ইতিহাস চেতনা mcq 1st Semester
ইতিহাস চেতনা mcq 1st Semester একাদশ শ্রেণি ইতিহাস
1. Historia’ শব্দটির অর্থ কী?
সযত্ন বিশ্লেষণ
সযত্ন লিখন
সযত্ন অনুসন্ধান
সযত্ন মূল্যায়ন
2. ‘Historia’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
সক্রেটিস
প্লেটো
অ্যারিস্টটল
হেরোডোটাস
3. ইতিহাসের জনক কাকে বলা হয়?
এরাটোস্থেনিসকে
সক্রেটিসকে
হেরোডোটাসকে
অ্যারিস্টটলকে
4. ‘ইতিহাস’ শব্দের অর্থ কী?
অনুলেখন
অনুক্রম
অনুলিপি
অনুসন্ধান
5. বাংলা ভাষায় ‘ইতিহাস’ শব্দটি এসেছে কোন্ শব্দ থেকে?
‘ইতিহ’ শব্দ
ঐতিহ শব্দ
ঈতিহ শব্দ
ঐতিহাস শব্দ
6. বাংলা ভাষায় ‘ইতিহাস’ শব্দটির অর্থ কী?
ঐতিহ্য
আধুনিকতা
প্রগতিশীল
অগ্রগামী
7. মানব সভ্যতার ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায়?
দুই ভাগে
চার ভাগে
তিন ভাগে
পাঁচ ভাগে
8. মানব ইতিহাসে কোন্ যুগের ব্যাপ্তি সবচেয়ে সুদীর্ঘ?
প্রাচীন যুগ
আধুনিক যুগ
মধ্যযুগ
কোনোটিই নয়
9. ঐতিহাসিকদের মতে, কোন্ যুগে হোমো-স্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল?
মধ্যযুগে
আধুনিক যুগে
প্রাচীন যুগে
কোনোটিই নয়
10. আনুমানিক কত বছর আগে প্রথম হোমো-স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয়?
৩৬ লক্ষ বছর আগে
১৬ লক্ষ বছর আগে
২৫ লক্ষ বছর আগে
৯ লক্ষ বছর আগে
11. ইতিহাসের প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা যায়?
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
12. প্রাগৈতিহাসিক যুগের অপর নাম কী?
Proto Historic Age
Pre-Historic Age
Historic Age
কোনোটিই নয়
13. যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না, সেই যুগকে কী বলা হয়?
ঐতিহাসিক যুগ
প্রাগৈতিহাসিক যুগ
প্রায়-ঐতিহাসিক যুগ
কোনোটিই নয়
14. কে প্রথম ‘প্রাক্-ইতিহাস’ শব্দটি ব্যবহার করেন?
এম সি বার্কিট
জন ল্যাবক
ড্যানিয়েল উইলসন
পল তুর্নাল
15. কোন্ যুগে মানুষ লিপি বা অক্ষরের ব্যবহার জানত না?
ঐতিহাসিক যুগে
প্রাগৈতিহাসিক যুগে
প্রায়-ঐতিহাসিক যুগে
কোনোটিই নয়
16. ডাইনোসর জাতীয় বৃহদাকার প্রাণী কোন্ যুগে বিরাজ করত?
প্রাগৈতিহাসিক যুগে
ঐতিহাসিক যুগে
প্রায় ঐতিহাসিক যুগে
কোনোটিই নয়
17. প্রাগৈতিহাসিক যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
দুই ভাগে
চার ভাগে
তিন ভাগে
পাঁচ ভাগে
18. প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত?
আনুমানিক ৫,০০,০০০-১০,০০০ খ্রি.পূ.
আনুমানিক ১৫,০০,০০০-৪০,০০০ খ্রি.পূ.
আনুমানিক ১০,০০,০০০-৩০,০০০ খ্রি.পূ.
আনুমানিক ২৫,০০,০০০-৫০,০০০ খ্রি.পূ.
19. কে সর্বপ্রথম ‘প্যালিওলিথিক’ শব্দটি ব্যবহার করেন?
ড্যানিয়েল উইলসন
পল তুর্নাল
জন ল্যাবক
এম সি বার্কিট
20. কোন্ যুগের মানুষদের কোয়ার্টজাইট মানব বলা হত?
নব্য প্রস্তর যুগের
প্রাচীন প্রস্তর যুগের
মধ্য প্রস্তর যুগের
কোনোটিই নয়
21. কোন্ যুগ কোয়ার্টজাইট যুগ নামে পরিচিত?
মধ্য প্রস্তর যুগ
তাম্র প্রস্তর যুগ
মধ্য প্রস্তর যুগ
প্রাচীন প্রস্তর যুগ
22. প্রাচীন প্রস্তর যুগের মানুষদের মূল জীবিকা কী ছিল?
পশুপালন করা
কৃষিকাজ করা
শিকার ও খাদ্য সংগ্রহ করা
কোনোটিই নয়
23. প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল-
হাত কুঠার
গাছের ডাল
ভোঁতা পাথরের টুকরো
কাটারি বা ছোরা
24. কোন্ যুগকে হাত কুঠার সভ্যতা (Hand Axe Culture) বলা হয়?
প্রাচীন প্রস্তর যুগকে
মধ্য প্রস্তর যুগকে
নব্য প্রস্তর যুগকে
কোনোটিই নয়
25. মধ্যপ্রস্তর যুগের সময়কাল কত?
১০,০০০ থেকে ৬০০০ খ্রি.পূ.
৪০,০০০ থেকে ২৫০০ খ্রি.পূ.
৪৫০,০০০ থেকে ২০,০০০ খ্রি.পূ.
৭০,০০০ থেকে ৪০,০০০ খ্রি.পূ.
26. কে মেসোলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন?
হোডার ওয়েস্ট্রপ
ড্যানিয়েল উইলসন
জন ল্যাবক
পল তুর্নাল
27. কোন্ যুগকে ‘ক্ষুদ্র প্রস্তর যুগ’ নামে অভিহিত করা হয়?
প্রাচীন প্রস্তর যুগকে
মধ্য প্রস্তর যুগকে
তাম্র প্রস্তর যুগকে
নব্য প্রস্তর যুগকে
28. কোন্ যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায়?
প্রাচীন প্রস্তর যুগে
মধ্য প্রস্তর যুগে
নব্য প্রস্তর যুগে
তাম্র প্রস্তর যুগে
29. কোন্ যুগে মানুষ নৌকা তৈরি করতে শেখে?
প্রাচীন প্রস্তর যুগে
মধ্য প্রস্তর যুগে
নব্য প্রস্তর যুগে
তাম্র প্রস্তর যুগে
30. মানুষ সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করে কোন্ যুগে?
প্রাচীন প্রস্তর যুগে
মধ্য প্রস্তর যুগে
নব্য প্রস্তর যুগে
কোনোটিই নয়
31. মানুষ পশুপালন করতে শিখেছিল কোন্ যুগে?
প্রাচীন প্রস্তর যুগে
নব্য প্রস্তর যুগে
মধ্য প্রস্তর যুগে
কোনোটিই নয়
32. নব্য প্রস্তর যুগের সময়কাল কত?
৬০০০ থেকে ২৫০০ খ্রি.পূ.
৮০০০ থেকে ৩৫০০ খ্রি.পূ.
১০,০০০ থেকে ৪৫০০ খ্রি.পূ.
১৪,০০০ থেকে ২৫০০ খ্রি.পূ.
33. কোন্ যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়?
প্রাচীন প্রস্তর যুগে
মধ্য প্রস্তর যুগে
নব্য প্রস্তর যুগে
কোনোটিই নয়
34. যানবাহনের চাকা আবিষ্কার হয় কোন্ যুগে?
প্রাচীন প্রস্তর যুগে
নব্য প্রস্তর যুগে
মধ্য প্রস্তর যুগে
কোনোটিই নয়
35. আগুনের ব্যবহার কোন্ যুগের অন্যতম বৈশিষ্ট্য?
প্রাচীন প্রস্তর যুগের
মধ্য প্রস্তর যুগের
নব্য প্রস্তর যুগের
কোনোটিই নয়
36. কোন্ যুগের মানুষ স্থায়ীভাবে বসতি নির্মাণ করতে শিখেছিল?
প্রাচীন প্রস্তর যুগের
নব্য প্রস্তর যুগের
মধ্য প্রস্তর যুগের
কোনোটিই নয়
37. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল-
লোহা
দস্তা
ব্রোঞ্জ
তামা
38. কোন্ যুগে স্থলভাগে সর্বপ্রথম প্রাণের স্পন্দন দেখা যায়?
প্যালিওজোয়িক যুগে
প্রোটেরোজোয়িক যুগে
সেনোজোয়িক যুগ
মেসোজোয়িক যুগ
39. কোন্ যুগে আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটে?
প্লেইস্টোসিন যুগে
টার্শিয়ারি যুগে
হলোসিন যুগে
প্লেইস্টোসিন যুগে
40. কোন্ মহাদেশকে মানবজাতির জন্মস্থান বলা হয়?
আমেরিকা মহাদেশকে
এশিয়া মহাদেশকে
ইউরোপ মহাদেশকে
আরও পড়ুন – সংবিধান সংজ্ঞা ও প্রকার mcq 1st sem