ইতিহাসপাঠ (ItihasPath) MCQ প্রশ্ন ও উত্তর ক্লাস 11 ইতিহাস প্রথম সেমিস্টার | Class Eleven History 1st Chapter MCQ 1st Semester
১। কোন্ তিনটি বেদকে একত্রে ‘ত্রয়ী’ বলা হয়?
(ক) ঋক্, সাম ও যজুর্বেদকে
(খ) সাম, যজুঃ ও অথর্ববেদকে
(গ) ঋক্, যজুঃ ও অথর্ববেদকে
(ঘ) ঋক্, সাম ও অথর্ববেদকে
উত্তরঃ (ক) ঋক্, সাম ও যজুর্বেদকে ✓
২। প্রকৃত বেদ কাকে বলা হয়?
(ক) ঋক্, যজুঃ ও অথর্ববেদকে
(খ) ঋক্, সাম ও অথর্ববেদকে
(গ) সাম, যজুঃ ও অথর্ববেদকে
(ঘ) ঋক্, সাম ও যজুর্বেদকে
উত্তরঃ (ঘ) ঋক্, সাম ও যজুর্বেদকে ✓
৩। বেদকে শুনে শুনে মনে রাখা হত বলে বেদের অপর নাম হল-
(ক) শ্রবণ
(খ) শ্রুতি
(গ) স্মৃতি
(ঘ) প্রজ্ঞা
উত্তরঃ (খ) শ্রুতি ✓
৪। বেদের অপর নাম হল –
(ক) আরণ্যক
(খ) জ্ঞান
(গ) স্মৃতি
(ঘ) অপৌরুষেয়
উত্তরঃ (ঘ) অপৌরুষেয় ✓
৫। ইন্দো-ইউরোপীয় ভাষাতে প্রাচীনতম সাহিত্যকীর্তি হল –
(ক) ঋগ্বেদ
(খ) সামবেদ
(গ) অথর্ববেদ
(ঘ) যজুর্বেদ
উত্তরঃ (ক) ঋগ্বেদ ✓
৬। সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ হল –
(ক) অথর্ববেদ
(খ) সামবেদ
(গ) যজুর্বেদ
(ঘ) ঋগ্বেদ
উত্তরঃ (ঘ) ঋগ্বেদ ✓
৭। ঋগ্বেদের রচনাকাল আনুমানিক –
(ক) ১০০০ খ্রিস্টপূর্বাব্দ
(খ) ৩০০০-২৫০০ খ্রিস্টপূর্বাব্দ
(গ) ১৫০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দ
(ঘ) ১২০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরঃ (গ) ১৫০০-১০০০ খ্রিস্টপূর্বাব্দ ✓
৮। ‘ঋক্’ শব্দের অর্থ হল –
(ক) ভূমিদান করা
(খ) দেবদেবীর উপাসনা করা
(গ) স্তুতিমূলক মন্ত্র
(ঘ) মৃতের সৎকার
উত্তরঃ (গ) স্তুতিমূলক মন্ত্র ✓
৯। ঋগ্বেদে কতগুলি সূক্ত রয়েছে?
(ক) প্রায় ১০২৫টি
(খ) প্রায় ১০২৮টি
(গ) প্রায় ১০৩০টি
(ঘ) প্রায় ১০৩৭টি
উত্তরঃ (খ) প্রায় ১০২৮টি ✓
১০। ঋগ্বেদে কতগুলি ঋক্ বা স্তুতিমূলক মন্ত্রের উল্লেখ আছে?
(ক) ১০৫০০টি
(খ) ১০৬০০টি
(গ) ১০৭০০টি
(ঘ) ১০৮০০টি
উত্তরঃ (খ) ১০৬০০টি ✓
১১। ঋগ্বেদ কটি মন্ডলে বিভক্ত?
(ক) ৬টি
(খ) ৮টি
(গ) ১০টি
(ঘ) ১২টি
উত্তরঃ (গ) ১০টি ✓
১২। ঋগ্বেদের মৌলিক লিপি কী ছিল?
(ক) দেবনাগরী
(খ) খরোষ্ঠী
(গ) পালি
(ঘ) ব্রাহ্মী
উত্তরঃ (ক) দেবনাগরী ✓
১৩। বেদ বা বৈদিক সাহিত্য লেখা হয় –
(ক) সংস্কৃত ভাষায়
(খ) পালি ভাষায়
(গ) প্রাকৃত ভাষায়
(ঘ) ইংরেজি ভাষায়
উত্তরঃ (ক) সংস্কৃত ভাষায় ✓
১৪। প্রার্থনার মন্ত্র কোন্ বেদে সন্নিবেশিত রয়েছে?
(ক) সামবেদে
(খ) যজুর্বেদে
(গ) ঋগ্বেদে
(ঘ) অথর্ববেদে
উত্তরঃ (গ) ঋগ্বেদে ✓
১৫। আর্যদের জীবনযাত্রা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় –
(ক) পুরাণ থেকে
(খ) মুদ্রা থেকে
(গ) বেদ থেকে
(ঘ) রামায়ণ থেকে
উত্তরঃ (গ) বেদ থেকে ✓
১৬। ব্রাহ্মণদের সামাজিক শ্রেষ্ঠত্বের দাবি এবং পৌরোহিত্য করার একচেটিয়া অধিকার স্থাপনের কথা উচ্চারিত হয়েছে –
(ক) পুরাণে
(খ) বৈদিক সাহিত্যে
(গ) বিভিন্ন ধর্মশাস্ত্রে
(ঘ) অর্থশাস্ত্রে
উত্তরঃ (খ) বৈদিক সাহিত্যে ✓
১৭। উপনিষদ বা বেদান্ত হল –
(ক) বেদের প্রথমভাগ
(খ) বেদের মধ্যভাগ
(গ) বেদের প্রথম ও মধ্যভাগ
(ঘ) বেদের শেষভাগ
উত্তরঃ (ঘ) বেদের শেষভাগ ✓
১৮। পশুবলি নির্ভর জটিল যাগযজ্ঞের কথা বর্ণিত হয়েছে –
(ক) সংহিতায়
(খ) আরণ্যকে
(গ) উপনিষদে
(ঘ) মহাকাব্যে
উত্তরঃ (গ) উপনিষদে ✓
১৯। ব্রহ্ম, আত্মা, কর্মফলতত্ত্ব ও জন্মান্তরবাদ সংক্রান্ত গভীর তত্ত্ব আলোচিত হয়েছে –
(ক) ঋগ্বেদে
(খ) পুরাণে
(গ) উপনিষদে
(ঘ) অর্থর্ববেদে
উত্তরঃ (গ) উপনিষদে ✓
২০। বেদাঙ্গ কটি?
(ক) ৬টি
(খ) ৮টি
(গ) ১০টি
(ঘ) ১২টি
উত্তরঃ (ক) ৬টি ✓
২১। উপনিষদের জটিল তত্ত্বগুলি আলোচিত হয়েছে –
(ক) ষড়দর্শনে
(খ) বেদাঙ্গে
(গ) সূত্র সাহিত্যে
(ঘ) পুরাণে
উত্তরঃ (ক) ষড়দর্শনে ✓
২২। সাংখ্য দর্শনের প্রণেতা ছিলেন –
(ক) পতঞ্জলি
(খ) জৈমিনি
(গ) কপিল
(ঘ) বেদব্যাস
উত্তরঃ (গ) কপিল ✓
২৩। যোগ দর্শনের উদ্ভাবক হলেন
(ক) কপিল
(খ) কণাদ
(গ) জৈমিনি
(ঘ) পতঞ্জলি
উত্তরঃ (ঘ) পতঞ্জলি ✓
২৪। ন্যায় দর্শনের প্রণেতা হলেন
(ক) গৌতম
(খ) বাল্মীকি
(গ) কপিল
(ঘ) বেদব্যাস
উত্তরঃ (ক) গৌতম ✓
২৫। বৈশেষিক দর্শনের সূত্রকার ছিলেন –
(ক) জৈমিনি
(খ) কণাদ
(গ) কপিল
(ঘ) বাল্মীকি
উত্তরঃ (খ) কণাদ ✓
২৬। পূর্ব মীমাংসার প্রণেতা ছিলেন –
(ক) কণাদ
(খ) কপিল
(গ) পতঞ্জলি
(ঘ) জৈমিনি
উত্তরঃ (ঘ) জৈমিনি ✓
২৭। উত্তর মীমাংসার প্রণেতা ছিলেন –
(ক) বাল্মীকি
(খ) বাদরায়ন
(গ) পতঞ্জলি
(ঘ) পাণিনি
উত্তরঃ (খ) বাদরায়ন ✓
২৮। ‘প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি’ বলা হয় –
(ক) অশ্বঘোষ-কে
(খ) কৌটিল্য-কে
(গ) হেরোডোটাস-কে
(ঘ) তুলসীদাস-কে
উত্তরঃ (খ) কৌটিল্য-কে ✓
২৯। ‘অর্থশাস্ত্রের’ লেখক হলেন –
(ক) মেগাস্থিনিস
(খ) কৌটিল্য
(গ) কালিদাস
(ঘ) মগ
উত্তরঃ (খ) কৌটিল্য ✓
৩০। কৌটিল্যের অর্থশাস্ত্রের প্রভাব দেখা যায় –
(ক) নীতিসার গ্রন্থে
(খ) নীতিবাক্যমৃতম গ্রন্থে
(গ) নীতিসার ও নীতিবাক্যমৃতম উভয় গ্রন্থে
(ঘ) রামচরিতম্ গ্রন্থে
উত্তরঃ (গ) নীতিসার ও নীতিবাক্যমৃতম উভয় গ্রন্থে ✓
৩১। ইহুদিদের প্রাচীন ধর্মগ্রন্থটি হল –
(ক) জেন্দ আবেস্তা
(খ) ওল্ড টেস্টামেন্ট
(গ) নিউ টেস্টামেন্ট
(ঘ) হাডিথ
উত্তরঃ (খ) ওল্ড টেস্টামেন্ট ✓
৩২। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হল –
(ক) ওল্ড টেস্টামেন্ট
(খ) নিউ টেস্টামেন্ট বা বাইবেল
(গ) সিটি অফ গড
(ঘ) হাডিথ
উত্তরঃ (খ) নিউ টেস্টামেন্ট বা বাইবেল ✓
৩৩। মুসার নেতৃত্বে প্যালেস্টাইন দখলের কাহিনি কোথায় বর্ণিত আছে?
(ক) ত্রিপিটকে
(খ) বাইবেলে
(গ) ওল্ড টেস্টামেন্টে
(ঘ) ওডিসিতে
উত্তরঃ (গ) ওল্ড টেস্টামেন্টে ✓
৩৪। ‘The History of the Decline and Fall of the Roman Empire’ গ্রন্থটি কে রচনা করেন?
(ক) ই এইচ কার
(খ) কোঁত
(গ) এডওয়ার্ড গিবন
(ঘ) বিউরি
উত্তরঃ (গ) এডওয়ার্ড গিবন ✓
৩৫। জরথুস্ট্রের উপদেশাবলি সংকলিত আছে –
(ক) জেন্দ আবেস্তায়
(খ) নিউ টেস্টামেন্টে
(গ) ওল্ড টেস্টামেন্টে
(ঘ) হাডিথে
উত্তরঃ (ক) জেন্দ আবেস্তায় ✓
৩৬। জেন্দ আবেস্তা হল –
(ক) প্রাচীন হিন্দুদের ধর্মগ্রন্থ
(খ) প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ
(গ) প্রাচীন মিশরীয়দের ধর্মগ্রন্থ
(ঘ) প্রাচীন চিনের ধর্মগ্রন্থ
উত্তরঃ (খ) প্রাচীন পারসিকদের ধর্মগ্রন্থ ✓
৩৭। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হল –
(ক) ইলিয়াড
(খ) গিলগামেশ
(গ) রামায়ণ
(ঘ) মহাভারত
উত্তরঃ (খ) গিলগামেশ ✓
৩৮। ‘গিলগামেশ’ কোন্ দেশের মহাকাব্য?
(ক) গ্রিসের
(খ) মিশরের
(গ) ভারতের
(ঘ) মেসোপটেমিয়ার
উত্তরঃ (ঘ) মেসোপটেমিয়ার ✓
৩৯। গিলগামেশ উপাখ্যানটি কোন্ ভাষায় রচিত?
(ক) সুমেরীয়
(খ) মিশরীয়
(গ) সংস্কৃত
(ঘ) গ্রিক
উত্তরঃ (ক) সুমেরীয় ✓
৪০। নিম্নলিখিত কোন্ ভারতীয় সাহিত্যে গিলগামেশ-এর উল্লেখ আছে?
(ক) গোপথ ব্রাহ্মণ
(খ) শতপথ ব্রাহ্মণ
(গ) ঐতরেয় ব্রাহ্মণ
(ঘ) ছান্দোগ্য উপনিষদ
উত্তরঃ (খ) শতপথ ব্রাহ্মণ ✓
৪১। ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন –
(ক) জরথুস্ট্র
(খ) প্লিনি
(গ) হোমার
(ঘ) হেরোডোটাস
উত্তরঃ (গ) হোমার ✓
৪২। প্রাচীন গ্রিসের দুটি মহাকাব্য ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’-র মূল বিষয় হল-
(ক) কনস্ট্যান্টিনোপলের পতনের কাহিনি
(খ) পৃথিবীর সৃষ্টিরহস্য
(গ) ট্রয় নগরীর যুদ্ধের কাহিনি
(ঘ) গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনি
উত্তরঃ (গ) ট্রয় নগরীর যুদ্ধের কাহিনি ✓
৪৩। রামায়ণ ও মহাভারত হল প্রাচীন ভারতের ২ টি-
(ক) পুরাণ
(খ) স্মৃতিশাস্ত্র
(গ) মহাকাব্য
(ঘ) বেদাঙ্গ
উত্তরঃ (গ) মহাকাব্য ✓
৪৪। রামায়ণ ও মহাভারত কী ধরনের কাব্য?
(ক) বীরগাথামূলক
(খ) নীতিকথামূলক
(গ) স্মৃতিকথামূলক
(ঘ) আত্মজীবনীমূলক
উত্তরঃ (ক) বীরগাথামূলক ✓
৪৫। মহাভারতের রচয়িতা হলেন-
(ক) বাল্মীকি
(খ) ব্যাসদেব
(গ) পাণিনি
(ঘ) পতঞ্জলি
উত্তরঃ (খ) ব্যাসদেব ✓
৪৬। মহাভারতের শ্লোকসংখ্যা প্রায় –
(ক) ৪ লক্ষ
(খ) ৩ লক্ষ
(গ) ২ লক্ষ
(ঘ) ১ লক্ষ
উত্তরঃ (ঘ) ১ লক্ষ ✓
৪৭। মহাভারতের রচনাকাল সাধারণত নির্দেশ করা হয় –
(ক) খ্রিস্টপূর্ব ১০০-১০০ খ্রিস্টাব্দকে
(খ) খ্রিস্টপূর্ব ২০০-২০০ খ্রিস্টাব্দকে
(গ) খ্রিস্টপূর্ব ৩০০-৩০০ খ্রিস্টাব্দকে
(ঘ) খ্রিস্টপূর্ব ৪০০-৪০০ খ্রিস্টাব্দকে
উত্তরঃ (ঘ) খ্রিস্টপূর্ব ৪০০-৪০০ খ্রিস্টাব্দকে ✓
৪৮। মহাভারতের আদি নাম হল –
(ক) আদিকাব্য
(খ) জয়কাব্য
(গ) পুরাণ কাব্য
(ঘ) সৃষ্টিকাব্য
উত্তরঃ (খ) জয়কাব্য ✓
৪৯। পঞ্চম বেদ বলা হয়-
(ক) রামায়ণকে
(খ) ইলিয়াডকে
(গ) ওডিসিকে
(ঘ) মহাভারতকে
উত্তরঃ (ঘ) মহাভারতকে ✓
৫০। পৃথিবীর ‘দীর্ঘতম কাব্য’ হল-
(ক) গিলগামেশ
(খ) ইলিয়াড
(গ) রামায়ণ
(ঘ) মহাভারত
উত্তরঃ (ঘ) মহাভারত ✓
৫১। মহাভারত কটি পর্বে বিভক্ত?
(ক) ৮টি
(খ) ১২টি
(গ) ১৬টি
(ঘ) ১৮টি
উত্তরঃ (ঘ) ১৮টি ✓
৫২। কোন্ মহাকাব্যকে পান্ডব সাহিত্য বলা হয়?
(ক) মহাভারত
(খ) রামায়ণ
(গ) মণিমেকলৈ
(ঘ) কিরাতার্জনীয়ম্
উত্তরঃ (ক) মহাভারত ✓
৫৩। মহাভারতের মূল বিষয় হল –
(ক) কুরু-পান্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ
(খ) পৃথিবীর সৃষ্টিরহস্য
(গ) প্রাচীন ভারতের ইতিহাস
(ঘ) আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনি
উত্তরঃ (ক) কুরু-পান্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ ✓
৫৪। রামায়ণের রচয়িতা হলেন –
(ক) বেদব্যাস
(খ) বাল্মীকি
(গ) পতঞ্জলি
(ঘ) পাণিনি
উত্তরঃ (খ) বাল্মীকি ✓
৫৫। রামায়ণের বিষয়বস্তু হল –
(ক) পৃথিবীর সৃষ্টি-সংক্রান্ত তত্ত্ব
(খ) কুরু-পান্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ
(গ) প্রাচীন ভারতের ইতিহাস
(ঘ) আর্য ও অনার্য সংঘাত
উত্তরঃ (ঘ) আর্য ও অনার্য সংঘাত ✓
৫৬। রামায়ণের শ্লোক সংখ্যা –
(ক) ২০ হাজার
(খ) ২৪ হাজার
(গ) ২৮ হাজার
(ঘ) ৩২ হাজার
উত্তরঃ (খ) ২৪ হাজার ✓
৫৭। রামায়ণের রচনাকাল ধরা হয় সাধারণত –
(ক) খ্রিস্টপূর্ব ১০০-১০০ খ্রিস্টাব্দ
(খ) খ্রিস্টপূর্ব ২০০-২০০ খ্রিস্টাব্দ
(গ) খ্রিস্টপূর্ব ৩০০-৩০০ খ্রিস্টাব্দ
(ঘ) খ্রিস্টপূর্ব ৪০০-৪০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ (খ) খ্রিস্টপূর্ব ২০০-২০০ খ্রিস্টাব্দ ✓
৫৮। চতুর্বিংশতি সাহস্রী সংহিতা বলা হয় –
(ক) বেদকে
(খ) মহাভারতকে
(গ) রামায়ণকে
(ঘ) পুরাণকে
উত্তরঃ (গ) রামায়ণকে ✓
৫৯। রামায়ণ ক’টি কান্ডে বিভক্ত?
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৮টি
উত্তরঃ (গ) ৭টি ✓
৬০। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতকে ‘দেশের সবচেয়ে বড়ো ইতিহাস’ বলে কে উল্লেখ করেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) অরবিন্দ ঘোষ
উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর ✓
৬১। জলপ্লাবনের কাহিনি কোন্ দেশের পুরাণে রয়েছে?
(ক) মিশরের পুরাণে
(খ) মেসোপটেমীয় পুরাণে
(গ) গ্রিসের পুরাণে
(ঘ) চিনের পুরাণে
উত্তরঃ (খ) মেসোপটেমীয় পুরাণে ✓
৬২। চিনের পুরাণ অনুসারে পৃথিবীর প্রথম আধুনিক মানুষ হল
(ক) সুইজেন
(খ) পান-কু
(গ) ফু-সি
(ঘ) শেন-নুৎ
উত্তরঃ (খ) পান-কু ✓
৬৩। চিনের পৌরাণিক কাহিনি অনুসারে আগুনের আবিষ্কারক কে ছিলেন?
(ক) সম্রাট সুইজেন
(খ) সম্রাট য়ু
(গ) সম্রাট ফু-সি
(ঘ) সম্রাট সি হুয়াংতি
উত্তরঃ (ক) সম্রাট সুইজেন ✓
৬৪। সর্বপ্রথম পুরাকীর্তিগুলি সংরক্ষণের উদ্যোগ নেয় কোন্ দেশ?
(ক) স্পেন
(খ) আমেরিকা
(গ) ইংল্যান্ড
(ঘ) ভারত
উত্তরঃ (গ) ইংল্যান্ড ✓
৬৫। সময়কে বিনাশহীন বলা হয়েছে কোন্ গ্রন্থে?
(ক) রামায়ণ
(খ) কোরান
(গ) ভগবদ্গীতা
(ঘ) হিব্রু বাইবেল
উত্তরঃ (গ) ভগবদ্গীতা ✓
৬৬। পুরাণ শব্দটির অর্থ হল –
(ক) প্রস্তর
(খ) প্রাচীন
(গ) রাজা
(ঘ) দেবতা
উত্তরঃ (খ) প্রাচীন ✓
৬৭। পুরাণগুলি ছিল মূলত
(ক) সামাজিক গ্রন্থ
(খ) রাজনৈতিক গ্রন্থ
(গ) অর্থনৈতিক গ্রন্থ
(ঘ) ধর্মীয় গ্রন্থ
উত্তরঃ (ক) সামাজিক গ্রন্থ ✓
৬৮। জনশ্রুতি অনুসারে ভারতীয় পুরাণগুলি কারা রচনা করেন?
(ক) রাজা
(খ) সাধারণ মানুষ
(গ) দেবতা
(ঘ) ঋষি
উত্তরঃ (ঘ) ঋষি ✓
৬৯। পুরাণের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হল –
(ক) রাজতরঙ্গিনী
(খ) ইন্ডিকা
(গ) সারিপুত্তপ্রকরণ
(ঘ) গৌড়বহ
উত্তরঃ (ক) রাজতরঙ্গিনী ✓
৭০। পুরাণের প্রধান লক্ষণগুলি হল –
(ক) স্বর্গ, নরক, পাতাল, মর্ত্য প্রভৃতির উল্লেখ
(খ) জন্ম, মৃত্যু, জন্মান্তরবাদ প্রভৃতির উল্লেখ
(গ) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর প্রভৃতির উল্লেখ
(ঘ) সূর্য, চন্দ্র, জোয়ার, ভাটা প্রভৃতির উল্লেখ
উত্তরঃ (গ) সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর প্রভৃতির উল্লেখ ✓
৭১। পুরাণে উল্লিখিত চোদ্দোজন মনুর শাসনের বর্ণনা হল –
(ক) মন্বন্তর
(খ) বংশচরিত
(গ) প্রতিসর্গ
(ঘ) সর্গ
উত্তরঃ (ক) মন্বন্তর ✓
৭২। ভারতে পুরাণের সংখ্যা হল –
(ক) ১৫টি
(খ) ১৬টি
(গ) ১৮টি
(ঘ) ২২টি
উত্তরঃ (গ) ১৮টি ✓
৭৩। পুরাণগুলি রচিত হয়েছিল মূলত –
(ক) নন্দ যুগে
(খ) মৌর্য যুগে
(গ) শুঙ্গ যুগে
(ঘ) গুপ্ত যুগে
উত্তরঃ (ঘ) গুপ্ত যুগে ✓
৭৪। ভারতীয় পুরাণগুলি মূলত কোন্ ভাষায় লেখা?
(ক) সংস্কৃত
(খ) পালি
(গ) প্রাকৃত
(ঘ) ফারসি
উত্তরঃ (ক) সংস্কৃত ✓
৭৫। পুরাণকে বলা হয় –
(ক) ইতিহাসের মুখ্য উপাদান
(খ) ইতিহাসের গৌণ উপাদান
(গ) ইতিহাসের কালনির্ণায়ক
(ঘ) ইতিহাসের যুগবিভাজন
উত্তরঃ (খ) ইতিহাসের গৌণ উপাদান ✓
৭৬। কোন্ সময় থেকে ইতিহাস ও পুরাণ শব্দদুটি ব্যঞ্জনাধর্মী হয়ে ওঠে?
(ক) ষষ্ঠ শতক থেকে
(খ) সপ্তম শতক থেকে
(গ) অষ্টম শতক থেকে
(ঘ) নবম শতক থেকে
উত্তরঃ (ক) ষষ্ঠ শতক থেকে ✓
৭৭। মৌর্য বংশের ইতিহাস জানা যায় যে পূরাণ থেকে, সেটি হল –
(ক) বায়ুপুরাণ
(খ) বিষ্ণু পুরাণ
(গ) মৎস্যপুরাণ
(ঘ) ব্রহ্মবৈবর্ত পুরাণ
উত্তরঃ (খ) বিষ্ণু পুরাণ ✓
৭৮। মৎস্যপুরাণ থেকে কোন্ দুটি রাজবংশ সম্পর্কে জানা যায়?
(ক) মৌর্য ও গুপ্ত
(খ) গুপ্ত ও কুষাণ
(গ) অস্ত্র ও সাতবাহন
(ঘ) চোল ও পল্লব
উত্তরঃ (গ) অস্ত্র ও সাতবাহন ✓
৭৯। গুপ্ত বংশের আদি ইতিহাস জানা যায় –
(ক) বিষ্ণুপুরাণ থেকে
(খ) ব্রহ্মপুরাণ থেকে
(গ) মৎস্যপুরাণ থেকে
(ঘ) বায়ুপুরাণ থেকে
উত্তরঃ (ঘ) বায়ুপুরাণ থেকে ✓
৮০। সূর্য দেবতার পুজোর বিবরণ রয়েছে –
(ক) ভবিষ্যপুরাণে
(খ) মৎস্যপুরাণে
(গ) বিষ্ণুপুরাণে
(ঘ) ব্রহ্মবৈবর্ত পুরাণে
উত্তরঃ (ক) ভবিষ্যপুরাণে ✓
৮১। ভারতের উল্লেখযোগ্য চারটি পুরাণ হল –
(ক) বামন, স্কন্দ, বরাহ ও অগ্নিপুরাণ
(খ) বিষ্ণু, বায়ু, মৎস্য ও ব্রহ্মপুরাণ
(গ) পদ্ম, ভাগবত, শৈব ও লিঙ্গপুরাণ
(ঘ) ব্রহ্মবৈবর্ত, নারদীয়, কূর্ম ও ভবিষ্যপুরাণ
উত্তরঃ (খ) বিষ্ণু, বায়ু, মৎস্য ও ব্রহ্মপুরাণ ✓
৮২। ভারতীয় বিদ্যার বিশ্বকোশ বা পৌরাণিক বিশ্বকোশ বলা হয় –
(ক) কূর্মপুরাণকে
(খ) ব্রহ্মাণ্ডপুরাণকে
(গ) অগ্নিপুরাণকে
(ঘ) শিবপুরাণকে
উত্তরঃ (গ) অগ্নিপুরাণকে ✓
৮৩। আদি-মধ্যকালীন বাংলার ইতিহাস জানা যায় কোন্ পুরাণ থেকে?
(ক) ভাগবত পুরাণ
(খ) পদ্মপুরাণ
(গ) গরুড় পুরাণ
(ঘ) ব্রহ্মবৈবর্ত পুরাণ
উত্তরঃ (ঘ) ব্রহ্মবৈবর্ত পুরাণ ✓
৮৪। পশ্চিম ভারতের সাংস্কৃতিক-সামাজিক জীবনের পরিচয় পাওয়া যায় কোন্ পুরাণ থেকে?
(ক) স্কন্দপুরাণ
(খ) কূর্মপুরাণ
(গ) বায়ুপুরাণ
(ঘ) মৎস্যপুরাণ
উত্তরঃ (ক) স্কন্দপুরাণ ✓
৮৫। A Curious Wise of History, Mythology and Nonsense -পুরাণ সম্পর্কে একথা বলেছেন –
(ক) রামচন্দ্র গুহ
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) ডি ডি কোশাম্বী
(ঘ) রাজেশ কোচার
উত্তরঃ (ঘ) রাজেশ কোচার ✓
৮৬। “যখন ধর্মের পতন ও অধর্মের সূচনা ঘটবে, তখন সমাজ ও ধর্মকে রক্ষা করতে ঈশ্বর যুগে যুগে আবির্ভূত হবেন।” –এ কথার উল্লেখ কোথায় রয়েছে?
(ক) মিশরের পুরাকথায়
(খ) ভারতের পুরাকথায়
(গ) রোমের পুরাকথায়
(ঘ) গ্রিসের পুরাকথায়
উত্তরঃ (খ) ভারতের পুরাকথায় ✓
৮৭। হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) বাণভট্ট
(খ) কৌটিল্য
(গ) হর্ষবর্ধন
(ঘ) বরাহমিহির
উত্তরঃ (ক) বাণভট্ট ✓
৮৮। বাকপতিরাজ রচিত গ্রন্থটির নাম হল –
(ক) পৃথ্বীরাজচরিত
(খ) পার্শ্বনাথ চরিত্র
(গ) কুমারপালচরিত
(ঘ) গৌড়বহ
উত্তরঃ (ঘ) গৌড়বহ ✓
৮৯। চাঁদ বরদই রচিত গ্রন্থের নাম হল –
(ক) পৃথ্বীরাজ রাসো
(খ) ললিতবিস্তার
(গ) বিক্রমাঙ্কদেবচরিত
(ঘ) দশকুমারচরিত
উত্তরঃ (ক) পৃথ্বীরাজ রাসো ✓
৯০। বিলহন রচিত গ্রন্থটির নাম কী?
(ক) বুদ্ধচরিত
(খ) ললিতবিস্তার
(গ) বিক্রমাঙ্কদেবচরিত
(ঘ) দশকুমারচরিত
উত্তরঃ (গ) বিক্রমাঙ্কদেবচরিত ✓
৯১। বিক্রমাঙ্কদেবচরিত থেকে কী জানা যায় –
(ক) চোল রাজা রাজেন্দ্র চোলের কীর্তিকাহিনী
(খ) সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তিকাহিনী
(গ) গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কীর্তিকাহিনী
(ঘ) চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের কীর্তিকাহিনী
উত্তরঃ (ঘ) চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের কীর্তিকাহিনী ✓
৯২। রামচরিতম্ গ্রন্থে কোন্ ঘটনা স্থান পেয়েছে?
(ক) রামপালের জীবন ও কীর্তিকলাপ
(খ) দ্বিতীয় মহীপালের জীবন ও কীর্তিকলাপ
(গ) মহেন্দ্রপালের জীবন ও কীর্তিকলাপ
(ঘ) প্রথম বিগ্রহপালের জীবন ও কীর্তিকলাপ
উত্তরঃ (ক) রামপালের জীবন ও কীর্তিকলাপ ✓
৯৩। নিম্নলিখিত কোন্ গ্রন্থের শ্লোকগুলি দ্ব্যর্থকভাবে বর্ণিত হয়েছে?
(ক) হর্ষচরিত
(খ) বিক্রমাঙ্কদেবচরিত
(গ) রামচরিতম
(ঘ) দশকুমারচরিত
উত্তরঃ (গ) রামচরিতম ✓
৯৪। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল –
(ক) প্রবন্ধচিন্তামণি
(খ) রাজতরঙ্গিনী
(গ) অমরকোশ
(ঘ) দশকুমারচরিত
উত্তরঃ (খ) রাজতরঙ্গিনী ✓
৯৫। ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) কলহন
(খ) কৌটিল্য
(গ) বাণভট্ট
(ঘ) মেরুতুঙ্গ
উত্তরঃ (ক) কলহন ✓
৯৬। কলহনের ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে কোন্ রাজ্যের ইতিহাস বর্ণিত আছে?
(ক) মগধ
(খ) কাশ্মীর
(গ) বাংলা
(ঘ) অবন্তী
উত্তরঃ (খ) কাশ্মীর ✓
৯৭। সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণিত হয়েছে –
(ক) প্রবন্ধ চিন্তামণি গ্রন্থে
(খ) রাসমালা গ্রন্থে
(গ) রাজতরঙ্গিনী গ্রন্থে
(ঘ) কীর্তিকৌমুদী গ্রন্থে
উত্তরঃ (গ) রাজতরঙ্গিনী গ্রন্থে ✓
৯৮। গুজরাট সম্পর্কিত ইতিহাস রচয়িতাদের মধ্যে অন্যতম হলেন –
(ক) বিলহন
(খ) সোমেশ্বর
(গ) বাণভট্ট
(ঘ) কলহন
উত্তরঃ (খ) সোমেশ্বর ✓
৯৯। মেরুতুঙ্গ রচিত গ্রন্থের নাম –
(ক) রাসমালা
(খ) কীর্তিকৌমুদী
(গ) প্রবন্ধ চিন্তামণি
(ঘ) রাজতরঙ্গিনী
উত্তরঃ (গ) প্রবন্ধ চিন্তামণি ✓
১০০। ‘প্রবন্ধ চিন্তামণি’ গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা যায়?
(ক) গুজরাট
(খ) কাশ্মীর
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) মধ্যপ্রদেশ
উত্তরঃ (ক) গুজরাট ✓
১০১। ‘চন্দ্রচূড়াচরিত’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) চক্রপাণিদত্ত
(খ) সন্ধ্যাকর নন্দী
(গ) পাণিনি
(ঘ) উমাপতি ধর
উত্তরঃ (ঘ) উমাপতি ধর ✓
১০২। ‘আয়ুর্বেদ দীপিকা’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) সুশ্রুত
(খ) চরক
(গ) চক্রপাণিদত্ত
(ঘ) কৌটিল্য
উত্তরঃ (গ) চক্রপাণিদত্ত ✓
১০৩। সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ ব্যাকরণ হল –
(ক) পাণিনির অষ্টাধ্যায়ী
(খ) কৌটিল্যের অর্থশাস্ত্র
(গ) কলহনের রাজতরঙ্গিনী
(ঘ) বাণভট্টের হর্ষচরিত
উত্তরঃ (ক) পাণিনির অষ্টাধ্যায়ী ✓
১০৪। অষ্টাধ্যায়ী রচিত হয়েছিল –
(ক) তৃতীয় শতকে
(খ) পঞ্চম শতকে
(গ) সপ্তম শতকে
(ঘ) নবম শতকে
উত্তরঃ (খ) পঞ্চম শতকে ✓
১০৫। ব্যাকরণ বিষয়ক টীকা গ্রন্থ ‘মহাভাষ্য’ রচনা করেন –
(ক) পতঞ্জলি
(খ) ভাস
(গ) জীমূতবাহন
(ঘ) ব্রহ্মগুপ্ত
উত্তরঃ (ক) পতঞ্জলি ✓
১০৬। মহাভাষ্য রচিত হয়েছিল আনুমানিক –
(ক) খ্রিস্টপূর্ব প্রথম শতকে
(খ) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে
(গ) খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে
(ঘ) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে
উত্তরঃ (খ) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে ✓
১০৭। আদি তামিল ব্যাকরণ গ্রন্থটি ছিল –
(ক) টোলকাপ্পিয়ম
(খ) এটুটোকাই
(গ) পাটুপাটু
(ঘ) তিরুক্কুরাল
উত্তরঃ (ক) টোলকাপ্পিয়ম ✓
১০৮। ‘সঙ্গম’ কথাটির অর্থ হল –
(ক) রাজার সমালোচনা
(খ) রাষ্ট্র সংক্রান্ত আলোচনা
(গ) কবি ও পণ্ডিত ব্যক্তিদের সম্মেলন
(ঘ) সাধারণ মানুষের সমাবেশ
উত্তরঃ (গ) কবি ও পণ্ডিত ব্যক্তিদের সম্মেলন ✓
১০৯। সঙ্গম সাহিত্য কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) মাদুরাইতে
(খ) অযোধ্যায়
(গ) শ্রীনগরে
(ঘ) মথুরায়
উত্তরঃ (ক) মাদুরাইতে ✓
১১0। সিলপ্পাদিকরম ও মনিমেকলৈ মহাকাব্য দুটি কোন্ ভাষায় রচিত?
(ক) তেলুগু
(খ) তামিল
(গ) কন্নড়
(ঘ) হিন্দি
উত্তরঃ (খ) তামিল ✓
১১১। সিলপ্পাদিকরম এর রচয়িতা হলেন –
(ক) সাত্তনার
(খ) উরুত্তিরঙ্গনার
(গ) পেরুনদেভানার
(ঘ) ইলঙ্গো আদিগল
উত্তরঃ (ঘ) ইলঙ্গো আদিগল ✓
১১২। মনিমেকলৈ এর রচয়িতা হলেন –
(ক) উরুত্তিরঙ্গনার
(খ) সাত্তনার
(গ) ইলঙ্গো আদিগল
(ঘ) পেরুনদেভানার
উত্তরঃ (খ) সাত্তনার ✓
১১৩। তামিল কবিতার ওডিসি বলা হয় –
(ক) সিলপ্পাদিকরমকে
(খ) টোলকাপ্পিয়মকে
(গ) মণিমেকলৈকে
(ঘ) কুরালকে
উত্তরঃ (গ) মণিমেকলৈকে ✓
১১৪। নিম্নলিখিত কোনটি একটি অভিধান গ্রন্থ?
(ক) মৃচ্ছকটিকম্
(খ) বৃহৎকথা
(গ) অমরকোশ
(ঘ) মিতাক্ষরা
উত্তরঃ (গ) অমরকোশ ✓
১১৫। ‘অমরকোশ’-এর অপর নাম হল –
(ক) গর্গ সংহিতা
(খ) নামলিঙ্গানুশাসন
(গ) ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত
(ঘ) সিদ্ধান্ত শিরোমণি
উত্তরঃ (খ) নামলিঙ্গানুশাসন ✓
১১৬। অমরকোশের রচয়িতা হলেন –
(ক) অমরচন্দ্র
(খ) অমর দাস
(গ) অমরসিংহ
(ঘ) অমরাচার্য
উত্তরঃ (গ) অমরসিংহ ✓
১১৭। দ্বাদশ শতকে রচিত ‘দেশীনামমালা’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) নাগার্জুন
(খ) মাধবচন্দ্র
(গ) হেমচন্দ্র
(ঘ) মেরুতুঙ্গ
উত্তরঃ (গ) হেমচন্দ্র ✓
১১৮। ‘আর্যভটীয়’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) ব্রহ্মগুপ্ত
(খ) আর্যভট্ট
(গ) হেমচন্দ্র
(ঘ) চক্রপাণিদত্ত
উত্তরঃ (খ) আর্যভট্ট ✓
১১৯। জ্যোতিষচর্চা সংক্রান্ত গ্রন্থ ‘বৃহৎসংহিতা’র রচয়িতা হলেন –
(ক) ব্রহ্মগুপ্ত
(খ) আর্যভট্ট
(গ) ভাস্করাচার্য
(ঘ) বরাহমিহির
উত্তরঃ (ঘ) বরাহমিহির ✓
১২০। গুপ্ত যুগের অন্যতম শল্যচিকিৎসক ছিলেন –
(ক) সুশ্রুত
(খ) শালিহোত্র
(গ) বাণভট্ট
(ঘ) ব্রহ্মগুপ্ত
উত্তরঃ (ক) সুশ্রুত ✓
১২১। চরকসংহিতা ও সুশ্রুতসংহিতা হল প্রাচীন ভারতের –
(ক) কৃষি বিষয়ক গ্রন্থ
(খ) চিকিৎসাশাস্ত্র বিষয়ক গ্রন্থ
(গ) গণিতশাস্ত্র বিষয়ক গ্রন্থ
(ঘ) অভিধানশাস্ত্র
উত্তরঃ (খ) চিকিৎসাশাস্ত্র বিষয়ক গ্রন্থ ✓
১২২। চরক ছিলেন প্রাচীন যুগের একজন –
(ক) স্থাপত্যবিদ
(খ) কৃষিবিদ্যা বিশারদ
(গ) শল্যচিকিৎসক
(ঘ) জ্যোতির্বিদ
উত্তরঃ (গ) শল্যচিকিৎসক ✓
১২৩। প্রাচীন ভারতের কৃষিবিষয়ক গ্রন্থটি হল –
(ক) কৃষিসংহিতা
(খ) নীতিসার
(গ) বৃক্ষায়ুর্বেদ
(ঘ) কৃষিপরাশর
উত্তরঃ (ঘ) কৃষিপরাশর ✓
১২৪। প্রাচীন ভারতের বৃক্ষবিদ্যা বিষয়ক গ্রন্থটি হল –
(ক) বৃক্ষরাজিসমূহ
(খ) বৃক্ষরাজিমালা
(গ) বৃক্ষায়ুর্বেদ
(ঘ) কৃষিপরাশর
উত্তরঃ (গ) বৃক্ষায়ুর্বেদ ✓
১২৫। প্রাচীন ভারতে স্থাপত্যবিদ্যার পরিচয় পাওয়া যায় কোন্ গ্রন্থ থেকে?
(ক) শালিহোত্র
(খ) মানসোল্লাস
(গ) অর্থশাস্ত্র
(ঘ) পালকপ্য
উত্তরঃ (খ) মানসোল্লাস ✓
১২৬। ‘মানসোল্লাস’ রচনা করেন –
(ক) বিশাখদত্ত
(খ) ভারবি
(গ) সোমেশ্বর
(ঘ) ঈশ্বরকৃয়
উত্তরঃ (গ) সোমেশ্বর ✓
১২৭। ‘কুমারসম্ভবম্’, ‘মেঘদূতম্’, ‘ঋতুসংহার’, ‘রঘুবংশম্’- গ্রন্থগুলির রচয়িতা হলেন –
(ক) ভর্তৃহরি
(খ) কালিদাস
(গ) ভারবি
(ঘ) দণ্ডী
উত্তরঃ (খ) কালিদাস ✓
১২৮। ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকটির রচয়িতা হলেন –
(ক) বিশাখদত্ত
(খ) ভারবি
(গ) দণ্ডী
(ঘ) কালিদাস
উত্তরঃ (ঘ) কালিদাস ✓
১২৯। ত্রিপিটক হল –
(ক) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ
(খ) জৈনদের প্রধান ধর্মগ্রন্থ
(গ) পারসিকদের প্রধান ধর্মগ্রন্থ
(ঘ) হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ
উত্তরঃ (ক) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ✓
১৩০। জাতক হল –
(ক) গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনি
(খ) গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা
(গ) গৌতম বুদ্ধের বোধিলাভের ঘটনা
(ঘ) গৌতম বুদ্ধের ধর্মপ্রচার সংক্রান্ত ঘটনা
উত্তরঃ (ক) গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনি ✓
১৩১। বৌদ্ধ গ্রন্থগুলি প্রথমে কোন্ ভাষায় লেখা হয়েছিল?
(ক) সংস্কৃত
(খ) পালি
(গ) প্রাকৃত
(ঘ) মাগধী
উত্তরঃ (খ) পালি ✓
১৩২। ‘ভারতে বৌদ্ধধর্মের ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) অল-বিরুনি
(খ) পণ্ডিত লামা তারানাথ
(গ) অশ্বঘোষ
(ঘ) কৌটিল্য
উত্তরঃ (খ) পণ্ডিত লামা তারানাথ ✓
আরো পড়ুন : ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর