন্নয়নে সাহায্য করবে?
(a) নতুন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে
(b) অনলাইন পাঠ্যসূচির উন্নয়ন করবে
(c) ছাত্রদের জন্য নতুন গেম তৈরি করবে
(d) শিক্ষকদের জন্য সেমিনারের আয়োজন করবে
উত্তর: (a) নতুন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে
৪৩. NEP-2020 অনুসারে স্কুল-পরবর্তী শিক্ষার উন্নয়নের জন্য কোন্ প্রতিষ্ঠান গঠন করার কথা বলা হয়?
(a) NSDC
(b) NETF
(c) NTA
(d) NCERT
উত্তর: (a) NSDC
৪৪. NEP-2020-তে উচ্চশিক্ষার জন্য কোন্ নতুন পদক্ষেপ নেওয়া হয়?
(a) জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন
(b) নতুন অ্যাকাডেমি প্রতিষ্ঠা
(c) অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট
(d) নতুন যৌথ উদ্যোগ
উত্তর: (c) অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট
৪৫. NEP-2020 মেনে ‘মনোবিকাশ-আত্মনির্ভরতা বিষয়’ নতুন পাঠক্রমের নাম কী?
(a) মানসিক স্বাস্থ্যের শিক্ষা
(b) জীবন দক্ষতার শিক্ষা
(c) সমাজ উন্নয়নের শিক্ষা
(d) স্বাস্থ্য শিক্ষা
উত্তর: (b) জীবন দক্ষতার শিক্ষা
৪৬. NEP-2020 মেনে শিক্ষা পরিসরের নতুন সংস্থার কাজ কী?
(a) শিক্ষার মান নিয়ন্ত্রণ করা
(b) শিক্ষার গবেষণা উন্নয়ন করা
(c) শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া
(d) শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া
উত্তর: (b) শিক্ষার গবেষণা উন্নয়ন করা
৪৭. NEP-2020 মেনে কোন্ বিশেষ ধরনের বিদ্যালয় গঠন হবে যাতে প্রশাসনিক ব্যবস্থা উন্নততর হয়?
(a) ইন্টিগ্রেটেড স্কুল
(b) কমন স্কুল
(c) মাল্টিডিসিপ্লিনারি স্কুল
(d) স্মার্ট স্কুল
উত্তর: (d) স্মার্ট স্কুল
৪৮. 2020 সালের শিক্ষানীতির মূল লক্ষ্য কী?
(a) ভারতে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার কেন্দ্র বৃদ্ধি করা
(b) সম্পূর্ণ বিশ্বজুড়ে জ্ঞানের সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করা
(c) শুধুমাত্র উচ্চশিক্ষায় মনোনিবেশ করা
(d) ভারতকে ও তার শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্রীভূত করা
উত্তর: (b) সম্পূর্ণ বিশ্বজুড়ে জ্ঞানের সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করা
৪৯. জাতীয় শিক্ষানীতি, 2020 অনুসারে কোন্ পরীক্ষা সকল বিশ্ববিদ্যালয় নেবে?
(a) NEET
(b) JEE
(c) CUET
(d) CAT
উত্তর: (c) CUET
৫০. জাতীয় শিক্ষানীতি, 2020 অনুসারে শিক্ষার্থীদের কোন্ স্তরে Critical Thinking ও Problem Solving-এর দক্ষতার উপর বেশি করে অগ্রাধিকার দেওয়া হবে?
(a) প্রাথমিক স্তর
(b) মাধ্যমিক স্তর
(c) উচ্চমাধ্যমিক স্তর
(d) স্নাতক স্তর
উত্তর: (b) মাধ্যমিক স্তর
৫১. 2020-র শিক্ষানীতি মেনে কোন্ শ্রেণি পর্যন্ত Free ও Compulsory Education প্রাপ্ত হবে?
(a) অষ্টম শ্রেণি
(b) দশম শ্রেণি
(c) দ্বাদশ শ্রেণি
(d) স্নাতক শ্রেণি
উত্তর: (c) দ্বাদশ শ্রেণি
৫২. 2020-র শিক্ষানীতি মেনে কোন্ স্তরে Internship বাধ্যতামূলক করা হবে?
(a) মাধ্যমিক স্তর
(b) উচ্চমাধ্যমিক স্তর
(c) স্নাতক স্তর
(d) স্নাতকোত্তর স্তর
উত্তর: (c) স্নাতক স্তর
৫৩. জাতীয় শিক্ষানীতি, 2020 মেনে কোন্ স্তরে Practical এবং Hands-on Learning চালু হবে?
(a) প্রথম শ্রেণি
(b) তৃতীয় শ্রেণি
(c) ষষ্ঠ শ্রেণি
(d) অষ্টম শ্রেণি
উত্তর: (c) ষষ্ঠ শ্রেণি
আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : দিগ্বিজয়ের রূপকথা কবিতার MCQ
আরও পড়ুন : অন্ধকার লেখাগুচ্ছ MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : পোটরাজ গল্পের MCQ
আরও পড়ুন : বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর