প্রতি-ধর্মসংস্কার আন্দোলনের প্রেক্ষাপট কী ছিল? এর দুটি দিক বা বৈশিষ্ট্য লেখো
ষোড়শ শতকে ধর্মসংস্কার আন্দোলন ও প্রোটেস্ট্যান্ট মতবাদ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ঘটনা ধর্মপ্রাণ ক্যাথলিক জনতা এবং ক্যাথলিক চার্চকে গভীরভাবে চিন্তিত করে তোলে। ক্যাথলিক ধর্মমতের অস্তিত্ব রক্ষার বিষয়ে একটা হতাশা তাদের গ্রাস করে। এই সময় ক্যাথলিক চার্চের ভেতর থেকে সংস্কারের ভাবনা শুরু হয়। কিছু ধর্মপ্রাণ যাজক আত্মসংস্কার দ্বারা ক্যাথলিক ধর্মকে কলুষতামুক্ত করার উদ্যোগ নেন। ১৫১৭ খ্রিস্টাব্দের পর এই উদ্যোগে নতুন গতিবেগ সঞ্চারিত হয়। ১৫৩০ খ্রিস্টাব্দের পর এই আন্দোলন আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক ধর্মীয় পুনরুজ্জীবনের রূপ নেয়। রোমান ক্যাথলিক ধর্মের পুনরুজ্জীবনের এই প্রয়াসকে প্রতি-ধর্মসংস্কার আন্দোলন (Counter Reformation Movement) বলা হয়। কেউ কেউ এটিকে ক্যাথলিক প্রতিক্রিয়া এবং ক্যাথলিক ধর্মসংস্কারও আখ্যা দিয়েছেন।
প্রতি-ধর্মসংস্কার আন্দোলনের প্রেক্ষাপট
(1) প্রোটেস্ট্যান্ট মন্ডলীতে বিভেদ: ক্যাথলিক ধর্মসংস্কার বা প্রতি- ধর্মসংস্কার হল চার্চের আধ্যাত্মিকতার পুনরুজ্জীবন। তবে এই পুনরুজ্জীবনের পশ্চাৎপটে ইউরোপীয় প্রোটেস্ট্যান্ট মন্ডলীতে বিভেদ একটি বড়ো ভূমিকা পালন করেছিল। আসলে প্রোটেস্ট্যান্টবাদীরা প্রধানত লুথেরান, ক্যালভিনিস্ট ও জুইংলিয়ান ইত্যাদি ভাগে বিভক্ত ছিলেন। এদের মধ্যেকার আদর্শগত বিরোধিতা ক্যাথলিকদের কাছে সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল।
(2) পোপদের উদার মানসিকতা: এই সময় পোপরা অনেক উদার মানসিকতার ও পার্থিব ভোগ-লালসামুক্ত হওয়ায় তাদের থেকে অনুপ্রাণিত যাজকগণ নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠেন।
(3) চার্চব্যবস্থার দুর্নীতি: আলোচ্য পর্বে ক্যাথলিক পোপতন্ত্র ও চার্চব্যবস্থার দুর্নীতি ও কলুষতা চূড়ান্ত সীমায় পৌঁছেছিল। তাই এসবের শুদ্ধিকরণ ছিল খুব প্রয়োজন।
প্রতি-ধর্মসংস্কারের দুটি দিক বা বৈশিষ্ট্য
ইউরোপে প্রতি-ধর্মসংস্কার প্রথম শুরু হয়েছিল স্পেনে। পরে অবশ্য ইটালিতেও আংশিকভাবে এই প্রচেষ্টা দেখা গিয়েছিল। এই ক্যাথলিক সংস্কার আন্দোলনের দুটি বিপরীতমুখী দিক বা বৈশিষ্ট্য ছিল। একদিকে এই আন্দোলন ছিল ইতিবাচক। আত্মশুদ্ধির আদর্শে উদ্বুদ্ধ হয়ে চার্চ এবং যাজকগণ ক্যাথলিক ধর্মাচারকে যথার্থ আধ্যাত্মিক ও হিতবাদী পথে চালিত করতে প্রয়াসী হয়েছিলেন। এ ছাড়া এর একটি নেতিবাচক দিকও ছিল। তা হল, প্রতি-ধর্মসংস্কারের নেতাদের অনেকেই ধর্মদ্রোহিতা (হেরেসি)-র নামে অ-ক্যাথলিক খ্রিস্টানদের নির্যাতন, বিতাড়ন ও হত্যা করে ক্যাথলিকবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে সচেষ্ট ছিলেন।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর