Class 11 history suggestion 2nd Semester | একাদশ শ্রেণি ইতিহাস সাজেশন দ্বিতীয় সেমিস্টার
SET – 1
(A) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 3 = 12
1. সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র’ বলা হয় কেন?
2. রেনেসাঁ’ বলতে কী বোঝো?
3. কাকে, কেন ‘ধর্মসংস্কার আন্দোলনের শুকতারা’ বলা হয়?
4. ‘উইচ’ (Witch) শব্দের উৎপত্তি সম্পর্কে লেখো।
(B) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো তিনটি) 3 × 4 = 12
1. অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলি সম্পর্কে আলোচনা করো।
2. প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো।
3. ক্রুসেডের মাধ্যমে কীভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল?
4. রেনেসাঁ-র বৈশিষ্ট্য সম্পর্কে লেখো।
5. টীকা লেখো- কোপারনিকাসের বিপ্লব।
6. ডাইনিবিদ্যার উদ্দেশ্য সম্পর্কে যা জানো লেখো।
(C) ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) 2 × 8 = 16
1. দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল?
2. বুশো ও মন্তেস্কু-র রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো।
3. আধুনিক বিজ্ঞানচর্চার সূচনার কারণ সম্পর্কে আলোকপাত করো।
4. কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যা জানো লেখো।
SET- 2
(A) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 3 = 12
1. ‘সফিস্ট’ কারা?
2. ইতালীয় বণিকরা কেন ক্রুসেডে যোগদান করেছিল?
3. তাওবাদ ও কনফুসীয়বাদের মধ্যে তুলনা করো।
4. আধুনিক প্রযুক্তির ফলে দূর্গ নির্মাণ রীতিতে কী পরিবর্তন এসেছিল?
(B) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো তিনটি) 3 × 4 = 12
1. চিনে ম্যান্ডারিনদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
2. নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল?
3. টীকা লেখো-লিওনার্দো দ্য ভিঞ্চি।
4. ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো।
5. ইউরোপে মুদ্রণবিপ্লবের পটভূমি আলোচনা করো।
6. টীকা লেখো ভাস্কো-ডা-গামা।
(C) ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) 2 × 8 = 16
1. ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?
2. মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
3. ডাইনি হত্যার মতো নৃশংস ঘটনার পিছনে কী কী কারণ দায়ী বলে তুমি মনে করো?
4. মুদ্রণবিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
SET-3
(A) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 3 = 12
1. জাঁ বোদার রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখো। তাঁর ধারণায় রাষ্ট্রের লক্ষ্য কী?
2. ‘ক্রুসেড’ নামকরণের কারণ কী?
3. ’95 Theses’ কী?
4. বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো?
(B) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো তিনটি) 3 × 4 = 12
1. ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো।
2. জাঁ বোদা কর্তৃক সরকারের শ্রেণিবিন্যাস সম্পর্কে লেখো।
3. ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের কারণগুলি সংক্ষেপে লেখো।
4. সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো।
5. মানচিত্র অঙ্কন এবং তার গুরুত্ব উল্লেখ করো।
6.মুদ্রণবিপ্লব কী? ইউরোপে মুদ্রণবিপ্লবে আরবদের অবদান কী ছিল?
(C) ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) 2 × 8 = 16
1. প্রশাসনিক কাজ পরিচালনায় স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল?
2. ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো।
3. সৌরকেন্দ্রিক বিশ্বব্রহ্লান্ডের ধারণা গঠনে গ্যালিলিও-র অবদান আলোচনা করো।
4. আগ্নেয়াস্ত্র ও যুদ্ধের আধুনিক রীতি-কৌশলের পরিচয় দাও। পঞ্চদশ-ষোড়শ শতকের রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো।
SET- 4
(A) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 3 = 12
1. অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল?
2 কোন্ ক্রুসেডকে কেন শিশুদের ক্রুসেড’ বলা হয়?
3 ভক্তিবাদ কী?
4 মুদ্রণশিল্পের আদিপর্বে কাগজের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে লেখো।
(B) সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। (যে-কোনো তিনটি) 3 × 4 = 12
1. রোমান রাষ্ট্রচিন্তায় সেনেকার অবদান কী?
2. মনসবদারি ব্যবস্থা কী? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
3. ক্রুসেডের ফলাফল সংক্ষেপে লেখো।
4. প্রোটেস্ট্যান্ট আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা কী ছিল?
5. ডাইনি সন্দেহে মেয়েদেরই সবথেকে বেশি করে হত্যা করা হত কেন?
6. গ্যালিলিও-র আবিষ্কারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো।
(C) ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো দুটি) 2 × 8 = 16
1. কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও।
2. দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল?
3. ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো। এর গুরুত্ব আলোচনা করো।
4. জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর