Jimmy Valentine Short Question Answer
1. Who came to the prison shoe-shop and escorted Jimmy Valentine to the front office? [জিমি ভ্যালেন্টাইনকে কারাগারের মধ্যে অবস্থিত জুতোর কারখানা থেকে কে পাহারা দিয়ে সামনের অফিসে নিয়ে গিয়েছিল?]
Ans. A guard came to the prison shoe-shop and escorted Jimmy Valentine to the front office. [একজন রক্ষী এসে জিমি ভ্যালেন্টাইনকে কারাগারের মধ্যের জুতোর কারখানা থেকে সামনের অফিসে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল ।।
2. What was the actual term of sentence for Jimmy? How long did he stay in prison? [জিমি ভ্যালেন্টাইনের শাস্তির মেয়াদ কী ছিল? সে কত দিন কারাগারে ছিল?]
Ans. Jimmy was actully sentenced for four years in prison. He stayed in prison for nearly ten months. [জিমিকে প্রকৃতপক্ষে চার বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল। সে প্রায় দশ মাস কারাগারে ছিল।]
3. “You’re not a bad fellow at heart”-Who said this and to whom? [“You are not a bad fellow at heart”-কে, কাকে একথা বলেছে?]
Ans. The warden of the jail said this to Jimmy Valentine. [কারাধ্যক্ষ জিমি ভ্যালেন্টাইনকে একথা বলেছেন।]
4. “Why, I never cracked a safe in my life.”- Who is ‘I’ referred to here? Who is spoken to? [“Why, I never crecked a safe in my life.”- ‘I’ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? একথা কাকে বলা হয়েছে?]
Ans. Here ‘I’ refers to Jimmy Valentine. The warden in the story is spoken to. [‘I’ বলতে এখানে জিমি ভ্যালন্টাইনকে বোঝানো হয়েছে। গল্পের কারাধ্যক্ষকে একথা বলা হয়েছে।]
5. Why did not Jimmy pay heed to the warden’s advice? [জিমি কারাধ্যক্ষের উপদেশের প্রতি মনোযোগ দেয়নি কেন?]
Ans. Jimmy had denied, all along, the charges against him. He asserted that neither had he cracked a safe nor had he been to Springfield ever. So, paying attention to the warden’s advice of leading an honest life would be to admit that he had been dishonest.
[জিমি বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি অস্বীকার করেছে। সে জোর দিয়ে বলেছে যে না সে কখনও সিন্দুক ভেঙেছে, না সে কখনও স্প্রিংফীল্ড নামক জায়গায় গেছে। সুতরাং, কারাধ্যক্ষের সৎভাবে জীবন যাপনের কথাকে গুরুত্ব দেওয়ার মানে, স্বীকার করে নেওয়া যে সে অসৎ ছিল।]
6. When will Jimmy Valentine be let out of the prison?
[জিমি ভ্যালেন্টাইনকে কখন কারাগার থেকে মুক্তি দেওয়া হবে?]
Ans. Jimmy Valentine will be let out of the prison at seven in the morning.
[জিমি ভ্যালেনটাইনকে সকাল সাতটায় কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।]
7. “…and let him come to the bull-pen.”-What is ‘bull-pen’? [“…and let him come to the bull-pen.” এখানে bull-pen (বুল্-পেন) কথাটির অর্থ কী?]
Ans. Bull-pen refers to the warden’s office in prison. It actually means an enclosure for bulls. This noun in North American language also suggests an exercise area for baseball pitchers.
[বুল্-পেন কথাটির অর্থ এখানে কারাধ্যক্ষের অফিস। এর আসল অর্থ ষাঁড়েদের জন্য একটা ঘেরা জায়গা। উত্তর আমেরিকার ভাষা অনুযায়ী এই বিশেষ্য পদটি বেসবল্ খেলোয়াড়দের অনুশীলনের জায়গা হিসেবেও ব্যবহৃত হয়।।
8. What did the clerk give Jimmy Valentine for rehabili- tating himself at the time of his discharge from the prison? [কারাগার থেকে মুক্তি পাওয়ার সময়ে কেরানিটি জিমি ভ্যালেনটাইনকে স্বাভাবিক জীবনে পুনর্বাসিত হওয়ার জন্য কী দিয়েছিল?]
Ans. The clerk handed Jimmy a railroad ticket and a five-dollar note for rehabilitating himself into good citizenship and prosperity.
[কারাগার থেকে মুক্তি পাওয়ার সময়ে কেরানিটি জিমি ভ্যালেনটাইনকে একটি রেলের টিকেট এবং পাঁচ ডলার দিয়েছিল নিজেকে একজন ভদ্র এবং সুখী নাগরিক হিসেবে পুনর্বাসিত করার জন্য।।
9. What was Jimmy Valentine’s number when he was in prison? What was written about him on the prison-books? [কারাগারে থাকাকালীন জিমি ভ্যালেনটাইনের সংখ্যাটি কী ছিল? জেলের খাতায় তার সম্পর্কে কী লেখা হয়েছিল?]
Ans. Jimmy Valentine’s number in prison was 9762. ‘Pardoned by Governor’ was written about him on the prison-books.
[কারাগারে থাকাকালীন জিমি ভ্যালেনটাইনের সংখ্যা ছিল ৯৭৬২। জেলের খাতায় তার নামে লেখা হয়েছিল ‘রাজ্যপালের দ্বারা ক্ষমাপ্রাপ্ত’।]
10. Where did Jimmy first go after being discharged from prison? What did he do there? [কারাগার থেকে মুক্ত হওয়ার পর প্রথমেই জিমি কোথায় গিয়েছিল? সেখানে সে কী করেছিল?]
Ans. Being discharged from prison Jimmy first went straight for a restaurant. There he tasted broiled a chicken and a bottle of white wine and smoked a cigar.
[কারাগার থেকে মুক্ত হওয়ার পর জিমি প্রথমেই সরাসরি একটি ভোজনশালায় গিয়েছিল। ভোজনশালায় গিয়ে জিমি একটি ঝলসানো মুরগি, এক বোতল হোয়াইট ওয়াইন আস্বাদন করেছিল এবং একটি চুরুট ধরিয়ে ধূমপান করেছিল।]
11. From the restaurant where did Jimmy go? What did Jimmy give a blind man there? [ভোজনশালা থেকে জিমি কোথায় গিয়েছিল? সেখানে অন্ধ লোকটিকে জিমি কী দিয়েছিল?]
Ans. From the resturant Jimmy leisurely proceeded towards the rail station.
Jimmy gave a quarter into the hat of a blind man sitting at the door before boarding the train.
[ভোজনশালা থেকে জিমি রেল স্টেশনের দিকে অগ্রসর হয়েছিল।
জিমি ট্রেনে ওঠবার আগে অন্ধ লোকটির টুপির ভেতরে একটি সিকি দিয়েছিল।]
12. For how long did Jimmy travel in the train? After reaching the little town where did Jimmy go? [জিমি ট্রেনে কতক্ষণ যাত্রা করেছিল? ছোট্ট শহরটিতে পৌঁছনোর পর জিমি কোথায় গিয়েছিল?]
Ans. Jimmy travelled in the train for three hours. After reaching the little town Jimmy went to the cafe of Mike Dolan, one of his friends.
[জিমি ট্রেনে তিন ঘণ্টা যাত্রা করেছিল। ছোট্ট শহরটিতে পৌঁছনোর পর জিমি তার এক পুরোনো বন্ধু, মাইক ডোলানের কফিখানায় গিয়েছিল।]
13. What did Mike Dolan give Jimmy? What did Jimmy do then? [মাইক ডোলান জিমিকে কী দিয়েছিল? তারপর জিমি কী করেছিল?]
Ans. Mike Dolan gave Jimmy the key of his room located at the rear of the house. Then Jimmy went to his room upstairs. [মাইক ডোলান জিমিকে বাড়ির পিছনে অবস্থিত তার ঘরের চাবিটি দিয়েছিল। তারপর জিমি উপরতলায় তার ঘরে যায়।।
14. What was lying on the floor of Jimmy’s room? When did it fall there? [জিমির ঘরের মেঝেতে কী পড়েছিল? সেটি কখন সেখানে পড়েছিল?]
Ans. Ben Price’s collar-button was lying on the floor of Jimmy’s room. It fell on the floor when Ben Price and other policemen tried to arrest Jimmy.
[বেন প্রাইসের গলাবন্ধনীর বোতাম জিমির ঘরের মেঝেতে পড়েছিল। যখন বেন প্রাইস ও অন্য পুলিশকর্মীরা জিমিকে গ্রেফতারের চেষ্টা করছিলেন তখন সেটি সেখানে পড়েছিল।]
15. What was inside Jimmy’s dust-covered suitcase? How much did Jimmy spend in making them?
[জিমির ধুলোয় ঢাকা সুটকেসের মধ্যে কী ছিল? চুরির সেগুলি তৈরি করতে জিমি কত টাকা খরচ করেছিল?]
Ans. The finest set of burglar’s tools along with a few novelties were invented by Jimmy were inside his dust-covered suitcase.
Jimmy spent over nine hundred dollars in making the burglar’s tools.
[ধূলোয় ভরা তোরঙ্গের ভেতরে জিমিরই আবিষ্কার করা অনেকগুলি সূক্ষ্ম চুরির সরঞ্জাম এবং অন্যান্য জিনিসপত্র ছিল।
চুরির সরঞ্জামগুলি তৈরি করতে জিমি নশো ডলার খরচ করেছিল।।
16. What happened a week after the release of Jimmy Valentine from the prison? [জিমি ভ্যালেনটাইন কারাগার থেকে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে কী ঘটেছিল?]
Ans. A week after the release of Jimmy Valentine from the prison, there was a neat job of safe burglary in Richmond, Indiana, without any clue to the author.
[জিমি ভ্যালেন্টাইন্ কারাগার থেকে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ানার রিচমন্ড শহরে একটি নিখুঁতভাবে সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটেছিল।]
17. Why could Jimmy steal cluelessly? [জিমি কীভাবে কোনো সূত্র না রেখে চুরি করতে পারত?]
Ans. Jimmy singiehandedly performed the entire operation and had no partner in crime. Besides, his professional skills like long jump, quick escape route, tempered nerve and cool brain enabled him to steal quite cluelessly.
[জিমি গোটা কাজটাই একা করত, এবং তার অপরাধের কোনো সঙ্গী ছিল না। তা ছাড়া, তার পেশাদার দক্ষতাগুলি, যেমন লম্বা লাফ দিতে পারা, দ্রুত পালানোর পথ করে নেওয়া, ঘাতসহ স্নায়ু এবং শীতল মস্তিষ্ক তাকে প্রায় সূত্রহীনভাবে চুরি করে যেতে সক্ষম করেছিল।]
18. How did Ben Price come to know that Jimmy Valentine is the mastermind behind the most recent burglaries? [বেন প্রাইস কীভাবে জানতে পারলেন যে সম্প্রতিক চুরির পিছনে মূল মাথা ছিল জিমি ভ্যালেনটাইন?]
Ans. When Ben Price investigated a case of safe cracking in a bank at Jefferson city, he saw the neat work carried out there. Even the instruments used were the best ones. Ben Price knew that only Jimmy was capable of doing it and was the only one with the latest equipments.
[বেন প্রাইস যখন জেফারসন সিটির একটি ব্যাংকে সিন্ধুক ভাঙার তদন্ত করতে গিয়েছিল, তখন সেখানে একটা নিখুঁত চুরির কাজ দেখেছিল। যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলিও ছিল সেরা। বেন প্রাইস জানত যে শুধুমাত্র জিমিই এইরকম কাজ করতে সক্ষম এবং সর্বশেষ যন্ত্রপাতি শুধু তার কাজেই আছে।]
19. Where was Elmore? How did Jimmy look when he reached Elmore? [এলমোর শহরটি কোথায় ছিল? এলমোরে পৌঁছনোর সময়ে জিমিকে কেমন দেখতে লাগছিল?] [1+1]
Ans. Elmore was a small town five miles off the railroad down in the sparsely populated region of Arkansas. Jimmy looked like an athletic young senior just home from college.
[এলমোর ছিল রেলপথ থেকে পাঁচ মাইল দূরে আরকানসাসের জনবিরল এলাকার একটি ছোটো শহর। এলমোরে পৌঁছনোর সময়ে জিমিকে সদ্য কলেজ ফেরত এক তরুণ খেলোয়াড়ের মতো দেখতে লাগছিল।]
20. Who was the young lady who crossed the street to enter the Elmore Bank? What was her name?
[এলমোর ব্যাংকে ঢোকার জন্য রাস্তা পার হয়ে আসা মহিলাটি কে ছিল? তার নাম কী ছিল?] [1+1]
Ans. The daughter of the owner of the Elmore Bank crossed the street to enter the Elmore Bank.
Her name was Annabel Adams. [এলমোর ব্যাংকের মালিকের কন্যা রাস্তা পার হয়ে এসেছিলেন ব্যাংকে ঢোকার জন্য। তার নাম ছিল অ্যানাবেল অ্যাডামস ।]
21. What was Jimmy’s name in the register of the Planters’ Hotel? What type of business did Jimmy want to start under that name? [প্ল্যান্টারস্ হোটেলের খাতায় জিমির কোন্ নাম লেখা ছিল? সেই নামে জিমি কী ধরনের ব্যবসা শুরু করতে চেয়েছিল?]
Ans. In the Planters’ Hotel Jimmy registered himself as one Ralph D. Spencer.
Jimmy wanted to start shoe-business under the name of Ralph D. Spencer.
[প্ল্যান্টারস্ হোটেলে জিমি নিজেকে জনৈক র্যালফ্ ডি. স্পেন্সর নামে নথিভুক্ত করেছিল। র্যালফ্ ডি. স্পেন্সার নাম নিয়ে জিমি জুতোর ব্যবসা শুরু করতে চেয়েছিল।]
22. To whom did Jimmy write a letter and where did he live? [জিমি কাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল এবং সে কোথায় থাকত?]
Ans. Jimmy wrote a letter to one of his old friends, Billy who lived in the city of St. Louis.
[জিমি তার এক পুরোনো বন্ধু, বিলিকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল যে সেন্ট লুই শহরে থাকত।]
23. Ben Price jogged unobtrusively into Elmore in a livery buggy” – Who was Ben price? Why did he arrive in Elmore? [“………..Ben Price jogged unobstrusively into Elmore in a livery buggy”- বেন প্রাইস কে ছিলেন? তিনি এলমোরে পৌঁছেছিলেন কেন?] [1+1]
Ans. Ben Price was the investigator who was investigating the burglaries done by Jimmy Valentine.
He arrived in Elmore to arrest Jimmy.
[বেন প্রাইস ছিলেন সেই তদন্তকারী যিনি জিমির করা চুরির ঘটনাগুলির তদন্ত করছিলেন।
তিনি জিমিকে গ্রেফতার করতে এলমোরে পৌঁছেছিলেন।।
24. Who is the investigator in the story ‘Alias Jimmy Valentine’? How did he arrive in Elmore? [‘Alias Jimmy Valentine’ গল্পে তদন্তকারী কে ছিলেন? তিনি কীভাবে এলমোরে পৌঁছেছিলেন] [1+1]
Ans. The investigator in the story ‘Alias Jimmy Valentine’ is Ben Price. He’arrived in Elmore in a livery buggy. [‘Alias Jimmy Valentine’ গল্পে তদন্তকারী ছিলেন বেন প্রাইস্। তিনি একটি ঘোড়ার গাড়িতে চড়ে এলমোরে পৌঁছেছিলেন।]
25. How many daughters did Annabel’s married sister have and what was their age? [অ্যানাবেলের বিবাহিত দিদির ক-টি মেয়ে ছিল এবং তাদের বয়স কত ছিল?] [2]
Ans. Annabel’s married sister had two daughters who were five and nine years of age. [অ্যানাবেলের বিবাহিত দিদির দুটি মেয়ে ছিল এবং তাদের বয়স পাঁচ ও নয় বছর ছিল।]
26. Why was Ralph’s suitcase heavy? Where had he to go with the suitcase? [র্যালফ্রে সুটকেসটি ভারী ছিল কেন? সুটকেসটি নিয়ে তার কোথায় যাওয়ার কথা ছিল?] [1+1]
Ans. Ralph’s suitcase was heavy as it was filled with the burglar’s tools. He had to go to one of his old friends in St. Louis. [র্যালফ্রে সুটকেসটি ভারী ছিল কারণ তাতে চুরি করতে ব্যবহৃত সরঞ্জাম ভরতি ছিল। সেন্ট লুইস-এ তার পুরোনো বন্ধুর কাছে যাওয়ার কথা ছিল।]
27. Why were the children delighted? [শিশু দুটি আনন্দিত হয়ে উঠেছিল কেন?]
Ans. The children were delighted to see the shining metal and funny clock and knobs of the new vault.
[নতুন সিন্দুকের চকচকে ধাতু এবং মজাদার ঘড়ি ও হাতল দেখে শিশু দুটি আনন্দিত হয়ে উঠেছিল।]
28. Who shut whom in the vault? Why did he or she do that? [সিন্দুকের কক্ষের ভিতরে কে কাকে বন্ধ করে ফেলেছিল? সে এরকম কাজ কেন করেছিল?] [1+1]
Ans. May, the nine year old girl, shut Agatha, the five year old girl inside the vault. May shut Agatha in the vault, in the spirit of play. [নয় বছরের বালিকা, মে পাঁচ বছরের বালিকা, আগাথাকে সিন্দুকের কক্ষের ভেতরে বন্ধ করে ফেলেছিল। মে আগাথাকে খেলাচ্ছলে সিন্দুকের কক্ষের ভেতরে বন্ধ করে দিয়েছিল।]
29. “The door can’t be opened”-Who said this? Why couldn’t the door be opened? [“The door can’t be opened”- একথা কে বলেছেন? দরজাটি খোলা যাচ্ছিল না কেন?] [1+1]
Ans. The owner of Elmore bank, Mr. Adams said this. The door of the vault couldn’t be opened as the clock hadn’t been wound and the combination also was not set.
[এলমোর ব্যাংক-এর মালিক মি. অ্যাডামস একথা বলেছেন। সিন্দুকের ঘরের দরজাটি খোলা যাচ্ছিল না কারণ ঘড়িটিতে দম দেওয়া ছিল না আর তালার নম্বরগুলিও সাজানো ছিল না।।
30. Why was Agatha’s mother screaming? [আগাথার মা চিৎকার করছিল কেন?]
Ans. Agatha’s mother was screaming because Agatha had been locked inside the dark vault and she would die inside the vault from fear and lack of oxygen. [আগাথা সিন্দুকের অন্ধকার কক্ষে বন্ধ হয়ে গিয়েছিল এবং সে সেখানে ভয়ে ও অক্সিজেনের অভাবে মারা যেতে পারে ভেবে আগাথার মা চিৎকার করছিল।]
31. Who at last opened the door of the vault? [সিন্দুকের কক্ষের দরজাটি শেষ পর্যন্ত কে খুলেছিল?]
Ans. Jimmy Valentine, the skilled burgler, took the place of Ralph D. Spencer and threw open the door of the vault to save Agatha.
[জিমি ভ্যালেনটাইন নামক সুদক্ষ চোরটি র্যালফ্ ডি. স্পেন্সারের জায়গা নিয়ে সিন্দুকের কক্ষের বন্ধ দরজাটি আগাথাকে বাঁচানোর জন্য খুলে ফেলেছিল।।
32. Whom did Jimmy Valentine rescue from the vault? How long did he take to do it? [জিমি ভ্যালেনটাইন সিন্দুকের কক্ষের ভেতর থেকে কাকে উদ্ধার করেছিল? এটা করতে সে কত সময় নিয়েছিল?]
Ans. Jimmy Valentine rescued Agatha, the younger daughter of Annabel’s married sister. He took ten minutes to do it.
[জিমি ভ্যালেনটাইন অ্যানাবেলের বিবাহিত দিদির ছোটো মেয়ে আগাথাকে উদ্ধার করেছিল। এটা করতে সে দশ মিনিট সময় নিয়েছিল।]
33. What is the original title of the story ‘Alias Jimmy Valentine’? When was it published?? [‘Alias Jimmy Valentine’ গল্পের প্রকৃত শিরোনামটি কী? এটি কখন প্রকাশিত হয়েছিল?
Ans. The original title of the story ‘Alias Jimmy Valentine’ is ‘A Retrieved Reformation’. It was published in 1909.
[‘Alias Jimmy Valentine’ গল্পের প্রকৃত শিরোনামটি হল ‘A Retrieved Reformation’ এটি প্রকাশিত হয়েছিল 1909 খ্রিস্টাব্দে।]
34. Which friend did Jimmy want to meet? On what day and what particular time did he want to meet him?
[জিমি তার কোন্ বন্ধুর সঙ্গে দেখা করতে চেয়েছিল? সে তার সঙ্গে কোন্ দিন এবং কোন্ নির্দিষ্ট সময়ে দেখা করতে চেয়েছিল?]
Ans. Jimmy wanted to meet Billy on Wednesday night at nine o’clock. [জিমি তার পুরোনো বন্ধু বিলির সাথে দেখা করতে চেয়েছিল। সে তার সঙ্গে বুধবার রাত 9 টার সময়ে দেখা করতে চেয়েছিল।।
35. How long did Jimmy expect to stay in the prison and why? [জিমি কতদিন কারাগারে বন্দি থাকতে হবে বলে আশা করেছিল এবং কেন?]
Ans. Jimmy expected to stay only for three months at the longest, in prison.
He had too many influential and powerful friends outside and so he expected an early release from the prison.
[জিমি আশা করেছিল খুব বেশি হলে, তাকে তিন মাস কারাগারে বন্দি থাকতে হবে কারণ বাইরে তার বহু প্রভাবশালী এবং ক্ষমতাশালী বন্ধু ছিল যারা তাকে নির্দিষ্ট সময়ের আগেই কারাগার থেকে মুক্ত করতে পারত।]
Also Read – The Garden Party questions and answers