ধর্মসংস্কার আন্দোলন বলতে কী বোঝো? খ্রিস্ট ধর্মের আদি সংস্কারক কারা ছিলেন
ধর্মসংস্কার আন্দোলন
খ্রিস্টীয় পঞ্চদশ ও ষোড়শ শতকে নবজাগরণের আলোয় উদ্ভাসিত ইউরোপের সাহিত্য, শিল্প, বিজ্ঞানচর্চা ও ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে যেমন এক নবদিগন্ত উন্মোচিত হয়েছিল, ঠিক তেমনই খ্রিস্ট ধর্ম ও ধর্মপ্রতিষ্ঠানগুলির প্রকৃত রূপ সম্পর্কেও সৃষ্টি হয় এক আলোড়ন। আলোচ্য কালপর্বে ইউরোপে পোপ শাসিত ক্যাথলিক চার্চের দুর্নীতি ও অনাচার প্রবল হয়ে উঠলে রেনেসাঁ বা নবজাগরণের যুক্তিবাদী চেতনায় শিক্ষিত একদল মানুষ বিশুদ্ধ ধর্ম ও নৈতিক জীবনের লক্ষ্যে পোপ ও ক্যাথলিক গির্জার প্রাধান্য এবং যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ধর্মের বিরুদ্ধে ধর্মের পথেই গড়ে তোলা এই আন্দোলন ধর্মসংস্কার আন্দোলন (Reformation Movement) নামে – পরিচিত। ধর্মযাজক ও অধ্যাপক মার্টিন লুথারের (Martin Luther) নেতৃত্বে ১৫২০-র দশকে জার্মানিতে এই আন্দোলন শুরু হয়। লুথারের ধর্মসংস্কার আন্দোলনই সাধারণভাবে প্রোটেস্ট্যান্ট আন্দোলন (Protestant Movement) নামে পরিচিত।
খ্রিস্ট ধর্মের আদি সংস্কারকগণ
মার্টিন লুথারের আগে থেকেই ইউরোপে কিছু চিন্তাবিদ ও সংস্কারক চার্চব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জন ওয়াইক্লিফ, জন হাস, জিরোলামো সাভোনারোলা এবং ইরাসমাস।
আরও পড়ুন – রাষ্ট্রের প্রকৃতি প্রশ্ন উত্তর