মধ্যযুগের ভারতে হিন্দু-মুসলমান সমন্বয়ের কারণ কী ছিল
মধ্যযুগের ভারতে হিন্দু মুসলমান সমন্বয়ের কারণ
মধ্যযুগের ভারতে শাসক-শাসিত, বিজয়ী-বিজিত হিসেবে ভারতে মুসলমান ও হিন্দুরা বসবাস করতে থাকে। সময়ের সঙ্গে বিভিন্ন প্রয়োজনে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের পরিবেশ গড়ে ওঠে। এই হিন্দু-মুসলিম সমন্বয় ও সংমিশ্রণের পশ্চাৎপটে বেশকিছু কারণ সক্রিয় ছিল। যথা-
(1) প্রশাসনিক প্রয়োজনীয়তা: ভারতে মুসলিম শাসকগোষ্ঠী উপলব্ধি করেন যে, সুবিশাল ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ অংশ হিন্দুদের বাদ দিয়ে শাসনকার্য পরিচালনা সম্ভব নয়। তাছাড়া সকল হিন্দুদের শুধু অস্ত্রবলে ইসলাম ধর্মেও দীক্ষিত করা সম্ভব নয়। তাই রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতার কারণে মুসলিম শাসকেরা সহনশীল নীতি গ্রহণ করেন। কেরানি, রাজস্ব আদায়কারী, হিসাবরক্ষক, বিচারক, সৈনিক ইত্যাদি বিভিন্ন পদে তাঁরা হিন্দুদের নিযুক্ত করেন।
(2) নতুন পেশার উদ্ভব ও আর্থিক সমৃদ্ধি: আলোচ্য পর্বে ভারতে শিল্প-বাণিজ্য-নগরায়ণকে কেন্দ্র করে বিভিন্ন পেশা গড়ে উঠেছিল। তাছাড়া সেসময় নগরের প্রয়োজনে কৃষিপণ্যের চাহিদা বৃদ্ধি পায়, খাদ্যশস্যের দামও বাড়ে। ফলে কৃষকশ্রেণি লাভবান হয়। পাশাপাশি নীচুতলার মানুষজন দৈনিক মজুরিতে কাজ পায়। এভাবে বৃহত্তর জনগোষ্ঠী আর্থিক স্বচ্ছলতার স্বাদ পেলে তারা মুসলিম শাসকের সহযোগী হয়ে ওঠে। ফলে সমন্বয়ের পথ উন্মুক্ত হয়।
(3) চিরায়ত ঐতিহ্য: পরকে আপন করে নেওয়া হল ভারতের চিরায়ত ঐতিহ্য। বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশি জাতি ভারতে প্রবেশ করেছে এবং এদেশের জনসমুদ্রে বিলীন হয়ে গিয়ে হয়ে উঠেছে ভারতীয়। মুসলিমদের ক্ষেত্রেও প্রাথমিক সংঘাত পর্ব কাটিয়ে সমন্বয় ঘটতে শুরু করে।
(4) ধর্মীয় ও সাংস্কৃতিক বিনিময়: ভারতে ভক্তি ও সুফি প্রচারকগণ তাঁদের আন্দোলনের মাধ্যমে উভয় ধর্মের মধ্যে মিলনসেতু তৈরি করেছিলেন। এই সকল সাধকেরা ধর্মের গণ্ডির বাইরে গিয়ে প্রাধান্য দিতেন মানবিক মূল্যবোধকে। যা উভয় সম্প্রদায়ের মানুষকে কাছে এনেছিল।
(5) কর্মসূত্রে যোগাযোগ স্থাপন: বিভিন্ন অর্থনৈতিক তথা কাজের ক্ষেত্রগুলিতে (যেমন- বাজার, বাণিজ্যক্ষেত্র) হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে কর্মসূত্রে যোগাযোগ স্থাপিত হয়। মুসলিম ও হিন্দু বণিকেরা একই সঙ্গে বাণিজ্যের কাজ করতেন। ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। উপরোক্ত কারণগুলি মিলেই মধ্যযুগীয় ভারতবর্ষে সমন্বয়ধর্মী বাতাবরণ গড়ে ওঠে। বাস্তব প্রয়োজন, ঐতিহ্য হিন্দু ও মুসলিমদের মেলবন্ধন ঘটায়।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর