আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায়

আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন ক্লাস-12 MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে Unit – 1 প্রথম অধ্যায় : পর্যটকদের দৃষ্টিতে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় ও তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন এই তিনটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আবর Unit – 2 চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং পঞ্চম অধ্যায় : সাম্রাজ্যবাদ ও ওপনিবেশিক নিয়ন্ত্রনের যন্ত্রাদি এই দুটি অধ্যায় থেকে থাকবে মোট 20 নম্বর। আজকের এই প্রশ্নোত্তর পর্বে তৃতীয় অধ্যায় : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু MCQ তুলে ধরা হল।

আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন ক্লাস-11 MCQ প্রশ্ন উত্তর

আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন ক্লাস-11 MCQ প্রশ্ন উত্তর
আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন ক্লাস-11 MCQ প্রশ্ন উত্তর

১। চতুর্দশ শতুক নাগাদ দিল্লির অধীনতা ছিন্ন করে দক্ষিণ ভারতে গড়ে ওঠা একটি স্বাধীন রাজ্য হল –
(ক) হোয়সল
(খ) জৌনপুর
(গ) বিজয়নগর
(ঘ) চোল।
উত্তরঃ (গ) বিজয়নগর

২। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৩৪৬ খ্রিস্টাব্দে
(গ) ১৩৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩৬৬ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে

৩। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কী?
(ক) তাঞ্জোর
(খ) হাম্পি
(গ) বিদর
(ঘ) বাদামি।
উত্তরঃ (খ) হাম্পি

৪। ‘A Forgotten Empire (Vijaynagar)’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) জন মার্শাল
(খ) বার্টন স্টেইন
(গ) টিম কর্নেল
(ঘ) রবার্ট সিওয়েল।
উত্তরঃ (ঘ) রবার্ট সিওয়েল।

৫। কোন্ দুই ভাই স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন?
(ক) প্রথম ও দ্বিতীয় দেবরায়
(খ) হরিহর ও বুক্ক
(গ) অচ্যুত রায় ও রাম রায়
(ঘ) সদাশিব রায় ও কৃষ্ণদেব রায়।
উত্তরঃ (খ) হরিহর ও বুক্ক

৬। হরিহর ও বুক্ক-কে বন্দি অবস্থায় কোন্ শহরে নিয়ে গিয়ে মহম্মদ বিন তুঘলক ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন?
(ক) কাম্পিলি
(খ) শ্রীনগর
(গ) দিল্লি
(ঘ) আজমির।
উত্তরঃ (গ) দিল্লি

৭। নিম্নলিখিত কোন্ তামু-দানপত্র থেকে জানা যায় যে, হরিহর ও তাঁর চার – ভাই ছিলেন যাদববংশীয় সঙ্গম-এর পুত্র?
(ক) বিত্রাগুন্টা তাম্র-দানপত্র
(খ) খলিমপুর তাম্রশাসন
(গ) সোহগৌড়া তাম্রশাসন
(ঘ) নালন্দা তাম্রশাসন।
উত্তরঃ (ক) বিত্রাগুন্টা তাম্র-দানপত্র

৮। কোন্ নাম গ্রহণ করে হরিহর হাম্পি-হস্তিনাবতীতে শাসন শুরু করেছিলেন? –
(ক) মাধব বিদ্যারণ্য
(খ) সায়নাচার্য
(গ) শ্রী বিরুপাক্ষ
(ঘ) হাজারা রাম।
উত্তরঃ (গ) শ্রী বিরুপাক্ষ

৯। হরিহর ও বুক্ক ব্যতীত সঙ্গমের অপর তিন পুত্রের কী নাম ছিল?
(ক) তিরুমল-বীরবল্লাল-নরসিংহ
(খ) কম্প-মারাপ্পা/মুরপ্পা-মুদপ্পা
(গ) প্রথম দেবরায়-গজপতি-অচ্যুত রায়
(ঘ) রাম রায়-কৃষ্ণদেব রায়-বীর নরসিংহ।
উত্তরঃ (খ) কম্প-মারাপ্পা/মুরপ্পা-মুদপ্পা

১০। কত খ্রিস্টাব্দে মাদুরাই-এর বিরোধিতা প্রতিহত করে হরিহর সমগ্র হোয়সল রাজ্য বিজয়নগরের অন্তর্ভুক্ত করেন?
(ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৩৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৩৪৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩৬৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৩৪৬ খ্রিস্টাব্দে

১১। কোন্ রাজ্যের বিরুদ্ধে বুক্ক এক সফল অভিযান পরিচালনা করেছিলেন?
(ক) চোল
(খ) চের
(গ) মৌর্য
(ঘ) মাদুরাই।
উত্তরঃ (ঘ) মাদুরাই।

১২। ‘ভবিষ্যতে কোনও পক্ষই যুদ্ধকালে অকারণে অসামরিক ব্যক্তিদের হত্যা করবে না’ – কোন্ সংঘর্ষের পরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে এটি স্থির হয়েছিল?
(ক) ত্রিশক্তি সংগ্রাম
(খ) প্রথম বিজয়নগর-বাহমনি সংঘর্ষ
(গ) তালিকোটার যুদ্ধ
(ঘ) বিদারার যুদ্ধ।
উত্তরঃ (খ) প্রথম বিজয়নগর-বাহমনি সংঘর্ষ

১৩। কোন্ বিশিষ্ট তেলুগু কবি প্রথম বুক্ক-এর রাজসভার সদস্য ছিলেন?
(ক) শ্রীধর
(খ) গঙ্গাধরক
(গ) নাচনা সোমনাথ
(ঘ) পেড্ডান।
উত্তরঃ (গ) নাচনা সোমনাথ

১৪। কত খ্রিস্টাব্দে প্রথম দেবরায় বিজয়নগরের সিংহাসনে আরোহণ করেন?
(ক) ১৪০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৪০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৪১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪২২ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৪০৬ খ্রিস্টাব্দে

১৫। ১৪১৯ (মতান্তরে ১৪২০) খ্রিস্টাব্দ নাগাদ-বাহমনি বংশের কোন্ সুলতানকে পরাজিত করে প্রথম দেবরায় কৃষ্ণা নদীর তীর পর্যন্ত সমগ্র ভূখন্ড নিজ অধিকারে নিয়ে এসেছিলেন?
(ক) প্রথম মহম্মদ শাহ
(খ) আলাউদ্দিন মুজাহিদ শাহ
(গ) তাজউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) তৃতীয় মহম্মদ শাহ।
উত্তরঃ (গ) তাজউদ্দিন ফিরোজ শাহ

১৬। জলসেচের জন্য কোন্ নদীতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিজয়নগরের শাসক প্রথম দেবরায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন?
(ক) তাপ্তি
(খ) গোদাবরী
(গ) তুঙ্গভদ্রা
(ঘ) যমুনা।
উত্তরঃ (গ) তুঙ্গভদ্রা

১৭। প্রথম দেবরায়ের মৃত্যুর পর স্বল্পকালের জন্য কোন্ শাসক বিজয়নগরের সিংহাসনে বসেছিলেন?
(ক) রাম রায়
(খ) অচ্যুত রায়
(গ) সদাশিব রায়
(ঘ) বিজয় রায়।
উত্তরঃ (ঘ) বিজয় রায়।

১৮। বিজয়নগর সাম্রাজ্যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন?
(ক) প্রথম দেবরায়
(খ) বুক্ক
(গ) দ্বিতীয় দেবরায়
(ঘ) বিজয় রায়।
উত্তরঃ (গ) দ্বিতীয় দেবরায়

১৯। সঙ্গমবংশীয় কোন্ শাসকের আমলে বাহমনি ও ওড়িশা রাজ্য মিলিতভাবে বিজয়নগরকে আক্রমণ করেছিল?
(ক) হরিহর
(খ) মল্লিকার্জুন
(গ) বুক্ক
(ঘ) দ্বিতীয় হরিহর।
উত্তরঃ (খ) মল্লিকার্জুন

২০। মল্লিকার্জুনের পর কে বিজয়নগরের সিংহাসন আরোহণ করেন?
(ক) দ্বিতীয় বিরুপাক্ষ
(খ) প্রথম দেবরায়
(গ) দ্বিতীয় দেবরায়
(ঘ) দ্বিতীয় হরিহর।
উত্তরঃ (ক) দ্বিতীয় বিরুপাক্ষ

২১। সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন –
(ক) দ্বিতীয় বিরুপাক্ষ
(খ) ইম্মাদি নরসিংহ
(গ) বীর নরসিংহ
(ঘ) কৃষ্ণদেব রায়।
উত্তরঃ (ক) দ্বিতীয় বিরুপাক্ষ

২২। বিজয়নগরের প্রচলিত ঐতিহ্যে রায়া (Rayas) বা রাজারা কোন্ আখ্যায় ভূষিত হতেন?
(ক) হস্তিবাহিনীর অধিপতি
(খ) অশ্ববাহিনীর অধিপতি
(গ) নরপতি বা জনগণের প্রভু
(ঘ) পদাতিক বাহিনীর অধিপতি।
উত্তরঃ (গ) নরপতি বা জনগণের প্রভু

২৩। কে বিজয়নগরে সালুভ বংশের প্রতিষ্ঠা করেন?
(ক) কৃষ্ণদেব রায়
(খ) নরসীমা
(গ) তিরুমল
(ঘ) ভেঙ্কট।
উত্তরঃ (খ) নরসীমা

২৪। বিজয়নগর সাম্রাজ্যে সালুভবংশীয় কোন্ শাসকের আমলে জনৈক সেনাপতি নরসনায়ক রাজ্যের সকল ক্ষমতা হস্তগত করেছিলেন?
(ক) বীর নরসিংহ
(খ) প্রথম ভেঙ্কট
(গ) ইম্মাদি নরসিংহ
(ঘ) সদাশিব রায়।
উত্তরঃ (গ) ইম্মাদি নরসিংহ

২৫। সালুভবংশীয় শাসক ইম্মাদি নরসিংহকে হত্যা করে কে বিজয়নগরে তুলুভ বংশের শাসনের সূচনা ঘটান?
(ক) নরসীমা
(খ) নরসনায়ক
(গ) বীরবল্লাল
(ঘ) বীর নরসিংহ।
উত্তরঃ (ঘ) বীর নরসিংহ।

২৬। নিম্নে প্রদত্ত বিজয়নগরের রাজবংশগুলির মধ্যে কৃষ্ণদেব রায় কোন্ বংশের সম্রাট ছিলেন?
(ক) সঙ্গম
(খ) তুলুভ
(গ) সালুভ
(ঘ) আরবিডু।
উত্তরঃ (খ) তুলুভ

২৭। কত খ্রিস্টাব্দে তুলুভবংশীয় কৃষ্ণদেব রায় বিজয়নগরের সিংহাসনে বসেন?
(ক) ১৫২২ খ্রিস্টাব্দে
(খ) ১৫১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৫৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫০৯ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৫০৯ খ্রিস্টাব্দে।

২৮। পোর্তুগিজ পর্যটক নুনিজের মতানুযায়ী, রাজা কৃষ্ণদেব রায়ের শেষ সামরিক অভিযান কোনটি ছিল?
(ক) গুলবর্গা ধ্বংস
(খ) কোণ্ডাভিডু দখল
(গ) রাজামুন্ত্রী অধিকার
(ঘ) বারিদ দুর্গ দখল।
উত্তরঃ (ক) গুলবর্গা ধ্বংস

২৯। কত খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়-এর মৃত্যু হয়?
(ক) ১৫২২ খ্রিস্টাব্দ
(খ) ১৫২৫ খ্রিস্টাব্দ
(গ) ১৫২৯ খ্রিস্টাব্দ
(ঘ) ১৫৫০ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৫২৯ খ্রিস্টাব্দ

৩০। কার শাসনকালে দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল?
(ক) বিক্রমাদিত্য
(খ) কৃষ্ণদেব রায়
(গ) হরিহর
(ঘ) সালুভ তিম্মা।
উত্তরঃ (খ) কৃষ্ণদেব রায়

৩১। বিজয়নগরের কোন্ বিখ্যাত সম্রাট প্রসঙ্গে বিদেশি পর্যটক দুয়ার্তে ‘বারবোসা লিখেছিলেন যে, ‘তাঁর সাম্রাজ্যে যে কেউ আসতে পারত, এখানে থাকতে পারত এবং নিজ নিজ ধর্ম পালন করতে পারত। কেউ তাকে প্রশ্ন করত না যে সে খ্রিস্টান, ইহুদি, মুর নাকি ধর্মহীন ব্যক্তি?
(ক) প্রথম দেবরায়
(খ) দ্বিতীয় দেবরায়
(গ) ইম্মাদি নরসিংহ
(ঘ) কৃষ্ণদেব রায়।
উত্তরঃ (ঘ) কৃষ্ণদেব রায়।

৩২। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে লিখেছেন যে- ‘রাজা কৃষ্ণদেব প্রজাকল্যাণকামী রাষ্ট্রের আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিলেন’?
(ক) আবদুর রজ্জাক
(খ) সুমিত সরকার
(গ) ঈশ্বরীপ্রসাদ
(ঘ) আনন্দ কুমারস্বামী।
উত্তরঃ (গ) ঈশ্বরীপ্রসাদ

৩৩। বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায় তাঁর মৃত্যুর পূর্বে কাকে নিজ উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন?
(ক) তিরুমল
(খ) দ্বিতীয় বিরুপাক্ষ
(গ) সদাশিব রায়
(ঘ) অচ্যুত রায়।
উত্তরঃ (ঘ) অচ্যুত রায়।

৩৪। অচ্যুত রায়ের মৃত্যুর পর (১৫৪২ খ্রিস্টাব্দ) সিংহাসনে বসেন
(ক) প্রথম ভেঙ্কট
(খ) রাম রায়
(গ) সদাশিব রায়
(ঘ) বীর নরসিংহ।
উত্তরঃ (ক) প্রথম ভেঙ্কট

৩৫। বিজয়নগরের সিংহাসনে অচ্যুত রায়-এর পরবর্তী নামমাত্র শাসক হিসেবে কে বসেছিলেন?
(ক) দ্বিতীয় রঙ্গ
(খ) সদাশিব রায়
(গ) নরসনায়ক
(ঘ) সালুভ তিম্মা।
উত্তরঃ (খ) সদাশিব রায়

৩৬। সদাশিব রায়ের শাসনকালে বিজয়নগরের প্রকৃত শাসনকর্তৃত্ব যে * প্রধানমন্ত্রীর হাতে ছিল, তাঁর নাম হল –
(ক) রাম রায়
(খ) কৃষ্ণদেব রায়
(গ) তৃতীয় শ্রীরঙ্গ
(ঘ) প্রথম ভেঙ্কট।
উত্তরঃ (ক) রাম রায়

৩৭। বানিহাটির (তালিকোটার) যুদ্ধ হয়েছিল –
(ক) ১৫৩৫ খ্রিস্টাব্দে
(খ) ১৫৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৬৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৫৬৫ খ্রিস্টাব্দে।

৩৮। বানিহাটির যুদ্ধের একটা পক্ষ ছিল –
(ক) ইটালি
(খ) পোর্তুগাল
(গ) বঙ্গদেশ
(ঘ) বিজয়নগর।
উত্তরঃ (ঘ) বিজয়নগর

৩৯। কোন্ যুদ্ধ সম্পর্কে রবার্ট সিওয়েল তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন যে ‘পৃথিবীর ইতিহাসে এরূপ ধ্বংসলীলা সম্ভবত আর ঘটেনি’?
(ক) তালিকোটা বা বানিহাটির যুদ্ধ
(খ) বিদারার যুদ্ধ
(গ) চৌসার যুদ্ধ
(ঘ) বাতাপির যুদ্ধ।
উত্তরঃ (ক) তালিকোটা বা বানিহাটির যুদ্ধ

৪০। নিম্নলিখিতদের মধ্যে কোন্ বিশিষ্ট নির্দেশক, নাট্যকার, লেখক ও অভিনেতা তালিকোটার যুদ্ধ অবলম্বনে রাক্ষসতঙ্গড়ি (Crossing to Talikota) নামে একটি নাটক রচনা করেছিলেন?
(ক) মুলক রাজ আনন্দ
(খ) মীরা নায়ার
(গ) গিরিশ কারনাড
(ঘ) বিজন ভট্টাচার্য।
উত্তরঃ (গ) গিরিশ কারনাড

৪১। তালিকোটার যুদ্ধে রাম রায়ের মৃত্যুর পরবর্তীতে কে বিজয়নগরের – সিংহাসনে আরোহণ করেন?
(ক) দ্বিতীয় দেবরায়
(খ) প্রথম শ্রীরঙ্গ
(গ) দ্বিতীয় ভেঙ্কট
(ঘ) তিরুমল।
উত্তরঃ (ঘ) তিরুমল।

৪২। বিজয়নগর সাম্রাজ্যের কোন্ প্রথার সঙ্গে সুলতানি আমলের ইতা প্রথার বৈশিষ্ট্যগত মিল পরিলক্ষিত হয়?
(ক) অমরনায়ক প্রথা
(খ) দাগ প্রথা
(গ) অগ্রহার প্রথা
(ঘ) কানকুত প্রথা।
উত্তরঃ (ক) অমরনায়ক প্রথা

৪৩। কোন্ বিশিষ্ট ঐতিহাসিক ‘কেমব্রিজ ইকনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থে প্রকাশিত এক প্রবন্ধে বিজয়নগরকে ‘খন্ডিত রাষ্ট্র’ বলে উল্লেখ করেছেন?
(ক) জন মার্শাল
(খ) বার্টন স্টেইন
(গ) কলিন ম্যাকেঞ্জি
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (খ) বার্টন স্টেইন

৪৪। বার্টন স্টেইনের মতানুযায়ী বিজয়নগর সাম্রাজ্যে একটি ছোটো এলাকা (Micro Region) কে প্রত্যক্ষভাবে শাসন করতেন?
(ক) নায়ক
(খ) ব্রাহ্মণ
(গ) রাজা
(ঘ) ভূস্বামী।
উত্তরঃ (গ) রাজা

৪৫। কত ভাগে বিজয়নগরের জমি বিভক্ত ছিল?
(ক) ৫ ভাগে
(খ) ৭ ভাগে
(গ) ৬ ভাগে
(ঘ) ৩ ভাগে।
উত্তরঃ (ঘ) ৩ ভাগে।

৪৬। বিজয়নগর সাম্রাজ্যে যেসকল অবশিষ্ট ভূমি অমরনায়কদের বন্দোবস্ত দেওয়া হত, তা কী নামে পরিচিত ছিল?
(ক) অপ্রহত
(খ) শালাভোগ
(গ) অমরা
(ঘ) মরুতাম।
উত্তরঃ (গ) অমরা

৪৭। বিজয়নগর সাম্রাজ্যে প্রধানমন্ত্রী কী নামে পরিচিত ছিলেন?
(ক) মহাপ্রধান
(খ) আয়গার
(গ) অথবান
(ঘ) দণ্ডুপতি।
উত্তরঃ (ক) মহাপ্রধান

৪৮। কোন্ দুই বিশিষ্ট পর্যটক তথা রাজদূত বিজয়নগরে একটি মহাকরণ-এর উল্লেখ করেছিলেন?
(ক) ফা সিয়েন ও র‍্যালফ ফিচ
(খ) নুনিজ ও আবদুর রজ্জাক
(গ) বার্নিয়ে ও মার্কো পোলো
(ঘ) টমাস রো ও মানুচ্চি।
উত্তরঃ (খ) নুনিজ ও আবদুর রজ্জাক

৪৯। ড. কৃষ্ণ শাস্ত্রীর মত অনুযায়ী, বিজয়নগরে কতগুলি প্রদেশ ছিল?
(ক) ৭টি
(খ) ৫টি
(গ) ১টি
(ঘ) ৬টি।
উত্তরঃ (ঘ) ৬টি।

৫০। বিশিষ্ট পর্যটক ডমিঙ্গো পায়েজ-এর বিবরণ অনুযায়ী বিজয়নগর সাম্রাজ্য কটি প্রদেশে বিভক্ত ছিল?
(ক) ১০০টি
(খ) ২০০টি
(গ) ৩০০টি
(ঘ) ৫০০টি।
উত্তরঃ (খ) ২০০টি

৫১। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বিজয়নগরে প্রায় ২০০ নায়কের অস্তিত্ব লক্ষ করেছেন?
(ক) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(খ) এডওয়ার্ড টেরি
(গ) ফারানাও নুনিজ
(ঘ) ফা সিয়েন।
উত্তরঃ (গ) ফারানাও নুনিজ

৫২। বিজয়নগর সাম্রাজ্যে কারা কেন্দ্র ও গ্রামীণ শাসনের মধ্যে সংযোগ রক্ষা করতেন?
(ক) বেগারা
(খ) সেনাতোভা
(গ) তলরা
(ঘ) মহানায়কাচার্য।
উত্তরঃ (ঘ) মহানায়কাচার্য।

৫৩। কতজন সদস্য নিয়ে গঠিত আয়গার সমিতি গ্রামের প্রশাসন পরিচালনা করত?
(ক) ১০
(খ) ১৫
(গ) ১২
(ঘ) ২০।
উত্তরঃ (গ) ১২

৫৪। কোন্ দফতর বিজয়নগর সাম্রাজ্যের সেনাবিভাগ তত্ত্বাবধান করত?
(ক) কাণ্ডাচার
(খ) মহাতালবর
(গ) মনিগ্রামম
(ঘ) উর।
উত্তরঃ (ক) কাণ্ডাচার

৫৫। বিজয়নগরে আগত কোন্ বিখ্যাত পর্যটক বলেছেন যে, ‘এখানকার রাজধানীতে অস্ত্রধারণে সক্ষম প্রায় ৯০ হাজার লোক ছিল’?
(ক) অল-বিরুনি
(খ) ফা সিয়েন
(গ) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(ঘ) নিকোলো কন্টি।
উত্তরঃ (ঘ) নিকোলো কন্টি।

৫৬। কোন্ সম্রাটের আমলে ইতালীয় পর্যটক নিকোলো কন্টি বিজয়নগরে আসেন?
(ক) দ্বিতীয় দেবরায়
(খ) বাহমন শাহ
(গ) তিরুমল
(ঘ) মল্লিকার্জুন।
উত্তরঃ (ক) দ্বিতীয় দেবরায়

৫৭। নিকোলো কন্টি কোন্ দেশের পর্যটক ছিলেন –
(ক) জাপান
(খ) ইটালি
(গ) পারস্য
(ঘ) পোর্তুগাল।
উত্তরঃ (খ) ইটালি

৫৮। কোন্ সম্রাটের শাসনকালে পর্যটক ডমিঙ্গো পায়েজ বিজয়নগরে এসেছিলেন?
(ক) দ্বিতীয় হরিহর
(খ) মল্লিকার্জুন
(গ) কৃষ্ণদেব রায়
(ঘ) তিরুমল।
উত্তরঃ (গ) কৃষ্ণদেব রায়

৫৯। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে পোর্তুগাল থেকে এসেছিলেন –
(ক) অ্যান্টোনিও মনসেরাট
(খ) ডমিঙ্গো পায়েজ
(গ) পিটার মুন্ডি
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (খ) ডমিঙ্গো পায়েজ

৬০। বিজয়নগরের সম্রাট অচ্যুত রায়ের রাজত্বকালে কোন্ পর্যটক বিজয়নগরে এসেছিলেন?
(ক) আবদুর রজ্জাক
(খ) অল-বিরুনি
(গ) ফারনাও নুনিজ
(ঘ) ফ্রাঁসোয়া বার্নিয়ে।
উত্তরঃ (গ) ফারনাও নুনিজ

৬১। দুয়ার্তে বারবোসা কোন্ দেশের পর্যটক ছিলেন?
(ক) ইটালি
(খ) পারস্য
(গ) জাপান
(ঘ) পোর্তুগাল।
উত্তরঃ (ঘ) পোর্তুগাল।

৬২। বিশিষ্ট পর্যটক আফানাসে/আফানাসি নিকিতিন কোন্ দেশের অধিবাসী ছিলেন?
(ক) রাশিয়া
(খ) পোর্তুগাল
(গ) স্পেন
(ঘ) ফ্রান্স।
উত্তরঃ (ক) রাশিয়া

৬৩। ‘ব্রাহ্মণ পুরুষ এবং নারীরা ফর্সা ও সুন্দরী, অন্যান্য বর্ণ বা জাতির লোকেদের মধ্যে ফর্সার সংখ্যা ছিল খুবই কম। – কোন্ বিশিষ্ট পর্যটক বিজয়নগরের সমাজজীবন সম্পর্কে এরূপ অভিমত প্রকাশ করেছেন?
(ক) বারবোসা
(খ) অল-বিরুনি
(গ) ডমিঙ্গো পায়েজ
(ঘ) পিটার মুন্ডি।
উত্তরঃ (গ) ডমিঙ্গো পায়েজ

৬৪। বিজয়নগরের অন্তঃপুরে বহু নারীর সংগীতচর্চার বিষয়টি এবং স্ত্রী দেহরক্ষীর অস্তিত্ব সম্পর্কে উল্লেখ করেছেন কোন্ পর্যটক?
(ক) পিটার মুন্ডি
(খ) টমাস রো
(গ) ফা সিয়েন
(ঘ) ডমিঙ্গো পায়েজ।
উত্তরঃ (ঘ) ডমিঙ্গো পায়েজ।

৬৫। কোন্ পর্যটক বলেছেন যে, ‘বিজয়নগরের রাজা মল্লযোদ্ধা, দ্বাররক্ষী, জ্যোতিষী ও হিসাবরক্ষক পদে নারীদের নিয়োগ করতেন?
(ক) ফারনাও নুনিজ
(খ) উইলিয়ম হকিন্স
(গ) অল-মাসুদি
(ঘ) অল-বিরুনি।
উত্তরঃ (ক) ফারনাও নুনিজ

আরও পড়ুন : পর্যটকদের দৃষ্টিতে ভারত MCQ প্রশ্ন উত্তর

Leave a Comment